নিশাত শাহরিয়ার নিশনামা ডাইজেস্ট ৫৪

থ্রিডি প্রিন্টেড বাড়িঘর, কনজুম্যার থেকে ক্রিয়েটর হওয়ার টিপস ও গুয়েন শটওয়েল | নিশনামা ডাইজেস্ট ৫৪

নিশনামা ডাইজেস্টের ৫৪ তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা আছেঃ

  • স্পেসএক্স চালান যে মহিলা
  • থ্রিডি প্রিন্টেড ঘর!
  • অনলাইনের ফেইক গুরুরা
  • ঈশিতা ও চঞ্চল চৌধুরীর ডুয়েট গান
  • কনজ্যুমার থেকে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠবেন?
নিশাত শাহরিয়ার নিশনামা ডাইজেস্ট ইস্যু ৫৪
Photo by Pramod Tiwari on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

লেখালেখি থেকে আয়
সোর্সঃ টুইটার

◘ যখন আপনি আবিষ্কার করবেন যে, শুধুমাত্র দিয়ে ২০০-৫০০ শব্দ লিখে আপনি মাসে ১০০০-৫০০০ ডলার আয় করতে পারবেন; টাকা নিয়ে আপনার গোটা পারসেপশেন বদলে যাবে!

সেলফ-এওয়ারনেসের শক্তি দুনিয়ার সবচেয়ে বড় শক্তি।


♣ টেক

◘ থ্রিডি প্রিন্টিং জিনিসপত্র আমরা দেখেছি। তাই বলে থ্রিডি প্রিন্টিং বাড়ি?

বিশ্বাস করতে কষ্ট হয়! কিন্তু ব্যাপারটা সত্যি।

আইকন নামে একটা কোম্পানি এরকম এফোর্ডেবল হাউজ বানাচ্ছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে।

বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন।

Inside A 3D Printed House You’ll ACTUALLY Want To Live In

◘ ইলন মাস্ক স্পেস এক্সের ফাউন্ডার, স্পেসএক্সের ফেইস বলা যায় তাকে। একজন ভিশনারি হিসেবে স্পেসএক্সকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে। যেটা কখনো কেউ কল্পনা করে নাই!

কিন্তু আপনি কি জানেন, স্পেসএক্সের ডে-টু-ডে কাজ কারবার ইলন মাস্ক দেখে না, বা এর বিজনেস সাইড ইলন মাস্ক ঠিক করে না। ইলন মাস্ক নিয়ে আগের স্পেশাল ইস্যুতে লিখেছিলাম স্পেসএক্স কত বড় এবং সেটা বছরে কত বিলিয়ন ডলার আয় করে।

এই যে স্পেসএক্সের অপারেশন এগুলা চালায় কে তাহলে?

জেনে অবাক হবেন, স্পেসএক্সের বিজনেস সাইড চালান একজন মহিলা, ইন্টিলিজেন্ট ও কারিশম্যাটিক — গুয়েন শটওয়েল।

কে এই মহিলা?

আর কেনইবা ইলন মাস্ক এনাকে এত বিশ্বাস করে?

বিস্তারিত এই ভিডিওতে

The Only Reason SpaceX Works (Gwynne Shotwell)

♣ ক্রিয়েটর ইকোনমি

◘ আবার নাথান ব্যারির আরেকটা টুইটার থ্রেড শেয়ার করছি। কারণ সে নিয়মিত ক্রিয়েটরদের জন্য অনেক ভালো ভালো টিপস শেয়ার করছে।

কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবেন?
সোর্সঃ টুইটার

এই টুইটার থ্রেডে সে বেশ কিছু টিপস শেয়ার করেছে, যা আপনাকে কন্টেন্ট কনজুম্যার থেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সাহায্য করবে।

এই যে আমি নিশনামায় লিখছি, আগে কিন্তু আমিও একজন কন্টেন্ট কনজুম্যার ছিলাম। খালি কন্টেন্ট কনজুইম করতাম, শেয়ার করতাম কম।

এই সিরিজ – “নিশনামা ডাইজেস্ট” লেখা শুরুই করেছি এই উদ্দ্যেশ্য নিয়ে যাতে আমি কন্টেন্ট কনজুম কমিয়ে যাতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি।

এই সিরিজের একেকটা ইস্যু একেকটা কন্টেন্ট। নিজের প্রতি সপ্তাহের দেখা ভিডিও, পড়া আর্টিকেল ও রিসোর্স সবকিছু এক জায়গায় যেন শেয়ার করতে পারি — এই উদ্দ্যেশ্য নিয়েই নিশনামা ডাইজেস্ট লেখা।

আশা করি এই টিপসগুলো আপনাকে কনজুম্যার থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে সাহায্য করবে।


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ ফেইক গুরুরা সব সময়ই ছিল।

সেই আদিকাল থেকে আমাদের অনেক কিছু শিখিয়ে দিবে, অনেক টাকার মালিক করে দিবে বলে অনেকে বাঁশ মেরে দিয়ে গেছে আমাদের।

ইন্টারনেট আসার পর আমাদের এইসব গুরুদের বিবর্তন এসেছে।

এইসব গুরুরদের নিয়েই এই ভিডিও। বিশেষ করে ফাইন্যান্স গুরুদের নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে।

আপনি কিভাবে ফেইক গুরুদের চিনবেন আর কিভাবে আসল লোক যারা সত্যিকার অর্থে ভালো উপদেশ দিচ্ছে বা ভাল কিছু শিখাচ্ছে তাদের চিনবেন এই ভিডিও দেখলে।

Fake Gurus: Where is the Line?

♣ পপ-কালচার

◘ কারাগার দেখলাম সেদিন।

পার্ট ওয়ানটা।

খুব বেশি টেনে ফেলছে লাগলো পার্ট ওয়ানে। লাস্টের টুইস্ট একটা দিয়ে শেষ করায় বিরক্ত হয়ে গেছি। কিন্তু ক্লিফহ্যাঙ্গার এমনভাবে রাখছে সেকেন্ড পার্ট দেখতেই হবে।

আপনাদের কেমন লেগেছে?

Trailer – Karagar (কারাগার) Part 1 | Syed Ahmed Shawki | Chanchal Chowdhury | 19th Aug | hoichoi

♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

ঈশিতা ও চঞ্চল চৌধুরী এক গানে এক সাথে! অনেক পুরনো ভিডিও দেখছি!

Chanchal Chowdhury & Eshita – Tumi Je Amar Kobita
তুমি যে আমার কবিতা, 
আমারো বাঁশীর রাগিনী, 
আমারো স্বপন আধ-জাগরণ, 
চিরদিন তোমারে চিনি। 
তুমি যে আমার কবিতা, 
আমারো বাঁশীর রাগিনী, 
আমারো স্বপন আধ-জাগরণ, 
চিরদিন তোমারে চিনি, 
তুমি যে আমার কবিতা।

♣ এ সপ্তাহের ছবি

বিল গেটস ও পল এলেন
পল এলেন ও বিল গেটস

বাম পাশের ছবিটি তাদের তাদের ক্লাসিক ছবি – ১৯৮১ সালের। আর ডান পাশেরটা তাদের সেই ছবির রিক্রিয়েশন, ২০১৩ সালে তোলা।


♣ এই সপ্তাহের উক্তি

ঘৃণা ও ভালোবাসা নিয়ে উক্তি
সোর্সঃ টুইটার

“ঘৃণা এমন একটি বিষ যা মনকে ধ্বংস করে। ভালবাসা প্রাধান্য দিন।”


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৫৪ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।

– নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.