নিশাত শাহরিয়ার নিশনামা ডাইজেস্ট ৭৮

ঝুঁকি নেয়ার সেরা বয়স, বিলুপ্ত ম্যামথের ফিরে আসা ও স্পোর্টস মুভির পেছনের ম্যাজিক | নিশনামা ডাইজেস্ট ৭৮

আসসালামু আলাইকুম!

টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৭৮তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।

প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।

আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!

এই ইস্যুতে যা আছেঃ

  • আপনি কতটা ঝুঁকি নিয়েছিলেন?
  • বিলুপ্ত পশমি ম্যামথকে ফিরিয়ে আনার ব্যবসায়িক পরিকল্পনা
  • ন্যানোস্কেপস: অদৃশ্য জগতের সন্ধানে
  • স্পোর্টস মুভি বানানোর পেছনের ম্যাজিক
  • এত মেধাবী হলেন তাহলে ধনী হলেন না কেন?
  • প্রকৃত মানবিক ট্র্যাজেডি
  • হোটেল ক্যালিফর্নিয়া

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৭৮!


“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।

সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”


♣ এই সপ্তাহের ভাবনা

“সত্যিই ভয়ের ব্যাপার যে ২০ থেকে ৩৫ বছর বয়সে আপনি কতটা ঝুঁকি নিলেন, তার উপর আপনার পুরো জীবনটাই নির্ভর করে”

◘ ২০ থেকে ৩৫ বছর বয়স হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে বড় বড় সিদ্ধান্তগুলো আপনার ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে দেয়। এই বছরগুলোতে ক্যারিয়ার, অর্থ এবং সম্পর্ক সংক্রান্ত যে সিদ্ধান্ত আপনি নিবেন, সেগুলো আপনার পরবর্তী জীবনে বিষণ প্রভাব ফেলে, অথচ তখন এই বয়সে আপনার অভিজ্ঞতা থাকে খুবই কম।

এই সময়টাতেই সবচেয়ে ঝুকিপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হয়। এই সিদ্ধান্তগুলোই জীবনের মূল কাঠামো তৈরি করে দেয় – যেমন বিয়ে করা, লোন নেওয়া বা কোনো বিশেষ বিষয়ে দক্ষ হওয়া; এগুলো সবই খুব বড় ও সহজে বদলানো যায় না এমন প্রতিশ্রুতি। সব মিলিয়ে এই সিদ্ধান্তগুলোর ওপরই নির্ভর করে মধ্যজীবনে আপনার কতটা টাকা থাকবে, সমাজে আপনার অবস্থান কেমন হবে এবং আপনি কতটা সুখে শান্তিতে থাকবেন। যদি ভুল সিদ্ধান্ত নেন বা সুযোগ হাতছাড়া হয়, তবে তার ফলস্বরূপ দীর্ঘদিনের সমস্যায় পড়তে হতে পারে।

আপনি যদি এই বয়সে থাকেন বা পার হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনি কতটা ঝুঁকি নিয়েছিলেন বা নিচ্ছেন?


♣ টেকনোলজি

◘ বিলুপ্ত পশমি ম্যামথকে ফিরিয়ে আনার ব্যবসায়িক পরিকল্পনা

কলোসাল বায়োসায়েন্সেস বিলুপ্ত পশমি ম্যামথকে ফিরিয়ে আনতে চায়

কিছু কোম্পানি চেষ্টা করছে লোমশ ম্যামথকে আবার ফিরিয়ে আনতে। এর মধ্যে কলোসাল বায়োসায়েন্সেস (Colossal Biosciences) অন্যতম, যারা এটাকে একটা বিশাল সুযোগ হিসেবে দেখছে

Colossal Create “Woolly Mouse” On Path To De-Extinct The Woolly Mammoth

তাদের একটা বেশ বড়সড় লক্ষ্য আছে –২০২৮ সালের মধ্যে লোমশ ম্যামথকে পুনরুজ্জীবিত করা! এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, কলোসাল বায়োসায়েন্সেস একটা বিশেষ প্রাণী তৈরি করেছে, যার নাম দিয়েছে “কলোসাল উলি মাউস” (Colossal Woolly Mouse)। ম্যামথের লোমের সাথে সম্পর্কিত জিন পরিবারগুলো খুঁজে বের করার পর, তাদের টিম আধুনিক মাল্টিপ্লেক্সড জিনোম ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সাতটা জিন নিয়ে কাজ করেছে। এর ফলস্বরূপ এমন ইঁদুর তৈরি হয়েছে, যার মধ্যে ম্যামথের কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ম্যামথের মতো লোমের রং, গঠন আর পুরুত্ব, সেই সাথে পরিবর্তিত লিপিড মেটাবলিজম। সোজা কথায়, এই ইঁদুরগুলো হয়েছে মারাত্মক, মানে খুবই তুলতুলে।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ ন্যানোস্কেপস: অদৃশ্য জগতের রহস্য উন্মোচন

