মনোযোগ, মানুষের শীতনিদ্রা ও ক্রিশ্চিয়ান বেল প্যারাডক্স | নিশনামা ডাইজেস্ট ৭৯
আসসালামু আলাইকুম!
টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৭৯তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!
আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।
প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।
আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!
এই ইস্যুতে যা আছেঃ
- আপনি কি আপনার মনোযোগ নষ্ট করছেন?
- মানুষ কি শীতনিদ্রা যেতে পারে?
- কলেজ ছাত্রদের তাদের বেডরুম রং করতে বলা
- ক্রিশ্চিয়ান বেল প্যারাডক্স
- আপনার প্রথম ব্যবসা শুরু করার ৫টি ধাপ
- আপনি কি Consume করেন নাকি Create করেন?
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৭৯!

নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ আপনি কি আপনার মনোযোগ নষ্ট করছেন?
যে মুহূর্তে আমি আমার ফোনটিকে আমার কাছ থেকে দূরে রাখি, এমনকি দৃষ্টির বাইরেও, আমি দেখেছি যে কোন কাজে আমার মনোযোগ বেড়ে যায়।
আমি চেষ্টা করি এই জিনিসটা বারবার অভ্যাস করতে। যখন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, তখন ফোনটি অন্য ঘরে রাখুন। আমি ঠিক কী বলছি, সেটার রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন।
♣ টেকনোলজি
◘ মানুষ কি শীতনিদ্রায় (Hibernate) যেতে পারে?
কখনও কি ভেবে দেখেছেন কেন মানুষ শীতনিদ্রা যেতে পারে না? ছোটবেলায় আমি এটা নিয়ে ভাবতাম। ভাবুন তো, আমরা যদি হাইবারনেট করতে পারতাম তাহলে শত শত বছর বাঁচতে পারতাম! এই ভিডিওটি সেই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।
ভীষণ শীতকাল সহ্য করার জন্য প্রকৃতি শ্বাসরুদ্ধকর কিছু বেঁচে থাকার কৌশল তৈরি করেছে, যার মধ্যে শীতনিদ্রার চেয়ে অদ্ভুত আর কিছু নেই। শুধু এক ধরনের শীতনিদ্রা নেই, বরং ঠাণ্ডায় জীবনকে ধীর করার এই বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা ভবিষ্যতে মানুষের জন্য আন্তঃগ্রহীয় প্রজাতি (interplanetary species) হওয়ার পথ খুলে দিতে পারে।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ কলেজ ছাত্রদের তাদের বেডরুম রং করতে বলার পর
মার্কো, যিনি এই ভিডিওটির রূপকার, তিনি কলেজ ছাত্রদের অনুমতি নিয়েছিলেন তাদের ডর্ম রুমে প্রবেশ করে ভেতরের কিছু জিনিস কাস্টমাইজ (নিজের মতো করে সাজানো বা পরিবর্তন) করার জন্য। এটি সে যতটা না ভেবেছিলো তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং ছিলো মার্কোর জন্য, এই কারণেই এই ভিডিওটা আমার ভালো লেগেছে!
