nishnama digest 73

গতানুগতিকতা থেকে মুক্তি, স্পেসএক্স, সেরা সালমান মুক্তাদির, অনন্য ড্যানিয়েল রেডক্লিফ ও ভুটানের ট্যুরিজম | নিশনামা ডাইজেস্ট ৭৩

আসসালামু আলাইকুম!

আমাকে মনে আছে?

এই নিশনামা ডাইজেস্টের শেষ সংখ্যাটি পাঠানোর পর ১৯৯ দিন কেটে গেছে। কিন্তু আমি দীর্ঘ বিরতির পর ফিরে এসেছি, আবার লিখছি। আহ, ফিরে আসতে পেরে ভালো লাগছে।

টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বাছাই করা নিশনামা ডাইজেস্টে-এর ৭৩ তম ইস্যুতে স্বাগতম!

আপনি এখন হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সাথে যোগ দিচ্ছেন, যারা আমার নিজে বাছাই করা লিঙ্ক আর চিন্তাভাবনা নিশনামা ডাইজেস্ট প্রতি সপ্তাহে আমার এই ওয়েবসাইট নিশনামা ডট কমে পড়ে থাকে। প্রতিটা ডাইজেস্টে থাকে ৪টা দেখতেই হবে এমন লিঙ্ক, আর আমার সপ্তাহের চিন্তা, ছবি আর উক্তি।

আমি নিশাত শাহরিয়ার, আপনি এই ইস্যুটি পড়তে যাচ্ছেন এতে আমি খুবই খুশি!

এই ইস্যুতে যা আছেঃ

  • মিডিওক্রিটি পুরুষের আসল শত্রু 
  • স্পেসএক্স-এর বিপ্লবের ভেতরের কথা
  • আইশোস্পিড কেনো এত জনপ্রিয় 
  • সালমান মুক্তাদির বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর?
  • কেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ হ্যারি পটারের খোলস ছাড়লেন
  • ভুটানের ছোট থেকেই বড় হওয়ার অর্থনীতি
  • এই ছবিগুলা দেখতে ভয়ংকর!

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৭৩!

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।

সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”


♣ এই সপ্তাহের ভাবনা

জীবনের সবচেয়ে বিপজ্জনক পর্যায়টি পুরোপুরি ব্যর্থতা নয়, বরং মাঝারি সাফল্যের মুহূর্ত। ব্যর্থ ব্যক্তি লড়াই চালিয়ে যায়, তার মনোবল অটুট থাকে। কিন্তু মাঝারি সফলতার স্তরে থাকা মানুষটি শান্তিপ্রিয় সাধারণত্বের বিনিময়ে তার বৃহত্তর সম্ভাবনাকে বিসর্জন দেওয়ার ঝুঁকিতে থাকে।

শান্তিপূর্ণ গতানুগতিকতা (যেটাকে আমি peaceful mediocrity বলব) হলো আমাদের প্রধান শত্রু।

আপনি কি একটি বিরক্তিকর জীবন চান? না, আপনি নিশ্চয়ই তা চান না।


♣ টেকনোলজি

স্পেসএক্স মহাকাশ শিল্পে আমূল পরিবর্তন করছে, কিন্তু স্পেসএক্স ঠিক কী? তার সোজাসাপটা উত্তর নিচের ভিডিওতে আছে


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ আইশোস্পিড, যার বয়স মাত্র ২০, সে এখন বিরাট তারকা; সে স্বাভাবিক “আমেরিকান মিডিয়া” জগতকে ছাড়িয়ে সারা বিশ্বে তুমুল আলোড়ন সৃষ্টি করছে।তার চায়না লাইভ ট্র্যাভেল চীনে তাকে রীতিমতো সুপারস্টারে পরিণত করেছে। তার রোনালদোর প্রতি ভালোবাসা তাকে ফুটবল ফ্যানদের মাঝে জনপ্রিয় করেছে। যেভাবে সে তার ফ্যান মিটগুলাতে বিশাল জনসমাগম করে, যা একসময় মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তার মতোই ছিল, তা সত্যিই অবাক করার মত। 

আর সবচেয়ে অবিশ্বাস্য দিকটি হলো? তার পথচলা মাত্র শুরুআমার ধারণা সে সামনে সব লিমিট ভেঙ্গে দিবে।

Original Video টা মেইন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে কপিরাইট খেয়েছে, তাই এই রিয়েকশন ভিডিওটা দিলাম। দেখতে পারেন।


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

সালমান মুক্তাদির নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট, বুদ্ধিমান ও সেরা কন্টেন্ট ক্রিয়েটর। এই একটা মানুষের কথা আমি ঘণ্টার পর ঘণ্টা শুনতে পারবো কারণ সে কোন আজেবাজে বা মূর্খের মতো কথা বলে না। এই পডকাস্টটা সেরা, নীলের সাথে এটা সেরা আলাপ কারণ নীল আরকেটা স্মার্ট ছেলে যে খুবই ভালো ভালো কিছু প্রশ্ন করেছে সালমান মুক্তাদিরকে। 

