মোনালিসা কেন বিখ্যাত? সাইডম্যান বিগেস্ট ইভেন্ট, বিস্ট বার্গার, ক্রিয়েটর কনসালটেন্সি ও কবরী | নিশনামা ডাইজেস্ট ৬০
নিশনামা ডাইজেস্টের ৬০তম ইস্যুতে স্বাগতম!
লাস্ট নিশনামা ডাইজেস্ট আমি লিখেছিলাম ২০ সেপ্টেম্বর। এর মধ্যে লম্বা বিরতি চলে আসছে। যেটা ইচ্ছাকৃত ছিলো না। সিলেটের গরমে আসলে মাথা নষ্ট অবস্থা। সারাদিন অফিস করে এসে রাতে দুই ঘণ্টা পিসির সামনে বসার মতো শক্তি অবশিষ্ট ছিলো না।
যাই হোক, এই ইস্যু পোষ্ট করার পর অন্তত আর ৪টা ইস্যু ব্যাকলগে পরে গেল যেগুলা এই মাসে যাওয়ার কথা ছিলো। এই ৪ টা ইস্যু আগামী মাসে রিশিডিউল হবে। আগামী মাসে প্রায় ৯টা নিশনামা ডাইজেস্ট লেখার টার্গেট। এর মাঝে আর অন্যান্য লেখা তো থাকছেই!
এই ইস্যুতে যা আছেঃ
- মোনালিসা কেন এত ফেমাস?
- দালি টু এখন সবার জন্য উন্মুক্ত!
- ক্রিয়েটর ইকোনমির সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্ট
- ব্যাটম্যান ইজ স্পেশাল
- ক্রিয়েটর কনসালটেন্সির শুরু
- মিস্টার বিস্টের বিজনেস
- কবরীর সেরা ১০টি সিনেমার গান
আপডেটঃ এই ইস্যুটি ৩০ সেপ্টেম্বর ১১ টার পর লেখা শুরু করেছিলাম, এডিট করতে করতে ১২টার পর পোষ্ট করেছি। ট্যাকনিক্যালি এটা ৩০ সেপ্টেম্বরের ইস্যু, অক্টোবরের না!
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ কখনো কি এই চিন্তা আপনার মাথায় এসেছে, যে মোনালিসা কেন এত জনপ্রিয়? লিওনার্দো দ্যা ভিঞ্চির আর অনেক পেইন্টিং থাকার পরও তার এই বিশেষ ছবিটি কেন সবার কাছে এত স্পেশাল?
এই টুইটার থ্রেডে এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। এই থ্রেডটা পড়ে আমার এই ভাবনাই মাথায় এসেছিলো যে, আসলেই তো! মোনালিসা কেন এত বিখ্যাত?
♣ টেক
◘ আমি ভাগ্যবান যে দালি টু রিসার্চ ফেইজে থাকা অবস্থায় আমি ওপেন এআই এর এই আর্টিফিশিয়াল টুল ব্যবহার করার সুযোগ পেয়ে গিয়েছিলাম।
রিসার্চ ফিল্ডের মানুষ ছাড়া অন্যদের তখন দালি টুর এক্সেস পাওয়া কঠিন ছিলো। এরপর গত মাসে ওপেন এ আই দালি টু এর বেটা ফেইজ উন্মুক্ত করে যেখানে প্রায় ১ মিলিয়ন মানুষ দালি টু ব্যবহার করার সুযোগ পায়।
লাস্ট দুই দিন আগে, ওপেন এ আই তাদের এই দালি টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের সুযোগ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এই নিয়ে তাদের এই ব্লগটা পড়তে পারেন।
এখন আপনি বা যেকেউ একাউন্ট খুলে টেক্সট প্রমট দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আর্ট তৈরি করতে পারবেন। তবে ফ্রি একাউন্টে ক্রেডিট লিমিট আছে।
দালি টু নিয়ে আমার আলাদা একটা ব্লগ লেখার পরিকল্পনা আছে। আমি এই টুলটা অনেক পছন্দ করি। এক নজরে তাদের ডেভেলপমেন্ট টাইমলাইন।

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ এই কিছুদিন আগে ক্রিয়েটর ইকোনমির সবচেয়ে বড় একটা ইভেন্ট অনুষ্ঠিত হয়ে গেলো! সাইডম্যান ভার্সেস ইউটুবার্স চ্যারিটি ফুটবল ম্যাচ।
চ্যারিটির জন্য ফান্ড তোলার জন্য এই ফুটবল ম্যাচের আয়োজন করে ইউকের জনপ্রিয় ইউটুবার গ্রুপ সাইডম্যান। কেএসআই যে গ্রুপের একজন মেম্বার।
সাইডম্যান এরকম চ্যারিটি ইভেন্ট অনেক আগ থেকেই অর্গানাইজ করে আসছিলো। কিন্তু এত বড় ইভেন্ট আয়োজন তাদের এই প্রথম।
কি ছিলো না এই ইভেন্টে! মিস্টার বিস্ট, কার্ল, আইশোস্পিড, নোয়া বেক, মার্ক গোল্ডব্রিজ সহ অনেক ইন্টারনেট পার্সোনালিটি এই চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেয়।
এই চ্যারিটি ফুটবল ম্যাচ সাইডম্যানের আগের সব রেকর্ড ভেঙ্গে দেয়!
