বিল গেটস মাইক্রোসফট উইন্ডোজ

বিল গেটসের পতন, মানিবল ও নবাব সিরাজউদ্দৌলা | নিশনামা ডাইজেস্ট ৫৫

নিশনামা ডাইজেস্টের ৫৫ তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা আছেঃ

  • বিল গেটসকে এখন সবাই এত অপছন্দ করে কেন?
  • আরেকটা রিয়েল লাইফ মানিবল এক্সপারিমেন্ট
  • মিস্টার বিস্টকে ম্যানেজ করে কে?
  • পুরুষদের নিয়ে একটা উদ্ভট ফ্যাক্ট
  • নবাব সিরাজউদ্দৌলা
  • মিস্টার বিস্টের মিলিয়ন ডলার বিজনেসের পেছনের কারিগর।

চলুন শুরু করা যাক!

বিল গেটসের পতন নিশনামা ডাইজেস্ট ৫৫ নিশাত শাহরিয়ার
Photo by Pedro Santos on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

“আমি যত বেশি আমার পছন্দের লোকেদের সাথে সময় কাটাই আমি তত বেশি তাদের ভাল গুণগুলো আমার মনে হয় আমি তাদের কাছ থেকে নিজের করে নিই।

আমার বিশ্বাস আমাদের প্রত্যেকেরই এটি করার ক্ষমতা রয়েছে, তারা যা হতে চায় তার জন্য আকাঙ্খা রয়েছে এবং তাদের আশপাশের এই সার্কেলটাকে নিয়ন্ত্রণ করার।

দিনশেষে এই সিদ্ধান্তটা আপনারই!”

আপনার জীবন বদলে নিন
সোর্সঃ টুইটার

◘ আপনার সার্কেলের ক্ষমতা রয়েছে আপনার ভেতরের ভালোটা বের করে আনার! আপনাকে উপরে তুলে ধরার! এখন আপনিই ঠিক করবেন আপনার সার্কেলের মাঝে আপনি কাকে রাখেবন আর কে আপনার জন্য ভালো।


♣ টেক

◘ বিল গেটসকে এক সময় প্রায় সবাইই ভালবাসত। বাসবেই বা না কেন?

এক সময় সবার ঘরে ঘরে পার্সোনাল কম্পিউটার এই বিল গেটসের হাত ধরেই এসেছে। তার উইন্ডোজই পিসিকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে।

এখন যেন বিল গেটস কিভাবে যেন সবার কাছে ভিলেন হয়ে উঠেছে। এক রকম কন্সপিরেসি থিওরিও এই কোভিডে বের হইছে যে করোনা নাকি বিল গেটস বানিয়ে ছেড়ে দিয়েছে ঔষুধ কোম্পানির লাভের জন্য।

কি চিন্তা! একটাকে মানুষকে কতখানি ঘৃণা করলে কেউ এইরকম জিনিস ছড়াতে পারে। কিন্তু এরকমই হয়েছে আর হচ্ছে।

এখন কথা হল, এই এত উপর থেকে হঠাৎ করে বিল গেটসের পতন হল কেন?

এই ভিডিওতে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।

Why Bill Gates Will Never Be the Same

♣ এই সপ্তাহের ফ্যাক্ট

পুরুষদের নিয়ে উদ্ভট ফ্যাক্ট
সোর্সঃ উবার ফ্যাক্টস টুইটার

2018 সালের একটি সমীক্ষা অনুসারে, “শান্তি ও শান্ত পরিবেশের জন্য” এর জন্য পুরুষ মানুষ বছরে গড়ে সাত ঘন্টা বাথরুমে লুকিয়ে কাটায়।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ মিস্টার বিস্টের অফিসিয়াল চ্যানেল পৃথিবীর ১০০ মিলিয়ন মানুষ ফলো করে। তার অন্যান্য চ্যানেল প্রায় আর ১০০ মিলিয়ন মানুষ ফলো করে।

সব মিলিয়ে প্রায় ২০০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবার ক্ষমতা আছে এই মিস্টার বিস্ট নামে জিমি ডোনালডসনের।

সে শুধু একজন ইউটুবার বা কন্টেন্ট ক্রিয়েটরও না, তার অনেক বড় বড় বিজনেস আছে। যেমন – বিস্ট বার্গার, যেটা ৩০০ লোকেশনে এপের মাধ্যমে খাবার ডেলিভারি করে।

সম্প্রতি তার আরেকটা স্ন্যাকসের বিজনেস – ফিস্টেবল, মিলিয়ন ডলার ব্যবসা করেছে ছয় মাসের মাধ্যমে।

এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, ভিডিও বানানোতেই মিস্টার বিস্ট যদি সব সময় খরচ করে থাকে তাহলে তার এইসব ব্যবসা কে দেখে?

