Shireen Abu Akleh

ক্রিপ্টো ক্রাশ, এমেচার হোম কনস্ট্রাকশন, ধন-সম্পদ ও চিরঞ্জীব মুজিব | নিশনামা ডাইজেস্ট ৪৫

নিশনামা ডাইজেস্টের ৪৫তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা আছেঃ

  • আবার বুকটক
  • ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় ক্রাশ
  • মিস্টার বিস্টের ইউটিউব চ্যারিটি
  • ইলন মাস্কের নতুন সাক্ষাৎকার
  • এমেচার হোম কন্সট্রাকশন
  • ধন সম্পদের ধারণা

Shireen Abu Akleh, আপনাকে আমরা ভুলব না। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতবাসি করুন আমিন।

নিশনামা ডাইজেস্ট ৪৫ নিশাত শাহরিয়ার
Photo by Ehimetalor Akhere Unuabona on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

“যখন থেকে আপনি হিংসা মুক্ত হতে পারবেন তখন থেকেই সত্যিকার অর্থে আপনার নেটওয়ার্ক তৈরি হতে শুরু করবে। এবং সে নেটওয়ার্ক দীর্ঘস্থায়ী হবে।

ত্রিভুজ আলম”

নেটওয়ার্কিং নিয়ে চমৎকার একটা লেখা লিখেছেন ত্রিভুজ ভাই। যারা সত্যিকার অর্থে নেটওয়ার্কিং করতে চান তারা এই লেখাটা অবশ্যই পড়বেন

◘ নিশনামা ডাইজেস্টের আগের একটা ইস্যুতে ‘বুকটক‘ নিয়ে লিখেছিলাম। টিকটকের এই ট্রেন্ড কিভাবে নতুন পুরাতন বইয়ের সেলস আমেরিকায় বাড়াচ্ছে সেটা নিয়ে লিখেছিলাম।

এই আর্টিকেলটা পড়তে পারেনবুকটক নিয়েই ডিপ ডাইভ লেখা। অনেক কিছু জানতে পারবেন।

◘ ইলন মাস্কের টুইটার কেনার ডিলের পরই আমেরিকান লেফট মিডিয়া ও লেফটিস্ট রাজনীতিবিদরা বিলিওনারদের বিরুদ্ধে উঠেপড়ে লেগছে। এমন না যে এখন, আগ থেকেই তারা এদের বিরুদ্ধে ছিল। এদের বলতে আমি সবাইকে বলছি না, যাদের তারা কন্ট্রোল করতে পারে না – ইলন মাস্ক, জেফ বেজোসদের মতো বিলিওনিয়ার।

বিলিওনিয়ার টুইট
ইমেজ কার্টেসিঃ টুইটার

এই টুইটটা সেটাকে ইংগিত করেই। যিনি টুইট করেছেন তিনি সিলিকন ভ্যালির একজন বিখ্যাত এন্ট্রেপরেনিউর ও ইনভেস্টর – ডেভিড সেকস।

“তৃতীয় শ্রেণীর নাগরিকদের মধ্যে সর্বশেষ স্তর যদি বলি তাহলে পড়ে প্রবাসী আর কৃষক সমাজ। এই শ্রেণীর মানুষ দেশকে সবচাইতে বেশি দেয়, কিন্তু অবহেলা পায় সবচাইতে বেশি।
প্রতিটা শ্রেণীর মানুষের মধ্যেই আবার ভালো ভালো কিছু মানুষ আছে, আর ঠিক তাদের কারনেই দেশটা টিকে আছে, তা না হলে এত অনাচারের একটা দেশ, কবেই দেউলিয়া হয়ে যেত।

— রাসেল আহমেদ”

রাসেল ভাইয়ের লেখার একটা লেখার অংশ এটা। প্রথম ও দ্বিতীয় শ্রেনীর নাগরিক কারা তা জানতে লেখাটা পড়তে হবে

◘ সহধর্মিনী তিশাকে নিয়ে চমতকার একটা লেখা শেয়ার করেছেন মোস্তফা সারওয়ার ফারুকী। সব পুরুষদের পড়া উচিত


♣ টেক

◘ কয়দিন আগে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় ক্রাশ ঘটে গেলো। টেরা প্রটোকলের লুনা ক্রিপ্টোকারেন্সি ৪৫ বিলিয়ন ডলারের ভ্যালু থকে ধপ করে একদম শুন্যে নেমে গেল মাত্র ২-৩ দিনে!

