নিশনামা ডাইজেস্ট ৭৭

সুখী বিবাহিত জীবনের রহস্য, টম ক্রুজের মুভি ও ইলন মাস্কের কাজের স্পৃহা | নিশনামা ডাইজেস্ট ৭৭

আসসালামু আলাইকুম!

টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৭৭তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।

প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।

আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!

এই ইস্যুতে যা আছেঃ

  • একটি সুখী বিবাহিত জীবনের রহস্য
  • টম ক্রুজের প্রতিটি সিনেমার র‍্যাঙ্কিং
  • সত্যিকারের উলফ অফ দ্যা ওয়ালস্ট্রিট
  • জলের নিচের জগত
  • ইলন মাস্ক কীভাবে এত কাজ করেন
  • এড শেরন পারফেক্ট
  • এস এস ফুড চ্যালেঞ্জ এর শুরুর গল্প

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৭৭!


“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।

সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”


♣ এই সপ্তাহের ভাবনা

◘ বিবাহিত জীবনে সুখের রহস্য কি?

এক্স ডট কমে একজন এই পোষ্ট করেছে, আমি আমার বাবা-মাকে জিজ্ঞেস করেছিলাম, এত বছর ধরে কোন জিনিসটা তাঁদের একসঙ্গে রেখেছে, আর বাবা উত্তর দিলেন: “আমরা কখনোই একই দিনে হাল ছেড়ে দিইনি।”

কিছু দিন আপনি (অন্যজনকে) ধরে রাখেন, কিছু দিন আপনাকে ধরে রাখা হয়।


♣ টেকনোলজি

◘ ইলন মাস্ক কীভাবে এত কাজ করেন?

How Elon Musk Does So Much

ইলন মাস্ক অতিমানব কিংবা এই প্রজন্মের হিরোদের চেয়ে কোনো অংশেই কম নন। আমাদের সাধারণ মানুষদের থেকে তাঁর এই পুরোপুরি ভিন্নতা এবং স্বাভাবিকতা-বর্জিত চরিত্র সত্যিই বিস্ময়কর এবং অনেকক্ষেত্রে প্রায় ধারণার অতীত।

আমি প্রায়শই তাঁর এই বিপুল মানসিক শক্তির উৎস নিয়ে ভাবি। আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বুঝতে পারি না। তাঁর মধ্যে যে লেভেলের ড্রাইভ রয়েছে, তা ঠিক ব্যাখ্যা করা যায় না।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ একজন ফ্রি ডাইভারে চোখ দিয়ে জলের নিচের জগত

Experience the Underwater World Through the Eyes of a Free Diver | Short Film Showcase

গুইলম নেরি-র (Guillaume Néry) স্ত্রী জুলি গোতিয়ে (Julie Gautier) এই অসাধারণ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি শ্যুট করেছিলেন, যখন তিনিও ফ্রি ডাইভ করছিলেন। ‘ওয়ান ব্রেথ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ (One Breath Around the World) নামের এই শ্বাসরুদ্ধকর শর্ট ফিল্মে ফ্রি ডাইভার গুইলম নেরি-র জলের নিচের বিস্ময়কর অভিযানগুলো ধারণ করেছে। ‘লে ফিল্মস এনগ্লুটিস’-এর (Les Films Engloutis) এই শর্ট ফিল্ম নেরি-কে অনুসরণ করে যখন তিনি বরফের চাদরের নিচ দিয়ে পিছলে যান, হারপুন-ধারী জেলেদের পাশে সমুদ্রের তলদেশে হাঁটেন এবং তিমিদের সাথে সাঁতার কাটেন। ফ্রান্স, ফিনল্যান্ড, মেক্সিকো, জাপান এবং ফিলিপাইন সহ বিভিন্ন জায়গায় এই অসাধারণ শর্ট ফিল্মটি শ্যুট করা হয়।


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ আপনি কি জানেন যে গ্রাম বাংলার সাধারণ খেলাধুলা নিয়ে ভিডিও বানিয়েও মাসে $40,000 USD (প্রায় ৪৫ লক্ষ টাকা) আয় করা সম্ভব?

গ্রামে বসে ভিডিও বানিয়ে মাসে আয় ১ কোটি টাকা | SS Food Challenge Story

আমিন হান্নান ও খালিদ ফারহানের “দ্যা বেটার বিবিএ” পডকাস্টের এই এপিসোডটা দেখার মতো। বাংলাদেশের ইউটিউব সেনসেশন ‘SS Food Challenge’-এর অবিশ্বাস্য সাফল্যের গল্পটা তুলে ধরা হয়েছে। সাধারণ একটি ইউটিউব চ্যানেল থেকে যেভাবে তারা একটি সামাজিক আন্দোলনে পরিণত হলো, সেই পুরো জার্নিটা আমরা এখানে জানতে পারছি।

এই পর্ব থেকে যা যা জেনেছি:

কে এই SS Food Challenge? কীভাবে তাদের শুরু?

তাদের ভিডিও বানানোর পেছনের আইডিয়া ও চ্যালেঞ্জগুলো।

কীভাবে তারা ১৩ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবারের একটি বিশাল পরিবার তৈরি করলো?

