নিশনামা ডাইজেস্ট এই সপ্তাহের ছবি

বুকটক, মিস এক্সেল ও লেডি থর | নিশনামা ডাইজেস্ট ৪২

নিশনামা ডাইজেস্টের ৪২তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা নিয়ে কথা বলেছিঃ

  • ইলন মাস্কের মাথায় কি চলে?
  • রোলিং স্টোনের কন্টেন্ট ক্রিয়েটর ইস্যু
  • কিভাবে টিকটকের বুকটক ট্রেন্ড বই বিক্রি বাড়াতে ভুমিকা রাখছে
  • কিভাবে সোশ্যাল মিডিয়ার ভাইরালিটি ব্যবহার করে মিস এক্সেল ডিজিটাল টিচার হয়ে উঠলো
নিশনামা ডাইজেস্ট ৪২ নিশাত শাহরিয়ার
Photo by Brad West on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

১.

সোশ্যাল মিডিয়া মানুষকে শুধু ডিজিটাল বানায় না, অনেক ক্ষেত্রে মানুষকে নিন-ডিজিটালে ফিরে যেতে সাহায্য করে।

টিকটক এপের #BookTalk ডিজিটাল দুনিয়ার মানূষদের আবার কাগজের বইয়ে ফিরে যেতে উৎসাহিত করছে। না আমি বাংলাদেশের কথা বলছি না, আমেরিকার কথা বলছি। এই ট্রেন্ডের ভাইরাল ভিডিওগুলো আমেরিকার বাজারে অপরিচিত বইগুলাকে মানুষের কাছে পরিচিত করে তুলছে। দেখা যাচ্ছে যে বই ৫-১০ নছর পর বের হইছে, সেগুলা এই বুকটক ট্রেন্ডের কারণে এখন বেস্ট সেলার হয়ে যাচ্ছে।

এটা নিয়ে মাশাবলের এই অপিনিয়ন পিসটা আমি এই সপ্তাহের ভাবনা হিসেবে শেয়ার করছি আপনাদের সাথে। টিকটকের এই ভাইরাল বুকটক ট্রেন্ডের সাথে আমি অনেক আগ থেকে পরিচিত ছিলাম। দিন দিন এটার প্রভাব আমেরিকার বুক মার্কেটে বেড়েই চলেছে।

“BookTok হল একটি ডিজিটাল স্থান যেখানে পাঠকরা তাদের প্রিয় বই সম্পর্কে কথা বলতে পারে। TikTok-এ এর জনপ্রিয়তা প্রিন্ট বইয়ের বিক্রয় বৃদ্ধির দিকে পরিচালিত করেছে। কিন্তু BookTok কতদিন নিরবচ্ছিন্ন থাকতে পারে অথেনিটিসিটির দিক দিয়ে সেটাই দেখার বিষয়?”

এটা দেখে আমি নিজের দেশের কথা ভাবি। আমরা কি পারি না টিকটকের এই ভালো দিকটা কাজে লাগাতে? টিকটকে নিজের দেশের কন্টেট দেখলে আমি অসুস্থ হয়ে যাই। এই নিয়ে ও এই বুকটক ট্রেন্ড নিয়ে বাংলায় আরো বিস্তর লেখার ইচ্ছে আছে নিজের ব্লগে। অপেক্ষায় থাকুন।

২.

“পুলিশ বাহিনী ছেলে মেয়েদের এক সাথে পেলেই হয়রানি আর ব্ল্যাকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নেয়– এই হরর গল্প প্রচুর শুনেছি এবং দেখেছি।
পুলিশ ছাড়াও বেশিরভাগ মানুষেরই নারী পুরুষকে একসাথে দেখলে একধরনের ইরোটিক ব্যাপার ফিল করতে শুরু করে। বিয়ের পরে তাদের এই ইরোটিক সেন্সেশনের শিকার হয়েছি দুই বার।
— লুবানা বিনতে কিবরিয়া”

পুরো লেখাটা পড়ুন এখানে।

[এই রকম ঘটনা নতুন না, এটাই ঘটছে। এই দেশের মানুষ কি পরিমাণ সেক্সুয়াল ফ্রাস্টেশনের থাকে আল্লাহ মালুম!]

৩.

