নিশনামা ডাইজেস্ট ৬২

চ্যাট জিপিটি, বিলিয়ওনিয়ার মিস্টার বিস্ট, ব্যাটম্যানের ব্যাটস্যুট এভ্যুলেশন ও দেওরা | নিশনামা ডাইজেস্ট ৬২

নিশনামা ডাইজেস্টের ৬২ তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুটি আমার পোষ্ট করার কথা ছিল, জানুয়ারিতে। কিন্তু বিভিন্ন কারণে নিশনামা ডাইজেস্ট আমার নিয়মিত লেখা হয়ে উঠেনি। গত ৬ মাস যাবত আমি নিশনামা ডাইজেস্ট লিখি নি। 

তাই বলতে পারেন পুরনো এই ইস্যু পোষ্ট করে আমি নিশনামা ডাইজেস্ট আবার চালু করছি। নতুন আরেকটা ইস্যু সাথে সাথে পোষ্ট করব আগামীকাল। 

যে কারণে নিয়মিত আমার এই সিরিজটা লেখা হয় নি তার মধ্যে কিছু কারণ হচ্ছেঃ 

১। কয়েকমাস আগে আমি বাবা হয়েছি। এই বাবা হওয়াটা উপভোগ করছিলাম এতদিন। আমার মেয়ে এই মাসে ৯ মাসে পা দিলো। 

২। কাজের কিছু প্রেশার বেড়েছে। যেগুলার কারণে নিজের শখের লেখালেখি কমিয়ে দিয়েছিলাম। 

৩। প্রোকাস্টিনেশনে ভুগছিলাম খুব। এই লিখব লিখব করে ২-৩ মাস নষ্ট করেছি!

কিন্তু এখন আবার নিজেকে ফেরত নিয়ে এসেছি। মাইন্ড সেট করেছি যে না, এই জুলাই থেকে প্রতি মাসে ৪টা নিশনামা ডাইজেস্ট লিখব। 

এই ইস্যুতে যা আছেঃ

  • নিজের নতুন ফোকাস 
  • মিস্টার বিস্ট কি ইউটিউবের প্রথম বিলিয়নিয়ার?
  • চ্যাট জিপিটি জিনিসটা কি?
  • ডিস্কর্ডের নতুন বেনিফিটস 
  • সাইডম্যান কেন এত জনপ্রিয়?
  • ব্যাটম্যানের ব্যাট স্যুট
  • দেওরা

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬২!

নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬২ নিশাত শাহরিয়ার
Photo by Liv Bruce on Unsplash
“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


♣ এই সপ্তাহের ভাবনা

◘ গত অক্টোবরে নিজের মেয়ে হওয়ার পর থেকে আমার চিন্তাভাবনা অনেকখানিই পরিবর্তন এসেছে। ২০২৩ সালে আমি আর আলট্রা ফোকাসড হয়েছি। এখন আমার প্রধান লক্ষ্য হচ্ছেঃ

– পরিবারকে কিভাবে বেশি সময় দেওয়া যায় সেটা

– ২০২৭ সালের আগে নিজেকে কিভাবে ফিনানশিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা যায় তার চিন্তা

– বয়স ৪০ হওয়ার আগে চাকরি নামক চক্র থেকে নিজেকে বের করে আনা

আমি বিশ্বাস করি, এই বছরটা আমার দারুণ যাবে!

◘ কমেডিয়ান নিয়ে এই কোটটা আমার দারুণ লেগেছে। আফসুস, বাংলাদেশে এমন কোন কমেডিয়ান নাই যার ব্যক্তিত্ব আপনার কাছে অসাধারণ লাগতে পারে। 

নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬২
Image: Twitter

♣ টেক

◘ চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টিলেজেন্সকে এক ধাক্কায় ২০০গুণ বেশি তরান্বিত করেছে। কিন্তু বাংলাদেশে অনেকের দেখছি চ্যাটজিপিটি নিয়ে ভুল ধারণা আছে। তাদেরকে আমি এই ভিডিওটা দেখতে উৎসাহ দিব। 

চ্যাটজিপিটি কি?

চ্যাট জিপিটি নিয়ে ভালো একটা ধারণা পাওয়া যাবে এখানে।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ প্রথম বারের মতো ফর্বস ম্যাগাজিনের পাতায় জায়গা করে নিলো একজন কন্টেন্ট ক্রিয়েটর। মিস্টার বিস্ট! 

ফর্বস ম্যাগাজিনে মিস্টার বিস্ট
মিস্টার বিস্ট/ ফর্বস

মিস্টার বিস্টকে নিয়ে করা এই ফিচারে ফর্বস প্রশ্ন রেখেছে –“মিস্টার বিস্ট কি ইউটিউবের প্রথম বিলিয়নিয়ার হতে চলেছে?”

