Nishnama Digest 81 Nishat Shahriyar

লেডি উইথ দ্যা ভেইল, টিকটকের সিক্রেট যা আমেরিকার হাতে আসবে না ও ম্যাট্রিক্সের দ্যা আর্কিটেক্ট | নিশনামা ডাইজেস্ট ৮১

আসসালামু আলাইকুম!

টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৮১ তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।

প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।

আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!

এই ইস্যুতে যা আছেঃ

  • দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য কাজ করা
  • টিকটকের পেছনের সেই গোপন রহস্য, যা আমেরিকাও কিনতে পারছে না
  • ছবি আঁকা শুরু করার জন্য এটাই আপনার উপযুক্ত সময়
  • ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার আর্কিটেক্ট দৃশ্যটির আসল অর্থ কী?
  • বিলিয়নেয়াররা আসলে কীভাবে চিন্তা করেন: ৩০টি প্রশ্নের উত্তর!
  • ঘোমটা পরা সেই নারী (The Lady with the Veil)
  • টার্ন দ্যা লাইট অফ! 
  • দ্যা ফেইক বিউটি অফ বলিউড সেলিব্রেটিস

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৮১ !

নিশনামা ডাইজেস্ট ইস্যু ৮১ নিশাত শাহরিয়ার
Photo by Mike Cox on Unsplash

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।

সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”


♣ এই সপ্তাহের ভাবনা

দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য কাজ করা

একটি দারুণ কিন্তু আন্ডাররেটেড লাইফ হ্যাক বলি: “যাই ঘটুক না কেন”, এমন একটি অভ্যাস গড়ে তোলেন। আপনার মেজাজ যেমনই থাকুক, চারপাশ যতই অগোছালো থাকুক বা যত অজুহাতই আসুক আপনার সামনে, প্রতিদিন অন্তত একটি কাজ নিয়ম করে করা। হতে পারে সেটি ১০ মিনিট লেখালেখি, সামান্য হাঁটা কিংবা বইয়ের একটি অধ্যায় পড়া। এগুলো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এখানে অভ্যাসটি বড় কথা নয়; বরং এই নিয়ম মেনে চলার মাধ্যমে আপনি শেষ পর্যন্ত কেমন মানুষ হয়ে উঠছেন, সেটাই আসল।

ধরে নিন এটা সোনার মতো মূল্যবান একটি পরামর্শ আপনার জন্য। গত ৩-৪ বছর ধরে আমি প্রতি সপ্তাহে এই নিশনামা ডাইজেস্ট লেখার চেষ্টা করছি। আমি এই নিউজলেটার এবং আমার ব্যক্তিগত ব্লগ লিখি। প্রতিদিন লেখার চেষ্টা করি; কখনও সফল হই, আবার কখনও খুব খারাপভাবে ব্যর্থ হই। আমার অলসতা আর দীর্ঘসূত্রতা (আই মিন প্রোকাস্টিনেশন) মাঝেমধ্যে আমার মেজাজ বিগড়ে দেয়।

কিন্তু দীর্ঘমেয়াদী সুফলের কথা ভেবে আমি প্রতিদিন অন্তত একটি কাজ করার চেষ্টা করি। আর তার ফলাফলও এখন দৃশ্যমান। এই লেখাগুলো এখন প্রায় হাজারের বেশি মানুষ (আপনার মতো!) পড়েন এবং আমার ব্যক্তিগত ব্লগটি প্রতি সপ্তাহে হাজার হাজার পাঠক পড়েন।

তবে কত মানুষের কাছে পৌঁছালাম সেটি বড় কথা নয়; আমার আসল লক্ষ্য হলো প্রতিদিন কিছু একটা করা। এমনকি সেটি মাত্র ১০ মিনিটের জন্য হলেও! আপনার পছন্দের যেকোনো কিছু দিয়ে এই পদ্ধতিটি শুরু করতে পারেন। বই পড়তে ভালো লাগলে প্রতিদিন মাত্র ১০টি পৃষ্ঠা পড়ুন। গিটার শিখতে চাইলে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা প্র্যাকটিস করুন।