— এই ইভেন্টে ১ মিলিয়ন পাউন্ডের উপরে ফান্ড রেইজ হয়েছে!
— ২৭ হাজার মানুষ টিকেট কেটে স্টেডিয়ামে লাইভ এই ম্যাচ উপভোগ করেছে।
— ইউটিউবে প্রায় ২৬ লাখ মানুষ লাইভে এই ম্যাচ উপভোগ করেছে!
— এখন পর্যন্ত ইউটিউবে ২ কোটির উপরে মানুষ এই ম্যাচ দেখেছে!
ওয়াও, কি একদিনে আমরা আছি এখন! ঘর থেকে ভিডিও বানিয়ে সবার কাছে পৌঁছে যাওয়া সাধারণ এই ক্রিয়েটররা এখন বড় বড় ইভেন্ট নামিয়ে দিচ্ছে! হাজার হাজার টিকেট সেল হচ্ছে, মিলিয়ন পাউন্ড মিলিয়ন ডলার ফান্ড রেইজ করছে!
◘ ইউটিউব সম্প্রতি শর্টস নিয়ে একটি ঘোষণা দিয়েছে। এখন ক্রিয়েটররা শর্টস থেকে আয় করতে পারবে। ইউটিউব শর্টসের মনেটাইজেশন নিয়ে সবারই আগ্রহ ছিলো। ইউটিউব থেকে এই ঘোষণার অপেক্ষায় ছিলো সবাই।
এখন শর্ট মনেটাইজেশন করে বিজ্ঞাপন দেখাবে ইউটিউব। তবে বিজ্ঞাপন গুলো শর্টসের মাঝে না হয়ে একটা পর শো করবে। একটা রিজিওনে টোটাল শর্টস থেকে যা আয় হবে তার ৫৫% গুগল নিবে বাকি ৪৫% কন্টেন্ট ক্রিয়েটররা পাবে।
ইউটিউব মনেটাইজেশন থেকে এটার পার্থক্য একটাই – চ্যানেলে বিজ্ঞাপন আয় থেকে গুগল নেয় ৪৫% আর কন্টেন্ট ক্রিয়েটররা পায় ৫৫%। শর্টসে এটা উল্টো। আর শর্টসে পপুলার মিউজিক ব্যবহার করা যাবে, কোন কপিরাইট স্ট্রাইকের ভয় ছাড়াই! এক্ষেত্রে ক্রিয়েটরদের ৪৫% দেওয়ার আগে মিউজিক কোম্পানিগুলোর কপিরাইট লাইসেন্স ফি দিয়ে দিবে গুগল। সেটা কতো এখনো পরিষ্কার করে গুগল বা ইউটিউব জানায় নি।
যারা নিজেদের চ্যানেলে ইউটিউব শর্টস দেন, আমি বলব কি এটায় আর বেশি করে মনোযোগ দেন। তাহলে তাড়াতাড়ি মনেটাইজেশনের সুযোগ পাবেন।
◘ মিস্টার বিস্ট তার ইউটিউব রিচকে কাজে লাগিয়ে কোম্পানির পর কোম্পানি আর বিজনেস খুলেই যাচ্ছে, আর পুরাই উড়াধুরা হিট বিজনেস করেই যাচ্ছে!