সোর্সঃ ইউটিউব

এই ভিডিওতে কফিজিলা খুব ভালো করে বিষয়টা তুলে ধরেছে। আমার মতো ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহ থাকলে এটা দেখতে পারেন।

কফিজিলা নিয়মিত এইসব ক্রিপ্টো ও স্ক্যাম নিয়ে ভিডিও বানায়, আগ্রহী হলে সাবস্ক্রাইব করতে পারেন।

◘ সাম্প্রতিক সময়ে অল-ইন-সামিট কনফারেন্সে ইলন মাস্ক সরাসরি লাইভে আসে। এই লাইভে সে টুইটার ডিল, টুইটার বট, আমেরিকার বাইডেন এডমিনিস্ট্রেশন, টেসলা, স্পেস-এক্স ইত্যাদি নিয়ে কথা বলে।

সোর্সঃ ইউটিউব

যারা আগ্রহী তারা পুরো দেড় ঘণ্টার মতো এই ভিডিও সাক্ষাতকারটা দেখতে পারেন।


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ এই সপ্তাহের ভিডিও

◘ বেশ কয়েকদিন ধরে এইসব কন্সট্রাকশন ভিডিও দেখতে খুব বেশি ভালো লাগছে। কিভাবে শুন্য থেকে পরিত্যাক্ত জায়গাকে একদম নিজেদের হাতে এরা বসবাসের উপযোগী করে তুলে দেখতে খুবই ভালো লাগে।

সোর্সঃ ইউটিউব

এই ভিডিও একটা লংটার্ম প্রজেক্টের – নাম প্রজেক্ট ক্যাম্প। তাদের ১ বছরের ধারাবাহিক কার্যক্রম এই ভিডিওতে তুলে ধরা হয়েছে।

◘ ধন-সম্পদ নিয়ে দারুণ একটা ভিডিও।

আপনি যদি প্রতি সেকেন্ডে ১ ডলার করে আয় করেন, তাহলে আপনার ১ মিলিয়ন ডলার আয় করতে ১১ দিন ও আধা দিন লাগবে। এখন ১ বিলিয়ন ডলার আয় করতে আপনার ৩১ বছর ও আরো ছয় মাস লাগবে।

এই ভিডিওটা দেখুনঃ

সোর্সঃ ইউটিউব

নাদির অন দ্যা গো এর চমৎকার ভিডিও!

জাঙ্গিয়া রপ্তানি যেভাবে বাংলাদেশের গার্মেন্টসকে বাঁচাতে পারে…এনায়েত চৌধুরীর লেটেস্ট ভিডিও। শিরোনাম দেখে টাশকি খাইয়েন না আমার মতো হাহাহাহা!


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ মিস্টার বিস্টকে আপনারা ইউটিউবার হিসেবেই জানেন। কিন্তু আপনি কি জানেন, ইউটিউবে সবচেয়ে বড় চ্যারিটি সংস্থা চালায় সে?

তার বিস্ট ফিলানথ্রপি চ্যানেলের মাধ্যমে সে একটা চ্যারিটি সংস্থা চালায় যেটার নামই – বিস্ট ফিলানথ্রপি। মজার ব্যাপার হলো এই চ্যানেলের আয় দিয়েই সে এই সংগঠন চালায়। সম্প্রতি আফ্রিকায় বেশ কয়েকটা শহরে পানির অভাব দূর করার জন্য গভীর নলকূপ বানিয়ে দিয়েছে।

সোর্সঃ ইউটিউব

ভিডিওটা দেখতে পারেন।

◘ এন্ড্রু কালাহান, কমেডি কন্টেন্ট ক্রিয়েটর থেকে এমেচার নিউজ প্রেজেন্টার।

আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবকিছু কেড়ে নিতে পারেন, কিন্তু তার ট্যালেন্ট কেড়ে নিতে পারবেন না।

সোর্সঃ ইউটিউব

কন্টেন্ট ক্রিয়েটররা কি প্যাশন থেকে কন্টেন্ট বানায় এন্ড্রু কালাহান সম্পর্কে একটু জানতে পারলে বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখুন।


