প্রেমের অণু গল্প – যে সোনায় কোন খাদ নেই
তার চোখের তারায় রাগ দেখি আমি। টান মেরে তার বিছানায় বসাবার সময় হাত খামচি মেরে ধরে ছিল। লম্বা নখ গুলো হাতে বসে যাচ্ছিল। ‘আহ, লাগছে তো!’ ‘লাগুক! আরো বেশী করে লাগুক!’বাঘিনীর চাপা ঘরঘর যেন শুনতে পাই। তার সুন্দর খাড়া নাকটা লাল হয়ে গেছে। নিঃশ্বাসের সাথে ফুলছে। বসবার সময় ওড়নাটা বুক থেকে পড়ে গিয়েছিল। ফুলের ছাপ…