wordpress 20th anniversary
|

২০ বছরে ওয়ার্ডপ্রেস!

ওয়ার্ডপ্রেসের আজ ২০ বছর পূর্ণ হল।

পেছনে ফিরে তাকালে দেখি, ওয়ার্ডপ্রেসের সাথে আমার প্রথম পরিচয় ২০০৭ সাল থেকে।

নিজের ওয়েবসাইট বানানো, এফিলিয়েট সাইট বানানো নিয়ে শুরু হয় আমার ওয়ার্ডপ্রেস যাত্রা। ওইসময় ব্রডব্যান্ড ইন্টারনেট এত এভেইলেভল ছিল না, তাই সাইবারক্যাফেতে গিয়ে ঘন্টার ঘন্টার পর ঘন্টা বসে থেকে নানান ফ্রি হোস্টিং সার্ভিসে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে টেস্টিং করতাম আর শেখার ট্রাই করতাম।

কিন্তু অথল্যাবে জয়েন করার আগ পারি কখনো ভাবিনি ওয়ার্ডপ্রেস দুনিয়াই আমার জীবিকার উৎস হয়ে উঠবে। ভাবিনি প্লাগইন নিয়ে মার্কেটিং এসব নিয়ে সারাদিন পড়ে থাকব। অথল্যাবে জয়েন কিছু মাসের মধ্যেই নতুন ওয়ার্ডপ্রেস প্লাগইন একটার লঞ্চের দায়িত্ব পাই। এটা ছিল আমার জন্য অনেক বড় একটা কিছু কারণ এরকম কাজ কখনোই করি নাই। এই সময় টুকু অনেক কিছুই শিখেছি। আলহামদুলিল্লাহ, আমি আর রাসেল ভাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ফ্লুয়েন্ট সাপোর্ট এর মার্কেটিং লঞ্চ করি। আজকে দেড় বছর পর নিজের মার্কেটে প্লাগইনটি ৫ হাজার+ বিজনেস ব্যবহার করে। সব কৃতিত্ব আমাদের টিমের সবার!

সেখান থেকে সাম্প্রতিক সময়ে ডাব্লিওপি ম্যানেজ নিনজা ব্র‍্যান্ডের আরেকটা বড় প্লাগইন ফ্লুয়েন্ট ফর্মের দায়িত্ব পাওয়া। যেটা সারা বিশ্বের প্রায় ৩ লাখ+ বিজনেস ব্যবহার করে!

২০০৭ থেকে যে আমি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছিলাম, সেই আমি কখনো ভাবি নি আজকে ২০২৩ সালে এসে ওয়ার্ডপ্রেস দুনিয়ায় মার্কেট লিডার কোম্পানির এত সব বড় প্লাগইন টিমের মার্কেটিং লিড হব! ব্যাপারটা অনেকটাই অবিশ্বাস্য লাগে নিজের কাছেই।

ওয়ার্ডপ্রেস নিয়ে নিজের ব্যক্তিগত অনেক অর্জনের পাশাপাশি টিম নিয়ে অর্জন আমাকে আরো উৎসাহ দেয় এই সেক্টরে আরো কাজ করার। ওয়ার্ডপ্রেস নিয়ে পার্সোনাল অনেক পরিকল্পনাই আছে, দেখি কত টুকু নিজের লিমিট পুশ করে নিজেকে নিজের কাছে ছাড়িয়ে যেতে পারি। ১৬ বছরের এই জার্নি আরো লম্বা হোক এই প্রত্যাশা!

ওয়ার্ডপ্রেস, একটা ভালোবাসা ❤️

গত ১৬ বছরে ওয়ার্ডপ্রেস নিয়ে আমার অভিজ্ঞতা

  • ২০০৭ সালে প্রথম ওয়ার্ডপ্রেসের সাথে আমার পরিচয়।
  • ২০০৯ সালে ওয়ার্ডপ্রেস সাইটে এফিলিয়েট করে প্রথম আয়।
  • ২০১১ সালে ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে রেগুলার নিশ ব্লগিং করে গুগল এডসেন্স থেকে আয় শুরু।
  • এখন পর্যন্ত নিয়মিত ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি করা।
  • ২০২১ সালে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোম্পানি “অথল্যাব” এ ডিজিটাল মার্কেটার হিসেবে জয়েন করা।
  • একই বছর কোম্পানির নতুন প্রডাক্ট ওয়ার্ডপ্রেস হেল্পডেস্ক প্লাগইন “ফ্লুয়েন্ট সাপোর্ট” এর লঞ্চ ও মার্কেটিং এর দায়িত্ব পাওয়া।
  • টানা ১ বছর ফ্লুয়েন্ট সাপোর্টের প্রডাক্ট মার্কেটিং লিড হিসেবে দায়িত্ব পালন করা।
  • ফ্লুয়েন্ট সাপোর্ট এখন সারা বিশ্বে ৫০০০+ এর উপর বিজনেস তাদের কাস্টমার সাপোর্টের জন্য ব্যবহার করে থাকে।
  • ওয়ার্ডপ্রেস নিয়ে নিউজলেটার “ডাব্লিওপি মোর” চালু করা।
  • ২০২৩ সালে মে মাসে অথল্যাবের ডাব্লিওপি ম্যানেজ নিনজার সবচেয়ে বড় প্লাগইন “ফ্লুয়েন্ট ফর্মস” এর প্রডাক্ট মার্কেটিং লিডের দায়িত্ব পাওয়া।
  • সারা বিশ্বের প্রায় ৩ লাখের উপর বিজনেস তাদের ওয়েবসাইটে “ফ্লুয়েন্ট ফর্মস” ব্যবহার করে থাকে।

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.