ফিরে দেখা আমার ২০২৪!
প্রতি বছর শেষে চিন্তা করি যে লাস্ট বছরের একটা ইয়ার ইন রিভিউ লেখব। কিন্তু প্রত্যেকবারই আলসেমি করে দেরি করি আরেক বছর চলে আসে। যেমন ২০২৩ এর ইয়ার ইন রিভিউ লিখেছি ২০২৪ এর শেষের দিকে, আর ২০২৪ এর টা লিখছি এই ২০২৫ এর পর। আল্লাহ মালুম ২০২৫ টা লেখতে পারব কি না হাহাহা। যাই হোক, এই…