লেখকদের সম্মানী প্রদানের মানসিকতা, নাসার নতুন মিশন ও রিয়েল লাইফ স্কুইড গেইম! | নিশনামা ডাইজেস্ট ২৪

নিশনামা ডাইজেস্টের ২৪তম ইস্যুতে স্বাগতম!

নিশনামা ডাইজেস্ট ইস্যু ২৪
Photo by Jackson David on Unsplash

অথল্যাবের নতুন প্রোডাক্ট Fluent Support লঞ্চ হলো গত সপ্তাহে। এই প্রডাক্ট লঞ্চে গত দুই মাসে অনেক কিছু শেখা হলো। টিমে কাজ করতে হলে আর প্রডাক্ট লঞ্চে কত কিছু মেইনটেইন করতে হয়, এ এক নতুন অভিজ্ঞতা! এই প্লাগইনের লাইফ-টাইম ডিল চলছে। এছাড়া WPManageNinja এর সকল প্রডাক্টে প্রায় ৫০% ছাড়ে ব্ল্যাক-ফ্রাইডে ডিল চলছে। নিজের ওয়েবসাইট এর জন্য যেকেউ এই ওয়ার্ডপ্রেস প্লাগইন গুলো কিনতে পারেন।

গত সপ্তাহে আমাদের পরিবারে নতুন একজন অতিথি আসলেন! ২য় বারের মতো মামা হলাম! এইবার ভাগ্নি আসলেন আমাদের পরিবার আলোকিত করে। এইজন্য খুব ব্যস্ত ছিলাম, এই ইস্যু গত সপ্তাহের বৃহস্পতিবার আসার কথা থাকলেও দেরি হয়ে গেল, তাই আজ সোমবার এটা প্রকাশ করলাম। সবাই দোয়া করবেন আমার ভাগ্নির জন্য!

চলুন শুরু করা যাক নিশনামা ডাইজেস্টের নতুন ইস্যু।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের ভাবনা

“অন্যান্য দেশের মতো patreon.com এর মতো ওয়েবসাইট বাংলাদেশে কেন গড়ে উঠছে না?” 

লেখকদের সম্মানি প্রদানের মানসিকতা

লেখক আখতারুজ্জামাম আজাদ বেশ কয়েক বছর যাবত তাঁর নিজের লেখা ও ফেসবুকের লেখার জন্য সম্মানী নেওয়া শুরু করেছিলেন। আমার দেখা বাংলাদেশে তিনিই প্রথম একজন লেখক যে তাঁর লেখার জন্য উন্মুক্ত সম্মানী নেওয়া শুরু করেন। প্রতি পোস্টের নিচে তিনি লিখে দিতেন- “লেখাটি পড়ে আনন্দিত, আমোদিত বা আলোকিত হয়ে কেউ লেখককে সম্মানী পাঠাতে চাইলে অ্যাকাউন্ট নাম্বারের জন্য মেসেঞ্জারে নক করতে হবে।”

অনেক বিদ্রুপ ঠাট্টা পেলেও অনেকে স্বপ্রনোদিত হয়ে উনাকে সম্মানী পাঠিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত, সেটা ৫০০ থেকে কখনো ত্রিশ হাজারও হয়। এই ধারা এখনো অব্যাহত আছে। সম্মানী নিয়ে উনার এই ফেসবুক পোস্টটা পড়তে পারেন

এই নিয়ে আখতারুজ্জামান আজাদ বলেন, “২০১৫ সাল থেকেই মাথায় চিন্তা জেঁকে বসেছিল— আমি অস্থানে শ্রম দিচ্ছি, আমার আর্থিক প্রাপ্তি নেই, লেখার বিনিময়ে পারিশ্রমিক আমার প্রাপ্য। কিন্তু যে দেশে বুদ্ধিবৃত্তিক পরিশ্রমের পাইপয়সা মূল্য নেই, লেখক দেখলেই প্রায় সবার যেখানে ‘সৌজন্য কপি’ পেতে খায়েশ জাগে, দুশো টাকার একটা বই কিনতে গিয়ে কেউ-কেউ যেখানে দেড়শোবার দামাদামি করে; ফেসবুকে লেখার বিনিময়ে পারিশ্রমিক চাওয়া নিয়ে একশ্রেণির মানুষ সেখানে কী পৈশাচিকভাবে বিদ্রুপ করবে— তা আমার অজানা ছিল না। কিন্তু গত বছরের গোড়ার দিকে যখন শোনা গেল গীতিকার রতন কাহারকে একটা টাকাও সম্মানী না দিয়ে আদিত্য প্রতীক সিং (বাদশাহ্) জ্যাকলিন ফার্নান্দেজকে নাচিয়ে ‘গেন্দাফুল’ গানের মিউজিক ভিডিও থেকে দু-হাতে রুপি কামাচ্ছেন; তখন আমার মনে হলো— এই গানের সাথে শৈশবে যারা নাচ শিখেছে, এখনকার প্রাপ্তবয়স্ক তারা গানটা বাবদ একশো রুপি করে সম্মানী পাঠালেও রতন কাহার এখন ধনী হয়ে যেতেন। এই ভাবনা থেকেই আমার মনে হয়েছিল— আমার লেখা বাবদ আমি উন্মুক্ত সম্মানী চাইব; যার ইচ্ছে, দেবে; ইচ্ছে না হলে দেবে না।”

লেখকদের সম্মানী প্রদানকে জেনারেলাইজ করা উচিত!