Nanoscapes | Butterfly Wings at 50,000x

ন্যানোস্কেপস প্রকল্পটি এক অসাধারণ উদ্যোগ; এর মাধ্যমে প্রজাপতির ডানার এমনসব অংশও, যা সাধারণত আমাদের চোখে পড়ে না, সেগুলোও প্রায় ভিনগ্রহের দৃশ্যের মতো চমৎকার ছবিতে ধরা দেয়। এই প্রজেক্টে আলো ও ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে ডানার অত্যন্ত কাছ থেকে ছবি তোলা হয়, কখনও কখনও প্রায় ৫০,০০০ গুণ বিবর্ধনে! এর ফলে ডানার পৃষ্ঠতলের অবিশ্বাস্য সব খুঁটিনাটি আমাদের সামনে আসে।

এছাড়াও, এই কাজটি প্রজাপতির রঙের রহস্য (কাঠামোগত রঙায়ন) সম্পর্কেও মূল্যবান তথ্য দেয়, যে বিষয়টি বিজ্ঞানীদের কাছে এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এর সাথের ফিল্মটাও দেখতে পারেন


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ পপ-কালচার

◘ স্পোর্টস মুভির পর্দার আড়ালের জাদু

The Magic Behind Sports Movies

খেলাধুলা নিয়ে মুভিগুলা কীভাবে তৈরি হয়, এই ব্যাপারটা নিয়ে আমার আগ্রহটা বরাবরই ছিল। একটা গল্পকে স্ক্রিনে দারুণভাবে ফুটিয়ে তোলার জন্য যে এলাহি আয়োজন আর প্রোডাকশনের দরকার হয়, তা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এই ভিডিওটায় সেই পেছনের কাজগুলাই দেখানো হয়েছে। মুভি প্রোডাকশন নিয়ে যাদের আগ্রহ আছে তারা দেখতে পারেন।


♣ ব্যবসা

◘ এত বুদ্ধি নিয়েও কেন আপনার পকেট খালি?

If You’re So Smart, Why Aren’t You Rich?

বুদ্ধি আর টাকার মধ্যে আসল ব্যাপারটা কী? টাকা-পয়সা আর ব্রিলিয়ান্ট হওয়ার যোগসূত্র নিয়ে গবেষণায় কিছু চমকপ্রদ তথ্য এনেছে। এই ভিডিওতে আমরা সেটাই দেখব, কেন শুধু বুদ্ধি থাকলেই ফিনান্সিয়াল সাকসেস আসে না। এর পাশাপাশি, নিজের আর্থিক জীবনকে আরও ভালো করার জন্য কিছু কাজের কথা টিপসও পাবেন এই ভিডিও দেখে।

আমার মতে, ‘ভাগ্য’ আসলে কঠোর পরিশ্রম আর সুযোগের দারুণ একটা মিশেল।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

এই গানটা নিয়ে আলাদা কিছু বলার আছে? 

Eagles – Hotel California (Live 1977) (Official Video) [HD]

♣ এ সপ্তাহের ছবি

এ সপ্তাহের ছবি নিশনামা ডাইজেস্ট ৭৮
Art by user/kantartist

◘ ফায়ার ম্যাজিক, Tiril Schjerven, Digital 2D, 2025


♣ এই সপ্তাহের উক্তি

“People are strange: they are constantly angered by trivial things, but on a major matter like totally wasting their lives, they hardly seem to notice.” – Charles Bukowski

◘ আমরা মানুষগুলো কী যে আজব, তাই না? একটা স্লো ড্রাইভার বা দেরিতে আসা ইমেইলের মতো তুচ্ছ কারণে আমরা চট করে রেগে যাযই, কিন্তু আমাদের জীবনটা যে একদম বাজেভাবে নষ্ট হচ্ছে, সেই বিশাল ব্যাপারটা আমরা মোটেও পাত্তা দেই না। চার্লস বুকোস্কি ঠিকই বলেছিলেন: “মানুষ অদ্ভুত: ছোটখাটো ব্যাপারে তারা কেবলই রাগ দেখায়, কিন্তু একটা বড় জিনিস—যেমন তাদের জীবনটা পুরোপুরি নষ্ট করা—সেটা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই বলেই মনে হয়।”

ভাবা যায়, আমরা ছোটখাটো জিনিসে কত এনার্জি নষ্ট করি? ট্র্যাফিকের পাঁচ মিনিটের জ্যামে আমরা পুরো ক্ষেপে যাই, অথচ আলসেমি, মানেহীন কাজ বা মোবাইলে স্ক্রল করতে করতে কাটিয়ে দেওয়া বছরগুলো নিয়ে আমাদের কোনো খেয়ালই নেই। সত্যি বলতে, আমরা পৃথিবীতে আমাদের সীমিত সময়টা নষ্ট করছি, কিন্তু কিছু করতে রাজি নই।

এই উল্টো ফোকাসটা সত্যিই কেমন যেন গোলমেলে মনে হয় আমার কাছে। হয়তো ছোট বিষয়ে রেগে যাওয়াটা আসলে বড় সমস্যাটা এড়িয়ে যাওয়ার একটা ঢাল: হতে পারে আমরা জীবনে আসলে ফেল করছি। একটা ভাঙা কফি মেশিনের ওপর চেঁচানোটা উদ্দেশ্যহীন জীবনের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক সহজ। আমার মনে হয়, শান্ত জীবনের বদলে আমরা বরং হৈ-হুল্লোড় আর অগভীর নাটকীয়তাকেই বেশি পছন্দ করি, আর এটাই হলো আসল দুঃখের বিষয়। এইটাই প্রকৃত মানবিক ট্র্যাজেডি।


যাওয়ার আগে…

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!

শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।

প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.