কুরবানী নিয়ে যাদের চুলকানি, অসুস্থ জেনারেশন? আমাদের মব ট্রায়াল, ঈদের নাটক | নিশনামা ডাইজেস্ট ০৮

নিশনামা ডাইজেস্টের অস্টম ইস্যুতে স্বাগতম!

ঈদ-উল-আযহা চলে গেলো। ঠিক করোনা ভয়াবহতার মাঝেও আমরা ঈদ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ! এই লকডাউনে সবাই যেন নিরাপদে থাকি এই কামনা। সবাই এই লকডাউনে প্রয়োজন ছাড়া বাইরে বের না হই, নিরাপদে থাকি, সুস্থ থাকি।

নিশনামা ডাইজেস্ট আমি লিখতাম প্রতি শুক্রবার। এখন থেকে সেটা প্রতি রবিবার লিখব বলে ঠিক করেছি। তাই নিশনামার নতুন ইস্যু আপনারা পাবেন প্রত্যেক রবিবারে। 

নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৮
Photo by Molly Blackbird on Unsplash

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ কুরবানী নিয়ে যাদের চুলকানি

কুরবানীর ঈদ আসলেই আমাদের দেশে একটা সুশীল শ্রেনি ঘুম থেকে জাগ্রত হয়, আমাদের মুসলমানদের কুরবানী কতখানি ভয়ংকর এইটা জানান দিতে। এই রক্তের খেলা নাকি নতুন জেনারেশনের মনস্তাত্বিক চাপ ফেলে! এদের কথাকে কি আর বলব! দোষটা আসলে আমাদেরই! আমরাই ছোটবেলা থেকে বাচ্চাদের সরাসরি কোরবানির সাথে সম্পৃক্ত করতাম তাহলে আজ এইসব দেখতে হত না। এমন “ছুইতে মরা” প্রজন্ম দেখতে হত না! আমরা তো ছোটবেলা থেকে সরাসরি কোরবানি দেখে আসছি কই আমরা কি পিশাচ হয়ে গেছে নাকি?! সুশীল গুলার কথা শুনে সেইরকম মনে হচ্ছে।

  এ সংক্রান্ত বিষয়ে Fardeen Hassan এর এই ফেসবুক স্ট্যাটসটা আমার বেশ মনে ধরেছে। পড়তে পারেন।

কুরবানী নিয়ে যাদের চুলকানি

পুরো স্ট্যাটাসটা পড়ুন এখানে।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

অসুস্থ জেনারেশন? আমাদের মব ট্রায়াল

বুয়েটের চারজন ছাত্র তাদের সহপাঠীকে সেক্সুয়াল হ্যারাজমেন্ট করে সবার কাছে হাতেনাতে ধরা খেয়েছে। তাদের গ্রুপ এদের বহিষ্কার করেছে, দোষীরা তাদের দোষ স্বীকার না করে পাল্টা অজুহাত করায় অন্যরা তাদের পরিচয় প্রকাশ করে ফেসবুকে সব তথ্য প্রমাণ দিয়ে পোস্ট করে দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা বাঙালী এই নিয়েও পাছার মতো দুইভাবে ভাগ হয়ে গেছি। এই নিয়ে আমার অনেক কিছু বলার ছিল। কিন্তু আমার কথাগুলোই অনেকে বলে ফেলছেন তাই আমি কথাগুলো রিপিট করবো না। এর বদলে আমি আপনাদের এই তিনটি স্ট্যাটাস পড়তে দিচ্ছি। 

আমার ফেসবুক ফ্রেন্ড Shakib Mustavee লিখেছেন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষের মব ট্রায়াল নিয়ে –

 “সাইবার বুলিং একটা ফৌজদারি অপরাধ। আদালতে অপরাধ প্রমাণ সাপেক্ষে এর শাস্তি বিধান করা হয়। বুয়েট নাইন্টিন সিএসইর যে ছেলেটার একগুচ্ছ কুরুচিপূর্ণ স্ক্রিনশট ফাঁস হয়েছে, সেগুলো যদি সাইবার বুলিং এর কোনো ধারায় পড়ে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কিন্তু বয়কট বয়কট খেলার নামে যে মব ট্রায়াল শুরু হয়েছে, সেটাকে কোনভাবেই সমর্থন করতে পারছি না। একজন আত্মস্বীকৃত খুনিরও নিয়ম মাফিক বিচার হয়। উন্মত্ত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলে না।”

উনার পুরো স্ট্যাটাসটা পড়ুন এখানে। 

বড় ভাই ফাইজুস সালেহীন লিখেছেন বর্তমান জেনারেশনের দুর্বল কমিউনিকেশন স্কিল ও আমাদের শিক্ষা ব্যবস্থার কমতি নিয়ে – 

“পরপর দুইটা ঘটনা দেখলাম। বাংলাদেশের টপ-রেটেড দুইটা ভার্সিটির দুইটা ছেলের কোন আইডিয়াই নাই কিভাবে মানুষের সাথে আলাপ করতে হয়। কিভাবে সমালোচনা হ্যান্ডেল করে নিজেকে ইম্প্রুভ করতে হয় সে আলাপ তো পরে, কিভাবে অপোজিট জেন্ডারের অপরিচিত একজনের সাথে ইন্ট্রডিউস হতে হয় সেটাও তারা আয়ত্ব করতে পারে নাই! 

