হেই ফেলিসিয়া! | কবিতা
|

হেই ফেলিসিয়া! | কবিতা

আমি অবাক রাত্রিরে ঘুমুতে যাই,আমার ঘুম আসে না।আমি বিশাল আসমানে রাতের তারায় ঘুরে বেড়াই,আমার ঘুম আসে না।আমার যত অবাক সব দুঃখ মিটিমিটি হাসে,আমি এন হ্যাথওয়ের পেছনে বাইসাইকেলে বসে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি।আমি যখন ভাতঘুম দেই ধূসর বিকেলেঅচেনা মেয়েটি আমার ক্লান্ত মুখ দেখে মুচকি হাসে। ফেলিসিয়া জানো কি?আজকাল আমার স্বপ্নদোষও হয় না!জমিন কাঁদে ফসলের হাহাকারে।এমনতো নয়…

মধ্যরাতের পঙতিমালা 💔💔💔 | অনু কবিতা
|

মধ্যরাতের পঙতিমালা 💔💔💔 | অনু কবিতা

    তুমি হাসলেই  আমি মরে যাই 💔   আমায় ভালোবাসা দিও তুমি কোন এক বেদনাবিধুর রাতে  আমি জোছনা হব 💔   আমি না হইলাম তোমার সুলতান সুলেমান,  তুমি আমার হুররাম হও 💔   এই শীতের কোন এক সকালের শিশির হয়ে আমি তোমার কপাল ছোঁবো 💔   আমি নাই বা হইলাম তোমার সুখের হাসি  আমাকে…

বিরামচিহ্ন | কবিতা
|

বিরামচিহ্ন | কবিতা

তোমার হাসি আমার ভাবনায় দাঁড়ি বসায়।তোমার শরীরের বাক বিরামচিহ্ন হয়ে আমায় মোহিত করে।আবেগ হয় স্রোতস্বিনী নদীর মত।তুমি যতই ফারাক্কার বাঁধ বসাও কাজ হবে না,আমার শরীরে হিরোশিমা বোমার উত্তাপ। টের না পাওয়ার বাহানাটা কমা হয়ে মিলিয়ে যাবে, আমার কাছে। বিশ্বাস করো। আমার মর্মবেদনা বুঝতে পারার মত মন তোমার নেই। হবে না কখনো। হবে না।কোলন হয়ে আমার…

ভূতেরা আর আসে না! | কবিতা
|

ভূতেরা আর আসে না! | কবিতা

এখন আর তোমার আমার আলাপ হয় না আগের মত,এই নীল সাদার দুনিয়ায় যেন ঠিক প্রথমবারের মত অপরিচিত।পুরোনো আলাপনে আবিষ্কার করি ভালো লাগাটুকু এখনো আছে তীব্রই!কিন্তু কোথায় যেন সরে গেছি দূরেতুমিও কি মনে ঠায় দিয়েছো কাউকে?তাইতো এখন ভুতেরা আসে না খবর নিতেহয়নি যে দেখা হবে হবে বলেও। হয়তো সেটাই এখন ভালো মনে হবে,তারপরও যে মনে কি…