তার ফিস্টেবল স্ন্যাক ব্র্যান্ড খোলার বেশিদিন হয় নি। এটা এত দিন অনলাইনেই কেনা যেত। এখন আমেরিকার বিখ্যাত চেইন স্টোর ওয়ালমার্টের সাথে মিস্টার বিস্টের চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে সারা আমেরিকার সবকয়টা ওয়ালমার্টের শাখায় এখন মিস্টার বিস্টের ফিস্টেবল স্ন্যাকস পাওয়া যাবে!
মিস্টার বিস্টের ব্র্যান্ড দিন দিন শক্তিশালী হয়ে উঠছে!
◘ মিস্টার বিস্ট নিয়ে আরেকটা চোখ কপালে উঠার মতো ফ্যাক্ট বলি।
সম্প্রতি একটা পডকাস্টে মিস্টার বিস্ট খোলাসা করে যে সম্প্রতি একটা পক্ষ তাকে তার ইউটিউব চ্যানেল সহ সব বিজনেস বিক্রি করে দেওয়ার জন্য প্রায় ১ বিলিয়ন ডলার অফার করেছে!
কিন্তু মিস্টার বিস্ট সেটা ফিরিয়ে দিয়েছে।
কেনই বা করবে না! মিস্টার বিস্টের যে পার্সোনাল ব্র্যান্ড, আর রিচ তাতে সে এখন একজন ১০০ বিলিয়ন ডলার পার্সন!
◘ ক্রিয়েটর ইকোনমি নিয়ে আমার অনেক বেশি আগ্রহ। নিজে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাওয়ার তাগিদ থেকে এই ব্লগ নিশনামা ডট কম শুরু করা। ক্রিয়েটর ইকোনমি নিয়ে আলাদা করে কনসালটেন্সি করারও ইচ্ছা ছিলো আমার।
সম্প্রতি প্রিয় ছোট ভাই তাসকিন আল আনাসকে কনসাল্ট করার মধ্য দিয়ে অফিসিয়ালি এটা শুরু করছি। সে দুই মাস হল ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছে। আমি তাকে নিয়ে আশাবাদী।
এর আগে অনেককে টুকটাক পরামর্শ দিলে খুব কম মানুষই এইসব ফ্রি পরামর্শ নিয়ে সত্যিকার অর্থে কাজ করেছে। অনেকে যেসব ফ্রেমওয়ার্ক ধরিয়ে দিয়েছিলাম, সেগুলা মানলে তারা এতদিনে অনেক ভালো একটা জায়গায় পৌঁছে যেত। তাসকিনকে নিয়ে আমি আশাবাদী এই কারণে সে ছেলেটা অনেক পরিশ্রমী। তাকে আমি সেই ২০১২ সাল থেকে চিনি। আমি জানি, সে যদি আমার ফ্রেইমওয়ার্ক ফলো করে আগামী ৬ মাস কাজ করে তাহলে সে অবশ্যই একটা ভালো অবস্থানে থাকবে আগামী বছর।
এই কনসালটেন্সিতে আমি তাসকিনের সাথে প্রতি মাসে একবার বসব। তার প্রতি মাসের আপডেট নিব, কি কাজ করছে কি করছে না, একি সাথে কি করা উচিত সেসব নিয়ে আলোচনা করব।
এরকম কনসালটেন্সি পেতে চাইলে, আমাকে ইমেইল করতে হবে – nishats[at]protonmail.com
[at] কে @ এ বদলে নিবেন।
ইমেইলে নিজের প্যাশন নিয়ে ১০০ শব্দের ভেতর লিখে পাঠাতে হবে। ইমেইল ছাড়া অন্যকিছুতে নক দিলে কাজ হবে না। বাকিটা নির্ভর করবে আমার সময় আছে কি না ও আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক কিনা তার উপর।
তাসকিনের দুইটা ভিডিও নিচের ইউটিউব থেকে সিরিজে দিয়েছি। দেখতে পারেন।
◘ জানেন কি?
কিছুদিন আগে মিস্টার বিস্ট তার আরেকটা বিজনেস ভার্চুয়াল রেস্টুরেন্ট “বিস্ট বার্গার” এর প্রথম অফলাইন স্টোর খুলে আমেরিকার এক নতুন মেগা মলে!
