nishnama digest 76

আপনি কি সুখী, সিল্ক রোড ও রবার্ট ডাউনি জুনিয়রের রেডেম্পশন | নিশনামা ডাইজেস্ট ৭৬

আসসালামু আলাইকুম!

টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৭৬তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।

প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।

আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!

এই ইস্যুতে যা আছেঃ

  • আপনি কেন সুখী নন এবং এর জন্য কী করতে হবে
  • বিশ্বের সবচেয়ে বড় অবৈধ ব্যবসা: সিল্ক রোড
  • স্কুল বাসকে বিলাসবহুল ছোট্ট বাড়ি
  • দ্যা রেডেম্পশন অফ রবার্ট ডাউনি জুনিয়র
  • রিটায়ারার্মেন্টের ফাঁদ 
  • নেপালের গান 
  • জীবনের ছাঁকনি জরুরী

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৭৬!


“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।

সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”


♣ এই সপ্তাহের ভাবনা

◘ আপনি কেন সুখী নন এবং এর জন্য কী করতে হবে

Why You’re Not Happy and What To Do About It // Ali Abdaal

এই সপ্তাহের ভাবনাটি হলো আপনার আমার নিজের সুখ নিয়ে কাজ করা। এই ভিডিওতে ক্রিয়েটর আলি আবদাল বেস্ট সেলিং লেখক মো গাউদাত-এর সাক্ষাৎকার নিয়েছেন, যেখানে তাঁরা সুখ নিয়ে তাঁর গবেষণা এবং কীভাবে আমরা সবাই আরও সুখী জীবন যাপন করতে পারি, তা নিয়ে কথা বলেছেন। তাদের আলোচনার মূল বিষয় হল কেন সুখ একটি পছন্দ (choice), কেন আমরা প্রায়শই তা দেখতে ব্যর্থ হই এবং আমাদের দৈনন্দিন জীবনে আরও সুখী হওয়ার জন্য ৫টি বাস্তব উপায় কী।

এই ভিডিও থেকে আমার উপলব্ধি:

“সুখ কোনো গন্তব্য নয়; এটি হলো একটু একটু করে নেওয়া একটি সিদ্ধান্ত। আপনি এখন যেখানে আছেন এবং যেখানে পৌঁছতে চান—এই দুটোর মধ্যেকার গ্যাপের এর দিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন। এর পরিবর্তে, আপনার অতীত থেকে বর্তমান পর্যন্ত ‘প্রাপ্তি’টুকু পরিমাপ করে Look Down Principle অনুশীলন করুন। এখন আরও সুখী হতে, অবাস্তব প্রত্যাশাগুলি কমিয়ে দিন এবং শুধুমাত্র কাজের ফলাফলের উপর নয়, বরং নিজের পুরো যাত্রার ওপর মনোযোগ দিন।”


♣ টেকনোলজি

◘ বিশ্বের সবচেয়ে বড় অবৈধ ব্যবসা: সিল্ক রোড

The Most Illegal Business In The World: Silk Road // MagnetsMedia

জানি এই ভিডিওটা টেক সেকশনে ঠিক যায় না কিন্তু ইন্টারনেটের অন্ধকার দিকটি তুলে ধরার জন্য ভিডিওটা এখানে ফিচার করলাম। ভিডিওটি ডার্ক ওয়েব এবং সিল্ক রোডের উত্থান নিয়ে,, যা প্রাক্তন পদার্থবিজ্ঞানের ছাত্র রস আলব্রিচ্ট দ্বারা পরিচালিত ১.২ বিলিয়ন ডলারের একটি অনলাইন কালো বাজার ছিল। এতে একজন অপরাধী মাস্টারমাইন্ড হিসেবে তার হতবাক করা দ্বৈত জীবন বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং টর (Tor)-এর মতো এনোনিমাস টেক ব্যবহার করা সত্ত্বেও কর্তৃপক্ষ কীভাবে তাকে খুঁজে বের করেছিল, তা ভালো করে দেখানো হয়েছে।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ একটি স্কুল বাসকে বিলাসবহুল ছোট্ট বাড়িতে রূপান্তর

I turned a SCHOOL BUS into a LUXURY tiny home // President Chay

এই ধরনের ট্রান্সফরমেশন ভিডিও দেখতে আমার দারুণ লাগে। ইউটিউব মানেই তো এইসব। ক্রিয়েটিভ পরিশ্রমী আন্তরিক আর স্টোরিটেলারদের নিজেদের আবিষ্কারের জায়গা হচ্ছে ইউটিউব।

দু’জন ভাই এবং তাদের বাবা, কঠোর পরিশ্রম করছেন, মজা করছেন, এবং একটি সুন্দর দম্পতির স্বপ্ন সত্যি করার জন্য একসাথে একটি কঠিন কাজকে আনন্দের সাথে সম্পূর্ণ করছেন।দেখতেও এত ভালো লাগে। আর শেষে তাদের সেই বিয়ের প্রপোজালটা, এত সুন্দর ফিনিশিং! 