◘ ক্রিয়েটর প্ল্যাটফর্ম প্যাট্রিওন এর মতো কিছু নতুন সুবিধা নিয়ে এসেছে ডিস্কর্ড। এতদিন এটি একটি কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে থাকলে এখন থেকে সার্ভার ক্রিয়েটররা সার্ভার সাবস্ক্রিপশন বিক্রি করতে পারবে, এর সাথে নানান রোলস, স্পার্কস ও সুবিধা। সবচেয়ে বড় ব্যাপার এখান থেকে আয়ের ৯০% ক্রিয়েটররা নিজের কাছে রাখতে পারবে!

মিস্টার বিস্ট শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই না, একজন পাক্কা বিজনেস ম্যানও! এই বিজনেস মাস্টার মাইন্ডকে নিয়ে শপিফাইয়ের এই প্রোফাইলটা পড়তে পারেন।

◘ মিস্টার বিস্ট কি তাহলে সত্যিই প্রথম ইউটিউব বিলিওনিয়ার হতে যাচ্ছে? নিজের বিভিন্ন বিজনেস ভেঞ্চারের জন্য বিলিয়ন ডলার ভ্যালুয়েশনে ফান্ড রেইজ করতে যাচ্ছে মিস্টার বিস্ট।

কিন্তু আসলেই কি মিস্টার বিস্ট এর এখনকার নেটওয়ার্থ ১.৫ বিলিয়ন ডলার? পড়ুন এখানে

চিন্তা করেন, একটা পপুলার ইউকে ইউটুবারদের গ্রুপ মাসে মিলিয়ন ডলার আয় করে শুধু ইউটিউবে ভিডিও বানিয়ে। বলছিলাম ইউকের পপুলার ইউটিউব গ্রুপ “সাইডম্যান” এর কথা। এদের নিয়ে আর জানতে চাইলে দেখতে হবে এই ভিডিওটি। 

সাইডম্যান কারা?

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ আমার প্রিয় ইউটিউব চ্যানেলের মাঝে একটা হচ্ছে – “ইয়েস থিওরি”। তাদের ভিডিও আমি নিয়মিত দেখি। তারা যখন তাদের ডকুমেন্টারি প্রজেক্ট আইসম্যানের ঘোষণা দিলো, শুরু থেকেই আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। আমি কেন এত এক্সাইটেড Project Iceman TRAILER ❄️টা দেখলেই বুঝতে  পারবেন!

প্রজেক্ট আইসম্যান

♣ পপ-কালচার

◘ আমার খুব ফেভারিট একটা সুপার হিরো হচ্ছে ব্যাটম্যান। এর কোন কমিকস, এনিমেশন মুভি থেকে সিরিজ মুভি দেখা বাদ দেই নাই। ব্যাটম্যানের সেরা একটা অংশ হচ্ছে তার ব্যাট স্যুট। 

এত বছর থেকে ব্যাটস্যুট কিভাবে পরিবর্তন হয়ে বর্তমান স্যুটে এসে দাঁড়িয়েছে তা নিয়ে চমৎকার একটা ভিডিও। 

ব্যাটস্যুট এভ্যুলেশন

এখানে আপনার পছন্দের ব্যাট স্যুট কোনটি? কমেন্টে জানান আমাকে!


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

আপডেটঃ ফিলিস্তানে ইসরাইলের অবৈধ দখল করা জায়গায় ফ্যাক্টরি স্থাপন করে ইসরাইলের অবৈধ দখলদারিত্বকে সাপোর্ট করায় কোকাকলা ও কোক স্টুডিও বর্জন করলাম। ফ্যাক্ট জানতে চাইলে এই পোষ্টটা পড়ুন।


♣ এ সপ্তাহের ছবি

◘ এই ছবিটা ভালো করে দেখুন। আপনার যদি অনেক টাকা আয়ের ইচ্ছা থাকে তাহলে আগে ভ্যালু তৈরি করা শিখুন, তাহলেই টাকা আয় করতে পারবেন। ভ্যালু তৈরি করুন, তারপর দিয়ে যান ক্রমাগত কোন কিছুর বিনিময়ের আশা ত্যাগ করে এবং এর পর ভ্যালুর বিনিময়ে কিছু চাইতে পারেন আপনি।

ছবি – টুইটার

♣ এই সপ্তাহের উক্তি

““যখন তুমি আগামীকালের জন্য আজকের দিন বলি দেওয়া বন্ধ করবে। যখন তোমার আজ সম্পূর্ণ হবে, নিজের মধ্যে, তখন আপনি মনে করবেন অবসরে”


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৬২ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে। আগের ইস্যু ৬১ পড়তে চাইলে এখানে ক্লিক করুন

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.