আপনি কি একজন লেট বুমার? মাইক্রো ইউনিভার্স ও গ্ল্যাডিয়েটর | নিশনামা ডাইজেস্ট ৬৯
নিশনামা ডাইজেস্টের ৬৯ তম ইস্যুতে স্বাগতম! গত কয়েকমাস ধরে নিশনামায় লেখালেখি আমি ছেড়ে দিয়েছিলাম। অনেকগুলা লেখা ড্রাফটে থাকলেও সেগুলা শেষ করা হয় নি কিংবা কোন কিছু লিখতে ভালো লাগে নি। কারণ দেশের যে অবস্থা ছিলো, সেখানে মনের অবস্থাও ভালো ছিলো না। এখন আবার নিজেকে লেখালেখিতে ফিরিয়ে আনলাম এই ভেবে যে আমি দিন দিন অলস হয়ে…