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ পপ-কালচার
◘ ক্রিশ্চিয়ান বেল প্যারাডক্স (Christian Bale Paradox)
ক্রিশ্চিয়ান বেলের অবিশ্বাস্য কর্মজীবনের ওপর তৈরি এই দারুণ ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। ভিডিওটি এই অভিনেতার জীবন সম্পর্কে তুলে ধরেছে, যিনি ব্যাটম্যান, আমেরিকান সাইকো, দ্য মেশিনিস্ট এবং দ্য প্রেস্টিজ-এর মতো কিংবদন্তী চলচ্চিত্রগুলিতে তাঁর অত্যন্ত গভীর চরিত্রের জন্য পরিচিত। এই সমস্ত ক্লাসিক চরিত্রের পেছনের মানুষটির গোপন খবর জানতে চান? তাহলে এই ভিডিওটা দেখুন ভালো লাগবে। আর আমার মতো ক্রিশ্চিয়ান বেল ফ্যান হলে তো কথাই নেই।
♣ ব্যবসা
◘ আপনার প্রথম ব্যবসা শুরু করার ৫টি ধাপ
এই ভিডিওতে নির্মাতা আলি আবদাল তাঁর পডকাস্ট ‘ডিপ ডাইভ’-এ অত্যন্ত সফল উদ্যোক্তা ড্যানিয়েল প্রিস্টলি-র সাক্ষাৎকার নিয়েছেন। কথোপকথনের সময়, তিনি একটি ৫-ধাপের পরিকল্পনা তুলে ধরেন যে কীভাবে যে কেউ তাদের প্রথম ব্যবসা শুরু করতে পারে।
এই ভিডিওতে যা থাকছে:
- একটি ব্যবসা শুরু করা হলো একটি ধাপে ধাপে সম্পন্ন করার প্রক্রিয়া, যা ছোট অংশে ভাগ করলে পরিচালনা করা সহজ হয়।
- ব্যবসা গড়ে তোলার ‘ক্যাসল মেথড’ (Castle Method)-এর সাথে পরিচয় করানো, যা নতুনদের জন্য বিশেষভাবে তৈরি।
- প্রথম ধাপ: ধারণায়ন (Conceptualize)। একাধিক ব্যবসার ধারণা নিয়ে চিন্তা করুন এবং সেগুলোকে নিখুঁত করুন।
- দ্বিতীয় ধাপ: গ্রাহকদের আকৃষ্ট করার জন্য আপনার ন্যূনতম কার্যকর পণ্য (Minimum Viable Product – MVP) তৈরি করুন।
- তৃতীয় ধাপ: বাজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন করে আপনার পণ্যকে পণ্য-বাজার উপযুক্ততা (product-market fit)-এর দিকে নিয়ে যান।
- চতুর্থ ধাপ: আপনার পণ্য চালু করুন এবং বিপণন কৌশল (marketing strategies) প্রয়োগ করুন।
- পঞ্চম ধাপ: একাধিক অবস্থান এবং বাজারে আপনার ব্যবসা সম্প্রসারিত করুন ও এর আকার বৃদ্ধি করুন (scale)।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের ছবি
◘ মেক্সিকোর গুয়াইমাস, সোনোরা-তে অবস্থিত এস্টেরো এল সোলদাদো জলাভূমিতে যেখানে পেলিকান পাখিরা একত্রিত হয়েছে।
এই জলাভূমিটি অসংখ্য পরিযায়ী পাখিদের আশ্রয় দেয়। পলিমাটির কারণে ঘোলা হয়ে যাওয়া জলের বিপরীতে সাদা পেলিকানগুলো বিশেষভাবে নজর কাড়ছে।
আমাদের এই সুন্দর পৃথিবীর আরও চমৎকার সব ড্রোন থেকে তোলা দৃশ্য (drone’s-eye views) দেখুন, যেগুলি সেরা ড্রোন ছবির জন্য নির্বাচিত হয়েছে।
♣ এই সপ্তাহের উক্তি
◘ আপনি কি ব্যবহার করেন নাকি তৈরি করেন?
এই কারণেই আমি প্রতি সপ্তাহে, যাই ঘটুক না কেন, এই ডাইজেস্টটা লিখি।
আপনি কি বেশিরভাগ সময় কেবল ব্যবহার (consume) করেন, নাকি কিছু তৈরি (Craete) করেন? এই সপ্তাহে আপনি যা তৈরি করেছেন, এমন কিছু লিখে এই পোস্টের কমেন্টে দিন। আমি সেটি দেখব এবং আমার ভাবনা জানিয়ে আপনাকে উত্তর দেব।
যাওয়ার আগে…
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!
শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।
প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
নিয়মিত নিশনামা ডাইজেস্ট পড়তে চাইলে আপনার ইমেইল এড্রেস দিয়ে সাবস্ক্রাইব করুন →

.png)


