NishNama Digest 67 Nishat Shahriyar

ইঞ্জিনিয়ারিং লাক, ক্রিয়েটর কন্টেন্ট প্রসেস, বোকারা যখন পয়সাওয়ালা এবং স্টারশিপ | নিশনামা ডাইজেস্ট ৬৭

নিশনামা ডাইজেস্টের ৬৭ তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা আছেঃ

  • ভাগ্য কি ইঞ্জিনিয়ারিং করা যায়?
  • স্টারশিপ টু দ্যা মুন, এনড মার্স!
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখে ৮০ এর দশকের জাস্টিং লীগ 
  • ক্রিয়েটররা কিভাবে ভিডিও বানায়?
  • আপনার থেকে বোকারা যখন মিলিওনিয়ার
  • বাংলাদেশের প্রেমে কোরিয়ান ভাই
  • অগ্নিলা ফিচারিং মিনার

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬৭!


“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


♣ এই সপ্তাহের ভাবনা

কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করবেন?
Source – @DanKoe

◘ আপনি কি ভাগ্যে বিশ্বাসী? আপনি কি বিশ্বাস করেন লাক তথা ভাগ্যকে ইঞ্জিনিয়ারিং করা যায়? 

আমি বিশ্বাস করি, আমরা চাইলে আমাদের লাক টাইম টু টাইম বাড়াতে পারি। এই পোস্টের মত আমি বিশ্বাস করি আপনার ভ্যালু, স্কিল আর চ্যালেঞ্জ নিতে পারার ক্ষমতা সময়ের পালাবদলে আপনার লাক বাড়াতে সাহায্য করে।


♣ টেকনোলজি

স্পেসএক্স স্টারশিপ লঞ্চ ইলন মাস্ক
Source – @SpaceX

◘ ইলন মাস্কের স্পেস কোম্পানির সবচেয়ে বড় রকেট স্টারশিপ তার ৪ নাম্বার টেস্ট ফ্লাইট পাড়ি দিলো মহাকাশে। এই ভিডিওটা দেখুন, ফেসিনেটিং! 

অবাক লাগে না, কয়দিন আগেও ইলন মাস্ককে নিয়ে কত ট্রল করলো মেইন্সট্রিম মিডিয়া। এখন তাদের মুখ বন্ধ হাহাহ! 

বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল রকেট মহাকাশ পাড়ি দিলো। ভবিষ্যতে এই রকেট চাঁদের মিশন, মঙ্গল গ্রহে আর মহাকাশ অভিযানে মানুষকে ১০০ কদম এগিয়ে নিয়ে গেলো। শুভকামনা স্পেসএক্স! 


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ কখনো কি এই চিন্তা এসেছে কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে ভিডিও বানায়? এই ভিডিওটা দেখতে পারেনকলিন ও সামির, তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিভাবে বানায় তার ফুল একটা প্রসেস এখানে দেখিয়েছে। 

How we make YouTube videos // Colin and Samir

মেইনস্ট্রিম মিডিয়ার প্রডাকশন থেকে কোন অংশে কম নয় ইউটিউবের ভিডিও প্রকাডশন!


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ বাংলাদেশী কালচারের প্রতি বিদেশীদের আগ্রহ একটা ইন্টারেস্টিং ব্যাপার। যেমন এই কোরিয়ান বাংলাদেশের প্রেমে পড়ে হয়ে গেছেন কোরিয়ান ভাই।

বাংলাদেশের প্রেমে পড়েছেন যে ‘কোরিয়ান ভাই’ | Korean Bhai

♣ পপ-কালচার

◘ কেমন হত যদি আশির দশকে যদি ডিসি কমিকসের জনপ্রিয় ফিল্ম জাস্টিস লীগ তৈরি হত? চিন্তা করেন, সুপারম্যানের চরিত্রে জন ট্রাভোল্টা? 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বদৌলতে এখন আপনি দেখতে পারবেন আশির দশকের জনপ্রিয় অভিনেতারা জাস্টিং লীগে কাস্টিং হলে সেই জাস্টিং লীগ কেমন হত! 

80’s JUSTICE LEAGUE – Teaser Trailer | Harrison Ford, Mel Gibson | Retro AI Concept

এই চ্যানেলে এরকম আর কিছু ভিডিও আছে, এ আই দিয়ে ইম্যাজিন করা ৮০ এর দশকের এভেঞ্জারস, ৯০ দশকের জাস্টিস লীগ। খুবই ইন্টারেস্টিং একটা ইউটিউব চ্যানেল।


♣ ব্যবসা

◘ কখনো কি আপনার এমন মনে হয়েছে, আপনার থেকে বোকাসোকা মানুষ কিভাবে কি করে যেন অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে। আর এদিকে আপনি এত পড়াশোনা করে এত স্মার্ট হয়েও নাইন টু ফাইভ চাকরিতে মাথা খুঁটে যাচ্ছেন? 

আসলেই ডাম্ব পিপল আর মেকিং মিলিওনস! কিন্তু এখানে একটা ক্যাচ আছে। এই টাইপের ডাম্ব পিপলরা রিস্ক নিতে ভয় পায় না! 

People Dumber Than You Are Making Millions // Anthony Vicino

এই ভিডিওটা একটা ভালো এনালাইসিস – কি কারণে ডাম্ব মানুষরা বিগ মানি আয় করে। কিভাবে এভারেজ একজন ইন্ডিভিজুয়্যাল এভারেজ মেধা দিয়ে আর আনকনভেনশনাল মেথডে ফিনানশিয়্যাল সাকসেস পায়। প্রায় এরা সবাই তাদের আইডিয়া নিয়ে একশন নেয় সেটা তার ব্যাকগ্রাউন্ড আর বুদ্ধির লেভেল যাই হোক না কেন!


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

গায়ক মিনারকে এখনো আমার আন্ডাররেটেড একজন গায়ক মনে হয়। তিনি গান গাওয়ার পাশাপাশি অনেক ভালো গানের লিরিকও লেখেন। 

মিনার অগ্নিলা সিয়াম গান দেয়ালে দেয়ালে

তার গাওয়া এই গানটা আর বেশি প্রিয়, কারণ এখানে আমার প্রিয় এক সময়ের ক্রাশ অগ্নিলা আছেন! 


♣ এ সপ্তাহের ছবি

এই ছবিটার দিকে তাকালে কেমন যেন লাগে। অনেকক্ষণ তাকিয়ে থাকুন, আপনিও ফিল করবেন!

Cosmic Vortex, Naci Caba, Oils, 2000

Photo by u/nacicaba o r/art


♣ এই সপ্তাহের উক্তি

Source – @MattPaulsonSD

এটাই আসল বিষয়! যখন আপনি সবকিছু এড়িয়ে গিয়ে নিজের ক্রাফটে ফোকাস করবেন তখনি আপনি জিতবেন। একদিন না একদিন।


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৬৭ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.