“এই দেশের মানুষকে নানান খুচরা খুচরা পরিচয়ে খণ্ড খণ্ড করে দেখার ও দেখানোর যে চর্চা, নানান অঞ্চলের বাসিন্দাদের হীন করে ঘৃণা-বিদ্বেষের যে চাষবাস ক্রমশ মহীরূহ হয়ে উঠছে তা কর্তৃপক্ষের অক্ষমতাকে সাময়িক আড়াল করে বটে কিন্তু এই বিষবৃক্ষ যদি ফল দিতে শুরু করে তাহলে অঞ্চলে অঞ্চলে যে ঘৃণাতাড়িত দাঙ্গা শুরু হবে তাতে কর্তৃপক্ষগুলোর অস্তিত্বই ধূলিসাৎ হয়ে যাবে। দেশে একটা মাৎস্যন্যায় কায়েম হবে।
বিশ্ববিদ্যালয়গুলো যদি সেই চর্চা বন্ধে অগ্রণী ভূমিকা না রাখতে পারে, নিজেদের মধ্যেই নানান আঞ্চলিক সংগঠন গড়ে তুলে যদি কেবল নিজেদের পরস্পর থেকে, এমন কি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দাদের থেকে বিচ্ছিন্ন করে জানতে চায় তাহলে এই রাষ্ট্রের ভবিষ্যৎ পরিষ্কার বলে দেওয়া যায়৷ ভবিষ্যৎ অন্ধকার।

— আর রাজি”

পুরো লেখাটা পড়ুন এখানে।

[অসহিনষ্ণুতা সব খানে। কেউ কাউকে ছাড় দিতে রাজি না।]

৪.

“অধিকার প্রতিষ্ঠায় শক্ত ও কঠিন হতে হয়। অমানবিক ও নির্মম হতে হয়। অধিকার প্রতিষ্ঠায় আবেগের জায়গা দেয়া ভীষণ ক্ষতিকর। ‘ এটা যৌক্তিক, আমি এভাবে চাই, দিলে দিবি, আর না দিলে থাপড়াইয়া দাঁত খুলে দেব’ এটাই কার্যকরী সিস্টেম।
অধিকার প্রতিষ্ঠায় মিনমিনে থাকলে, নরম থাকলে, বিনয়ী থাকলে জীবনেও অধিকার প্রতিষ্ঠা পাবে না। উল্টো বিপরীত দিক থেকে থাপ্পড় আসবে, থাপ্পড়ের সাথে লাথিও আসবে। যুদ্ধে কৌশল জরুরি, কিছুতেই বিনয় ও ভদ্রতা নয়।

—লুৎফর হাসান”

আসল লেখাটা পড়ুন এখানে।

৫.

“মাতৃভাষা আমার বাংলা। একজন ইন্ডিয়ানের মাতৃভাষা হয়তো হিন্দী বা তেলুগু। একজন বাঙালি এখন তেলুগু গান ধরতে পারেন। এতে করে ভাষা শহীদের অমর্যাদা হয় না। বরং এটা তেলুগু যাদের মাতৃভাষা তাদের প্রতি বাড়তি একটা সম্মান আর ভালোবাসাই।
অন্যকে সম্মান করতে বা ভালোবাসতে ক্ষতি নাই, যখন আপনি নিজেকেও বাসেন।
যদি আপনার বাংলা নিয়ে কোনো সমস্যা না থাকে, অন্য কোনো ভাষা শেখা বা একুশে ফেব্রুয়ারি তার চর্চা করায় কোনো সমস্যাই দেখি না।
যে জাতি রক্ত দিলো, তারা ছোটলোকি মানসিকতার হয়ে যেনো না যায়।
— কেপি ইমন”

পুরো লেখাটা পড়ুন এখানে।

কিশোর পাশা ইমন ফেসবুক স্ট্যাটাস
ইমেজ সোর্সঃ কেপি ইমন

[কেপি আমার মনের কথাটাই লিখেছেন। ভাষার মর্যাদা দেওয়াটাই ভুলে গেছি আমরা।]

৬.

“এই রিক্সাওয়ালাদের কিছু বলাও যাবেনা। কারন কি জানেন? এরা অনেকজন একজোট হয়ে আসবে আপনাকে আক্রমণ করতে, টিজ করতে। আপনি আসলেই একলা একটা মেয়ে হয়ে এদের কারো বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। কারন রাস্তায় হাজারটা রিক্সাওয়ালা বা হাজারটা সেক্স অফেন্ডার থাকলে তারা মূহুর্তেই আপনার বিরুদ্ধে একজোট হয়ে যাবে, অপরদিকে রাস্তায় হাজারটা নারী থাকলেও যখন এধরনের কোনো সমস্যাতে আপনি পড়বেন তখন আরো একলা হয়ে পড়বেন। আপনি যতোই নির্দোষ হোন না কেন, আপনার হয়ে জোর দিয়ে কথা বলবার দুইটা লোকও পাবেন না তখন unless you’re really lucky.
— মুমতাজ মুমু

পুরো লেখাটা পড়ুন এখানে।

[রাস্তাঘাটে এই সাধারণ নির্দোষ চেহারার রিসকাওয়ালাদের কাছেও মেয়েরা কি পরিমাণ হ্যারাস হয় তা অনেক পুরুষের ধারণাই নাই। তাদের জন্য এই স্ট্যাটাস।]

৭.

