জীবনের জিপিএস থিওরি, ওয়ার্কহোলিজম ও কেবল রায়ান রেনল্ডস হওয়াই যখন যথেষ্ট নয় | নিশনামা ডাইজেস্ট ৮২
আসসালামু আলাইকুম!
টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৮২তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!
আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।
প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।
আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!
এই ইস্যুতে যা আছেঃ
- জীবনের জিপিএস থিওরি
- সরকার চাইলে যেকোনো সময় আপনার ইন্টারনেট বন্ধ করে দিতে পারে, কেন জানেন?
- কাই সেনাট একজন ব্যতিক্রম
- কেবল রায়ান রেনল্ডস হওয়াই যখন যথেষ্ট নয়!
- কাজের আসক্তি (Workaholism) বিরুদ্ধে লড়াই
- ১৬ দেশ, ৪ মহাদেশ, অসংখ্য চ্যালেঞ্জের গল্প
- নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় উপায়
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৮২!

নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ জীবনের জিপিএস থিওরি (GPS Theory About Life)
আমি ‘জিপিএস থিওরি’র (GPS Theory) সমর্থক। যখন আপনি গাড়ি চালানোর সময় কোনো মোড় নিতে ভুল করেন, আপনার জিপিএস কিন্তু আপনাকে বিচার করে না; বরং এটি সঙ্গে সঙ্গে নতুন করে পথ হিসেব করে নেয়। আপনি যতবারই ভুল পথে যান না কেন, এটি আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন কোনো রাস্তা ঠিকই খুঁজে দেয়।
জীবনটাও ঠিক তেমনি। আপনি ভুল করবেন, কিন্তু তাতে আপনার লক্ষ্য বা গন্তব্য হারিয়ে যায় না; কেবল সেখানে পৌঁছানোর রাস্তাটি বদলে যায়।
জীবনের প্রতিটি বিচ্যুতি বা ভুল পথ আসলে দক্ষতা অর্জন এবং আপনার আমার আত্মার বিকাশের একটি অপরিহার্য অংশ, যা প্রতিটি পদক্ষেপে আমাদের নতুন কিছু শেখায়।যতক্ষণ আমরা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে, নিজেদের কাজে নিয়োজিত রাখতে, সামনে এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে এবং প্রয়োজন অনুসারে নিজেদের চিন্তাভাবনা পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকব; সাফল্য আমাদের নিশ্চিত।
♣ টেকনোলজি
◘ সরকার চাইলে যেকোনো সময় আপনার ইন্টারনেট বন্ধ করে দিতে পারে, কেন জানেন?
আমরা প্রায়ই ইন্টারনেটকে খুব সাধারণ বা সহজলভ্য কিছু মনে করি, কিন্তু বিশ্বজুড়ে বর্তমানে এক উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে: নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে সরকারগুলো এখন ক্রমেই ইন্টারনেট শাটডাউন বা ইন্টারনেট বন্ধ করার পথ বেছে নিচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশে এমন একটি সাম্প্রতিক ঘটনা ঘটলেও, এ ধরনের পদক্ষেপ নেওয়ার কারিগরি সক্ষমতা বা কৌশলগুলো কিন্তু পশ্চিমা দেশগুলোতেও সমানভাবে বিদ্যমান। ‘কোল্ডফিউশন’ (ColdFusion)-এর এই পর্বটি মূলত সরকারের চাপিয়ে দেওয়া এই ইন্টারনেট শাটডাউন বা ব্ল্যাকআউটের বিষয়টি নিয়েই অনুসন্ধান চালিয়েছে।
এই ভিডিওর একটি কমেন্টে বলা নিচের উক্তিটিই পুরো বিষয়টি পরিষ্কার করে দেয়:
“স্বাধীনতার এই মায়া বা বিভ্রম ততক্ষণই বজায় থাকবে, যতক্ষণ তা টিকিয়ে রাখা লাভজনক। যেদিন এই বিভ্রম বজায় রাখাটা কর্তৃপক্ষের জন্য খুব ব্যয়বহুল হয়ে উঠবে, সেদিন তারা মঞ্চের দৃশ্যপট সরিয়ে ফেলবে, পর্দা টেনে দেবে, টেবিল-চেয়ারগুলো পথ থেকে সরিয়ে নেবে—আর তখনই আপনি থিয়েটারের পেছনের সেই রুক্ষ ইটের দেয়ালটি দেখতে পাবেন।”
— ফ্রাঙ্ক জাপা
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ কাই সেনাট একজন ব্যতিক্রম (Kai Cenat is the Exception)
‘স্ট্রিমার অফ দ্য ইয়ার’ খেতাব অর্জন, বিশ্বখ্যাত তারকাদের সাথে কোলাবোরেশন কিংবা সেই এপিক ৩০ দিনের ‘মাফিয়াথন’ (Mafiathons), এই সবকিছুর আগে কাই সেনাট ছিলেন স্রেফ একজন স্বপ্নবাজ কন্টেন্ট ক্রিয়েটর। আধুনিক কন্টেন্ট জগতের এক বিশাল ব্যক্তিত্বে পরিণত হওয়ার পেছনে ছিল তাঁর বিরতিহীন পরীক্ষা-নিরীক্ষা, ভাইরাল হওয়ার সহজাত ক্ষমতা এবং ইন্ডাস্ট্রির সেরাদের কাজ পর্যবেক্ষণ করে তৈরি করা নিজস্ব স্ট্র্যাটাজি।
