ফেসবুক হুইসেলব্লোয়ার, ফেসবুকের সার্ভিস ডাউন ও বিশ্বব্যাপী তার প্রভাব | নিশনামা ডাইজেস্ট ১৭

নিশনামা ডাইজেস্টের ১৭তম ইস্যুতে স্বাগতম!

আমি জানি ইস্যুটি প্রতি রবিবার আসবে বলেছিলাম। কিন্তু প্রথম থেকেই শিডিউল একদম ঠিক রাখা যায় নি। নিশনামা প্রথম থেকে প্রতি শুক্রবার প্রকাশ করলেও এর পর রবিবারে সেটা শিফট করি। এরপর সেটা সোম বা মঙ্গলেও যায় আসি করে। 

তাই এখন থেকে ঠিক করেছি, প্রতি বুধবার নিশনামা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে আজ পড়ুন, বুধবারের প্রথম সংখ্যা। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

ফেসবুকের সার্ভিস ডাউন ও বিশ্বব্যাপী তার প্রভাব
Picture Courtesy – Internet

 

ফেসবুক, হোয়টাসএপ ও ইন্সটাগ্রামসহ ফেসবুকের সার্ভিস ডাউন!

স্বরনকালের সবচেয়ে বড় “ইন্টারনেট ডাউন” হওয়ার ঘটনা প্রত্যক্ষ করলো বিশ্ববাসী। প্রায় ৬ ঘন্টা যাবত ফেসবুকের সব সার্ভিস ডাউন ছিল গত ৪ তারিখ। ফেসবুকের একটা রুটিন সার্ভার মেইনটেইন্সের সময় সার্ভারস জনিত অটো আপডেট সংশ্লিস্ট কিছু কারণে এই আউটেজ ঘটে। তবে অনেকে আসল ঘটনা কি ঘটেছিলো তা নিয়ে সন্দিহান।

শুধুমাত্র ফেসবুক নয়, ইনস্টাগ্রাম, হোয়াটস এপ, মেসেঞ্জার ও অকুলাস এই সমস্যায় আক্রান্ত হয় যার ফলে বিলিয়ন বিলিয়ন একটিভ ইউজাররা এই ৬-৭ ঘন্টা ফেসবুকের কোন সার্ভিস ব্যবহার করতে পারছিলেন না। এমনকি, ফেসবুক হেডকোয়ার্টের ইন্টারনাল সিস্টেমও আক্রান্ত হওয়ায় দেখা গেছে যে তাদের কর্মচারিরাও একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারছিল না, এমনও নিউজ আসছিল যে অনেকে বিল্ডিং বাইরে- ভেতরে আটকা পড়েছিলো কারন এন্ট্রি কার্ড কাজ করছিলো না। 

যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস এপের ইউজার বেস সারা বিশ্বে বেশি তাই এর প্রভাব ছিল অনেক বেশি। সবকিছু ডাউন থাকায় সবাই টুইটার, লিংকেড-ইন আর রেড্ডিটে এসে জড়ো হয়েছিলো। নানান রকম কন্সপিরেসি থিউরির পাশাপাশি কত রকম মিম যে সেই কয়েক ঘন্টায় শেয়ার হয়েছিল তা আর বলতে। টুইটার ইউজাররা তো ছিল সেইই মজায়। স্বয়ং টুইটার ফাউন্ডার জ্যাকও মজা করে টুইট করেছিল। টুইটারের অফিশিয়াল হ্যান্ডেল এই টুইট করার পর সেখানে যেন সব ব্র্যান্ডদের ফান করার মিলনমেলা বসেছিল। 

বেশ কিছু স্ক্রিনশট দিচ্ছি দেখে নিন। 

ফেসবুক ডাউন meme

 

ফেসবুক ডাউন meme

 

ফেসবুক ডাউন meme

 

ফেসবুক ডাউন meme

 

ফেসবুক ডাউন meme

 

টুইটার তো আলাদা একটা হ্যাশট্যাগই চালু করেছে #InternetShutDown নামে। 

ফেসবুকের এই কয়েক ঘন্টা ডাউন থাকায় সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলেছে। ফেসবুকের শেয়ার সাথে সাথে অনেক খানি পড়ে যায়। এই আউটেজে ফেসবুক প্রায় ১০০ মিলিয়ন ডলারের মতো রেভিনিউ হারায়। মাত্র ৬ ঘন্টায়! সোমবারে ফেসবুকের শেয়ার ৪.৯% পড়ে যায়, যা প্রায় ৪৭.৩ বিলিয়ন! মার্ক জুকারবার্গের শেয়ার ভ্যালু হারায় প্রায় ৬ বিলিয়ন ডলারের মতো!

