হেই ফেলিসিয়া! | কবিতা
|

হেই ফেলিসিয়া! | কবিতা

আমি অবাক রাত্রিরে ঘুমুতে যাই,আমার ঘুম আসে না।আমি বিশাল আসমানে রাতের তারায় ঘুরে বেড়াই,আমার ঘুম আসে না।আমার যত অবাক সব দুঃখ মিটিমিটি হাসে,আমি এন হ্যাথওয়ের পেছনে বাইসাইকেলে বসে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি।আমি যখন ভাতঘুম দেই ধূসর বিকেলেঅচেনা মেয়েটি আমার ক্লান্ত মুখ দেখে মুচকি হাসে। ফেলিসিয়া জানো কি?আজকাল আমার স্বপ্নদোষও হয় না!জমিন কাঁদে ফসলের হাহাকারে।এমনতো নয়…

আমার এই আঙিনায় তোমার পায়ের ছাপ কখনো পড়বে না! | কবিতা
|

আমার এই আঙিনায় তোমার পায়ের ছাপ কখনো পড়বে না! | কবিতা

ছবি – সংগ্রহিত বেলা অবেলা হয়ে হারিয়ে যাবে সময়, কোকিলের কুহু ডাক আর শোনা হবে না আমার, কত বসন্ত পেরিয়ে যাবে কত জন্মদিন গত হবে আমি জানি না কালবৈশাখী গত হয়েছে, ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘর আর মাথা তুলে নি। তাল গাছের নীচে বাবু পাখির বাসা দুমড়ে মুচড়ে পড়ে আছে এখনো, বাচ্চাটা মনে হয় মেছো বিড়ালের…

ওরা রোদ্দুর হতে চেয়েছিল | কবিতা
|

ওরা রোদ্দুর হতে চেয়েছিল | কবিতা

ওরা রোদ্দুর হতে চেয়েছিল,এক টুকরো আকাশ নিয়ে ওরা স্বপ্ন দেখেছিলোসেই আকাশটার ধূসর সাদা মেঘে আমাদের নিমন্ত্রণ ছিল। ওরা রোদ্দুর হয়ে চেয়েছিল,সেই আকাশে একখানা বিশাল রঙধনু একেছিলসেই রঙধনুটার ভাগিদার আমরাও হতে পারতাম। ওরা রোদ্দুর হতে চেয়েছিল,সবুজের বুকে লাল সুর্যের বন্যায় আমাদের ভাসিয়ে নিতে চেয়েছিল। ওদের আমরা রোদ্দুর হতে দেই নি,কালো মেঘে তাদের সেই আকাশ ঢেকে দিতে…

মধ্যরাতের পঙতিমালা 💔💔💔 | অনু কবিতা
|

মধ্যরাতের পঙতিমালা 💔💔💔 | অনু কবিতা

    তুমি হাসলেই  আমি মরে যাই 💔   আমায় ভালোবাসা দিও তুমি কোন এক বেদনাবিধুর রাতে  আমি জোছনা হব 💔   আমি না হইলাম তোমার সুলতান সুলেমান,  তুমি আমার হুররাম হও 💔   এই শীতের কোন এক সকালের শিশির হয়ে আমি তোমার কপাল ছোঁবো 💔   আমি নাই বা হইলাম তোমার সুখের হাসি  আমাকে…

বিরামচিহ্ন | কবিতা
|

বিরামচিহ্ন | কবিতা

তোমার হাসি আমার ভাবনায় দাঁড়ি বসায়।তোমার শরীরের বাক বিরামচিহ্ন হয়ে আমায় মোহিত করে।আবেগ হয় স্রোতস্বিনী নদীর মত।তুমি যতই ফারাক্কার বাঁধ বসাও কাজ হবে না,আমার শরীরে হিরোশিমা বোমার উত্তাপ। টের না পাওয়ার বাহানাটা কমা হয়ে মিলিয়ে যাবে, আমার কাছে। বিশ্বাস করো। আমার মর্মবেদনা বুঝতে পারার মত মন তোমার নেই। হবে না কখনো। হবে না।কোলন হয়ে আমার…

আমি | কবিতা
|

আমি | কবিতা

আমি তপ্ত রোদেলা পথেএক ক্লান্ত মুসাফির,যে পথে চলেছি তার শেষ দেখা হবে নাকো মোর।আমি গভীর কোন বনে হয়তোবা ধূর্ত শিকারি বীর,খুঁজে ফিরে শিকার আমার অভেদ্য তীর।আমি অজানা নিঝুম দ্বীপের এক নিঃসঙ্গ রবিনসন ক্রসো,চির প্রতীক্ষায় আমি জানি আসবে না খুঁজতে কেউ! ~আমি // নিশাত শাহরিয়ার// ২৩-০৩-২০১২ //  

ভূতেরা আর আসে না! | কবিতা
|

ভূতেরা আর আসে না! | কবিতা

এখন আর তোমার আমার আলাপ হয় না আগের মত,এই নীল সাদার দুনিয়ায় যেন ঠিক প্রথমবারের মত অপরিচিত।পুরোনো আলাপনে আবিষ্কার করি ভালো লাগাটুকু এখনো আছে তীব্রই!কিন্তু কোথায় যেন সরে গেছি দূরেতুমিও কি মনে ঠায় দিয়েছো কাউকে?তাইতো এখন ভুতেরা আসে না খবর নিতেহয়নি যে দেখা হবে হবে বলেও। হয়তো সেটাই এখন ভালো মনে হবে,তারপরও যে মনে কি…

ইটের গাঁথুনিতে গেঁথে গেছে | কবিতা
|

ইটের গাঁথুনিতে গেঁথে গেছে | কবিতা

[২০০৪ এ বয়স আর কতই হবে, তখনই আমার চিন্তাভাবনা এমন ছিল। মন্দ না! নিজের সব পুরান লেখার খাতা আবিষ্কার! 😀 ] ছবি – জি নিউজ আজ সবে যন্ত্রের সুর, হারিয়েছে সবুজ তারুণ্য। পদদলিত আজ আমাদের মন। হায় সভ্যতা! ফিরিয়ে দিবি কি সবুজ অবুজ প্রকৃতি? আমাদের সবার… আজ যন্ত্রের অনুভূতি, আমাদের সরলতা ঢেকে গেছে। উড়ে গেছে…

শুয়োপোকা | কবিতা
|

শুয়োপোকা | কবিতা

Photo by Matt Seymour on Unsplash     আমি পরিষ্কার মেঝেতে তাকে দেখতে পেলাম একদম শেষ মুহূর্তে! পা টা আমার ইঞ্চিদেরেক উপরে থেমে গেল। ঠিক তখনি আমার দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মানব হয়ে উঠতে ইচ্ছে হল। ভাবলাম পা দিয়ে মাড়িয়ে তাকে ভর্তা করে দেই, এক দম আলু ভর্তার মত। কি এক পিশাচ যেন জেগে উঠেছিল আমার…