প্রথম রক্তদানের অনুভূতি!
রক্তদানের প্রথম ইচ্ছেটা জাগ্রত হয় ২০০৭ সালে। তখন সবে গ্রাম ছেড়ে শহরে এসে কলেজে ভর্তি হয়েছি। পত্রপত্রিকায় বাঁধনকে নিয়ে লেখা পড়তাম আর অনুপ্রানিত হতাম। বাঁধন রক্তদানে এমন একটি সংগঠন যাকে আজকের এই রক্তদানে ট্রেন্ড তৈরির পথিকৃৎ হিসেবে মানা যায়। তবে ঐ সময় ছেলেপুলেদের মাঝে এখনকার মত রক্তদান নিয়ে উৎসাহ এত সিরিয়াস পর্যায়ে ছিল না। কারন…