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ পপ-কালচার

◘ রবার্ট ডাউনি জুনিয়রের রেডেম্পশন

The Redemption of Robert Downey, Jr. // Dodford

আজ রবার্ট ডাউনি জুনিয়র জেলের কুঠুরি থেকে হলিউডের এক আইকনে পরিণত হয়েছেন। এই ভিডিওটিতে আরডিজে-র উত্থান-পতনের মধ্য দিয়ে আয়রন ম্যানের স্যুটের পেছনের মানুষটিকে তুলে ধরা হয়েছে। এখন এমসিইউ-এর (MCU) প্রশংসিত কিং হলেও, ডাউনির চাকচিক্যময় এবং গ্ল্যামারের ক্যারিয়ারের নিচে লুকিয়ে আছে মুক্তির এক গল্প—যা মাদক, কেলেঙ্কারি এবং জেলের কুঠুরির এক অন্ধকার অতীত। চাপের মুখে ভেঙে পড়ার ইতিহাস সত্ত্বেও, এটি সেই গল্প যেখানে রবার্ট ডাউনি জুনিয়র কীভাবে তাঁর পার্সোনাল ডেমনসের সাথে লড়াই করে জয়ী হলেন এবং সমস্ত প্রজন্মের জন্য এক আদর্শে পরিণত হলেন।

একবার ভাবুন, যদি মেল গিবসন আরডিজে-কে সেই দ্বিতীয় সুযোগটি না দিতেন, তাহলে হয়তো আমরা আমাদের প্রজন্মের অন্যতম সেরা অভিনেতাকে হারিয়ে ফেলতাম।


♣ ব্যবসা

◘ দা রিটাইয়ারমেন্ট গ্যামবল 

The Retirement Gamble (full documentary) | FRONTLINE // pbs official

আপনার আইআরএ (IRA) অথবা ফোর ওয়ান কে (401K) অ্যাকাউন্ট কি আপনার জন্য একটি নিরাপদ অবসর জীবন নিশ্চিত করবে? আমেরিকানদের অবসরকালীন সঞ্চয়ের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যাংক, ব্রোকারেজ, মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা পরিচালিত ছোট-বড় অ্যাকাউন্টে বিনিয়োগ করা আছে। কিন্তু আপনার আইআরএ বা ফোর ওয়ান কে অ্যাকাউন্ট একটি নিরাপদ অবসর জীবন নিশ্চিত করবে কি না, তা মূলত একটি জুয়া (gamble)।

এই ভিডিওতে যে ব্যাংকার/বিনিয়োগকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাদের নার্ভাসনেস ও ইস্ততভাব অনেক কিছু বলে দেয়।

ভিডিওটা বাংলাদেশীদের জন্য না হলেও এখান থেকে ফিনানশিয়াল ফ্রিডম নিয়ে অনেক ধারণা পাবেন।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

◘ আমি যে দেশে যাই সেই দেশের কালচার নিয়ে ঘাটাঘাটি করি। তাদের সাব-রেডিটে ঢু মারি, তাদের গান শুনি। নেপালে যাওয়ার পর তাদের দেশের শিল্পীদের বেশ কিছু গান আমার শোনা হয়। এদের মধ্যে সুশান্ত কেসির গান বেশি শোনা হয়েছিলো। 

Pahuna // Shushant KC

তার এই গানটা আমার জোশ লাগে।


♣ এ সপ্তাহের ছবি

হিপটনিক্স রিবনস, Poplovestar, pen and ink, 2025


♣ এই সপ্তাহের উক্তি

◘ একটি উন্নত জীবন শুরু হয় একটি ভালো ফিল্টার (ছাঁকনি) দিয়ে।

আপনি কাকে বা কী আপনার জগতে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন, তা পরিবর্তন করুন, তাহলেই আপনার শান্তি আসবে।

নিজের জন্য একটি শক্তিশালী ফিল্টার রাখা আসলে নিজেকে আত্মসম্মান দেখানোরই একটি কাজ।


যাওয়ার আগে…

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!

শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।

প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.