চড়, বুমারদের সোশ্যাল মিডিয়া, রাইটিং টিপস ও টেলিগ্রামের উত্থান | নিশনামা ডাইজেস্ট ৪০
নিশনামা ডাইজেস্টের ৪০তম ইস্যুতে স্বাগতম! মার্চ মাসের শেষ ইস্যু লালালাআ!
এই ইস্যুতে যা আছেঃ
- চড়টর বাদ দেন, নিজেকে নিয়েই থাকুন!
- বুমাররা এখন লয়্যাল ফেসবুক ইউজার!
- আর জেন জি’রা টিকটকে, তবে কতদিন?
- ডিজিটাল আর্ট ও এনএফটি নিয়ে বিপলের ভাবনা
- যে মুভিগুলা আমার ওয়াচলিস্টে আছে
- লেখালেখি নিয়ে টিপস!
♣ এই সপ্তাহের ভাবনা
◘ এই ইস্যুতে আমার ভাবনাটাও এমন ছিল!
◘ নাভালের এই কোটটা সব বলে দেয় যা আমি চিল্লাই চিল্লাই বলতে চাচ্ছিলাম।
♣ টেক
◘ সোশ্যাল মিডিয়াগুলো পরিণত হওয়ার সাথে সাথে তারা বয়ষ্কদের জায়গা এবং ইউটিলিটি হয়ে যায়। দুটি উদাহরণ দেই:
1) WeChat: ১.২ বিলিয়ন মাসিক একটিভ ইউজার (চীনের জনসংখ্যার 85%), কিন্তু Gen Z এর মাত্র ১৫% দৈনিক পোস্ট করে। বেবি বুমারদের মাঝে প্রতিদিন ৫৭% পোস্ট করে।
2) Facebook: ৩৬% Gen Z সপ্তাহে অন্তত একবার ফেসবুক ব্যবহার করে এর বিপরীতে বুমারদের সংখ্যা ৯৬% (!)
এই অল্প বয়স্ক ব্যবহারকারীরা নতুন প্ল্যাটফর্মের দিকে ছুটছে: TikTok-এর মাসিক এংগেজমেন্ট এখন Instagram এর তিনগুণ প্রায় মাসে ২৬ ঘন্টা! বাবা-মা এবং দাদা-দাদিরা TikTok-এ আসা শুরু করবে তখন কমবয়সীরা আরো কোন প্ল্যাটফর্মে ছুটবে।
একটি নতুন প্ল্যাটফর্ম আবির্ভূত হওয়ার আগে এটি কেবল সময়ের ব্যাপার…
◘ বিপলকে মনে আছে। তাঁর আসল নাম যদিও Beeple না, আসল নামটা হচ্ছে – Mike Winkelmann
তাকে এত বিশদভাবে পরিচয় করিয়ে দেবার মানেটা হচ্ছে, সেই বিশ্বের প্রথম ডিজিটাল আর্টিস্ট যার Digital Art ৬৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো।
সম্প্রতি ওয়াশিংটন পোস্টকে সে একটা সাক্ষাৎকার দিয়েছে, যেখানে ডিজিটাল আর্টের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা উঠে এসেছে। ডিজিটাল আর্ট ও এনএফটি নিয়ে আমার মতো আগ্রহী হলে এটা পড়তে পারেন।
♣ টুইটার এডুকেশন
◘ যারা লেখালেখি করতে চান, কিন্তু কিভাবে কি শুরু করবেন জানেন না তাদের জন্য এই টুইটার থ্রেড। সাহিল বুমকে নিয়ে লাস্ট ইস্যুতে লিখেছিলাম, এই লোক আসলে একটা বিস্ট! অনেক কিছু শিখতেছি তাঁর কাছ থেকে!
♣ এ সপ্তাহের মিম
◘ এনএফটি নিয়ে যাদের ধারণা আছে তাঁরাই শুধু এই মিম বুঝতে পারবেন, হাহাহা!
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ টেলিগ্রাম দিন দিন একটা দরকারি এপ হয়ে উঠছে। অন্য সব এপ যেখানে ফেসবুকের সামনে দাড়াতেই পারছে না সেখানে টেলিগ্রাম ফেসবুকের পেছনে একটা সাইলেন্ট হিট হয়ে গেছে। একই সাথে মিলিয়ন মিলিয়ন মানুষদের ফ্রিডম অফ স্পিচের অনুষঙ্গ হয়ে উঠছে। কিন্তু কিভাবে?