আর সব স্মল বিজনেস ও কোম্পানি যারা ফেসুকের উপর নির্ভরশীল তাদের কথা আর নাই বলি। এখনো পুরোপুরি হিসাব করা যায় নি তবে প্রেসের তথ্যমতে, আমেরিকায়ই প্রায় ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। যেসব দেশের মানুষ হোয়াটস এপ ব্যবহার বেশি করে থাকে তারা অনেক অসহায় ছিল এই ৬ ঘন্টা। বিবিসির এই প্রতিবেদন পড়লে কিছুটা হলেও বুঝতে পারবেন কতটা অসহায়! 

আমাদের দেশের কথায় ধরুন, যে পরিমাণ বিজনেস, ছোট ব্যবসায়ীরা ফেসবুক গ্রুপ ও পেইজের উপর নির্ভরশীল তারা কি পরিমাণ রেভিনিউ হারাতে পারে চিন্তা করুন! এখন চিন্তা করুন বাকি বিশ্বের! সেটা মিলিয়িন ডলারের বেশি!

নেটব্লকস এরকম গ্লোবাল আউটেজ ও তাঁর বিপরীতে গ্লোবাল ইকোনমিতে এর প্রভাব নিয়ে কাজ করে। তাদের মতে, প্রতি ঘন্টা ফেসবুক ডাউন থাকায় গ্লোবাল ইকোনমির ১৬০ মিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে! 

ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ আজ একটা স্ট্যাটাস দেন এই আউটেজ নিয়ে। সবাইকে সরি বলার সাথে সাথে কি ঘটেছিলো তাও তুলে ধরেন। ফেসবুকের এই ঘটনা আবার প্রমাণ করলো, সারা বিশ্বে তাদের প্রভাব কি রকম! আমরা কিরকম ভাবে ফেসবুকের সব সার্ভিসের উপর নির্ভরশীল। 

তবে এই ফেসবুক ডাউনে সবচেয়ে লাভ হয়েছে ফেসবুকের প্রতিদ্বন্দ্বীদের। টুইটার, লিংকেডইন আর রেড্ডিটে এই সময়টা হিউজ একটিভিটি ছিল। এটা প্রতিবারই হয়। টেলিগ্রাম আর সিগনালের মতো মেজেঞ্জার আর হোয়াটস-এপের অল্টারনেটিভ নতুন মিলিয়ন মিলিয়ন ইউজার পেয়েছে। এই ঘটনা একটা জিনিস শিক্ষা দিয়েছে যে সম্পূর্ণভাবে ফেসবুকের সার্ভিসের উপর আমাদের নির্ভর করা কি সাংঘাতিক বোকামি হতে পারে। তাই আমাদের উচিত অল্টারনেটিভ খুঁজে রাখা। এটা নিয়ে আমি বিস্তারিত লিখেছি “এই সপ্তাহের ভাবনা” সেকশনে। 

ফেইসবুক হুইসেলব্লোয়ার Frances Haugen

ফেইসবুক হুইসেল ব্লোয়ার Frances Haugen
Frances Haugen

 

ফেসবুক ডাউন হওয়ার আগের মুহুর্তে ফেসবুক সবচেয়ে বেশি চাপে ছিল ফেসবুকের হুইসেল ব্লোয়ার নিয়ে।

উনার নাম Frances Haugen, একসময় ফেসবুকে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত অবস্থায় ফেসবুকের ইন্টারনাল অনেক রিসার্চে তিনি দেখেন ফেসবুক বাইরে যা বলছে তার উল্টোটা কোম্পানির ভেতর করে যাচ্ছে। পাবলিকের ভালোর চাইতে কোম্পানির প্রফিটই সেখানে মুখ্য। 

এই সময় তিনি ফেসবুকের ভেতর নানান তথ্য সংগ্রহ করতে থাকেন ও নিজের রিসার্চ করতে থাকেন ফেসবুক আর কি কি মিথ্যা বলেছে। একসময় চাকরি ছেড়ে এনোনিমাসলি ইউ এস ল এজেন্সির কাছে সেইসব রিপোর্ট দিয়ে তার ল’ইয়ার অভিযোগ দায়ের করেন। 

