আপনি কি ভুল পাহাড়ে চড়ছেন? ক্যাশলেস সোসাইটির বাস্তবতা ও ১৯ শতকের ইরান | নিশনামা ডাইজেস্ট ৭১
আসসালামু আলাইকুম!
টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বাছাই করা নিশনামা ডাইজেস্টে-এর ৭১ তম স্বাগতম!
আপনি এখন হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সাথে যোগ দিচ্ছেন, যারা আমার নিজে বাছাই করা লিঙ্ক আর চিন্তাভাবনা নিশনামা ডাইজেস্ট প্রতি সপ্তাহে আমার এই ওয়েবসাইট নিশনামা ডট কমে পড়ে থাকে। প্রতিটা ডাইজেস্টে থাকে ৪টা দেখতেই হবে এমন লিঙ্ক, আর আমার সপ্তাহের চিন্তা, ছবি আর উক্তি।
এই ইস্যুতে যা আছেঃ
- আপনি কি ভুল পাহাড়ে চড়ছেন?
- ক্যাশলেস সোসাইটি কি আমাদের স্বাধীনতা কেড়ে নিবে?
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমার আপনার ক্রিয়েটিভিটি কি ঠিকবে?
- টেইলর সুইফট যেভাবে সিম্পল একজন কান্ট্রি আর্টিস্ট থেকে বিলিওনিয়ার হলেন
- দুনিয়ার সব বিলিয়নিয়াররা যেখান থেকে আসছে
- লিকড ফটোতে কাতার শাসনামালের ১৯শতকের ইরান!
- যেভাবে বড় মানুষ হয়ে উঠবেন
- বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রিতে ক্লাসি অভিনেত্রীরা আর আসছেনা কেন?
- কানের আরাম
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৭১!

নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
♣ এই সপ্তাহের ভাবনা

◘ চিন্তা করুন, আপনি খুব আস্তে আস্তে নিজের জীবনে (বা যেকোন বিষয়ে) এগুচ্ছেন এটা বড় বিষয় না। আপনার আসলে দুশ্চিন্তা থাকা উচিত আপনি ভুল কোন পাহাড়ে চড়ছেন না তো?
এই জিনিস নানাভাবে নেওয়া যায়। চিন্তা করুন, আপনার স্কিল একরকম আপনার প্যাশন একরকম কিন্তু পরিবারের চাপে আপনি পণ্য কিছু করছেন। তার মানে আপনি ভুল পাহাড়ে চড়ছেন।
আমি মাত্র একটা উদাহারণ দিলাম। আপনার উচিত হবে তাড়াতাড়ি এই পাহাড় থেকে নেমে যাওয়া ও সঠিক পাহাড়ের তালাশ করা। মনে রাখবেন, একটা ভুল পাহাড়ে চড়তে আপনার যত সময় লাগবে, সেই ভুল ধরা পড়লে সেটা শুধরে ভুল পাহাড় থেকে নেমে আসতেও অনেক সময় লস হয়ে যাবে!
♣ টেকনোলজি
◘ ক্যাশলেস সোসাইটি বর্তমান টেক দুনিয়ার অগ্রগতির দান। বলতে পারেন, আমরা প্রায় সবাই এখন ক্যাশলেস। বিদেশের কথা বাদ দেন, মোবাইলে এখন সবার বিকাশ, নগদ আছে। ব্যাংকের এপ গুলা এত সফিস্টিকেটেড যে আপনি ঘরে বসে ব্যাংকে না গিয়েও অনেক কাজ করে ফেলতে পারছি। দুই আঙ্গুলের গুঁতায় টুস করে যে কাউকে টাকা পাঠিয়ে দিতে পারছি, পেমেন্ট করে দিতে পারছি।
কিন্তু ঠিক কিসের বিনিমিয়ে?
আমি যদি বলি আপনার আমার প্রাইভেসী, স্বাধীনতা ও কন্ট্রোলের বিনিময়ে?