আসল বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কোনো কিছুতেই রাতারাতি পারদর্শী হওয়া যায় না।


♣ টেকনোলজি

টিকটকের পেছনের সেই গোপন রহস্য, যা আমেরিকাও কিনতে পারছে না

The Secret Behind TikTok That The US Can’t Buy

মার্কিন সরকারের ক্রমবর্ধমান চাপের মুখে, ২০২৫ সালের শেষের দিকে টিকটক বিক্রির ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে জানা যায় যে, চীনও এই চুক্তির একটি রূপরেখা অনুমোদন করেছে। তবে, এই পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে, আদতে তার চেয়েও বেশি জটিল হতে পারে; আর কেবল চীনের ‘প্রভাব’ থেকে আমেরিকান ব্যবহারকারীদের রক্ষা করাটা মোটেও সোজাসাপ্টা কোনো কাজ নয়।‘এশিয়ান বস’ (Asian Boss)-এর এই ভিডিওতেটিকটকের ইতিহাস এবং এর অ্যালগরিদম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা থেকে বোঝা যায় কেন এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন হতে পারে।

টিকটকের সিইও শাও জি চিউ (Shou Zi Chew) সম্প্রতি তাঁর কর্মীদের কাছে লেখা এক চিঠিতে জানিয়েছেন যে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এই বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রে যে নতুন সংস্থাটি গঠিত হবে, তারা নিজস্ব অ্যালগরিদম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে আমেরিকার ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করে তাদের ‘রিকমেন্ডেশন সিস্টেম’ বা পছন্দের তালিকা দেখানোর পদ্ধতিটিকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া (retraining)। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো টিকটকের কনটেন্ট ফিডকে বাইরের কোনো কারসাজি বা প্রভাব থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা।

আসলেই কি তাই?


♣ ক্রিয়েটর ইকোনমি

ছবি আঁকা শুরু করার জন্য এটাই আপনার উপযুক্ত সময়

This is your sign to start a drawing practice

ছোটবেলায় আমি নিয়মিত ছবি আঁকতাম বা স্কেচ করতাম। ‘আঁকতাম’ বলছি কারণ এখন আর শুধু আঁকাআঁকির জন্য সেভাবে সময় বের করা হয় না। তবে আমার খুব ইচ্ছে করে আবারও শুরু করতে। এই ভিডিওটিআমার জন্য একটি দারুণ তাগিদ (reminder) হিসেবে কাজ করেছে, যাতে আমি আবারও পেন্সিলটা হাতে তুলে নিই এবং স্কেচ করা শুরু করি।


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ দ্যা ফেইক বিউটি অফ বলিউড সেলিব্রেটিস

The FAKE Beauty of Bollywood Celebrities! | Dhruv Rathee

নিখুঁত চেহারা, দাগহীন ত্বক আর “চিরন্তন সৌন্দর্য”; কিন্তু এসব আসলে কতটা বাস্তব? এই ভিডিওটি বলিউডের সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’ নিয়ে আলোচনা করছে: প্লাস্টিক সার্জারি, বোটক্স, ফিলার এবং ত্বক ফর্সা করার ট্রিটমেন্ট। ইন্ডাস্ট্রির চাপ থেকে শুরু করে ইনস্টাগ্রামের তৈরি করা সৌন্দর্যের মানদণ্ড, দ্রুভ রাঠে দেখিয়েছেন কীভাবে এই ‘তৈরি করা কৃত্রিম রূপ’ আমাদের সমাজ, মানসিক স্বাস্থ্য এবং আত্মমর্যাদার ওপর প্রভাব ফেলছে।

এই ভিডিওটি কেবল তারকাদের নিয়ে কোনো মুখরোচক গসিপ নয় বরং সৌন্দর্যের ভুল ধারণা আর এর আড়ালে থাকা ঝুঁকিগুলো নিয়ে একটি রিয়েলিটি চেক। বর্তমান সময়ে কেন “প্রাকৃতিক” বা ন্যাচারাল থাকাই সবচেয়ে সাহসী বা বৈপ্লবিক সিদ্ধান্ত হতে পারে, তা-ই এখানে তুলে ধরা হয়েছে।

বলিউড মুভি আমাদের দেশের কালচারে ভালোভাবে প্রভাব তৈরি করে রেখেছে। এইসবের প্রভাব আমাদের মাঝেও কি পড়ছে না?