এতদিন তিনি কে সেটা কেউ না জানলেও গত ৪ তারিখ তিনি সিবিএস নিউজ চ্যানেলের সিক্সটি মিনিটস শোয়ে প্রথম নিজের পরিচয় তুলে ধরেন ও ফেসবুকের এই তথ্য কারচুপির জিনিস তুলে ধরেন। 

ইন্টারভিউটি দেখতে পারেন এখানে।

ফেসবুকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছেঃ

• ফেসবুক ইচ্ছা করেই ইউজারের টাইমলাইনে ভুয়া তথ্য, ফেইক ভিডিও ও নিউজ পুশ করত যাতে ইউজার রিয়েকশন নেগেটিভ দেখিয়ে ফেসবুকের ইউজার এংগেজমেন্ট বাড়ে। বেশি এংগেজমেন্ট দেখালে ফেসবুকের লাভ, বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আরো বেশি বিজ্ঞাপন আনতে পারবে।

• মিয়ানমারের রোহিঙ্গা দমনে মিয়ানমারের মিলিটারি ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ আর উচ্ছেদ করা যেটা আসলেই জেনোসাইড ছিল! এক্ষেত্রে ফেসবুকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 

• বিভিন্ন ইলেকশনে ফেসবুকের ভূমিকা। ফেসবুকের মাধ্যমে পলিটিক্যাল ম্যানিপুলেশনে ফেসবুক জেনেশুনেও কোন পদক্ষেপ নেয় নি। নিলেও সেটা আইনি চাপে পড়ে। 

ফেসবুকের ইন্সটাগ্রাম ইন্টারনাল রিসার্চ থেকে জানা যায়, তারা জানে তাদের প্ল্যাটফর্ম কিভাবে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, তারপরও তারা সেটা ঠেকাতে কোন পদক্ষেপ নেয় নি। 

সম্প্রতি তিনি সিনেট কমিটির সামনের ফেসবুকের বিরুদ্ধে টেস্টিফাই করেছেন।

তবে মার্ক জুকারবার্গ তার সাম্প্রতিক পোস্টে এইসব কিছু অস্বীকার করেছেন, এজ ইউজুয়াল। জানা কথা! শেয়ার হোল্ডার আর ইনভেস্টরদের তো খুশি রাখতে হবে তাই না?!

ফেসবুক কিভাবে উগ্রতা ছড়ায়? 

এই টপিকে এনায়েত চৌধুরী চমৎকার একটা ভিডিও বানিয়েছেন, দেখতে পারেন। বড় ভিডিও বলে এড়িয়ে যাবেন না, এই টপিকে বাংলায় এইরকম সুন্দর করে বুঝিয়ে এর আগে কেউ ভিডিও বানায় নি!

 

ফেসবুকের এই ডাউন হওয়া নিয়ে রোয়ার বাংলা এর গ্রুপে আব্দুল্লাহ ইবনে মাহমুদ চমৎকার করে বুঝিয়ে লিখেছেন। এই লেখাটাও পড়তে পারেন। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের ভাবনা

এই ফেসবুকের সার্ভিস ডাউনের ফলে একটা ভাবনাই আমার মাথায় আসছিলো বারবার যে আমরা কতখানি ফেসবুকের উপর নির্ভরশীল! আর এই নির্ভরশীলতা কতখানি ভয়ংকর! মাত্র ৬ ঘন্টার ফেসবুক না থাকায় আমরা কতখানি অসহায় হয়ে পড়েছিলাম। ফেসবুকের বাংলাদেশ ব্র্যান্ড প্র্যাক্টিশনার গ্রুপের এডমিনের মতো আমার চিন্তা মাথায় খেলছিলো। 

সেই পোস্টে তিনি তুলে ধরেন আমাদের দেশের মানুষ ও আমরা কিভাবে ফেসবুকের উপর নির্ভরশীল। যেমন- 

“- ই কমার্স ব্যবসার মূল ক্যারিয়ার ফেবু

– হাজার হাজার এফ-কমার্সের একমাত্র ক্যারিয়ার ফেবু

– বড় বড় নিউজ পেপারেরও বিশাল ভিজিটর সোর্স ফেবু

– ইউটিউবের ভিউয়ারের বড় সোর্স ফেবু

– ইউটিউব, টিকটিক, ইন্সটাসহ অন্যান্য সোসাল মিডিয়ার ডাইডেস্ট প্লেস ফেবু

– কম্যুনিটি/ইন্টারেস্ট বেইজড হাজার হাজার প্লাটফর্মের মূল প্লাটফর্ম ফেবু

– কয়েকশত ডিজিটাল এজেন্সির কোর ওয়ার্কিং মিডিয়া ফেবু

– হাজার হাজার বিজনেসের কাস্টোমার কেয়ার করার যায়গা ফেবু

– দেশ এবং দুনিয়া সম্পর্কে ওয়াকিবহাল থাকার জায়গা ফেবু”

