হাওয়া মুভি রিভিউ | যে মুভি দেখলাম – পর্ব ০১
গত শুক্রবার দেখে আসলাম হাওয়া। একটা গান থেকে খুব বেশি হাইপ পাওয়ায় আমার এই মুভি নিয়ে এত আগ্রহ ছিল না। আমি হাওয়ার ট্রেইলার পর্যন্ত দেখিনি। কিন্তু সিলেটের প্রথম সিনেপ্লেক্সে এই হাওয়া দিয়েই তাদের কার্যক্রম শুরু করেছে বিধায় এই মুভিই দেখতে গেলাম। এবং হাওয়া দেখতে যাওয়াটা একটা ভালো ডিসিশন ছিল। আসলেই। পুরোটা সময় এত ভালো উপভোগ…