আর অ্যাডভেঞ্চারে বের হবেন না কাকাবাবু সন্তুকে নিয়ে! :(

এই বেশীদিন দিন না, ১০ দিন আগে একটা বই কিনেছিলাম, আরব দেশে সন্তু কাকাবাবু…… কাকাবাবু সমগ্র নতুন খন্ড খুজেছিলাম পাই নাই।

কাকাবাবু সমগ্র প্রথম পড়ি ক্লাস সিক্স কি সেভেনে ।
তখন এমন অবস্থা ছিলো যে পাগলের মত নাওয়া খাওয়া ছেড়ে বই পড়তাম ।

সুনীল গঙ্গোপধ্যায় এর লেখার সাথে পরিচিত হওয়ার পর এমন অবস্থা হল যে , যখনি তাঁর কোন বই পেতাম , বড়দের না ছোটদের সেটা বাছ বিচার করতাম না। কত বই যে পড়েছি তাঁর, অনেকটার নামই মনে পড়তেছে না এখন!

পূর্ব – পশ্চিম প্রথম হাতে নেই ক্লাস নাইনে। হারিকেন জ্বালিয়ে মায়ের গালি খেয়েও পড়তাম। আর মনে হতো আমি যেন সব চরিত্রের মাঝে ডুবে গেছি।

আমার এক স্যার ঐ সময় ক্লাসে একদিন ব্যাগের মাঝে বইটা পেয়ে যান। (ক্লাসেও লুকিয়ে পড়তাম!) থাবড়া একটা দিয়ে আমাকে বলেন তুই যে এই বই পড়তেছিস, তুই কি বুঝিস কিছু। তোর কি বয়স হইছে এই সব পড়ার!!

খুব লজ্জা পেয়েছিলাম সেদিন।

স্যারকে বলতে পারি নাই, স্যার আসল পাঠকের আবার বয়স কি?!

দুঃখ একটাই এখন আর কেউ লিখবে না কাকাবাবু সন্তু, আর পাব না পূর্ব পশ্চিম এর মত উপন্যাস।

আপনাকে খুব মিস করব সুনীল গঙ্গোপধ্যায় :(

যেখানেই থাকুন ভাল থাকুন!!!

#RIPSunil

” আরব দেশে সন্তু কাকাবাবু”

(যারা ফেলুদার সব বই পড়ে ফেলছেন, আর ফেলুদার বই বের হবে না এই ভেবে আফসুস করেন , তারা সুনীল গঙ্গোপাধ্যায় এর সন্তু কাকাবাবু সিরিজ ধরতে পারেন। আমি সেই এইট থেকে শুরু করেছিলাম, যতই পড়ি , ততই মজা পাই। ফেলুদা আর বেরুবে না, এই দুঃখ আর নাই…!!)

প্রথম প্রকাশ – আমার সামহোয়্যার ইন ব্লগে………… 

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.