আমার স্ত্রীর কথাই বলি। তার এফ-কমার্স বিজনেস পুরাটাই ফেসবুক গ্রুপ, পেইজ আর হোয়াটস এপ নির্ভর। ফেসবুক ডাউনে সে কোনভাবেই ডিলার, ক্লায়েন্ট কারো সাথেই যোগাযোগ করতে পারে নাই। 

এখন এই অবস্থা থেকে বাঁচার কি উপায় থাকতে পারে? একটাই উপায়- এক ঝুড়িতে সব ডিম না রাখা।

– নিজের ব্যবসার ফেসবুক পেইজ, গ্রুপ, ইনস্টাগ্রাম ইত্যাদির পাশাপাশি নিজের ওয়েবসাইটে ইনভেস্ট করা। 

– অন্যান্য সোশ্যাল চ্যানেলে সময় দেওয়া।

– হোয়াটস এপের পরিবর্তে টেলিগ্রাম ও সিগনাল ব্যবহার করা। এদের মাঝে আমি টেলিগ্রামের কথা আমি বিশেষ করে বলব। কারণ টেলিগ্রামে আপনি পাবলিক চ্যানেল খুলতে পারবেন যেখানে গ্রুপের মতো পোস্ট করা যায়, কমেন্ট করা যায়, পেইজের মতো অডিও ভিডিও লাইভ করা যায়। এছাড়া আরো নানান সুবিধা আছে। টেলিগ্রাম সাইটে সব কিছু বিস্তারিত পাবেন। 

– নিজের মোবাইল এপ ডেভেলপমেন্ট করা।

সর্বোপরি সবকিছুর নিয়ন্ত্রণ ফেবুকের কাছে না রেখে কিছুটা হলেও নিয়ন্ত্রণ নিজের কাছে রাখার চেষ্টা করা উচিত আমাদের।

পড়তে পারেন- মার্ক জুকারবার্গ যদি ফেসবুক ডিলিট করে দেন তাহলে কি ঘটবে? 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

বেদুইন ওপেন স্কুল

 

 

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

কোর্স B00:বেসিক ফটোগ্রাফী

কোর্স B01: ফটোগ্রাফী

কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন

কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং

কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)

কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট

কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)

কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট

কোর্স B08: রোবটিক্স পরিচিতি

কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ

কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা

কোর্স B011: রন্ধনকলা ১০১

কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101

কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি

কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং

কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো ফ্রি করুন আজই। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
 

 

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।

২০১৭ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা! 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        *** 

♣ ইউটিউব থেকে

◘ তাহলে শেষমেশ ডেয়ার ডেভিলস মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে অফিসিয়ালি আসতেছে! 

 

◘ গেইম অফ থ্রোনস এর প্রিকুয়েল হাউজ অব ড্রাগন এর টিজার চলে আসছে! 

 

◘ রক ও রায়ান ভার্সেস গাল!

 

◘ ব্রিটনি স্পিয়ার্সকে নিয়ে নেটফ্লিক্সের লেটেস্ট ডকুমেন্টারি

 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের গান

Avicii এর এই গানটা আমার অনেক প্রিয়! 

 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের ছবি

Nemesis, Maldha Mohamed, Oil paint on wood, 2021

                                                Credit- Reddit/ u/Ill-Housing6028

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের উক্তি

 

ফেসবুক যদি তাদের এলগোরিদমকে নিরাপদ বানায় তাহলে তারা আগের থেকে কম টাকা আয় করবে, এবং ফেসবুক এটা জানে! – Frances Haugen (ফেসবুকের প্রাক্তন কর্মকর্তা ও ফেসবুক হুইসেল ব্লোয়ার)

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি। ফেসবুকের এই ডাউন থাকায় আপনার অভিজ্ঞতা বা মতামত কি? আপনি বা আপনার ব্যবসা কিভাবে প্রভাবিত হয়েছে না হয় নি কমেন্টে শেয়ার করতে পারেন আমাদের সাথে।

ইস্যু ১৭ কেমন লাগলো কমেন্টে জানাবেন।

– নিশাত শাহরিয়ার

আগের ইস্যু পড়ুন এখানেঃ

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.