বিগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফান্ডিং, স্ট্রিমার রেসিং ইভেন্ট ও লেক্স লুথার! | নিশনামা ডাইজেস্ট ৬১
নিশনামা ডাইজেস্টের ৬১ তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- তবে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেনসের রেভিউলিউশন শুরু হল?
- ইলন মাস্কের পারফিউম
- এআই রাইটার জেসপার, এআই ইমেজ টুল স্ট্যাবিলিটি এআইয়ের ভ্যালুয়েশন
- ড্রিম ফেইস রিভিল
- ইউটুবার রেসিং ইভেন্ট
- ডিসির নতুন লেক্স লুথার!
- সাকসেস এর মানে কি?
গত ২ মাসে আমি নিশনামায় লেখলেখিতে একটু বিরতিতে আছি। প্রথমবার বাবা হয়েছি, তাও মেয়ের বাবা তাই মেয়ে নিয়েই ব্যস্ত আছি। এই পোষ্টটা অক্টোবরে দেওয়ার কথা থাকলেও বছর চলে যাওয়ার আগে দিয়ে দিচ্ছি। ইনশা আল্লাহ, নতুন বছর থেকে নিয়মিত লেখালেখি শুরু করব।
তাহলে এই বছরের শেষ নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬১ শুরু করা যাক!
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ এই টুইটের সাথে আমি একমত। এআই যেভাবে ইভলব হচ্ছে তাতে এরকম কিছু খুব শীঘ্রই চলে আসবে। রিপিটেড টাস্ক গুলো এআইগুলো অটোমডেট করে ফেলবে। আমি নিজে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তাই নিজে এই জিনিসটা দেখছি।
আগামীর দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অটোমেশনের দিন।
♣ টেক
◘ ইলন মাস্কের নতুন ভেঞ্চার – “বার্নট হেয়ার” নামের পারফিউম! নেটে ছাড়ার কিছু ঘণ্টার মাঝে ৩০ হাজার বোতল এক নিমিষেই শেষ! এই লোক সেলিং জিনিসটা সেই রকম করতে পারে!
◘ এআই রাইটার টুল “জেসপার” – আগে যেটা জার্ভিস নামে পরিচিত ছিলো, সেই কোম্পানি সম্প্রতি ১২৫ মিলিয়নের সিরিজ এ ফান্ডিং তুলেছে ১.৫ বিলিয়ন ভ্যালুয়েশনে।
জেসপারের গ্রোথ অবাক করার মতো। বিলিয়ন ডলারে আসতে তাদের মাত্র লেগেছে ১৮ মাস! মাত্র, ১৮ মাস! এটা একটা রেকর্ড!
জেসপারের সিইও এর এই টুইট থ্রেডটা থেকে জেসপারের উত্থান সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে।
◘ আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি স্ট্যাবিলিটি এআই, যারা স্ট্যাবল ডিফিউশন নামের ওপেনসোর্স ইমেজ টুল দিয়ে টেক ইন্ডাস্ট্রি মুটামুটি কাঁপায় দিছে!
তারাও প্রায় ১০১ মিলিয়ন ডলার তুলেছে প্রায় ১ বিলিয়ন ভ্যালুয়েশনে!
এই কোম্পানির ফাউন্ডার আবার একজন বাংলেদেশী। এই ফিল্ডে একজন বাংলাদেশী আগায় যাচ্ছে দেখে খুব ভালো লাগছে!
স্যটাবিলিটি এআই টেক ক্রিয়েটিভ স্পেসে নিজেকে নাম্বার ওয়ান হয়ে উঠছে!
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ কিছুদিন আগে মাইনক্রাফট কন্টেন্ট ক্রিয়েটর ড্রিম তার নিজের ফেইস রিভিল করলো, সেই লাইভ প্রায় ১.৫ মিলিয়ন মানুষ দেখেছে।
এটাকেই বলে পাওয়ার অফ এ ক্রিয়েটর!
