সলোপ্রেনিউরশিপ, ভেরো ভার্সেস ইন্সটাগ্রাম ও স্ক্যাম | নিশনামা ডাইজেস্ট ৫৬
নিশনামা ডাইজেস্টের ৫৬তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- যেকোন পার্টনারশীপ ডিলে যেটা ফলো করবেন
- ওয়ান ম্যান মিলিয়ন ডলার এজেন্সি
- দুনিয়ার সবচেয়ে বড় স্ক্যাম
- ভেরো কি ইন্সটাগ্রামকে প্রতিস্থাপন করবে?
♣ এই সপ্তাহের ভাবনা
“যখন কেউ একটা ডিলে যায়, তার ডিল স্ট্রাকচার দেখে অনেক কিছু জানা যায়। সে কিভাবে চিন্তা করে, তারা কি ভ্যালু করে এবং কি টাইপের সম্পর্ক তারা চায়।
একটি একমুখী অফার স্বল্পমেয়াদী, বিশ্বাস করা কঠিন এবং স্বার্থপর ভাবনার প্রকাশ করে।
একজন ভালো পার্টনার একটা ফেয়ার ডিল ও লং-টার্ম সম্পর্কই চাইবে।”
◘ যখনি আপনি কোন পার্টনারশীপে যাবেন, এই জিনিসগুলা খেয়াল রাখবেন। সেই রকম লোকদের ভ্যালু করবেন যারা লংটার্ম সম্পর্ককে ভ্যালু দেয়।
♣ টেক
◘ এযাবতকালে আমার পড়া সবচেয়ে ইন্টারেস্টিং টুইটার থ্রেড এটা।
এই লোককে দেখেন।
সে একা একটা ডিজিটাল এজেন্সি চালায়।
সেই এজেন্সিকে সে হাজার ডলার থেকে মিলিয়িন ডলার এজেন্সিতে নিয়ে এসেছে শুধুমাত্র এফিসিয়েন্সি ও অটোমেশন দিয়ে।
একজন সোলোপ্রোনেইউর হয়েও যে মিলিয়ন ডলার কামানো যায় তার প্রমাণ এই লোক!
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ কয়েকদিন আগে আমি ভেরো নিয়ে লিখেছিলাম। ভেরো একটা এলগারিদম ফ্রি সোশ্যাল নেটওয়ার্ক যেখানে এলগারিদম ছাড়া আপনার টাইমলাইনে আপনি অন্যের পোষ্ট ক্রোনিকলজিক্যাল দেখতে পারবেন।
সম্প্রতি ইন্টাগ্রামের এলগারিদম পরিবর্তনে ছবির পরিবর্তে ভিডিও রিলসকে প্রাধান্য দেওয়ায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইন্সটাগ্রামের উপর ক্ষ্যাপা। তারা এখন ইন্সটা ছেড়ে অন্য প্ল্যাটফর্মের উপর ঝুঁকছে।
ভেরো এরকরম একটা প্ল্যাটফর্ম। বিশেষ করে ফটোগ্রাফাররা ভেরোকে বেশি প্রছন্দ করেছে। যেমন – পিটার ম্যাকনিন তার ইউটিউব চ্যানেলে ভেরো নিয়ে নিয়মিত ভিডিও দিচ্ছে।
এই ভিডিওতে ভেরোর কিছু ভালো দিক সে তুলে ধরেছে। দেখতে পারেন।
♣ ইউটিউব থেকে
◘ দুনিয়ার সবচেয়ে বড় বড় স্ক্যাম কিছু জিনিয়াস পার্সন দ্বারাই হয়ে থাকে।
তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের ভালো কাজে না লাগিয়ে এমন সব কাজে লাগায়, তাতে অনেক সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট ঝুঁকির মধ্যে পড়ে যায়।
এই ভিডিওতে আপনি এরকম একটা গ্রেটেস্ট স্ক্যামের কথা জানতে পারবেন।
♣ পপ-কালচার
◘ “সমসেরা” দেখলাম।
ট্রেইলার দেখে খুব এক্সাইটিং মুভি মনে হচ্ছে না?