“গ্রামে বিভিন্ন এনজিও থেকে দের দুই লাখ টাকা লোণ নিয়ে সবাই এখন অটো রিকশা কিনছে। মজুর দিয়ে দৈনিক ৫০০ আর অটো চালিয়ে দিনে ৭০০-১০০০। একটা ইউনিয়নে যদি ৪০০/৫০০ অটো থাকে, মজুর কিভাবে আসবে। আমি একটা গ্রুপকে চিনি যাদের গ্রুপে মজুর দেওয়ার গত ২ বছর আগেও ৫০ জন সদস্য ছিল, এখন সেখানে ৮/১০ জন। জিজ্ঞাসা করলে বলে, কেউ বিদেশ গেছে, কেউ অটো কিনছে, কেউ গার্মেন্টসে গেছে ইত্যাদি। কেউ এখন কারও মুখাপেক্ষি থাকতে চায়না। যার গতরে খাটনি খাটার শক্তি আছে সেই এখন ধনী।
— Abu Bakar Siddique”


পুরো লেখাটা পড়ুন এখানে।

[এই স্ট্যাটাস আমাদের মধ্যবিত্তদের জন্য। এত পড়াশুনা করে কি হবে, যদি আয় না থাকে?]

৮.

বৈশাখবিদ্বেষের রাজনীতি ও হারাম-হালালের অর্থনীতি
আখতারুজ্জামান আজাদ

[লেখাটা ভালো লেগেছে]

৯.

ফারজানা ব্রাউনিয়া ইস্যুতে Fardeen Hassan যা বলার বলে দিয়েছেনঃ

ফারজানা ব্রাউনিয়া ফারদিন হাসান
ইমেজ সোর্সঃ ফারদিন হাসান

১০.

“সেক্সুয়াল ফ্রাস্টেটেড লোকজন কী করে? আপনার লাইফে যেকোন ঝামেলাই লাগুক না কেন, সেখানে আপনার বউ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর কথা তুলে আনবে। আপনি যখনই কোনো ঝামেলায় পড়বেন, তখনই এরা বলার চেষ্টা করবে, সারাদিন লুতুপুতু প্রেম করলে এসব তো হবেই।
বই পড়ার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। ধরেন আপনি একাডেমিক পরীক্ষাতে খারাপ করলেন। বা কোনো একটা প্রোগ্রামে যাইতে পারলেন না। এরা তখন আপনাকে না, অ্যাটাক করবে আপনার বইপড়াকে। ইভেন কোনদিন আপনার যদি ভুল করে প্যান্টের চেইনও খোলা থাকে, এদের প্রশ্নটা হবে এমন, কী রে, এত বই পড়ে কী করলি, প্যান্টের চেইনটাও তো ঠিকমতো লাগাইতে পারস না!!

— Sadiqur Rahman Khan”

পুরো লেখাটা পড়ুন এখানে।

[বই নিয়ে এই রকম লোকের দেখা অনেক পেয়েছি। লেখালেখি নিয়েও আমার সাথে সেইম ঘটনা ঘটেছে। বই পড়ুয়ারা এই স্ট্যাটাসের সাথে রিলেট করতে পারবেন।]

১১.

“হিন্দুর রক্ত নেয়া যাবেনা, কিন্তু হিন্দুর কাছ থেকে হাদিয়া ঠিকই নেয়া যাবে”

১২.

“নাহিদ আর পিয়াংসুর সাথে হওয়া এই জঘন্যতম অন্যায়ের ভার কি নিতে পারবে রাষ্ট্র? আর কত এরকম অন্যায়, অবিচার, দুর্ভোগ সহ্য করে যেতে হবে সাধারণ নাগরিকদের?
–Ashfaque Nipun”

আশফাক নিপুনের স্ট্যাটাস
ইমেজ সোর্সঃ আশফাক নিপুন

পুরো লেখাটা পড়ুন এখানে।


♣ টেক

◘ আমি জানি আমি জানি. আমি আমার ব্লগে ইলন মাস্ক সম্পর্কে খুব বেশি কথা বলি। কিন্তু আরে, আমি এই চমৎকার মানুষটির কথা না বলে কি থাকতে পারি! আমি তাঁর ডাই হার্ড ফ্যান!