এই ডকুমেন্টারিটি তাঁর সম্পূর্ণ পরিবর্তনতাকে খুব কাছ থেকে তুলে ধরেছে, যেখানে ফেসবুকে তাঁর শুরুর দিকের ব্যর্থ প্রচেষ্টা থেকে শুরু করে বর্তমানে টুইচে (Twitch) এই এম্পায়ার গড়ে তোলার গল্প উঠে এসেছে। কাই সেনাত এর এতদিনের শ্রমের ফল খুব ভালো ভাবে উঠে এসেছে এই ভিডিওতে। আপনি যদি কন্টেট ক্রিয়েটর হয়ে থাকেন কাই সেনেটের পরিশ্রম থেকে আপনি অনেক কিছু শেখার আছে।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ ২০২৫ রিক্যাপ – ১৬ দেশ, ৪ মহাদেশ, অসংখ্য চ্যালেঞ্জের গল্প
এই ভিডিওতে নাদির অন্য দ্যা গো তার পুরো এক বছরের ভ্রমণের গল্প তুলে ধরেছেন। এই সময়ে নাদির ৪টি মহাদেশ ও ১৬টি দেশে ঘুরেছেন। পথে উনাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে – বারবার ভিসা বাতিল হওয়া, ইমিগ্রেশন ঝামেলা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে ঘুরতেই নিয়মিত ভিডিও বানিয়ে যাওয়ার চাপ। এই সব চ্যালেঞ্জের মাঝেও যেসব ভালো মুহূর্ত ও সাফল্য ছিল, সেগুলোর কথাই উনি এই ভিডিওতে তুলে ধরেছেন।
পাশাপাশি, ক্যামেরার পেছনের অনেক গল্প আছে, যেগুলো উনার চ্যানেল যারা নিয়মিত ফলো করেন, তারা নিশ্চয়ই ইন্টারেস্টিং মনে করবেন। উনার এইরকম গল্পে গল্পে ভিডিও গুলো আমার দেখতে অনেক ভালো লাগে, যারা আমার নাদির অন্য দ্যা গো এর ফ্যান তারা এই ভিডিওটা দেখতে পারেন।
♣ পপ-কালচার
◘ কেবল রায়ান রেনল্ডস হওয়াই যখন যথেষ্ট নয়!
‘ডেডপুল’ হিসেবে আকাশচুম্বী সাফল্য পাওয়ার পরও রায়ান রেনল্ডস তীব্র উদ্বেগ (anxiety) এবং আত্ম-সন্দেহের (self-doubt) সাথে লড়াই করেন, যা তিনি তাঁর সেই চিরচেনা হাসির আড়ালে সবসময় লুকিয়ে রাখেন। বিশেষ করে ‘ডেডপুল’ সিনেমাটিকে বড় পর্দায় আনার পেছনে তাঁকে যে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং সেই সময়ে তাঁর যে মানসিক অস্থিরতা বা টানাপোড়েন ছিল, এই ভিডিওতেতা-ই ফুটে উঠেছে। (সতর্কতা: এই ভিডিওটির বিষয়বস্তু শিশুদের জন্য উপযোগী নয় এবং এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেখার জন্য তৈরি।)
ডডফোর্ড (Dodford)-এর সেলিব্রিটি ডকুমেন্টারিগুলো সত্যিই অসাধারণ মানের। তাঁর এডিটিংয়ের ধরন এতই এঙ্গেজিং ও ইউনিক যে, ২০ মিনিট সময় কখন পার হয়ে যাবে আপনি টেরও পাবেন না। কোনো বিষয়ের গভীরে যাওয়া এবং একজন মানুষ আসলে কেন এত বিশেষ বা অনুপ্রেরণাদায়ক, তা নিখুঁতভাবে তুলে ধরায় তাঁর জুড়ি নেই।
♣ ব্যবসা
◘ কাজের আসক্তি (Workaholism) বিরুদ্ধে লড়াই: আপনি কোনো সাফল্যের যন্ত্র নন
অতিরিক্ত কাজ করার এই প্রবণতার মূলে প্রায়ই লুকিয়ে থাকে এক গভীর ও প্রবল তাড়না, আর তা হলো সাফল্যের নেশা। হার্ভার্ড বিজনেস স্কুলের (HBS) প্রফেসর এবং অপরা উইনফ্রের সাথে ‘বিল্ড দ্য লাইফ ইউ ওয়ান্ট’ (Build the Life You Want) বইটির সহ-লেখক আর্থার সি. ব্রুকস তাঁর ভিডিওতে এই ধ্বংসাত্মক মানসিকতা কাটিয়ে ওঠার সঠিক দিকনির্দেশনা দিয়েছেন।
যাই এই সাকসেস এডিকশনে আটকা আছেন বা যারা মনে করেন এইরকম সাকসেস মেশিন হলেই জীবনে সুখ তারা এই ভিডিওটি দেখতে পারেন।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের ছবি

◘ A Landscape, Ani Shengelia, Acrylic, 2026
♣ এই সপ্তাহের উক্তি
◘ নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় উপায় হলো নিজের কাছে দেওয়া কথাগুলো রাখা।
আপনি কি সেই কাজগুলোই করছেন, যা করবেন বলে আপনি নিজেকে কথা দিয়েছিলেন?
যাওয়ার আগে…
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!
শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।
প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ

.png)