♣ পপ-কালচার

◘ এই সেকশনে বড় একটা খবর শেয়ার করতে চাই। আমাদের নুহাশ হূমায়ুন এর শর্ট ফিল্ম “মশারি” আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে জুরি পুরস্কার জিতে বর্তমানে অস্কারের দৌড়ে আছে। এর পাশাপাশি তাকে এনোনিমাস কন্টেন্ট প্রোডাকশন কোম্পানি এবং CAA এজেন্সি সাইন করেছে।

নুহাশ হুমায়ুন হুমায়ুন আহমেদ
Photo Courtesy of Zunayed Noor

ওয়াহিদ ইবনে রেজার স্ট্যাটাস থেকে তুলে ধরছিঃ

“এর মানে কি? প্রথমে এজেন্সি এর কথায় আসি। পশ্চিমা দেশে আপনি যদি ক্রিয়েটিভ লাইনে উচ্চ পর্যায়ে কাজ পেতে চান তাহলে আপনার একজন এজেন্ট বা ম্যানেজার লাগবে। তাদের কাজই হচ্ছে আপনার জন্য কাজ খুঁজে আনা। কারন আপনার ফি এর ১০-১৫% তারা পাবে। আপনি যত কাজ পাবেন তাদের লাভ তত। হলিউডে কোন বড় কাজ এজেন্ট বা ম্যানেজার ছাড়া হয় না। কেউ কথাই বলবেনা আপনার সাথে। তো এই এজেন্সি গুলোর মধ্যে CAA হচ্ছে সবচেয়ে বড় এজেন্সি গুলোর মধ্যে একটা। এরা এতই বড় যে সরাসরি আপনি এদের সাথে যোগাযোগ করতে পারবেন না। মানে তারা তখনি আপনার কাছে আসবে যখন তাদের কোন বর্তমান ক্লায়েন্ট আপনাকে তাদের কাছে রেফার করে। নুহাশ হুমায়ুন কে যিনি রিপ্রেজেন্ট করছেন, তিনি সরাসরি কাকে রিপ্রেজেন্ট করে জানেন? অরিজিন্যাল স্পাইডার-ম্যান ট্রিলজি, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স এর নির্দেশক স্যাম রাইমি কে! তারমানে এই মুহূর্তে স্যাম রাইমির যেই রিসোর্স, আমাদের নুহাশের একই রিসোর্স। ব্যাপারটা কি কল্পনা করতে পারছেন?”

পুরো লেখাটা পড়ুন এখানে।

◘ আরেফিন শুভ অভিনীত শেখ মুজিবের জীবনী নিয়ে বানানো ছবির ট্রেইলার দেখে সেইরকম ট্রল মিম, আলোচনা সমালোচনা হচ্ছে।

আমি এসবে অংশ নিব না। আমি শুধু আহমেদ রুবেন অভিনীত “চিরঞ্জীব মুজিব” নামের এই ট্রেইলারটা শেয়ার করব। আহমেদ রুবেল অভিনেতা হিসেবে এত আন্ডাররেটেড! আফসুস লাগে!

সোর্সঃ ইউটিউব

♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

গানঃ যে ছিলো দৃষ্টির সীমানায়
কন্ঠঃ শাহনাজ রহমতউল্লাহ

“যে ছিলো দৃষ্টির সীমানায়” গানটি শাহনাজ রহমতউল্লাহর একটি অনবদ্য সৃষ্টি। ব্যক্তিগত ভাবে আমার খুবই পছন্দের একটি গান।

প্রয়াত এই কিংবদন্তী শিল্পি অমর হয়ে থাকবেন তার গাওয়া অসংখ্য বাংলা গানের মাঝে। “একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়” গানটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রেকর্ড করেছিলেন শাহনাজ রহমতউল্লাহ। যেই গানে ছিলো দেশপ্রেমের কথা। নাড়িয়ে দেয় মনকে।

“যে ছিলো দৃষ্টির সীমানায়” গানটিও আপনাকে ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস।

সোর্সঃ ইউটিউব

♣ এ সপ্তাহের ছবি

A Tender Moment, by Artist Chris Hawks, acrylic paint on canvas panel, 2018


♣ এই সপ্তাহের উক্তি


◘ এই কথার উপর কোন কথা আছে?

এ সপ্তাহের উক্তি
সোর্সঃ টুইটার

এই টাইপের লোক যারা সবার দোষ খুজে, তাদের থেকে দূরে থাকবেন।


এই “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৪৫ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
—- নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”



লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.