জানতে হলে এই ভিডিও দেখতে হবে।
♣ পপ-কালচার
◘ দ্যা এডাম প্রজেক্টঃ অনেকদিন পর একটা সাই-ফাই মুভি নিয়ে ইন্টারেস্ট জেগেছে, এটা দেখব।
◘ টেকেন না টেক্কেন? কিভাবে উচ্চারণ করে জানি নাঃ এই জিনিসটা ইন্টারেস্টিং লাগছে।
◘ এপলো অভিযান নিয়ে অন্যরকম একটা মুভিঃ এই টাইপের এনিমেশন স্টাইলটা নরমালাইজ করা দরকার। আমার কাছে কুল লাগে!
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ বেশ ছোটবেলায় একনের এই গান লিরিক না বুঝেই গাইতাম! বড় হয়েই না লিরিকটা বুঝলাম।
Lonely, I'm Mr. Lonely I have nobody for my own I'm so lonely, I'm Mr. Lonely I have nobody for my own I'm so lonely
♣ এ সপ্তাহের ছবি
♣ এই সপ্তাহের উক্তি
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৪০ কেমন লাগলো কমেন্টে জানাবেন।
—নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- “ইলন মাস্ক” টাইমস পার্সন অফ দ্যা ইয়ার ২০২১ | নিশনামা ডাইজেস্ট ২৬
- স্টারবেইজ ট্যুর, হ্যারি পটার ও আপকামিং মুভি টিভি সিরিজ ওয়াচলিস্ট | নিশনামা ডাইজেস্ট ২৭
- আমাদের উদযাপনের ভয়াবহতা, ডায়নোসর, ইলন মাস্ক ও গাযা | নিশনামা ডাইজেস্ট ২৮
- ক্রিয়েটর পাওয়ার, থর ইজ ব্যাক ও মার্কাস ব্রাউনলি | নিশনামা ডাইজেস্ট ২৯
- ক্রিয়েটরদের ভ্যালু ও কেন ক্রিয়েটর হওয়ার এখনি দারুণ সময় | নিশনামা ডাইজেস্ট ৩০
- সুযোগের শক্তি, প্রোকাস্টিনেশন ও লংটার্ম কন্টেন্ট ক্রিয়েশন! | নিশনামা ডাইজেস্ট ৩১
- FB – মেটা Q4, WORDLE, Khaby Lame ও এনজেলিনা জোলি | নিশনামা ডাইজেস্ট ৩২
- বিদায় শীত, স্বাগতম বসন্ত! | নিশনামা ডাইজেস্ট ৩৩
- এনএফটি, রবার্ট প্যাটিনসন ও ডক্টর স্ট্রেঞ্জ | নিশনামা ডাইজেস্ট ৩৪
- মেটাভার্স জয়ের যুদ্ধে কে জিতবে? মাইক্রোসফট না ফেসবুক মেটা? | নিশনামা ডাইজেস্ট ৩৫
- পুতিনে হিটলারের ছায়া, ওয়েব থ্রি ও স্পাইডারম্যান | নিশনামা ডাইজেস্ট ৩৬
- আন্ডাররেটেড মার্ক জুকারবার্গ, সফল হওয়ার ফর্মূলা ও এপলের বিলিয়ন ডলার এপস্টোর! | নিশনামা ডাইজেস্ট ৩৭
- ইলন মাস্ক ভার্সেস পুতিন, বেসিক ইউটিউব গাইড ও আনা ডি আরামাস | নিশনামা ডাইজেস্ট ৩৮
- ইউক্রেনে ইলন মাস্কের স্টারলিঙ্ক, প্যাট্রিওন, বিলিয়ন ডলারের এনএফটি ও ভিটালিকের হতাশা | নিশনামা ডাইজেস্ট ৩৯
- চড়, বুমারদের সোশ্যাল মিডিয়া, রাইটিং টিপস ও টেলিগ্রামের উত্থান | নিশনামা ডাইজেস্ট ৪০
- ইলন মাস্ক VS টুইটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি ও ইউক্রেনে রাশিয়ার ওয়ার-ক্রাইম | নিশনামা ডাইজেস্ট ৪১
- বুকটক, মিস এক্সেল ও লেডি থর | নিশনামা ডাইজেস্ট ৪২
- ক্ষমতা, কম্ফোর্ট জোনের বাইরে ও ডালি-টু | নিশনামা ডাইজেস্ট ৪৩
- ভবিষ্যতের ইউটিউব বিলিওনিয়ার, টুইটার প্রেডিকশন ও জ্যারেড লেটো | নিশনামা ডাইজেস্ট ৪৪
- ক্রিপ্টো ক্রাশ, এমেচার হোম কনস্ট্রাকশন, ধন-সম্পদ ও চিরঞ্জীব মুজিব | নিশনামা ডাইজেস্ট ৪৫