ক্রিয়েটর নিউজ নিয়ে আরোঃ
◘ ফ্রেঞ্চ ইউটিউবার স্কুইজি ২২ জন স্ট্রিমার নিয়ে এফ ফোর কারের একটা রেসিং ইভেন্ট আয়োজন করে কিছুদিন আগে। সেই ইভেন্টে প্রায় ৪০ হাজার মানুষ অফলাইনে এটেন্ড করে! আর প্রায় ১ মিলিয়ন মানুষ এক সাথে টুইচে লাইভ সেই ইভেন্ট উপভোগ করে!
ভাবা যায়, একজন ইউটুবারের ইভেন্ট!
◘ ড্রিম ফ্রেইস রিভিল করার পর অনেক বেশি ভাইরাল হয়। টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করে, আর তার সাথে নিউজ তো আছেই!
একই সাথে আসে, ড্রিমের বিরুদ্ধে কিছু এলিগেশন – গ্রুমিং এর।
ভাইরাল হলে যা হয় আর কি!
এই নিয়ে বিস্তারিত ও অন্যান্য ক্রিয়েটর ইকোনমি নিউজঃ
◘ টিকটকের নতুন এডিটিং ফিচার নিয়ে আসছে, যা দিয়ে খুব সহজেই ভিডিও এডিট করা যায়!
◘ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন একটা ফিচার নিয়ে আসছে। যার মাধ্যমে সহজেই নিজের ইউটিউব চ্যানেলের জন্য হ্যান্ডেল ক্রিয়েট করতে পারবেন। যেমন টুইটারের @ ইউজার নেমের মতো হবে জিনিসটা।
◘ ক্রিয়েটর ইকোনমি নিয়ে যে ইউটিউবারদের আমি ফলো করি – “কলিন ও সামির” তাদের মধ্যে অন্যতম! আমি অন্যে আগ থেকেই তাদের ভিডিও দেখে আসছি!
সম্প্রতি তারা ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করলো। তাদের থেকে উৎসাহ পেয়েই আমার এই ব্লগে লেখালেখি করা আর ক্রিয়েটর ইকোনমি নিয়ে লেখালেখি করা।
♣ পপ-কালচার
◘ ডিসির নতুন লেক্স লুথার চলে এলেন, Titus Welliver নাম তার। সম্প্রতি ডিসির টিন টাইটান সিরিজে নিজেকে লেক্স লুথার নিয়ে হিসেবে নিয়ে আসছেন তিনি।
এর আগে তিনি The Mandolorian, Suits, The son of anarchy, White collar TV series & Promised land, Transformer 4, The Town, twisted, Blonde movies এ কাজ করেছেন।
◘ ভাইরে ভাই, ক্রিডের নতুন ট্রেইলার দেখে তো আমার লোম খাড়া হয়ে গেছে। মাইকেল বি জর্দান আর জোনাথন মেজরস এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বড় পর্দায়!
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ পুরনো একটা পাঞ্জাবী গান খুব শুনছি। আপনারা এই গানটা হয়তো শাহরুখ খানের মুভিতে শুনেছেন, কিন্তু এটা হচ্ছে আসল ভার্সন।
রাবি শেরগিলের “বুলা কি জানা ম্যায় কউন”।
♣ এ সপ্তাহের ছবি
◘ এই ছবি দেখে তো আমার মাথা ঘুরাইতেছে। দেখেন তো চিনেন কিনা! ছবির মধ্যে আপনি কারে কারে খুঁজে পান! ছবিটি স্ট্যাবল ডিফিউশন দিয়ে বানানো।
♣ এই সপ্তাহের উক্তি
◘ “সাকসেস হচ্ছে একরকম সার্টেইন টাইপের মানুষ হওয়ার স্বপ্ন দেখা এবং সেই মানুষটা হওয়া। টাকাপয়সার এর সাথে কোন সম্পর্ক নাই!”
এই বছরের শেষ “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু কেমন লাগলো কমেন্টে জানাবেন। আগামী বছর থেকে প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু লেখার ট্রাই করে যাব। আর কিছু প্ল্যান আছে। দেখি সব ব্যস্ততা কাটিয়ে কিভাবে আবার লেখালেখিতে নিয়মিত হতে পারি।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