♣ পপ-কালচার

◘ ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার আর্কিটেক্ট দৃশ্যটির আসল অর্থ কী?

What The Architect Scene in The Matrix ACTUALLY Means

ছোটবেলায় যখন প্রথম ‘দ্য ম্যাট্রিক্স’ মুভিটা দেখেছিলাম, তখন এর গভীর বিষয়গুলো কিছুই বুঝতে পারিনি। কিন্তু বড় হওয়ার পর যতবারই এটি দেখেছি, মুভিটি আমাকে নতুনভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে সেই ‘আর্কিটেক্ট’ (The Architect)-এর দৃশ্যটি নিয়ে আমার মনে সবসময় কৌতূহল ছিল, আমি বোঝার চেষ্টা করতাম ওখানে আসলে কী ঘটছে।

এরপর এই ভিডিওটি দেখলাম, আর সত্যি বলতে এতদিন যে জিনিসগুলা জোড়া লাগছিলো না তা সব যেন পানির মতো পরিষ্কার হয়ে গেলো! বিষয়টি যে এমন হতে পারে, তা আগে কখনোই মাথায় আসেনি। আপনি যদি ‘ম্যাট্রিক্স’ সিনেমার ভক্ত হন, তবে এই ভিডিওটি মোটেও মিস করবেন না!


♣ ব্যবসা

◘ বিলিয়নেয়াররা আসলে কীভাবে চিন্তা করেন: ৩০টি প্রশ্নের উত্তর!

How Billionaires REALLY Think: 30 Questions Answered!

রবার্ট হারজাভেক (শার্ক ট্যাংক খ্যাত) সরাসরি এমন ৩০টি বাস্তব প্রশ্নের উত্তর দিয়েছেন, যা প্রায়ই বিলিয়নেয়ারদের করা হয়ে থাকে। এখানে কোনো অপ্রয়োজনীয় প্যাঁচাল নেই, পাবেন একদম সোজাসাপ্টা এবং অকপট উত্তর

আমি রবার্টকে খুব পছন্দ করি; আমার মতে শার্ক ট্যাংকের বিচারকদের মধ্যে তিনিই সবচেয়ে বিনয়ী মানুষ।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

এই গানের ট্রেন্ডিং ভিডিও আমি মনে হয় ১০০+ এর উপরে দেখে ফেলছি! জন হ্যামের দুনিয়ার সবকিছু ভুলে নাচের এই ভিডিও রীতিমত ট্রেন্ডিং। 

যারা এই ট্রেন্ডের মিনিং জানতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন। মজা পাবেন।


♣ এ সপ্তাহের ছবি

এ সপ্তাহের ছবি নিশনামা ডাইজেস্ট ইস্যু ৮১ নিশাত শাহরিয়ার
Source –NastyNice1

ঘোমটা পরা নারী (The Lady with the Veil)

শিল্পী: আলেকজান্ডার রোসলিন মাধ্যম: ক্যানভাসে তৈলচিত্র, ১৭৬৮


♣ এই সপ্তাহের উক্তি

উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকতে থাকতে অনেক চমৎকার আইডিয়া বা পরিকল্পনা অকালেই হারিয়ে যায়।

সঠিক সময়ের চেয়ে কাজের বাস্তবায়ন বেশি গুরুত্বপূর্ণ। চিরতরে স্থগিত করে রাখা কোনো ‘নিখুঁত’ আইডিয়ার চেয়ে আজই শুরু করা একটি ‘ভালো’ আইডিয়া অনেক বেশি মূল্যবান।


যাওয়ার আগে…

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!

শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।

প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.