উনার এই পোস্টে আমি এই কমেন্ট করেছিলাম– “অন্যান্য দেশে Patron হওয়া একটা নরমাল ব্যাপার। patreon.com gumroad.com sunstack.com, subscribestar, buy me a coffee এরকম প্ল্যাটফর্মই আছে যেগুলা দিয়ে আর্টিস্ট, লেখক, যে কেউ নিজের জন্য সাবস্ক্রিপশন পোর্টাল খুলতে পারে। যেখানে তার সাপোর্টার বা ফ্যানরা জয়েন করে বিভিন্ন লেভেলে তার পছন্দের ব্যাক্তিকে মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিতে টাকা দিতে পারে। এর বিনিময়ে আদান-প্রদান থাকতেও পারে নাও থাকতে পারে। অনেকে আছে শুধু সাপোর্ট করার জন্য পেইড সাবস্ক্রাইবার হয়।

বাংলাদেশে একমাত্র আপনাকে দেখলাম এমন কিছুর সাহস করতে। এই জিনিসটা বাংলাদেশে নরমালাইজ করা দরকার। patreon.com এর মতো একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের!”

লেখকদের সম্মানী প্রদানে আমাদের আরো উৎসাহী হওয়া উচিত!

আসলেই এই জিনিসটা দরকার আমাদের দেশে। কেউ এসে এই সেক্টরে এই বিপ্লব কেনো শুরু করছে না বুঝতে পারছি না! বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? তাহলে Patreon বা Gumroad কিভাবে কাজ করে সেটা বলি। 

Patreon অনেকটা মেম্বারশিপ সাইটের মতো। ধরেন আপনি একজন লেখক, ইউটিবার বা পডকাস্টার কিংবা একজন ইনফ্লুয়েন্সার। আপনার একটা ফলোয়িং আছে। এখন আপনি চান ফলোয়িংকে পেইড মেম্বারে কনভার্ট করে নিজের প্রোজেক্টগুলোতে ফান্ডিং করা। ধরুন আপনি একজন ইউটুবার, আপনার বেশ ভালো সাবস্ক্রাইবার বেজ আছে। কিন্তু এডসেন্স থেকে আয় একদম নগন্য। আপনার মাসে মাসে ভিডিও বানাতে বেশ খরচ হয়। এখন সেই খরচে নিজেদের সাধ্যমতো সাহায্য করতে আপনার কিছু Super Fans ইচ্ছুক। তারা চায় আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিতে সম্মানী দিতে। এখন আপনার যদি একটা Patreon পেইজ থাকে সেখানে আপনি নানান রকম লেভেল দিয়ে রাখতে পারেন, যে কেউ আপনাকে সেখানে টাকা দিয়ে আপনার কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে পারবে। প্রতি মাসে তারা পেইড কন্টেন্ট পেলো আর মাস শেষে আপনার ব্যাংক একাউন্টে টাকাটা জমা হয়ে গেল। 

Gumroad এও Patreon এর সুবিধা আছে, তবে তাদের বাড়তি সুবিধাটা হল সেখানে আপনি যেকোন ডিজিটাল আইটেম (যেমন – ইবুক) বা কোর্স বিক্রি করতে পারবেন। 

Patreon এ উল্লেখযোগ্য মেম্বার Tiny Meat Gang এর মেম্বারশিপ পেইজটা দেখুন। ইউটুবার Cody Ko ও Noel Miller মিলে এই পডকাস্ট চালান। তাদের ইউটিউব সাবস্ক্রাইবাররা মূলত এই পডকাস্টের লিসেনার। তাদের পেইড মেম্বার প্রায় ২৫ হাজারের উপর। 

Tiny Meat Gang patreon
Tiny Meat Gang এর Patreon Page

এখন সর্বনিম্ন লেভেল ৫ ডলারেও সবাই যদি সাবস্ক্রাইব করে, তাহলে মাসে প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার! তাদের ফ্যানদের টাকায় তারা মাসে মাসে চলে, তাদের সব খরচ চালায় এবং কন্টেন্ট বানায়। পেইড সাবস্ক্রাইবাররা সাধারণ কন্টেন্টের বাইরে বাড়তি কন্টেন্ট পায় প্রতি মাসে। 

