“ইলন মাস্ক” টাইমস পার্সন অফ দ্যা ইয়ার ২০২১ | নিশনামা ডাইজেস্ট ২৬

নিশনামা ডাইজেস্টের ২৬তম ইস্যুতে স্বাগতম!

আজকের ইস্যুতে লিখেছি টাইমস ম্যাগাজিনের “পার্সন অফ দা ইয়ার ২০২১” নিয়ে, গায়িকা অ্যাাডেলেকে নিয়ে ফ্যাক্ট, ম্যাট্রিক্স এর নতুন পর্ব নিয়ে নিও আর ট্রিনিটির স্মৃতিচারণ, ইউটিউবের কপিরাইট প্রবলেম, বব মার্লি সহ অনেক কিছু!

নিশনামা ডাইজসেট ২৬
Photo by Micha Frank on Unsplash

 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের নিউজ

টাইম ম্যাগাজিন এই বছরের তাদের “পার্সন অফ দ্যা ইয়ার” ঘোষণা করেছে। আর এই বছরের জন্য তারা সিলেক্ট করেছে ইলন মাস্ককে!

"ইলন মাস্ক" টাইমস পার্সন অফ দ্যা ইয়ার ২০২১

আমার কাছে মনে হয়, ইলন মাস্কের চেয়ে এটা অন্য কেউ এত ডিজার্ভ করে না। মানবতাকে নতুন একটা ধাপে পৌছে দেওয়ার কাজে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে লোকটা।

SpaceX: লাইফকে মাল্টি প্লেনেটারি বানানোর কাজে প্রতিনিয়ত কাজ করে চলেছে!
Tesla: সাস্টেইনেবল এনার্জিকে আরো এডভান্স ও সহজলভ্য করার মিশনে কাজ করে চলেছে!
Neuralink: স্পাইন/ ব্রেইন ইস্যুর সমস্যা সমাধানে কাজ করে চলেছে!
Boring: ট্রাফিক প্রবলেম সমাধানে কাজ করে চলেছে!

এখন বলেন, ইলন মাস্ক পারসন অফ দ্যা ইয়ার ২০২১ হবে না তো কে হবে?

এই খবরের পাশাপাশি আরেকটা খবর জানিয়ে যাই, ইলন মাস্ক ছোট আকারে টেসলা মার্চের জন্য ডজকয়েন নেওয়া শুরু করবে। এই খবরেই ডজ কয়েনের দাম লাফিয়ে বাড়া শুরু করেছে হাহাহা!

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের ভাবনা

“সত্য কথা দ্বারা স্মার্ট মানুষেরা অফেন্ডেড ফিল করে না”

কারণ বেশিরভাগ স্মার্ট মানুষ মিথ্যা কথা বলে না, মিথ্যুক পছন্দ করে না।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের ফ্যাক্ট

গায়িকে এডেল এক অর্থে কুইনই!

গায়িকা অ্যাডেল - এডেল

অ্যাডেল তার অ্যালবাম প্রকাশের মধ্যে গড়ে ১৫৮৩ দিন (৪.৩ বছর) বিরতি দেন।

দ্যা টাইমসের হিসাব অনুযায়ী তার মিউজিক ক্যাটালগ প্রতিদিন ৭৩ হাজার পাউন্ড রয়্যালটি আয় করে (টাকার হিসেবে প্রতিদিন ৮৪ লাখ টাকা!)

পপ গানগুলিতে প্রায়ই ৫ জন বা তার বেশি লিরিসিস্ট থাকে, অ্যাডেলের ক্ষেত্রে খুব কমই ২ টির বেশি থাকে না, যা তার রয়্যালটি আয়কে খুব বেশি ভাগ করে না। বেশিরভাগ আয় তার ভাগেই যায়।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

ফ্রি স্কিল ডেভেলপমেন্ট কোর্স

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
কোর্স B01: ফটোগ্রাফী
কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B08: রোবটিক্স পরিচিতি
কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
কোর্স B011: রন্ধনকলা ১০১
কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ ইউটিউব থেকে

◘ টাইম পার্সন অফ দ্যা ইয়ার ২০২১ অফিসিয়াল ভিডিও

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ ক্রিয়েটর ইকোনমি

◘ যারা ইউটিউব থেকে আয়ের একশনবেল টিপস চান তারা এই টুইটার থ্রেডটা পড়তে পারেন।

◘ ইউটিউবের কপিরাইট সিস্টেম নিয়ে ক্রিয়েটররা খুব বেশি খুশি আগ থেকেই ছিল না। এখন সেটা তাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। এই সপ্তাহের ক্রিয়েটর নিউজে আছেঃ

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ পপ-কালচার

◘ নিও আর ট্রিনিটি – এত বছর পরেও একসাথে দুজনকে এত্ত ভালো লাগে। তাদের মাঝে ক্রেমিস্ট্রিটা এখনো এত দারুণ।

◘ মার্ভেল বলতেই আমরা স্ট্যান লি বুঝি। স্ট্যান ছাড়া মার্ভেলের আসলে অস্তিত্বই ছিল না। কিন্তু আমরা কি জানি স্ট্যান লির পরিবারের সাথে মার্ভেলের অনেক বছর ধরে মামলা চলে আসছে?

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান শাড়ি কেনাকাটার শপ ওয়েবসাইট শ্রেষ্ঠা

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।

২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের গান

জেমস বে’র লেট ইট গো। লুপে শুনতে থাকুন!

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের ছবি

বব মার্লি জোশ, ঠিক না?

বব মার্লি
Bob Marely, PaintbyKane, Acrylic, 2019

                                                 Posted by u/Additional_Math9054

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের উক্তি


“অসম্পূর্ণতা হল সৌন্দর্য, উন্মাদনা হল প্রতিভা এবং একেবারে বিরক্তিকর হওয়ার চেয়ে একেবারে হাস্যকর হওয়া ভাল।”
— মেরিলিন মনরো

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ২৬ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি বৃহস্পতিবার পড়ুন নতুন ইস্যু।

– নিশাত শাহরিয়ার
***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
https://nishnama.com/

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে। 

আমাকে ফলো করুন এইসব সাইটেঃ

 

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.