সত্যিই কি ভিডিও থেকে মাসে $40,000 আয় করা সম্ভব? আয়ের উৎসগুলো কী কী?

শুধুমাত্র বিনোদন নয়, তাদের ভিডিওর মাধ্যমে কীভাবে গ্রামের অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে।

আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা অনলাইন থেকে আয় করার ব্যাপারে আগ্রহী হন, তবে এই এপিসোডটি আপনার জন্য। SS Food Challenge-এর এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে।


♣ পপ-কালচার

টম ক্রুজের প্রতিটি সিনেমার র‍্যাংকিং

I Watched Every Tom Cruise Movie

আপনি যদি টম ক্রুজের ভক্ত হন, তবে এই ভিডিওটি আপনার জন্য একটি দারুণ উপহার। আমি টম ক্রুজের একজন ভক্ত; তাঁর কাজের নীতি এবং সিনেমার জন্য তিনি যে চরম প্রচেষ্টা করেন, তার জন্য আমি তাঁকে খুব সম্মান করি।

এই ভিডিওটির একটি মন্তব্য এখানে তুলে ধরার মতো:

“আসলে, আমি আমেরিকান মেইড (American Made) সিনেমায় টম ক্রুজের সাথে একজন এফবিআই অতিরিক্ত শিল্পী হিসেবে কাজ করেছিলাম। দৃশ্যটি ছিল ব্যারি সিলের (Barry Seal) কারাবাসের সময়কার বেঞ্চের দৃশ্য, যেখানে তিনি আমাদের প্রত্যেকের জন্য ক্যাডিল্যাক (Cadillac) পাওয়ার কথা বলছিলেন। আমি কখনও কোনো ছবি বা অটোগ্রাফ চাইনি তার কাছে, আমি শুধু তাঁকে সেখানে বসে থাকতে, নিজের সংলাপ মুখস্থ করতে এবং চারপাশে তাকাতে দেখেছিলাম। আমাদের দুজনের চোখাচোখি হয়, আমি হাসিমুখে মাথা নেড়ে তাঁকে অভিবাদন জানালে তিনিও হেসে আমাকে উত্তর দেন। আমার জীবনের একটি মূল্যবান ছোট্ট মুহূর্ত ছিল সেটি, যখন আমার জীবনের পরিস্থিতি ঠিকঠাক যাচ্ছিল না।”


♣ ব্যবসা

The Man Who Robbed An Entire Country

◘ এই লোকটি একটি গোটা দেশকে লুট করে সেই প্রতারণা নিয়ে একটি সিনেমা তৈরি করেছিল

জো লো (Jho Low) “সর্বকালের সবচেয়ে বড় আর্থিক ডাকাতি”-র পরিকল্পনা করেছিল, যেখানে সে মালয়েশিয়ার ১এমডিবি (1MDB) বিনিয়োগ তহবিল থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে। হাতে থাকা বিপুল নগদ অর্থের (যা লিকুইড সম্পদে আটকে ছিল না) জোরে সে দেদারসে খরচ করত: বড় বড় পার্টি দিত, সেলিব্রিটিদের সাথে ঘনিষ্ঠতা তৈরি করত, এমনকি ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ (The Wolf of Wall Street)-এ অর্থায়নও করেছিল ( ironically, একটি আর্থিক কেলেঙ্কারি নিয়ে তৈরি সিনেমায় একজন প্রতারকের অর্থায়ন)।

তার এই জালিয়াতি নির্ভর করত ভুয়া অ্যাকাউন্ট, ট্যাক্স হেভেন, আইনি ফাঁক এবং গুরুত্বপূর্ণভাবে, প্রভাবশালী ব্যক্তিদের সাথে কৌশলগতভাবে সম্পর্ক তৈরি করার ক্ষমতার উপর। এর বাস্তব ফল ছিল: মালয়েশিয়ার উন্নয়ন প্রকল্পগুলির জন্য বরাদ্দকৃত যে অর্থ বহু মানুষের উপকারে আসতে পারত, তা চুরি হয়ে গিয়েছিল। এই ভিডিওটা হলো জো লো-এর সেই অবিশ্বাস্য কাহিনী পাশাপাশি কোনো নৈতিকতা ছাড়া দ্রুত ধনী হওয়ার কাহিনি।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

◘ এড শেরনের কিছু গান আমার অনেক ভালো লাগে। তার পারফেক্ট গানটার এই ভার্সনটা আমার অনেক পছন্দের। এটি এড শেরনের Andrea Bocelli সাথে কোলাবেরশন। 


♣ এ সপ্তাহের ছবি

Art By User/akramness

Visage, akramness, Digital, 2025


♣ এই সপ্তাহের উক্তি

Disappointing people is the price of an authentic life.

একটি আসল (authentic) জীবন যাপনের মূল্য হলো মানুষকে হতাশ করা।

মনে রাখবেন, জীবনে আপনি যাদের সঙ্গে পরিচিত হবেন, তাদের সবার মন জয় করার জন্য আপনি জন্ম নেননি।


যাওয়ার আগে…

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!

শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।

প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.