বিশ্বাস করবেন না জানি, তাই বলব এই ভিডিওটা দেখুন। চোখ খুলে যাবে।
ভিডিওটার একটা কমেন্ট এখানে কোট করছি —
একজন মানুষকে বন্দুক দাও, সে ব্যাংক লুট করতে পারবে।
একজন মানুষকে ব্যাংক দাও, সে পুরো পৃথিবী লুটে নিবে।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ এখন অনেক কথাবার্তা চলছে ক্রিয়েটিভিটি আর এআই নিয়ে। আর্টিফিশাল ইন্টেলিজেন্স দিয়ে বানানো কন্টেন্ট ইন্টারনেট থেকে ক্রিয়েটিভিটি ধ্বংস করে দিচ্ছে।
বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর কেইসি নেইস্টাট একটা দারুণ এক্সপারিমেন্ট করেছে, যেটা প্রমাণ করে ক্রিয়েটিভিটি সবসময় এআই-এর কনটেন্টের সাথে জিতবে। এ আই দিয়ে বানানো কন্টেন্ট যতই পলিশ হোক না কেনো।
এই ভিডিওটা দেখেন, কেইসি একটা ভ্লগ বানিয়েছে, যার সব সিন আর শট এআই-এর প্রম্পট দিয়ে জেনারেট করা। কেইসি শুধু সেগুলা ফলো করে ভিডিওটা শুট করেছে।
আমার মত আপনি যদি কেইসির ভ্লগের নিয়মিত দর্শক হয়ে থাকেন, তাহলে বুঝবেন তার কন্টেন্ট ও এই এআই দিয়ে বানানো কন্টেন্ট এর মাঝে কি বিরাট পার্থক্য। পুরাই প্রানহীন একটা ভ্লগ।
প্রজেক্ট নাইটফল এই ভিডিওর নিচে কমেন্ট করেছে, যেটা আমার ভালো লেগেছে –
“আমার ধারণা, এআই আসলে আমাদের আরও মানুষ করে তুলবে আর ইন্টারনেটকে দুই বছরের মধ্যে বাঁচিয়ে দেবে, কারণ আগামী কয়েক বছরে ইন্টারনেট পুরোটা ভেঙে পড়বে এআই কন্টেন্টের কারণে আর মানুষ ইন্টারনেটে আরও রো, আসল, মানুষের কনটেন্ট চাইবে। এই ভ্লগটা ছিল একদম প্রাণহীন, কিন্তু ক্যান্ডিসের সাথে কেইসির সিনটা ছিল খাঁটি সোনা! :D”
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ আপনারা যারা এখন টিভি নাটক দেখে থাকেন (টিভিতে কে দেখেরে ভাই, জানি জানি। সরি আমি ইউটিউবের কথা বলছিলাম) তারা কি খেয়াল করেছেন যে মিডিয়ায় আগের মত ক্লাসি অভিনেত্রীরা আর আসছেন না?
চিন্তা করুন, ঈশিতা, শমী কায়সার, আফসানা মিমি আর অপি করিমের মতো কয়জন ক্লাসি অভিনেত্রী আসছেন এখন মিডিয়ায়?
