মধ্যবিত্তের অযোগ্য ভালোবাসা,নিয়তির দোষ!
এমনকি হয়েছে? আপনার পাশেই যে সারাক্ষন,জানেন সে অন্য কাউকে ভালবাসে, তারপরও হঠাৎ কোন এক রহস্যময় ক্ষনে আপনি তার প্রেমে পড়ে গেছেন? যখন আপনার অতীত থেকে পাওয়া কষ্ট টুকু সবে আপনি ভুলতে শুরু করছেন ঠিক তখনি এই খুব কাছের মানুশটাকে ভালোবেসে ফেলেছেন? যাকে ভালবাসার কথা ৪-৫ বছরে কখনো ঘুনাক্ষুরেও মনে আসে নি! তবুও তাকে ভালোবেসে ফেলেছেন,…