নিশনামা ডাইজেস্ট ৮৩

ট্রাস্ট ইউর গাঁট, থাইল্যান্ড কেনো এত জনপ্রিয় ও জেরার্ড বাটলার | নিশনামা ডাইজেস্ট ৮৩

আসসালামু আলাইকুম!

টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৮৩তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।

প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।

আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!

এই ইস্যুতে যা আছেঃ

  • নিজের প্রতি শ্রদ্ধা ও আত্মসম্মান
  • আসলে, সবকিছুই এক একটি ‘র‍্যাপার’ (Wrapper)
  • দিনে ১০,০০০ কদম হাঁটা কি সত্যিই প্রয়োজন?
  • জেরার্ড বাটলারের অপ্রতিরোধ্য ও অবিশ্বাস্য ক্যারিয়ার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ড কেনো এত জনপ্রিয়?
  • সবকিছুর নেপথ্যে থাকা সেই রহস্যময় বিলিয়নেয়ার
  • ট্রাস্ট ইউর গাঁট 
  • সবাই আপনার মনোযোগ দখল করতে চায়

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৮৩!

নিশনামা ডাইজেস্ট ইস্যু ৮৩ নিশাত শাহরিয়ার
Photo by Katie Mukhina on Unsplash

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।

সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”


♣ এই সপ্তাহের ভাবনা

◘ সবার কাছে অনেক বেশি পছন্দনীয় হয়ে ওঠার তিনটি সহজ উপায়:

১. কোনো কিছু নিয়েই কখনো অভিযোগ করবেন না।

২. আপনার বর্তমান পরিস্থিতির জন্য অন্য কাউকে বা পারিপার্শ্বিক অবস্থাকে দোষারোপ করা বন্ধ করুন।

৩. কখনো কারো সমালোচনা করবেন না—বিশেষ করে কারো অনুপস্থিতিতে অন্যদের কাছে তাঁর নিন্দা করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

আপনি লক্ষ্য করবেন যে, নিজের প্রতি শ্রদ্ধা বা আত্মসম্মানবোধ মূলত এই তিনটি অভ্যাস থেকেই তৈরি হয়। আর এই গুণগুলো যে কেবল আপনাকে মানুষের কাছে প্রিয় করে তুলবে তা-ই নয়, এগুলো আপনার ব্যক্তিত্বকেও এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।


♣ টেকনোলজি

◘ আসলে, সবকিছুই এক একটি ‘র‍্যাপার’ (Wrapper)

Actually, everything is a wrapper… // Varun Maya

অনেকে ভুলবশত মনে করেন যে ‘র‍্যাপার’ (অর্থাৎ বিদ্যমান কোনো টেকনোলজি বা টুলের ওপর ভিত্তি করে তৈরি করা নতুন কিছু) হয়তো খুব একটা মূল্যবান নয়। আমাদের গতানুগতিক শিক্ষাব্যবস্থার কারণেই মূলত এই ধরনের চিন্তাভাবনা তৈরি হয়, যা প্রযুক্তি এবং ব্যবসার বাস্তব জগতের আসল চিত্র আমাদের কাছে পরিষ্কার করে না।

এই ভিডিওটি মূলত সেই ভুল মানসিকতা শুধরে দেওয়ার জন্যই তৈরি। এখানে আমরা বিস্তারিত জানব র‍্যাপার আসলে কী, এগুলোর উপকারিতা এবং কেন এগুলো প্রকৃত উদ্ভাবনের ক্ষেত্রে একটি বড় চালিকাশক্তি। এছাড়া, আর জানব এই ভুল ধারণার জন্ম কোথা থেকে, কীভাবে এই চিন্তা থেকে বেরিয়ে আসা যায় এবং এআই-পরবর্তী (post-AI) বিশ্বে সত্যিকার অর্থে সফল হতে আপনার কী কী মূল দক্ষতা প্রয়োজন।


♣ ক্রিয়েটর ইকোনমি

আপনার কি সত্যিই দিনে ১০,০০০ কদম হাঁটা প্রয়োজন?

Do you really need to take 10,000 steps a day? // Ted-ED

জঁ বেলিভাউ (Jean Béliveau) বছরের পর বছর এক দেশ থেকে অন্য দেশে পায়ে হেঁটে কাটিয়েছেন, কারণ তাঁর স্বপ্ন ছিল পুরো পৃথিবী হেঁটে পাড়ি দেওয়া! যদিও এটি একটি বিশাল এবং দুঃসাহসিক কাজ, তবে বিভিন্ন গবেষণায় বারবার দেখা গেছে যে—প্রতিদিনের হাঁটার পরিমাণ সামান্য একটু বাড়ালেও আমাদের স্বাস্থ্যের অভাবনীয় উন্নতি হতে পারে। 

তাই এই ভিডিওতে শ্যানন ওডেল একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজেছেন: আপনি যখন হাঁটার পরিমাণ বাড়িয়ে দেন, তখন আপনার শরীরের ভেতর আসলে ঠিক কী কী ঘটে?


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ পর্যটকদের কাছে থাইল্যান্ড কেনো এত জনপ্রিয়?