যার অভিনয় গুনে আপনি মুগ্ধ? এই জিনিসটা আসলেই ভাবায়। এই ভিডিওটা দেখে ভাবনাটা আর পোক্ত হল।
♣ পপ-কালচার
◘ টেইলর সুইফটের ফ্যান হওয়া জরুরি না তার মিউজিকের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হওয়ার জন্য। আমি সুইফটি না (টেলরের ফ্যানদের নাম), কিন্তু তার মিউজিকের প্রতি প্যাশন নিয়ে কীভাবে কাজ করে সে নিজে থেকে বিলিয়নিয়ার হয়েছে, সেটা দেখে আমি একদম মুগ্ধ।
আপনি যদি জানতে চান টেইলর সুইফট একজন সাধারণ কান্ট্রি মিউজিক সিংগার থেকে কিভাবে একজন সফল বিলিওনিয়ার হয়ে উঠল তার জন্য এই ভিডিওটি দেখতে হবে। ভিডিওতে টেইলর সুইফটের উত্থান খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। পার্সোনাল ব্র্যান্ডিং এখানে ভালো একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করেছে।
আমি টেইলর সুইফটকে একজন বিজনেস ওম্যান আর তরুণীদের জন্য রোল মডেল হিসেবে প্রশংসা করি। সে দেখিয়ে দিয়েছে যে নিজের স্বপ্নের পিছনে ছুটেও আর্থিক স্বাধীনতা পাওয়া সম্ভব, যদি আপনি ঠিক জায়গায় মাথা খাটান। তার একটা গানের লাইন আমার খুব পছন্দ, “তখন আমি কসম খেয়েছিলাম যে একদিন তাকে বিয়ে করব, কিন্তু পরে বুঝলাম আমার আরও বড় স্বপ্ন আছে।” একদম সত্যি কথা।
♣ ব্যবসা
◘ আমি একটা মজার ইনফোগ্রাফিক পাইছি, যেটাতে দেখানো আছে “ম্যাপড: দেশ অনুযায়ী বিশ্বের বিলিয়নিয়ার জনসংখ্যা।“

“বিশ্বের বিলিয়নিয়ার—মাত্র ৩,৩১১ জন মানুষ—প্রায় ১১.৮ ট্রিলিয়ন ডলারের সম্পদের প্রতিনিধিত্ব করে। ২০২১ সালে বিশ্বের বিলিয়নিয়ার জনসংখ্যা বাড়তে থাকে, ৩% বৃদ্ধি পায়। একই সময়ে, বিলিয়নিয়ারদের সম্পদও ১৮% বেড়ে যায়।
এই মানচিত্রটা ওয়েলথ-এক্স বিলিয়নিয়ার সেনসাসের ডেটা ব্যবহার করে দেখায় যে বিশ্বের বিলিয়নিয়াররা কোথায় থাকে আর তাদের মোট সম্পদ কেমন ভাগ করা আছে।”
এরকম ইনফোগ্রাফিক্স পড়তে আমার খুব ভালো লাগে। আপনার কি এইরকম ইনফোগ্রাফিক্স ভালো লাগে? তাহলে এই ব্লগে কমেন্ট করে জানান।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ 2CELLOS এর এই মনোমুগ্ধকর কাভারটা আপনাদের শুনতে অনুরোধ করব। আমার প্রিয় একটা মিউজিক্যাল পিস, যেটার কাছে বার বার আমি ফিরে আসি।
♣ এ সপ্তাহের ছবি
◘ একজন এনোনিমাস হ্যাকার ১৯শ শতাব্দীতে কাতার রাজবংশের শাসনামলের সময় ইরান কেমন ছিল, তা দেখানো হাজার হাজার ছবি ইন্টারেন্টে লিক করে দিয়েছে।

ইরানি আর বিশ্বের মানুষ এখন ১৯শ শতাব্দীর পারস্যের একটা ঝলক দেখতে পারছে, ধন্যবাদ একটা গুগল ড্রাইভ ফোল্ডারের, যেখানে অনলাইনে মূল্যবান এইসব আর্কাইভ ছবি আপলোড করা হয়েছে।
হামিদরেজা হোসেইন একজন ইতিহাসবিদ RFE/RL-কে বলেছেন যে ইরানের কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য এই ছবিগুলো দেখা কঠিন করে রাখে। “এমন লাগে যেন তারা এগুলোকে জনসাধারণের চোখের থেকে যতটা সম্ভব দূরে রাখতে চায়,” আমেরিকান রেডিও স্টেশনকে বলেছেন।
পুরো গুগল ড্রাইভে প্রচুর ছবি। দেখতে আমার নিজেরই অনেক সময় লেগে গেছে। যারা ইতিহাস পছন্দ করেন তাদের ভালো লাগবে।
♣ এই সপ্তাহের উক্তি
◘ মিউজিসিয়ান টুপাক একবার বলেছিল… “এইটা ভাবিস না যে তুই আমাকে বন্ধু হিসেবে হারাইছিস মানে তুই আমাকে শত্রু হিসেবে পাইছিস। আমি এর চেয়ে বড় মনের মানুষ। আমি এখনো চাই তুই ভালো থাকিস, শুধু আমার টেবিলে খাস না।”
লিজেন্ড একটা।
যাওয়ার আগে…
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন—আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!
শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।
প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