পরিচিত হোন মিস্টার বিস্টের ম্যানেজার , রিডের সাথে।

পর্দার আড়ালে মিস্টার বিস্টের এত বড় অপারেশন যে চালায়।

সম্প্রতি এইসব বিষয় নিয়ে খুব খোলামেলা একটা সাক্ষাৎকার দিয়েছে সে কলিন আর সামিরের ইউটিউব চ্যানেলে। যারা ক্রিয়েটর ইকোনমি নিয়ে আমার মতো ইন্টারেস্ট রাখেন তারা এই পডকাস্টটা দেখতে পারেন।

The Nearly Impossible Job of Managing MrBeast

♣ ইউটিউব থেকে

◘ মানিবল মুভিটা দেখেছেন?

ব্র্যাড পিট আর জোনাহ হিলের ঐ বেসবল নিয়ে মুভি যেটা।

হ্যাঁ হ্যাঁ ওইটার কথাই বলছি।

আপনি কি জানেন ওই কাহিনী এক সত্যিকারের ছিল। ট্রু স্টোরি বেজড ছিল মুভিটা।

এইরকম আরেকটা সত্যিকারের কাহিনী কিন্তু আছে, যেখানে এক লোক গ্যাম্বলিং থেকে সব গাণিতিক জিনিসপত্র শিখে দুইটা ফুটবল টিম কিনে সেখানে এইসব প্রয়োগ করে এবং সফলতা পায়!

৭ লাখ ডলারের একটা লোণকে সে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের লাভে নিয়ে আসতে পেরেছিল!

এই ভিডিওতে এই লোকের কাহিনী তুলে ধরা হয়েছে।

How This Man Changed Football Forever

♣ পপ-কালচার

কাল্ট ক্লাসিক বাংলা সিনেমা নবাব সিরাজউদ্দৌলা। সাদাকালো এই মুভিটা এক সময় ক্রেজ ছিল। বিটিভিতে দেখালে তো কোথায়ই নাই! আনোয়ার হোসেনের অভিনয় ছিল অনবদ্য!

এই মুভিটা দেখি রঙিন ভার্সন একটা করা হয়েছিল। মানে পুরাই অন্য একটা ছবি যেটায় প্রবীর মিত্র নবাব সিরাজউদ্দৌলা। ইউটিউবে পুরোটা আছে, দেখতে পারেন।

Rongin Nobab Sirajuddaula | Bangla Movie | Prabir Mitra | Jinat | Anju Ghosh | Bulbul Ahmed | Rajib


♣ এ সপ্তাহের গান

◘ ‘আদি’ নামের ছবির এই গানটা আর অনেক পছন্দের একটা গান। এবিএম সুমন ও সায়লা সাবিকে এই গানে চমৎকার লেগেছে।

আফসুসের বিষয় এই ছবিটা কেন জানি কোন কারণে আর মুক্তি পায় নি। ছবিটা এখনো যদি মুক্তি পেতো তাহলে অবশ্যই হলে গিয়ে দেখতাম!

Chuye Gelo Ke Amay | Abm Sumon | Shaila Sabi | Priyo & Kheya | Aadi | Angshu | New Bangla Song

♣ এ সপ্তাহের ছবি

এই ছবিটা ২০০ বছরের পুরনো।

উইলিয়াম ব্ল্যাক নামের এক আর্টিস্টের আঁকা।

অদ্ভুত ভয়ংকর ছবি
সোর্সঃ দ্যা টিউটর টুইটার

যিনি একজন ভয়ঙ্কর, উগ্র কিন্তু ভিশনারি আর্টিস্ট ছিলেন। তার আর কিছু আঁকা ছবি দেখতে পারবেন এই লিংকে গেলে।


♣ এই সপ্তাহের উক্তি

অন্যদের দেবতা বানাবেন না!
সোর্সঃ টুইটার

“একটা উপদেশ দিতে পারি আজ আপনাকেঃ

কাউকে কখনো মাথার উপরে দেবতার আসনে বসাবেন না!”


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৫৫ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।

– নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.