নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬৪

অনলাইন ফলো, ডুন সিনেমা ও ইমাম মাহদী, এবং মিলিওনিয়ারদের ৫ শিক্ষা | নিশনামা ডাইজেস্ট ৬৪

নিশনামা ডাইজেস্টের ৬৪তম ইস্যুতে স্বাগতম! খুব কম সময়ের মধ্যে আপনাদের আরেকটা ইস্যু পড়ার সুযোগ দিচ্ছি লুফে নেন! হাহাহ! আগের ইস্যুটি মিস করে থাকলে পড়ার জন্য এখানে ক্লিক করুন

এই ইস্যুতে যা আছেঃ

  • কেন যাকে তাকে অনলাইনে ফলো করবেন না!
  • ইলন মাস্ক টুইটার কেনার পর এর ফাউন্ডারদের প্রতিক্রিয়া কি ছিল? 
  • মিস্টার বিস্ট কি শুধুই একজন ইউটিউবার?
  • ডুন সিনেমা ও ইমাম মাহদীর সম্পর্ক
  • টাইম ট্রাভেল 
  • রক সিনেমায় কেন এত জনপ্রিয়?
  • মা কে নিয়ে গান

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬৪!


“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


♣ এই সপ্তাহের ভাবনা

“When you follow somebody online, you are choosing your future thoughts.
Choose wisely.”
– James Clear

◘ আপনি যখন অনলাইনে কাউকে ফলো করে তখন আসলে আপনি আপনার ভবিষ্যত চিন্তাগুলোকেই চুজ করেন। তাই কাউকে ফলো করার সময় বুঝে শুনে। এমনকি আমার এই সাইটে এসে আমার লেখা পড়লেও!  

♣ টেক

◘ ইলন মাস্ক যখন টুইটার কিনে নেয়, তখন এই কো-ফাউন্ডারদের একজন জ্যাক ইলনের খুবই ফেভারে ছিল। কিন্তু টুইটারের বাকি যে দুই কো-ফাউন্ডার তাদের ভাবনা কি ছিল? 

এই ভিডিও সাক্ষাৎকারে ওইসময় তারা তাদের ভাবনা তুলে ধরেন। 

(Twitter Founders on Musk’s Tumultuous Takeover | The Circuit)

বাই দা রাস্তা, টুইটার এখন লিটারেলি ডেড। Twitter.com লিখলে সেটা এখন অফিসিয়ালি x.com এ নিয়ে যাবে আপনাকে।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ মিস্টার বিস্টকে আমরা ইউটিউবে বড় বড় গিভঅয়ে ভিডিও, নানান রকম চ্যালেঞ্জ ভিডিও বানানতে দেখি। কিন্তু আমরা কি জানি বিশ্বের সেরা এই ইউটিউবার “বিস্ট ফিলান্থ্রপি” নামে একটা চ্যারিটিও চালায়? 

তাঁর এই চ্যারিটি ও এটা দিয়ে কিভাবে সে মানুষদের সাহায্য করে তার ধারণা না থাকলে এই ভিডিওটা দেখতে পারেন — 

(We’re Giving Away 1,000 Electric Bikes for Free | MrBeast)

তার এই ইউটিউব চ্যানেল থেকে যা আয় হয় এবং তার ইউটিউব থেকে আয়ের বড় অংশ সে তার এই বিস্ট ফিলান্থ্রপিতে দান করে থাকে। ইউটিবার মানেই ইউটিউমার না রে ভাই! 


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

যারা ডুন সিনেমাটা দেখেছেন আর বই পড়েছেন তারা কি জানেন এই সিনেমার সঙ্গে ইসলামী মিথোলজির একটা সম্পর্ক আছে? এই ভিডিওতে জিনিসটা খুব ভালো ভাবে তুলে ধরা হয়েছে। আগ্রহীরা দেখতে পারেন। 

Dune সিনেমা ও ইমাম মাহদীর সাথে সম্পর্ক | Why there are so Many Islamic Themes in Dune?

♣ পপ-কালচার

◘ আচ্ছা আপনারা কি টাইম ট্রাভেল সাইন্স ফিকশন পছন্দ করেন? তাহলে চমৎকার এই শর্ট ফিল্মটা আপনার ভালো লাগবে।

(One-Minute Time Machine – The Short Film that (probably) helped Rick & Morty win an Emmy | Devon Avery)

এর নির্মাতারা এই ছয় মিনিটের শর্ট ফিল্মটি ১৩ মাসে খুব যত্নসহকারে বানিয়েছেন!

◘ ছোটবেলা যখন আমি ডাব্লিও ডাব্লিও স্ম্যাক ডাউন দেখতাম তখন রকের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যেতাম। ৯০ দশকের পোলাপানদের কাছে রক একটা আবেগের নাম! এরপর রক যখন সিনেমাতে আসল তার মুভিও অনেক আগ্রহ নিয়ে দেখা শুরু করি। 

রকের সিনেমা জীবন নিয়ে যদি আপনার আগ্রহ থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য। 

(How The Rock Held Hollywood Hostage for 10 Years Straight | Patrick Cc)

♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ ব্যাবসা

◘ আপনার যদি ব্যবসা নিয়ে কিংবা এন্ট্রেপ্রেনিউরশিপ নিয়ে আগ্রহ থাকে তাহলে এই পডকাস্টটা দেখার অনুরোধ করব। ক্রিয়েটর আলি আবদাল ১৮ মাসে নানরকম মিলিউনিয়ারদের সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের জিজ্ঞেস করেছেন তারা কিভাবে টাকা আয় করেন। 

এই ভিডিওতে তিনি এইসকল সাকসেসফুল এন্ট্রেপরেনিউরদের কাছ থেকে শেখা ৫টা পছন্দের লাইফ লেসন শেয়ার করেছেন। দেখতে পারেন!

(Millionaire “Don’t invest your savings, do this instead” | Ali Abdaal)

♣ এ সপ্তাহের গান

◘ মা নিয়ে ছোটদের এই গানটা আমার মেয়ের ভীষণ প্রিয়। আপনার বাচ্চাদের সামনে এটা চালিয়ে শুনাতে পারেন। 

Maa – মা | Bangla Cartoon | Bengali Rhymes For Children | Moople TV Bangla

♣ এ সপ্তাহের ছবি

◘  সামুরাই নিয়ে আমার মত আর কার কার আগ্রহ আছে?

জাপানের সামুরাই
The last samurai, AeyJay, ibis paint,2023

( Posted by u/Rengokuarts inspiration Nueve.)


♣ এই সপ্তাহের উক্তি

“কোন ব্যক্তিরই সে যা চায় তার সবকিছু পাওয়ার ক্ষমতা নেই, তবে তাদের যা নেই তা না চাওয়া এবং তাদের যা আছে তা আনন্দের সাথে ব্যবহার করা তাদের ক্ষমতার মধ্যে রয়েছে।” – সেনেকা

কি বুঝলেন? 


এই সপ্তাহের বোনাস “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৬৪ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.