আফগান, রন্ধনকলা ১০১, সুইসাইড স্কোয়াড ও ৬৯ | নিশনামা ডাইজেস্ট ১১
নিশনামা ডাইজেস্টের এগারোতম ইস্যুতে স্বাগতম!
আমি জানি আমি জানি! আজ রবিবার না! আজ মঙ্গলবার! আমি দুই দিন দেরিতে রবিবারের ডাইজেস্ট দিচ্ছি। যদিও ডাইজেস্টের অর্ধেক রবিবার লেখা ছিল বাকি অর্ধেক লেখার মতো ইনফো পাচ্ছিলাম না। তাই রবিবার আর পোস্ট করি নাই। আজকে শারীরিক অসুস্থতায় সারাদিন বিশ্রামে ছিলাম অফিস থেকে ছুটি নিয়ে। তখন মাথায় বাকি লেখার আইডিয়া গুলো পেলাম। তাই আজ ১১তম ডাইজেস্ট পোস্ট দিচ্ছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না!
![]() |
Photo by Evgeni Tcherkasski on Unsplash |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ তালেবানদের আফগান দখল ও আমরা পণ্ডিতেরা
তালেবানরা আফগান দখল করে ফেলছে। এই নিয়ে আমার বলার মতো কিছু নাই। তবে এই কয়দিন ধরে আমার নিউজফিড আর আমাদের অবস্থা দেখে মনে হচ্ছিল দেশে এত আফগান বিশারদ বেড়ে গেছে বাবাগোভাভা! আফগানদের কি হবে, তালেবানরা কি করবে, আমেরিকা কি করবে, জাতিসংঘ কি করবে এইসব নিয়ে আমাদের পন্ডিতদের এনালাইসিস দেখতে দেখতে আমি ক্লান্ত। আর তালেবানদের ভয়ে মানুষের কাবুল এয়ারপোর্টে প্লেনে দেশ ত্যাগ নিয়ে ট্রল তো আছেই। মানে মানুষগুলো কতখানি ভয়ে দেশ ছাড়তে চাইছে সেই পরিস্থিতিতে না পড়ে কি আমরা কখনো বুঝতে পারব? এর উপর আছেন কিছু তালেবান প্রেমী। ভাভাগোভাভা! মাঝে মাঝে ইচ্ছা হয় বলতে, বাংলাদেশে পড়ে আছো কেনরে লাথি দিয়ে এইগুলারে আফগান পাঠাইতে মন চায়!
![]() |
ছবি-ইন্টারনেট |
তবে দিন শেষে সবকিছু আফগানদের উপর দিয়েই যাবে। কপালে যা দুর্ভোগ তাদেরই সহ্য করতে হবে। বাংলাদেশে বসে আমরা তা বুঝতে পারব। আমাদের নিজেদের দেশেই সমস্যার শেষ নাই। তাই আমাদের নিজেদের সমস্যা নিয়েই ভাবা উচিত। একই সাথে আমাদের ইন্টিলিজেন্স এজেন্সি, সরকার ও যথাযথ কর্তৃপক্ষের নজর রাখা উচিত এই তালেবানদের আফগান দখলের জোশে দেশে জঙ্গিবাদ না মাথাচাড়া দিয়ে উঠে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের ভাবনা
আজকালকার মুসলমানদের একটাই কথা শুধু জপবে, সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র নাহলে তারা দুনিয়া উলটে দিত।
কিন্তু আসলে যে দিন দিন ধর্মান্ধ হয়ে যাচ্ছি, সুশিক্ষা থেকে দূরে, ইসলামের সোনালি অতীত থেকে হারিয়ে যাচ্ছি সেটাই বুঝতে পারছে না।
আল্লাহ আমাদের হেদায়েত দিন।
যে স্ট্যাটাস পড়ে এই ভাবনা এসেছে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স- রন্ধনকলা ১০১
প্রশিক্ষক– নাজিম খান, সিনিয়র এক্সিকিউটিভ শেফ, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।
![]() |
কোর্স – রন্ধনকলা ১০১ |
কোর্সের বিষয়বস্তুঃ
এই কোর্সে খাদ্য প্রস্তুতের মৌলিক বিষয় সম্বন্ধে ধারণা দেয়া হবে। বিশেষ করে খাদ্য পরিবেশন, স্বাস্থ্য সচেতনতা, খাদ্যমান নিয়ন্ত্রণ এবং কিচেন উপকরণের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। এছাড়া রান্নার বিভিন্ন প্রক্রিয়া নিয়ে প্রাথমিক ধারণা দেয়া হবে।
কাদের জন্য কোর্স?