Tiny Meat Gang patreon levels
Patreon Level

আমি কি বুঝাতে চাইছি এখন বুঝতে পারছেন নিশ্চয়ই! বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম খুবই জরুরী। অন্তত আমাদের ক্রিয়েটিভ লোকেরা নিজেদের মাস চলার দুশ্চিন্তা বাদ দিয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা পাবেন, ক্রিয়েটিভ দুনিয়ায় থেকে সেরাটা বের করে আনতে পারবেন।

আমি নিজেও আখতারুজ্জামান আজাদের মতো সম্মানী নেওয়ার কিছু চিন্তাভাবনা করছিলাম। কিভাবে সেটা করা যায় আমার নিজের কিছু চিন্তাভাবনা আছে। আপনি যদি আমার নিশনামা ডট কমের নিয়মিত পাঠক হয়ে থাকেন তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী সম্মানী পাঠাতে পারেন আমাকে। বিকাশ নাম্বারের জন্য আমার পেইজের ইনবক্সে নক দিতে পারেন। আর যারা আমার নিয়মিত পাঠক আমি তাদের উৎসাহ দিব, নিজের পরিচিত লেখকদের এইভাবে সম্মানী দিয়ে উৎসাহ দেওয়ার।

আপনার মানসিকতাই আসল

mindest মানসিকতা
Courtesy – Janis Ozolins


 

“আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, এবং আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারেন. আপনার যা দরকার তা হল সঠিক মানসিকতা।”

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ টেক

এডটেক কোম্পানি বহুব্রীহিকে কিনে নিল শিখো

বাংলাদেশের এডটেক ফিল্ডের দারুন একটা খবর দিচ্ছি। এডটেক স্টার্ট-আপ শিখো আরেকটা এডুকেশন স্টার্ট-আপ বহুব্রীহিকে কিনে নিলো। 

বহুব্রীহি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়, তাদের ১ লাখের উপর ইউজার আর ৪৫০০ এর মতো ভিডিও আছে। শিখো একাডেমিক কোর্স দিয়ে বাজারে নিজের ভালো একটা অবস্থান তৈরি করে নিয়েছে ইতিমধ্যে। বহুব্রীহির প্রফেশনাল কোর্সগুলোর মাধ্যমে এখন তারা তাদের বাজার আরো বাড়াতে পারবে। 

বাংলাদেশে এডটেকের বাজার অনেক বড়। আমার বিশ্বাস এখানে এখনো অনেক কাজ করার বাকি আছে। কেউ যদি এই ক্ষেত্রে কাজ করতে চায় তাহলে আমি বলব Small Niche টার্গেট করে নামতে। যেমন -প্রোগ্রামিং টার্গেট করে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এইসব নিশে আলাদা এড টেকের বেশ কাজের জায়গা আছে।

ধূমকেতু ওদের এবার নিস্তার নাই!

বিলিয়ন বছর ধরে Asteroids পৃহিবীকে আঘাত করে আসছে। আমরা এই থিওরী শুনে আসছি যে তাদের আঘাতেই এক্সময় ডায়নোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিলো। এইবার এইসব ধূমকেতুদের খবর আছে!

নাসা ডার্ট মিশন
Courtesy – AsteroidWatch

নাসা planetary defense test mission ডার্ট মিশনের আওতায় প্রথম রকেট মহাকাশে পাঠাচ্ছে যা ২০২২ সালে একটা ধূমকেতুকে আঘাত আনতে যাচ্ছে সরাসরি!

টেসলাকে কপি করলো ফোর্ড

ফোর্ড ইলেক্ট্রিক কার চার্জার টেসলা কপি
Courtesy – Jeff

ইলেকট্রিক গাড়ি তৈরিতে টেসলা তো আগে থেকেই মার্কেট লিডারদের থেকে এগিয়ে ছিল। এবার তাদের কার চার্জারজে সরাসরি কপি করলো ফোর্ড।

ইথেরিয়ামের জিনিয়াস

বিটকয়েন কে আবিষ্কার করেছেন তা কেউ জানে না। সবাই শুধু তার নাম জানে, সাতোশি। মানুষটা কে কথায় থাকে কেউ জানে না।এই মানুষটা আসল কি না তাও কেউ জানে না! বিটকয়েনের পরপরই যে ক্রিপ্টো জনপ্রিয় তা হচ্ছে ইথেরিয়াম। এই ইথেরিয়ামের আবিষ্কারক ২১ বছর বয়সি একজন রাশিয়ান জিনিয়াস প্রডিজি। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং।