অথচ এরা বাংলাদেশের পপুলেশনের সবচেয়ে “মেধাবী” ক্লাসটাকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশে প্রতি বছর কতজন ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্র্যাডে ভর্তি হয় সে সংখ্যাটা আমার জানা নেই। যদি ধরে নেই প্রতি বছর ২ লাখ ছেলেমেয়ে ভর্তি হতে পারে এসএসসি-এইচএসসি-অ্যাডমিশন টেস্টের দীর্ঘ “সংগ্রাম” পার করে, তাহলেও বলতে হয় ২০ কোটি মানুষের দেশে তারা সবচেয়ে মেধাবী  ১%-এর কাতারে পড়ে। অথচ তারা বেসিক হিউম্যান ইন্টারঅ্যাকশনের এ-বি-সি-ডি জানে না এখনো!!” 

উনার পুরো স্ট্যাটাসটা পড়ুন এখানে।

লেখিকা ও এক্টিভিস্ট Jannatun Nayeem Prity এই ইস্যুতে লিখেছেন বাঙালি বেশিরভাগ পুরুষেরা নারীদের কি চোখে দেখে সেটা নিয়ে। কথা গুলো অনেকাংশে সত্য বটে- 

“বুয়েটের জারিফ হোসাইন নামের সিএসই ডিপার্টমেন্টের একটা ছেলে ক্রমাগত একটা মেয়েকে ইনবক্সে বিরক্ত করেই যাচ্ছে, অশ্লীল ভিডিও দিচ্ছে এবং তার বন্ধুরা তাকে মেয়েটা ‘না’ বলা সত্বেও আরও বিরক্ত করার পরামর্শ দিচ্ছে- এরকম অসংখ্য স্ক্রিনশট আমার ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। এইটা কেন হইছে তা জানেন?

এইটা থেকে বাঙালি বেশিরভাগ পুরুষের একটা বৈশিষ্ট্য আলাদা করতে পারবেন। সেটা হলো -এরা কন্সেন্ট বা সম্মতি বোঝেনা এবং একটা মেয়ে যখন ‘না’ বলতেছে, বারবার লিখতেছে ‘নট ইন্টারেস্টেড’ তখন তারা চিন্তা করতেছে সে আরও অশ্লীল কিছু করলে মেয়েটা পটে যাবে! এইটার সাথে রেপিস্টদের সাইকোলজির মিল দেখতে পাননা?  

রেপিস্টরাও এই একই কাজ করে। নিজেদের শক্তি দেখানো। অথচ রেপের সাথে সেক্সের সম্পর্ক নাই একবিন্দুও।”

উনার পুরো স্ট্যাটাসটা পড়ুন এখানে।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

শুভ জন্মদিন আবদুল্লাহ আবু সায়ীদ – আলোকিত মানুষ তৈরি করতে গোটা জীবনটাই উৎসর্গ করেছেন যিনি

আবদুল্লাহ আবু সায়ীদ
ছবি- ইয়ার্কি পেইজ

আবদুল্লাহ আবু সায়ীদ স্যার আমার অনেক কাজের অনুপ্রেরণা। আমার আলোকিত পাঠশালা নিয়ে কাজ করা, তরুণদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বেদুইন ওপেন স্কুল প্ল্যাটফর্ম তৈরি করা, বই পড়া ইত্যাদি সব সেই সব অনুপ্রেরণার থেকেই করা। উনার লেখা “সংগঠন ও বাঙালি” সংগঠন আর আমরা বাঙ্গালিদের স্বভাব নিয়ে আমার চোখ খুলে দিয়েছিলো। এই বইটা আমার অনেক কাজে লেগেছে। যারা সংগঠন করছেন বা সাংগঠনিক কাজে আছেন আমি তাদের বলব এই বইটা অবশ্যই পড়বেন। শুধু এই বই না স্যারের সব বইগুলাও পড়ে নিতে পারেন। কাজে লাগবে। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের ভাবনা

বর্তমান জেনারেশন ফেসবুকে ট্রল বানাতে যে পরিমাণ ক্রিয়েটিভিটি দেখায় সেটা যদি নিজের স্কিল ডেভেলপমেন্টে খরচ করত তাইলে দেশ আজ অন্যরকম হত! – নিশাত শাহরিয়ার