What’s Really Going On in Thailand | AB Explained // Asian Boss

থাইল্যান্ড বিশ্বজুড়ে পরিচিত মূলত তার সমুদ্রসৈকত ও মন্দিরের জন্য, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল, প্রায় গোপন অর্থনৈতিক কাঠামো। ‘এশিয়ান বস’ (ASIAN BOSS)-এর এই ভিডিও থেকে জানা যায়, কীভাবে দেশটি তাদের ৫০ বিলিয়ন ডলারের পর্যটন সাম্রাজ্য গড়ে তুলেছে। এই বিশ্লেষণ একইসাথে এমন কিছু চমকপ্রদ সমান্তরাল শিল্পের রহস্য উন্মোচন করেছে যা দেশটির অর্থনীতিকে নীরবে সচল রাখছে। 

ক্রিপ্টোকারেন্সি-নির্ভর রিয়েল এস্টেট থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড পর্যটন নেটওয়ার্ক পর্যন্ত, এসবের মাধ্যমে থাইল্যান্ডের এমন এক অদেখা অর্থনৈতিক রূপের সন্ধান মেলে, যা সাধারণত আলোচনার বাইরেই থেকে যায়।


♣ পপ-কালচার

◘ জেরার্ড বাটলারের ক্যারিয়ার

Gerard Butler’s Gravity-Defying Career // Hollywood Lore

বহুমুখী প্রতিভার অধিকারী স্কটিশ অভিনেতা জেরার্ড বাটলার তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ‘৩০০’ (300) সিনেমায় রাজা লিওনিডাস চরিত্রে তাঁর শক্তিশালী অভিনয় এবং সেই আইকনিক ও অবিস্মরণীয় সংলাপ, “দিস ইজ স্পার্টা!” তাঁকে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে।

বাটলার তাঁর অভিনয়ের বৈচিত্র্য বারবার প্রমাণ করেছেন। ‘দ্য ফ্যান্টম অফ দ্য অপেরা’-র রহস্যময় চরিত্র থেকে শুরু করে ‘পি.এস. আই লাভ ইউ’ (P.S. I Love You) কিংবা ‘দ্য আগলি ট্রুথ’-এর মতো রোমান্টিক কমেডির সেই চিরচেনা মনকাড়া নায়ক, সব রূপেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। এছাড়া ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ এবং এর সিক্যুয়েলগুলোতে দুর্ধর্ষ সিক্রেট সার্ভিস এজেন্ট মাইক ব্যানিং হিসেবে তিনি নিজেকে একজন পোক্ত অ্যাকশন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় হলো তাঁর ‘ল অ্যাবাইডিং সিটিজেন’ (Law Abiding Citizen) সিনেমাটি, যেখানে তিনি এক প্রতিশোধপরায়ণ তুখোড় মাস্টারমাইন্ডের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ‘জিওস্টর্ম’ বা ‘গ্রিনল্যান্ড’-এর মতো মহাপ্রলয়ের সিনেমাগুলোতেও তিনি ভয়ংকর সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে দর্শকদের টানটান উত্তেজনা উপহার দিয়েছেন। এই ভিডিওতে জেরার্ড বাটলারের বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমাগুলোই তুলে ধরা হয়েছে।


♣ ব্যবসা

◘ দ্য বিলিয়নেয়ার বিহাইন্ড ইট অল: ল্যারি এলিসন, ওরাকল এবং টেক জায়ান্টের বিবর্তন

The Billionaire Behind Everything // NewsThink

ল্যারি এলিসন একজন অত্যন্ত প্রভাবশালী বিলিয়নেয়ার, যিনি প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও সবকিছুর নেপথ্যে থাকেন। একসময় মাইক্রোসফটের পিসি-কেন্দ্রিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো থেকে শুরু করে আজকের এআই বিপ্লব এবং ক্লাউড কম্পিউটিং, সব ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে তাঁর দূরদর্শী চিন্তাভাবনা।

তাঁর হাত ধরেই ওরাকল (Oracle) বর্তমানে একটি শক্তিশালী এআই সাম্রাজ্যের অগ্রভাগে। অনেকের কাছেই অজানা যে, যুক্তরাষ্ট্রে টিকটক (TikTok)-এর নতুন চুক্তির নেপথ্যেও কিন্তু তিনিই রয়েছেন! এই বিষয়টি ভিডিওতে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

আমার প্রিয় ব্রুনো মার্স এর নতুন গান এসেছে, আর কি লাগে! 

 Bruno Mars – I Just Might [Official Music Video] 

♣ এ সপ্তাহের ছবি

Trust Your Gut, Ascendingstorm, Digital Painting, 2020


♣ এই সপ্তাহের উক্তি

আপনার ফোনটি একটি পরিকল্পিত ‘ক্যাসিনো’র মতো, যা আপনার মূল্যবান সময় লুটে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

আজকের দুনিয়ায় সবাই মরিয়া হয়ে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছে। কারণ, মানুষের মনোযোগ যার দখলে, পৃথিবী জয়ের মূল চাবিকাঠিও আসলে তারই হাতে।


যাওয়ার আগে…

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!

শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।

প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.