টেক মিম- স্টার্ট-আপ ফাউন্ডারদের লাইফ

টেক ফাউন্ডার্স
Courtesy – dagorenouf

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

কোর্স B00:বেসিক ফটোগ্রাফী

কোর্স B01: ফটোগ্রাফী

কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন

কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং

কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)

কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট

কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)

কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট

কোর্স B08: রোবটিক্স পরিচিতি

কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ

কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা

কোর্স B011: রন্ধনকলা ১০১

কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101

কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি

কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং

কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        *** 

♣ ইউটিউব থেকে

◘ Humans of NY পেইজটাকে কে না চিনে। এর প্রতিটা ছবি ও ছবির পেছনের গল্প আমাদের সবাইকে নাড়া দিয়ে যায় সব সময়। এই পেইজের পেছনের কারিগর হচ্ছে Brandon Stanton. 

কেইসি নেইসটাট হিউম্যানস অফ নিউইয়র্ক ব্র্যান্ডন

এই Brandon Stanton এর সাথে আলাপচারিতায় বসেছিলেন আমার আরেক প্রিয় ইউটুবার কেইসি নেইসটাট। এডবির আয়োজনে এই বিশেষ আলাপচারিতা দেখতে পারেন এখানে।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ ক্রিয়েটর ইকোনমি

◘ টানটান উত্তেজনার মাঝে মিস্টার বিস্ট তার রিয়েল লাইফ স্কুইড গেইমকে সবার মাঝে উন্মুক্ত করলো। সবাই এই ভিডিও নিয়ে উম্নুখ ছিল। জানা কথা এই ভিডিও বেশ কিছু রেকর্ড ভাঙবে। কিন্তু এমন ভাঙ্গা ভাঙবে কে ভেবেছিলো! ভিডিওটা আগে দেখে ফেলুন- 

ইউটিউবে ছাড়ার মুহুর্তেই ১০ মিনিটে ১ মিলিয়ন ভিউ, ১৮ ঘন্টায় ৩৪ মিলিয়ন ভিউ আর সাত লাখ সাবস্ক্রাইবার মিস্টার বিস্টের চ্যানেলে যুক্ত হয়। ভিডিও ছাড়ার কয়েক ঘন্টায় তার সাবস্ক্রাইবার ৭৭ মিলিয়ন স্পর্শ করে!

ভিডিও প্রকাশের তিন দিনেই ভিডিওটি ১০০ মিলিয়ন ভিউ সম্পুর্ণ করে ফেলে। আর মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার ৮০ মিলিয়ন স্পর্শ করে! এটা ইউটুবে এখন পর্যন্ত একটা রেকর্ড!

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ পপ-কালচার

◘  সুপারম্যানের ইতিহাসের উপর একটি retrospective দৃষ্টিভঙ্গি এবং বছরের পর বছর ধরে বিভিন্ন Men of Steel কীভাবে তাকে চলচ্চিত্র এবং টেলিভিশনে চিত্রিত করেছে তার একটা ভিডিও। আপনি সুপারম্যান ফ্যান হলে ভালো লাগবে।

◘ লিওনার্দো ডিক্যাপৃও আর জেনিফার লরেন্সের নতুন এই মুভিটি নিয়ে আমার আগ্রহ অনেক বেড়ে গেছে। এই ডুয়োর পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি।

◘ এলিসন ম্যাক সুপারম্যান টিভি সিরিজ “স্মলভিল” থেকে বেশ ভালই জনপ্রিয়তা পেয়েছিলেন। আমারো ভালো লাগত তাকে। কিন্তু পরবর্তীতে একটা কাল্টের সাথে জড়িয়ে নিজের লাইফটা এমন নষ্ট করল, মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে।

◘ জেনিফার লোপেজ আর ওয়েন উইলসন এক সাথে? আর কমেডি? সাইন মি আপ!  

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।

২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা! 

শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের গান

এই সপ্তাহে শুনুন  বাদশা বুলবুল এর চাঁদ মুখে চাঁদনী হাসি।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের ছবি

থ্যাংকস গিভিং ডে পেইন্টিং
Courtesy – Jan Kravitz

The first #ThanksgivingDay (painting by American Jennie Augusta Brownscombe)

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের উক্তি

“আপনি যদি কিছু আয়ত্ত করতে চান, তাহলে তা শেখান। আপনি যত বেশি শিখাবেন, তত ভাল নিজে শিখবেন। শিক্ষাদান নিজে শেখার একটি শক্তিশালী হাতিয়ার।”

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ২৪ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি বৃহস্পতিবার পড়ুন নতুন ইস্যু।

– নিশাত শাহরিয়ার

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য।❤

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖

https://nishnama.com/

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে। 

আমাকে ফলো করতে পারেনঃ

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.