বাস্তবের ‘আমেরিকান সাইকো’, সাফল্যের অভিশাপ ফ্ল্যাপি বার্ড ও ফেইলিউর মিউজিয়াম | নিশনামা ডাইজেস্ট ৮৪
বিলিয়নেয়ারদের দেওয়া ‘ফ্রি’ সুযোগ-সুবিধার যুগের অবসান ঘটেছে। ফ্ল্যাপি বার্ডের আকস্মিক বিলুপ্তি থেকে শুরু করে ‘ফেইলিউর মিউজিয়াম’-এ লুকিয়ে থাকা শিক্ষা, এই সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, এখন আমাদের চিন্তাধারায় এক আমূল পরিবর্তন আনার সময় এসেছে।