রন্ধন কলা নিয়ে আগ্রহী যে কেউ এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন।
কোর্সটি করতে এনরোল করুন শিক্ষক ডটকমে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন “সম্পূর্ণা”র ৯ম পর্ব দেখুন AG Radio পেইজে।
প্রতি শুক্রবার সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠান “সম্পূর্ণা” AG Radio তে লাইভে আসছেন আমার সহ-ধর্মিনী আরাধনা রি’আ। দেখতে পারেন লাস্ট শুক্রবারের এপিসোডটি।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ যে মুভিগুলো দেখলাম
Batman: The Long Halloween (2021)
ডিসির লেটেস্ট এনিমেশন মুভি ব্যাটম্যান দ্যা লং হ্যালোউন দেখলাম। এই মুভির অপেক্ষায় ছিলাম সেই ঘোষণা আসার পর থেকেই। ডিসির এনিমেশন মুভিগুলো সব সময়ই ভালো হয়। কাহিনি বলেন আর এনিমেশন বলেন ডিসি সব সময় সুপেরিওর। ব্যাটম্যান এর এই কাহিনি নিয়ে কমিকস থেকেই এনিমেশনটি বানান হয়েছে, তবে এন্ডিংয়ে একটু বদলানো হয়েছে।
যারা ডিসির কমিকসের ফ্যান তাদের এই মুভিটি ভাল লাগবে। মুভিটি দুই পর্বে ভাগ করা। বেশ লম্বা। কিন্তু টান টান উত্তেজনাময়। আর এখানে ব্যাটম্যানের ভূমিকায় ভয়েস দিয়েছেন সবার প্রিয় সুপারন্যাচারাল এক্টর “Jensen Ackles”! তাই আমি আপনাদের রেকমেন্ড করব, এটি মিস না করতে।
The Suicide Squad (2021)
২০১৬ সালের সুইসাইড স্কোয়াড দেখে যাদের মাথার চুল ছিড়তে ইচ্ছে হয়েছিলো আর ওয়ার্নার ব্রসকে গালাগাল করেছিলেন তাদের আমি বলব ২০২১ সালের জেমস গানের এই সুইসাইড স্কোয়াড যেন মিস না করেন। আগের সব অপূর্ণতা জেমস গান এই মুভিতে পূরণ করে দিয়েছেন।
আনপ্রেডিক্টেবল, নন-স্টপ একশন নিয়ে উত্তেজনাময় একটা মুভি দেখলাম অনেক দিন পর! জেমস গান এই টাইপের মুভি বানাতে আসলেই সেরা! কি বানাইছে রে ভাই! পর্দা থেকে চোখ সরাতে পারবেন না! মার্গট রবি হার্লে কুইন চরিত্রে অসাধারণ ছিল! ইদ্রিস অ্যালবা আর জন সিনা নিয়ে আমি আলাদা কিছু বলব না, স্পয়লার হয়ে যাবে। মুভি দেখতে গিয়ে নিজেই বুঝবেন! পিস মেকার নিয়ে জেমস গানের ওয়েব সিরিজ আসতেছে এইচবিও ম্যাক্সে। আমার তো আর তোর সইছে না!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ যে নাটক দেখলাম
মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত আর আনিসুল হক রচিত হিট ধারাবাহিক নাটক “সিক্সটি নাইন” আবার দেখলাম ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ধারাবাহিকটি ১০০ পর্বের। বেশকয়েকদিন ধরেই এটি দেখছিলাম আমি আর আমার বউ মিলে। দেখতে দেখতে ভাবছিলাম আগের নাটক কি ভালো ছিল। আমার বউ বলছিলো যে আগের নাটকগুলো পুরো পরিবার নিয়ে দেখার মতো ছিল আসলেই! আর এই নাটকগুলোতে চরিত্রের বৈচিত্র্য ছিল, ছিল কাহিনিতেও বৈচিত্র্য। দেখে মজা লাগত। যা এখনকার নাটকে তেমন করে পাওয়া যায় না।
চরকিতে সাবস্ক্রিপশন না থাকলে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে ফ্রি দেখতে পারেন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ যে ওয়েব সিরিজ দেখছি
ডিসির আরেকটা টিভি সিরিজ ফিরে আসছে। তবে টিভিতে না, এইচবিও ম্যাক্সে। টাইটাইনস সিজন থ্রি! আগের দুই সিজন নিয়ে ফ্যানদের অনেক হতাশা ছিল। তাই এই সিজনে রাইটার আর প্রোডোসাররা ফ্যানদের হতাশ করার কোন সুযোগ রাখে নি। ডাইরেক্ট একশন আর গল্পে চলে গেছে।
এই সিজন শুরু হয়েছে ব্যাটম্যান কমিকসের রেডহুড এর কাহিনি নিয়ে। আমরা এর আগে এনিমেশনে এই কাহিনি দেখলেও লাইভ একশনে এই কাহিনি প্রথম এই টাইটাইন সিরিজে চিত্রায়িত করা হয়েছে। আমি স্পয়লার দিতে চাই না, তবে প্রথমেই তিনটা এপিসোড তারা ছেড়েছে। আপনি প্রথম এপি দেখা শুরু করলে বাকি দুইটা না দেখে উঠতে পারবেন না!
♣ ইউটিউব থেকে
◘ ডিসির নতুন এনিমেশন মুভি – ডিসি ইনজাস্টিস মুভি – বিহাইন্ড দ্যা সিন এন্ড ক্লিপস
◘ ক্যালিক্স ওএস- এন্ড্রয়েডের নতুন কম্পিটেটর?
◘ স্ট্র্যাঞ্জার থিংগস ফোরের নতুন প্রিভিউ চলে এসেছে!
◘ ভেনম টু এর নতুন ট্রেইলার কি দেখেছেন? কার্নেজ ইজ হেয়ার!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ ক্রিয়েটর এলি মিলস তাঁর নিজের শর্ট ফিল্মের জন্য ফান্ড-রেইজার শুরু করেছে।
◘ ক্রিয়েটর করিনা কফ অনলিফ্যানস থেকে আয় ৪.২ মিলিয়ন আয়!