টুইটারে এটার ওপেনিং এর ঘোষণা দেওয়ার পর আর সারাদিন সে রেস্টুরেন্টে সশরীরে থেকে বার্গার করবে এটা বলার পর সেই মলে তার ১০ হাজারের উপর ফ্যান হাজির হয়ে যায়! এবং বিস্ট বার্গার একদিনে সবচেয়ে বেশি বার্গার বিক্রি করে একটা ওয়ার্ল্ড রেকর্ড করে!
মিস্টার বিস্ট জন্য তার ফ্যানরা কিরকম পাগল তা জানার জন্য মাশাবল সেই মেগামলে হাজির হওয়া নানান বয়সের বাচ্চাকাচ্চা ও তাদের প্যারেন্টসদের সাক্ষাৎকার নেয়। এখানে পড়লে আপনি একটা ধারণা পাবেন, মিস্টার বিস্ট কি পরিমাণ জনপ্রিয় এই ডেমোগ্রাফিকসের বাচ্চাদের কাছে!
অনেকে আগে থেকে লাইনে দাঁড়ানোর জন্য আগের রাত থেকে তাঁবু, স্লিপিং ব্যাগ ও চেয়ার নিয়ে প্রস্তুতি নিয়ে এসেছিল!
♣ ইউটিউব থেকে
◘ তাসকিনের বানানো ভিডিও এই সেকশনে ফিচার করছি আজ।। এইরকম ভিডিওগুলো সে কিভাবে আর ভালো বানাতে পারে সেটা নিয়ে তাকে সেদিন আধা ঘণ্টা সেশন দিলাম।
এই ভিডিওতে সে খুব সুন্দর করে দার্জিলিং যেতে বাস না ট্রেন ভাল সেটা তুলে ধরেছে।
◘ তার চ্যানেলের আরেকটা ভিডিও তুলে ধরছি, দার্লিজিং এর সেরা ৫টি ঘুরাঘুরির জায়গা।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ পপ-কালচার
◘ ডিসি কমিকসের ব্যাটম্যান আমার সবচেয়ে প্রিয় একটা কমিক ক্যারেক্টার। নোলানের ব্যাটম্যান ট্রিলজি ছাড়া লাইভ ফিল্মে এই চরিত্রটাকে ওয়ার্নার ব্রাদার্স ঠিকঠাক মতো প্রোট্রেট করতে পারে নি।
কিন্তু ডিসি এনিমেশনে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন! ডিসির এনিমেশন সিরিজে ও ফিল্ম গুলোতে ব্যাটম্যান যেন কমিক্সের পাতা থেকে জীবন্ত হয়ে উঠেছিলো।
ডিসির এনিমেশন মুভি প্রায় সবগুলোই আমার দেখা। সেই সাথে জাস্টিস লীগ, ব্যাটম্যান এনিমেশন সিরিজ সব! সেখান থেকেই ব্যাটম্যানের সেরা কিছু মুহুর্ত এই ভিডিওতে।
♣ এ সপ্তাহের গান
◘ শুনুন চিত্রনায়িকা কবরীর সেরা ১০টি গান। কবরী সেরা একজন অভিনেত্রী হিসেবে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।
♣ এ সপ্তাহের ছবি
◘ ছবির শিরোনাম – “স্বপ্ন”। এঁকেছেন – Konstantin Razumov (b.1974) অনেক কঠিন নাম, বাংলায় লিখতে পারলাম না! নিজেরা পড়ে নিয়েন!
♣ এই সপ্তাহের উক্তি
“আপনি ভয় পাচ্ছেন আপনার পরবর্তী পদক্ষেপ নিতে,
কিন্তু এটা কি আরো বেশি ভয়ের না এক বছর পরও সেই একি জায়গায় দাঁড়িয়ে থাকতে?”
◘ এই সপ্তাহের এই উক্তিটা অনেকটা একটা প্রশ্ন।
এই প্রশ্নটা আমি নিজেকে করছি। সাথে আপনাকে!
ভাবুন, চিন্তা করুন, এরপর উত্তর দিন। অবশ্যই নিজের কাছে মিথ্যা বলবেন না!
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৬০ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