বাস্তবের ‘আমেরিকান সাইকো’, সাফল্যের অভিশাপ ফ্ল্যাপি বার্ড ও ফেইলিউর মিউজিয়াম | নিশনামা ডাইজেস্ট ৮৪
আসসালামু আলাইকুম!
টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৮৪তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!
আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।
প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।
আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!
এই ইস্যুতে যা আছেঃ
- কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না!
- সাফল্য যখন অভিশাপ: কেন ডং নগুয়েন তাঁর নিজের তৈরি গেম ফ্ল্যাপি বার্ডকে ‘হত্যা’ করেছিলেন?
- বিলিয়নেয়ারদের ফ্রি চ্যারিটি
- বাস্তবের ‘আমেরিকান সাইকো’: টম ক্রুজ
- ‘ফেইলিউর মিউজিয়াম’ থেকে পাওয়া ব্যবসায়িক শিক্ষা
- নিজের চিন্তাধারায় পরিবর্তন আনুন
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৮৪!

নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না। আপনার জীবনের দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে এবং নিজের সাফল্য নিজেকেই গড়ে নিতে হবে; আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ আপনার নিজের কাজের ওপর নির্ভরশীল, তাই এর দায়ভার অন্যের ওপর চাপাবেন না।
♣ টেকনোলজি
◘ সাফল্য যখন অভিশাপ: কেন ডং নগুয়েন তাঁর নিজের তৈরি গেম ফ্ল্যাপি বার্ডকে ‘হত্যা’ করেছিলেন?
২০১৩ সালে, স্কট ডিলং প্রায় ৪ লাখ ডলার মাসিক আয় করছিলেন, কিন্তু লোকচক্ষুর আড়ালে থেকেই। একজন সাংবাদিক তাঁর এই গোপন আয়ের কথা ফাঁস করে দেওয়ার আগ পর্যন্ত এই পরিস্থিতি বজায় ছিল। ঠিক সেই সময়েই তিনি জানতে পারেন বিশ্বের অন্য প্রান্তে থাকা ডং নগুয়েন-এর কথা। ডং-এর তৈরি করা গেম ‘ফ্ল্যাপি বার্ড’ অপ্রত্যাশিত জনপ্রিয়তা পাওয়ায় তিনিও স্কট ডিলং-এর মতোই এক গভীর মানসিক দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
এই ভিডিওটির মূল বার্তা হলো, টাকাই জীবনের সবকিছু নয়। এটি মূলত ‘ভাইরাল নোভা’ (Viral Nova)-র প্রতিষ্ঠাতা স্কট ডিলং-এর ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প। এতে উঠে এসেছে ডং নগুয়েন কেন তাঁর চরম সফল গেমটি হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন সেই বিষয়টি স্কটকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ বিলিয়নেয়াররা কেন ‘ফ্রি’ চ্যারিটি বন্ধ করে দিল
এই ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটর শেলবি চার্চ লস অ্যাঞ্জেলেসের একটি বিখ্যাত পার্কের অদ্ভুত ও অপরিচিত ইতিহাস তুলে ধরেছেন। পরিহাসের বিষয় হলো, তিনি দেখিয়েছেন যে কীভাবে এই শহরের কিছু সেরা গণপরিসর (Public Spaces) গড়ে ওঠার পেছনে ধনকুবেরদের প্রভাবই মূল কারণ হিসেবে কাজ করেছিল।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ পপ-কালচার
◘ বাস্তবের ‘আমেরিকান সাইকো’: টম ক্রুজ
টম ক্রুজকে আমরা জনসমক্ষে যেমনটা দেখি, সেই চনমনে ব্যক্তিত্ব আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই এই ভিডিওটি। এখানে দেখানো হয়েছে, তাঁর এই বিশেষ লাইফস্টাইল আর আচার-আচরণের সঙ্গে ‘সায়েন্টোলজি’ (Scientology)-তে তাঁর কট্টর বিশ্বাস কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।ক্রুজ তো মনে করেন, এই বিতর্কিত ধর্মটাই তাঁর আজকের সব সাফল্যের চাবিকাঠি; এমনকি নিজের ‘ডিসলেক্সিয়া’ (পঠন অক্ষমতা) কাটানোর জন্যও তিনি এই সংস্থাকেই সব ক্রেডিট দেন।
ভিডিওতে সায়েন্টোলজির শুরু, তাদের মোটা টাকার কারবার আর নানা কুকীর্তির অভিযোগ নিয়েও কথা বলা হয়েছে। সব মিলিয়ে, একটা বিষয় স্পষ্ট; টম ক্রুজের কেরিয়ার আর ব্যক্তিগত জীবনে এই সংস্থার একটা শক্তপোক্ত প্রভাব রয়েছে।
♣ ব্যবসা
◘ ব্যর্থ পণ্য এবং ধসে পড়া বড় বড় প্রতিষ্ঠান: ‘ফেইলিউর মিউজিয়াম’ থেকে ব্যবসায়িক শিক্ষা
হার্লি-ডেভিডসন পারফিউম কিংবা চিটোস লিপ বামের মতো অদ্ভুত সব ব্যর্থতা সাফল্য সম্পর্কে আমাদের কী শেখাতে পারে? ‘নরওয়েস্ট ভেঞ্চার পার্টনারস’-এর পার্টনার এবং ‘ফেইলিউর মিউজিয়াম’-এর প্রতিষ্ঠাতা শন জ্যাকবসন আমাদের পরিচয় করিয়ে দেবেন এই ভিডিওতেইতিহাসের কিছু আলোচিত ও ব্যর্থ পণ্যের সাথে।
তিনি বিশ্লেষণ করেছেন ঠিক কী কারণে এগুলো মুখ থুবড়ে পড়েছিল এবং এই ব্যর্থতাগুলো থেকে আমাদের জন্য কী কী মূল্যবান শিক্ষা রয়েছে। ব্যর্থতার পেছনে থাকা ‘ছয়টি প্রধান চালিকাশক্তি’ সম্পর্কে জানুন এবং শিখুন কীভাবে বড় বড় কোম্পানিগুলো একই ভুল এড়িয়ে সফল হতে পারে।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের ছবি

◘ Narcissus, Elena Mille, oil on canvas, 2019 [OC]
♣ এই সপ্তাহের উক্তি
◘ “আপনি যদি সবচেয়ে খারাপটা নিয়ে এত বেশি ভাবতে পারেন, তবে সবচেয়ে ভালো কিছু ঘটার সম্ভাবনা নিয়ে কেন অতটা ভাবেন না?”
কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। জীবনের ভয়াবহতম পরিস্থিতিগুলো বেশিরভাগ সময় কেবল আমাদের কল্পনাতেই জন্ম নেয় (বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই)।
যাওয়ার আগে…
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!
শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।
প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ

.png)