◘ অন্যসব সাইট স্টোরিজ ফিচার স্ন্যাপচ্যাট থেকে কপি করে ফেলার পর এখন টিকটকও ভ্যানিশিং স্টোরিজ ফিচার আনছে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের গান
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর লেখা একটা অসাধারণ গান হচ্ছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। আমার এখন পর্যন্ত অরিজিনালটা ছাড়া অন্য কারোটা ভালো লাগে নি। তবে চমক হাসানের এই কাভারটা আমার ভালো লেগেছে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের ছবি
![]() |
ছবি- জেএমবি আকাশ |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের উক্তি
আপনি যদি চিন্তা করতে পারেন, বলতে পারেন ও লিখতে পারেন; তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এখন থেকে প্রতি রবিবার নিশনামা ডাইজেস্টের নতুন ইস্যু আসবে, ইনশা আল্লাহ! ইস্যু ১১ কেমন লাগলো কমেন্টে জানাবেন।
– নিশাত শাহরিয়ার
আগের ইস্যু পড়ুন এখানেঃ
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০১
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০২
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৩
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৪
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৫
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৬
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৭
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৮
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৯
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১০
আমাকে ফলো করতে পারেনঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- অভিনন্দন লায়োনেল মেসি, কিশোয়ার ও রেহানা মরিয়ম নূর | নিশনামা ডাইজেস্ট ০৭
- চরকি ওয়েব সিরিজ রিভিউঃ মরীচিকা | শিহাব শাহীন, আফরান নিশো, সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান
- কুরবানী নিয়ে যাদের চুলকানি, অসুস্থ জেনারেশন? আমাদের মব ট্রায়াল, ঈদের নাটক | নিশনামা ডাইজেস্ট ০৮
- ক্রিয়েটর ইকোনমি বা প্যাশন ইকোনমি ১ পর্ব | নিশনামা ডাইজেস্ট ০৯
- ৫২ পুড়ে যাওয়া লাশ, মিডিয়া ও আমরা | নিশনামা ডাইজেস্ট ১০
- আফগান, রন্ধনকলা ১০১, সুইসাইড স্কোয়াড ও ৬৯ | নিশনামা ডাইজেস্ট ১১
- সম্পর্ক, নেটওয়ার্কের বাইরে, আমার পৃথিবী ও লিজেন্ডস | নিশনামা ডাইজেস্ট ১২
- আমাদের অনলাইন হিপোক্রেসি, কেইইসি ও নিও | নিশনামা ডাইজেস্ট ১৩
- ফেসবুকে ঘরবাড়ি, ঠিক-বেঠিক মার্কেটিং, ফটোগ্রাফীর অ আ ক খ ও ম্যাট্রিক্স! | নিশনামা ডাইজেস্ট ১৪
- সাম্প্রদায়িকতার বিষ, মহাকাশে আবার মানুষ পাঠাল স্পেসএক্স ও ডেক্সটার ইজ ব্যাক! | নিশনামা ডাইজেস্ট ১৫
- সৌন্দর্য্যের গর্ব, অর্ণব ও হিট-মাংকি! | নিশনামা ডাইজেস্ট ১৬
- ফেসবুক হুইসেলব্লোয়ার, ফেসবুকের সার্ভিস ডাউন ও বিশ্বব্যাপী তার প্রভাব | নিশনামা ডাইজেস্ট ১৭
- আমাদের ধর্মানুভূতি ও তার পরিণতি, প্যান্ডোরা পেপার্স, বাংলাদেশে এডটেকের উত্থান ও স্কুইড গেইম | নিশনামা ডাইজেস্ট ১৮
- ফেসবুকের রিব্র্যান্ডিং, ট্রিলিওনিয়ার ইলন মাস্ক ও পিয়াসী মন | নিশনামা ডাইজেস্ট ১৯
- ত্রিপুরায় মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলা এবং আমাদের মিডিয়া ও সুশীল সমাজের নীরবতা | নিশনামা ডাইজেস্ট ২০
- ইলন মাস্কের প্রানশক্তি, হাজার কোটি টাকার Wow Momo, আমাদের রকমারি ও মরবিয়াস | নিশনামা ডাইজেস্ট ২১
- ক্রিপ্টোকারেন্সির সহজলভ্যতার পথে বড় বাধা, ব্যাড বয় উইল স্মিথ ও এমেজিং ব্রুনো মার্স | নিশনামা ডাইজেস্ট ২২
- ফিনান্সশিয়াল ফ্ল্যাশ মব, Constitution DAO, ওয়েব 3.0 ও বার্সেলোনা | নিশনামা ডাইজেস্ট ২৩
- লেখকদের সম্মানী প্রদানের মানসিকতা, নাসার নতুন মিশন ও রিয়েল লাইফ স্কুইড গেইম! | নিশনামা ডাইজেস্ট ২৪
- টেসলা সাইবারকোয়াড, আর্ট মার্কেট, জ্যাক ডরসি ও সুপারহিরো টিভিশো | নিশনামা ডাইজেস্ট ২৫