আপনি যদি সালমান মুক্তাদিরের ফ্যান না হয়েও থাকেন তাহলে বলব এই পডকাস্টটা শুনতে। দুইজন স্মার্ট মানুষের কাছ থেকে অন্তত কিছু শিখতে পারবেন।


♣ পপ-কালচার

অনেকের কাছে সে সব সময় “যে ছেলেটি বেঁচেছিল” হয়ে থাকলেও, ড্যানিয়েল র‍্যাডক্লিফ হ্যারি পটারের সময়কাল থেকে তাঁর অভিনয়ের ব্যাপক দক্ষতা দেখিয়েছেন।

এই ভিডিওটি এটাই তুলে ধরেছে কীভাবে তিনি নিপুণভাবে হ্যারি পটারের সেই জাদুকরী ছায়া থেকে বেরিয়ে এসেছেন এবং হলিউডের বিশেষ, প্রায়শই অদ্ভুত ধরনের জগতে প্রবেশ করেছেন। বড় বড় ব্লকবাস্টার সিনেমা থেকে সরে এসে ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্রে কাজ করার মাধ্যমে, তাঁর ক্যারিয়ার এমন একজনের দারুণ উদাহরণ যিনি নিজেকে পুরোপুরি নতুন করে গড়তে জানেন।


♣ ব্যবসা

ভুটান কীভাবে ছোট থেকেই কোটি কোটি টাকা আয় করছে?

এই ভিডিওটি হয়তো আপনার স্বাভাবিক ব্যবসায়িক জ্ঞানের ভিডিও নয়, তবে এখানে ব্যবসার অনেক ফান্ডামেন্টাল রয়েছে।

গুণমানের ওপর জোর দিয়ে ভুটান পর্যটন শিল্পে দারুণ সাফল্য পেয়েছে। বেশিরভাগ জায়গার মতো বিপুল সংখ্যক পর্যটকের পিছনে না ছুটে, এই চমৎকার হিমালয়ের দেশটি “কমই বেশি” এই নীতি অনুসরণ করেছে। আর ফল কী হয়েছে জানেন? তাদের ট্যুরিজম একটি অত্যন্ত লাভজনক, বহু কোটি ডলারের শিল্পে পরিণত হয়েছে!

তাদের কৌশল কী? তারা পর্যটকদের সংখ্যা সীমিত রাখে, প্রতিদিন মাথাপিছু ২০০ ডলার পর্যন্ত চার্জ করে এবং (সম্প্রতি পর্যন্ত) পর্যটকদের লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের মাধ্যমে বুকিং দিতে বাধ্য করত। সাফল্যের জন্য এটি হয়তো কিছুটা উল্টো পদ্ধতি মনে হতে পারে, তাই না? কিন্তু বাস্তবে ফল হয়েছে তার সম্পূর্ণ বিপরীত!

এই ভিডিওটি ভুটানের এই বেশি ফি, কম পর্যটক নীতি-ভিত্তিক পর্যটনের পেছনের অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছে। তারা কীভাবে তাদের অনন্য পরিচিতিকে কাজে লাগিয়ে একটি বিলাস বহুল ব্র্যান্ড তৈরি করেছে, তা দেখতে পাবেন এখানে। টেকসই উন্নয়ন ফি থেকে শুরু করে সফট পাওয়ার কূটনীতি পর্যন্ত, এই ভিডিওটি উন্মোচন করে যে কীভাবে ভুটান অপ্রাপ্যতার (scarcity) মাধ্যমে অর্থ উপার্জন করেছে এবং অন্যান্য দেশ ও ব্যবসার জন্য তাদের কাছ থেকে শেখার মতো কী দারুণ শিক্ষা রয়েছে।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

তাজিব সরওয়ারের এই গানটা আমার খুব ভালো লাগে। মিথ্যে শিখালি গানটার চিত্রায়নও খুব সুন্দর। 


♣ এ সপ্তাহের ছবি

ফটোগ্রাফার থরবেন ডাঙ্কে শত শত ছবি জোড়া লাগিয়ে এই ছোট প্রাণীদের চোখ-ধাঁধানো সব ছবি তৈরি করেন, কিছু ছবি বেশ ভয়ঙ্কর!

ছোট ছোট প্রাণীদের অনুবীক্ষণিক ছবি নিশনামা ডাইজেস্ট

সব ছবি এখানে


♣ এই সপ্তাহের উক্তি

◘ জীবনের রহস্যটা আসলে খুব সরল: সেটা হলো সব সময় আপনার কিছু একটা পাওয়ার আশা থাকা, সেটা যত ছোট বা সাধারণই হোক না কেন।


যাওয়ার আগে…

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!

শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।

প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

পরের সপ্তাহ পর্যন্ত, শুভ কামনা।

– নিশাত শাহরিয়ার


লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.