TED এর সাথে তার সর্বশেষ সাক্ষাৎকার দেখুন। এটার প্রতিটি সেকেন্ড অমূল্য. আমি কথা দিচ্ছি! ইলন মাস্কের মাথার ভেতরে কি চলে তা সম্পর্কে ছোটখাট একটা ধারণা পেয়ে যাবেন।

◘ এটি একটি ইন্টারেস্টিং টুইটার থ্রেড যা ইলন মাস্কের টুইটার বাই অফার সম্পর্কে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল। ৯০ দশকের টেক এন্ট্রাপরেনারদের চিন্তাভাবনা ও সোশ্যাল মিডিয়াকে তারা কিভাবে দেখেন, তা সম্পর্কে একটা ধারণা পাবেন এখান থেকে।

ইলন মাস্ক টুইটার
ইমেজ সোর্সঃ টুইটার

বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে আমরা একটা হিউজ বাবলের ভেতর বসবাস করি!


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ এই সপ্তাহের ভিডিও

◘ আপনার জীবনে আপনি অনেক কিছু করার ইচ্ছা, কিন্তু কিছুই করতে পারছেন না। আমার মতো অলস বলে?
তাহলে অবশ্যই এই ভিডিও দেখবেন না!


যাদের কারণে ইউকিপিডিয়ার ফ্রি নলেজ আমরা ব্যবহার করতে পারছি। এরকম একজন আনসাং হিরো।

চায়না যেরকম ভয়ংকরভাবে তার নাগরিকদের দমন নিপীড়ন চালিয়ে কোভিড নিয়ন্ত্রণ করছে

আমাদের দেশের ব্যবসায়ীরা সত্য কথা বললে কি হতো! ভিডিওতে!

বান্দরবনের প্রকৃতি


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ Miss Excel এর জার্নিটা আমার কাছে ক্রিয়েটর স্টোরি হিসেবে অনেক পছন্দের। কিভাবে মাইক্রোসফট এক্সেলের মতো বোরিং বিষয়কে মজাদার করে তোলার মাধ্যমে শুধুমাত্র টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মহিলা মিলিয়ন ডলার আয় করছে, মাইক্রোসফট দ্বারা স্পন্সরড হচ্ছে, ফিচারড হচ্ছে এটা আসলেই অবাক করার বিষয়।

টিকটককে যে কত উপায়ে নিজের কাজে ব্যবহার করা যায়, তার একটা উদাহারণ এটা। আর বাংলাদেশে মানুষ আলতু ফালতু কাজে টিকটক ব্যবহার করে।

বিখ্যাত ম্যাগাজিন রোলিং স্টোন প্রথমবারের মত “ক্রিয়েটর ইস্যু” প্রকাশ করেছে। গেস হোয়াট! কে এই প্রথম ইস্যুতে ফিচার হয়েছে?

মিস্টার বিস্ট!
তাকে ছাড়া আর কেউ কি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে এই মুহুর্তে এখানে ফিচার করার?
নাহ!

মিস্টার বিস্ট রোলিং স্টোন ক্রিয়েটর ইস্যু
ইমেজ সোর্সঃ টুইটার

পুরো আর্টিকেলটা পড়ুন। মিস্টার বিস্ট এখন আর “জাস্ট এ ইউটিউবার না!” সে একজন ইউটিউবার থেকেও অনেক বড় কিছু হয়ে উঠেছে!


♣ পপ-কালচার

◘ Thor! অনেক টুইট আর ট্রেণ্ডিং পর মার্ভেল স্টুডিও অবশেষে থর এর চতুর্থ কিস্তির ট্রেইলার প্রকাশ করেছে। আমরা থরকে আবার ফিট দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বেশি যেটা নিয়ে আমি এক্সাইটেড, নাটালিয়া পোর্টম্যান ইজ ব্যাক!
তাও লেডি থর হয়ে!


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

বিদেশী স্ট্রিট সিংগারের কন্ঠে লাকী আখন্দের গান!


♣ এ সপ্তাহের ছবি

নিশনামা ডাইজেস্ট এই সপ্তাহের ছবি
Briar, Laura Sava, Digital, 2022

◘ছবিঃ  u/Laura_the_Wanderer


♣ এই সপ্তাহের উক্তি

“জীবনে আমার লক্ষ্য নিছক বেঁচে থাকা নয়, বরং উন্নতি করা; এবং কিছু আবেগ, কিছু সহানুভূতি, কিছু হাস্যরস এবং কিছু শৈলীর সাথে এটি করতে।

—-মায়া অ্যাঞ্জেলো”


এই সপ্তাহের ১ম “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৪২ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
—- নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”



লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.