Nishnama Unsplash

চড়, বুমারদের সোশ্যাল মিডিয়া, রাইটিং টিপস ও টেলিগ্রামের উত্থান | নিশনামা ডাইজেস্ট ৪০

নিশনামা ডাইজেস্টের ৪০তম ইস্যুতে স্বাগতম! মার্চ মাসের শেষ ইস্যু লালালাআ!

এই ইস্যুতে যা আছেঃ

  • চড়টর বাদ দেন, নিজেকে নিয়েই থাকুন!
  • বুমাররা এখন লয়্যাল ফেসবুক ইউজার!
  • আর জেন জি’রা টিকটকে, তবে কতদিন?
  • ডিজিটাল আর্ট ও এনএফটি নিয়ে বিপলের ভাবনা
  • যে মুভিগুলা আমার ওয়াচলিস্টে আছে
  • লেখালেখি নিয়ে টিপস!
নিশনামা ডাইজেস্ট ৪০ নিশাত শাহরিয়ার
Photo by Andrea Sánchez on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

◘ এই ইস্যুতে আমার ভাবনাটাও এমন ছিল!

আসুন নিজের চরকায় তেল দেই!
নিজের চরকায় তেল দিন, নিজের কাজ করুন (ইমেজ সোর্স)

নাভালের এই কোটটা সব বলে দেয় যা আমি চিল্লাই চিল্লাই বলতে চাচ্ছিলাম।

মিডিয়ার সবকিছুকে বিশ্বাস করবেন না, অন্ধের মতো অনুসরণ করবেন না।
মিডিয়া দুনিয়ার সব সমস্যাকে আপনার সমস্যা বানাতে চায়- নাভাল (ইমেজ সোর্স)

♣ টেক

সোশ্যাল মিডিয়াগুলো পরিণত হওয়ার সাথে সাথে তারা বয়ষ্কদের জায়গা এবং ইউটিলিটি হয়ে যায়। দুটি উদাহরণ দেই:

1) WeChat: ১.২ বিলিয়ন মাসিক একটিভ ইউজার (চীনের জনসংখ্যার 85%), কিন্তু Gen Z এর মাত্র ১৫% দৈনিক পোস্ট করে। বেবি বুমারদের মাঝে প্রতিদিন ৫৭% পোস্ট করে।

2) Facebook: ৩৬% Gen Z সপ্তাহে অন্তত একবার ফেসবুক ব্যবহার করে এর বিপরীতে বুমারদের সংখ্যা ৯৬% (!)

বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় ঘন্টায় (ইমেজ সোর্স)

এই অল্প বয়স্ক ব্যবহারকারীরা নতুন প্ল্যাটফর্মের দিকে ছুটছে: TikTok-এর মাসিক এংগেজমেন্ট এখন Instagram এর তিনগুণ প্রায় মাসে ২৬ ঘন্টা! বাবা-মা এবং দাদা-দাদিরা TikTok-এ আসা শুরু করবে তখন কমবয়সীরা আরো কোন প্ল্যাটফর্মে ছুটবে।

একটি নতুন প্ল্যাটফর্ম আবির্ভূত হওয়ার আগে এটি কেবল সময়ের ব্যাপার…

◘ বিপলকে মনে আছে। তাঁর আসল নাম যদিও Beeple না, আসল নামটা হচ্ছে – Mike Winkelmann

তাকে এত বিশদভাবে পরিচয় করিয়ে দেবার মানেটা হচ্ছে, সেই বিশ্বের প্রথম ডিজিটাল আর্টিস্ট যার Digital Art ৬৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো।

বিপল এনএফটি মাইক ইউংকেলম্যান
বিপল (মাইক ইউংকেলম্যান)

সম্প্রতি ওয়াশিংটন পোস্টকে সে একটা সাক্ষাৎকার দিয়েছে, যেখানে ডিজিটাল আর্টের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা উঠে এসেছে। ডিজিটাল আর্ট ও এনএফটি নিয়ে আমার মতো আগ্রহী হলে এটা পড়তে পারেন


♣ টুইটার এডুকেশন

যারা লেখালেখি করতে চান, কিন্তু কিভাবে কি শুরু করবেন জানেন না তাদের জন্য এই টুইটার থ্রেড সাহিল বুমকে নিয়ে লাস্ট ইস্যুতে লিখেছিলাম, এই লোক আসলে একটা বিস্ট! অনেক কিছু শিখতেছি তাঁর কাছ থেকে!


♣ এ সপ্তাহের মিম

এনএফটি নিয়ে যাদের ধারণা আছে তাঁরাই শুধু এই মিম বুঝতে পারবেন, হাহাহা!

এনএফটি মিম
মিম অফ দ্যা উইক! (ইমেজ সোর্স)

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ টেলিগ্রাম দিন দিন একটা দরকারি এপ হয়ে উঠছে। অন্য সব এপ যেখানে ফেসবুকের সামনে দাড়াতেই পারছে না সেখানে টেলিগ্রাম ফেসবুকের পেছনে একটা সাইলেন্ট হিট হয়ে গেছে। একই সাথে মিলিয়ন মিলিয়ন মানুষদের ফ্রিডম অফ স্পিচের অনুষঙ্গ হয়ে উঠছে। কিন্তু কিভাবে?

জানতে হলে এই ভিডিও দেখতে হবে।


♣ পপ-কালচার

দ্যা এডাম প্রজেক্টঃ অনেকদিন পর একটা সাই-ফাই মুভি নিয়ে ইন্টারেস্ট জেগেছে, এটা দেখব।

টেকেন না টেক্কেন? কিভাবে উচ্চারণ করে জানি নাঃ এই জিনিসটা ইন্টারেস্টিং লাগছে।

এপলো অভিযান নিয়ে অন্যরকম একটা মুভিঃ এই টাইপের এনিমেশন স্টাইলটা নরমালাইজ করা দরকার। আমার কাছে কুল লাগে!


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

◘ বেশ ছোটবেলায় একনের এই গান লিরিক না বুঝেই গাইতাম! বড় হয়েই না লিরিকটা বুঝলাম।

Lonely, I'm Mr. Lonely
I have nobody for my own
I'm so lonely, I'm Mr. Lonely
I have nobody for my own
I'm so lonely

♣ এ সপ্তাহের ছবি

dancing with your ghost, acrylic on canvas, 2022 (Posted by
u/squarewafflez
)

♣ এই সপ্তাহের উক্তি

“আমরা যা বলি মানুষ তা সবসময় মনে রাখে না, কিন্তু আপনি তাদের কেমন অনুভূত করিয়েছেন সেটা তারা কখনোই ভুলে যায় না।”


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৪০ কেমন লাগলো কমেন্টে জানাবেন।

—নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”



লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।


পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.