 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স- টেকনিকাল রিপোর্ট রাইটিং

অনলাইনে শিখুন টেকনিক্যাল রিপোর্ট রাইটিং
Image by Gerd Altmann from Pixabay 

ঘরে বসে লকডাউনে শিখে নিন “টেকনিকাল রিপোর্ট রাইটিং”। শিক্ষক ডট কমের এই ফ্রি কোর্সের ধারাবাহিক লেকচারগুলোতে মূলত আলোচনা করা হয়েছে বিভিন্ন অফিসিয়াল লেটার/  অ্যাপ্লিকেশন/ রিপোর্ট রাইটিং বিষয়ে। এটা একটা টিপস ভিত্তিক কোর্স যেখানে  পরামর্শ ও উপদেশ দেয়া হয়েছে বিভিন্ন ধরনের লেখার ফরম্যাট আর কনটেন্ট  সম্পর্কে। এই কোর্সের উদ্দেশ্য রাইটিং শেখানো না, বরং বিভিন্ন অফিসিরাল  রাইটিং এর ফরম্যাট এবং কনটেন্ট সম্পর্কে ধারনা দেয়া যাতে একজন শিক্ষার্থী  বুঝে-শুনে তার লেখাটি তৈরী করতে পারে। কোর্সটি  সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং এন্ট্রী  লেভেলের চাকুরীজীবীদের জন্যে।

কোর্সটি সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে। 

ফেসবুক মার্কেটিং শিখে আপনার স্বপ্নের ব্যবসাটিকে করে তুলুন আরও অনেক বড়

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

আরাধনা রি'আর উপস্থাপনায় সম্পূর্ণা নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন

♣ সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন “সম্পূর্ণা”র ৭ম পর্ব দেখুন AG Radio পেইজে।

প্রতি শুক্রবার সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠান “সম্পূর্ণা” AG Radio তে লাইভে আসছেন আমার সহ-ধর্মিনী আরাধনা রি’আ। দেখতে পারেন লাস্ট শুক্রবারের এপিসোডটি। 

♣ ঈদের যে নাটকগুলা ভালো লেগেছে

ঈদে বেশ কয়েকটা নাটক দেখলাম। আমার বেশ কয়েকটি নাটক ভালো লেগেছে। নিচে এই নাটকগুলা যুক্ত করে দিলাম। আপনারা দেখতে পারেন। 
সময় – এই সংসার জীবনে পুরুষদের নাকি সময় হয় না। আসলেই কি তাই? 

আপন – বাবা কিংবা মারা যখন একাকী একটা সন্তানকে বড় করেন, বড় হওয়ার পর সেই মা আর বাবা যখন একা হয়ে যান তখন কি আমরা তাদের একাকীত্ব অনুভব করতে পারেন? 

২১ বছর পর- বাবা-মার মাঝে বাদানুবাদ থেকে যখন তারা আলাদা হয়ে যান তখন সন্তানের কাছ থেকে মা দূরে সরে যাওয়ার জন্য কে দায়ী?

বাবা তোমাকে ভালোবাসি- সংসার ও সমাজে বাবারা হচ্ছেন সেই অভাগা যাদের দুঃখ কি কেউ বুঝতে পারে? এই নাটক নিয়ে আমি বিশেষ কিছু বলব না শুধু বলব সাত বছর আগে বাবা হারানোয় আমি এই নাটক দেখে নিজেকে ধরে রাখতে পারি নি। হাউমাউ করে কেঁদেছি। 

নট আউট- পরিবারের জন্য বড় সন্তানদের ত্যাগ কি আমরা সমাজ বুঝতে পারি? 

♣ যে ওয়েব সিরিজ দেখলাম

এই ঈদে হাইপ তোলা নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকির হাইপ তোলা ওয়েব শো মরীচিকা দেখলাম। আমি আলাদা একটা পোষ্টে এটার রিভিউ লিখেছি। যারা দেখেন নি তারা এই রিভিউ পড়ে নিতে পারেন মরীচিকা দেখার আগে। 

♣ এ সপ্তাহের ছবি

হাওরে বাচ্চাদের উচ্ছলতা- আনিস মাহমুদ
হাওরে উচ্ছলতা – ছবি- আনিস মাহমুদ

সিলেটের প্রথম আলোর অফিশিয়াল ফটোগ্রাফার “আনিস মাহমুদ” ভাই অসাধারণ ফটো তুলেন। তাঁর তোলা সাম্প্রতিক এই হাওরে বাচ্চাদের নিয়ে তুলা ছবিটি বেশ ভাইরাল হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে ছবিটি। 

♣ এই সপ্তাহের উক্তি

একটি ভালোবাসা পূর্ণ পরিবারে বড় হওয়াটা জীবনের সবচেয়ে আন্ডাররেটেড এডভান্টেজ।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি। 
এখন থেকে প্রতি রবিবার নিশনামা ডাইজেস্টের নতুন ইস্যু আসবে, ইনশা আল্লাহ! ইস্যু ০৮ কেমন লাগলো কমেন্টে জানাবেন। 
– নিশাত শাহরিয়ার

আগের ইস্যু পড়ুন এখানেঃ

আমাকে ফলো করতে পারেনঃ

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.