রনবীর কাপুর, ভানি কাপুর, সঞ্জয় দত্ত এর একশন ছবি। এরকম কাহিনী দিয়ে এখনো ছবি বানানো হয়? ভাইরে ভাই, আপনার যদি দুই ঘণ্টা সময় নষ্ট করার মতো থাকে তাহলে এই মুভি দেখতে পারেন। আমি তো টেনে টেনে দেখেও বিরক্ত লাগছে।
◘ থর লাভ এন্ড থান্ডার দেখলাম।
ট্রেইলার দেখেই এই মুভির থেকে আশা অনেক কমিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাইরে ভাই এটা কি ছিল?
টাকিয়া থর নামের এই এত শক্তিশালী ক্যারেক্টারটাকে এক প্রকার হাসির পাত্র বানিয়ে দিয়েছে। গর ক্যারেক্টারের কি করছে, ভাইরে ভাই!
ক্রিশ্চিয়ান বেলের জন্য শুধু দাঁত কিড়মিড় করে মুভিটা দেখেছি।
◘ নেটফ্লিক্সের Get Smart With Money ডকুমেন্টারিটা দেখলাম।
আমার ফ্রেন্ডলিস্টের যারা ১৮ বছরের নিচে আমি তাদের রেকমেন্ড করব, ডকুমেন্টারিটা দেখার জন্য।
এখানে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে কথা বলা হয়েছে। কিভাবে মানি ম্যানেজমেন্ট নিয়ে অজ্ঞতা আপনার লাইফকে ধ্বংস করে দিতে পারে তা দেখানো হয়েছে। আবার এই একটু জ্ঞান অর্জন আপনাকে কই থেকে কই নিয়ে যাবে তাও দেখানো হয়েছে।
আমাদের দেশে টাকা পয়সা জিনিসটাকে এত নেগেটিভভাবে দেখা হয় কি বলব। টাকা আয় করার জন্য হাসল ও টাকা সঞ্চয় করাটাকেই কেউ কেউ বাঁকা চোখে দেখে। কিন্তু আমাদের ছোটবেলা থেকেই উচিত ছিল মানিম্যানেজমেন্ট এর উপর শিক্ষা দেওয়া। যেটা আমাদের দেওয়া হয় না।
ফিনান্সিয়াল লিটারেসি, ফিনান্সিয়াল ফ্রিডম, ফায়ার মুভমেন্ট, প্যাসিভ ইনকাম এইসব আমার ইন্টারেস্টের জায়গা। এইসব নিয়ে নিশনামা ডটকমে সামনে অনেক বেশি লেখার ইচ্ছা আছে।
যারা এই ডকুমেন্টারি দেখতে ইচ্ছুক, এটা টরেন্টে পাবেন। দেখে ফেলুন। তারপর আমাকে আপনার ভাবনা জানিয়েন।
♣ এ সপ্তাহের গান
◘ অনেক পুরনো ক্লাট ক্লাসিক শেয়ার দিচ্ছি আজ – “চাঁদের সাথে আমি”।
ঐ যুগের গান কি সুন্দর ছিল তাই না? মন ঠাণ্ডা করে দিত!
চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে সে কথা যেনো ভুলো না, তুমি যে তোমারই তুলনা। চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
♣ এ সপ্তাহের ছবি
◘ ১৯৬৬ সালে ৫ এমবি ডাটা দেখতে যেমন ছিল!

টেকনোলজির দিক দিয়ে আমরা এত কম সময়ে কত খানি এগিয়েছি! ভাবা যায়?
♣ এই সপ্তাহের উক্তি
◘ “আপনার নিজের ভ্যালুকে আপনার জবের সাথে মিলাবেন না! আপনি আর আপনার জব এক না!”
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৫৬ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
– নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