ইন্ট্রোভার্ট লিডারশীপ, ফ্যামিলি ম্যান সুপারম্যান, ফ্রি প্যালেস্টাইন | নিশনামা ডাইজেস্ট ০১

নিশনামা ডাইজেস্ট ইস্যু ০১ এ স্বাগতম। 

এই ডাইজেস্ট মূলত আমার ইংলিশ নিউজলেটারের বাংলা রূপ। এখন পর্যন্ত আমার ইংলিশ নিউজলেটারের দুইটা ইস্যু গিয়েছে। তাই আমার সেই দুইটা ইস্যু থেকেই কন্টেন্ট এখানে বাংলায় দিচ্ছি। সাথে আরো কিছু বাংলা কন্টেন্ট যুক্ত করছি যা এই ইস্যুর সাথে যায়। 

নিশনামা ডাইজেস্টের প্রথম ইস্যুটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। 

নিশনামা ডাইজেস্ট
Photo by h heyerlein on Unsplash

কেন আমি ইংরেজি নিউজলেটার চালু করলাম?এই “নিশনামা ডাইজেস্ট” কি?

প্রথমত, আমি নিউজলেটারের অনেক বড় ফ্যান। আমি জেনুইনলি হাসল, মর্নিং ব্রু এর মতো বেশকিছু নিউজলেটার ফলো করি। আমি এই ফরম্যাটটা পছন্দ করি। নতুন নতুন মানুষদের সাথে সরাসরি যুক্ত হওয়া যায় একদম কোন রাখডাক ছাড়াই। 

আমি এমনিতেই নতুন নতুন মানুষদের সাথে মিশতে পছন্দ করি, পছন্দ করি নতুন আইডিয়া সম্পর্কে জানতে আর নতুন কোন কিছু শিখতে। আমার বিশ্বাস নিউজলেটার (বা নিশনামা ডাইজেস্ট পোস্ট গুলা) আমার জন্য একটা ডাইরেক্ট রাস্তা হতে পারে আমার মতো চিন্তাধারার মানুষদের সাথে পরিচিত হওয়ার যাদের সাথে আমি ঘন্টার পর ঘন্টা যেকোন জিনিস নিয়ে আড্ডা দিতে পারব। আমার চিন্তাটা বুঝতে পারছেন নিশ্চয় এখন? 

দ্বিতীয়ত, আমি আমার জীবনটাকে ডকুমেন্ট আকারে লিপিবদ্ধ করতে চাই। একদম সঠিক করে বলতে গেলে বলতে হয়, আমার চিন্তাভাবনা গুলো। আমি নিজেকে একজন লেখক এবং ডিজিটাল মার্কেটার হিসেবেই দেখি। গত ১০ বছর ধরে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছি। সম্প্রতি আমি সিলেটের একটা সুপরিচিত আইড়ি কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে যোগ দিয়েছি। অথল্যাব, যা ডব্লিউপি ম্যানেজ নিনজা ব্র্যান্ডটা চালায়। এখানে আমাদের মার্কেটিং টিমের সাথে আমি আমাদের তৈরি ওয়ার্ডপ্রেস প্লাগিন ও থিমের মার্কেটিং ও প্রমোশনের কাজ করি। যেটা এখন আমার ফুলতাইম কাজ। আমার এই ডিজিটাল মার্কেটিং এর কাজই আমি আমার ইংলিশ নিউজলেটারের মাধ্যমে ডকুমেন্টশন করব (আর বাংলায় এই সাইটে লিখব) যাতে অন্য কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে শেখার ইচ্ছা থাকে তাহলে সে এখান থেকে অনুপ্রানিত হয়। আমার একটা পডকাস্ট করার ইচ্ছা আছে (অনেক আগে শুরু করেছিলাম কিন্তু পরে আর ধারাবাহিকতা রাখতে পারি নাই)। এটা নিয়ে আরেকদিন বিস্তারিত আলাপ হবে। 

এইসব নিয়ে বিস্তারিত একটা পোষ্ট লিখতে পারি পরে। এখন এই নিশনামা ডাইজেস্ট চালুর পেছনে আমার চিন্তাভাবনাটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন নিশনামা ডাইজেস্ট মুলত কি আর এখানে আপনার কি কন্টেন্ট পাবেন। 

 WPManageNinja কি? 

আপনার হয়তো এখন জানার ইচ্ছা জেগেছে যে, ডব্লিউ ম্যানেজ নিনজা জিনিসটা কি? এটা একটা জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা অথল্যাব কোম্পানির আন্ডারে। আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য ভালো ভালো প্লাগিন ও থিম বানানো। আমাদের বেশ কিছু হিট প্লাগিন আছে। যেমন- নিনজা টেবিলস, ফ্লুয়েন্ট ফর্মস, ফ্লুয়েন্ট সি আর এম ইত্যাদি। আমাদের প্রায় ৪৫ জন টিম মেম্বার এই প্রোডাক্টগুলোর ডেভেলপমেন্ট, সাপোর্ট আর মার্কেটিং এ কাজ করে যাচ্ছে। আমি বর্তমানে কাজ করছি নিনজা টেবিলস প্লাগ-ইনে। এটা একটা ওয়ার্ডপ্রেস টেবিল বিল্ডার প্লাগ-ইন, যেটি ব্যবহার করে সহজেই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে যেকোন তথ্য টেবিল ফরম্যাটে সুন্দরভাবে সাজিয়ে দেখানো যায়। বর্তমানে প্রায় ৬০ হাজারের উপর ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী প্লাগ-ইনটি ব্যবহার করছে। 

আমার কাজ সম্পর্কে ধারনা দেওয়ার জন্য সহজ কথায় বলি- আমি এই প্লাগ-ইনটির প্রমোশন, মার্কেটিং এর দায়িত্বে আছি।

ইন্ট্রোভার্টরা কি ভালো লিডার হতে পারে? 

যুগ যুগ ধরে আমরা এটা শুনে আসছি যে, ইন্ট্রোভার্টরা বিজনেস লিডার হিসেবে ভালো না, যোগ্য না। কিন্তু এটি অনেক ক্ষেত্রে মিথ্যা একটা ধারনা। ১৯২০ সালে Carl Jung প্রথম ইন্ট্রোভার্ট ধারণাটি আনতে গিয়ে বলেন, ইন্ট্রোভাট তাঁরাই যারা একাকি সময় থেকে নিজেদের শক্তি পায়, সামাজিকতা থেকে না। 

introvert leaders
Photo by the Hustle

 

ইন্ট্রোভাটরা ভালো লিডার হয় না, এই মিথটাকে ফ্যাক্টস দিয়ে মিথ্যা প্রমাণ করেছে হাসল তাদের এই সার্ভে আর্টিকেলটা দিয়ে। ইন্ট্রোভাটদের নিয়ে চলা অনেক গুলা মিথ তারা এই পোস্টে ব্যবচ্ছেদ করেছে। ইন্টারেস্টেড হলে পড়তে পারেন।

ব্যাটম্যান – দ্যা লং হ্যালোউন

আমি ডিসি কমিকসের এনিমেশনের অনেক বড় ফ্যান। তাদের এনিমেশন ইউনিভার্সের প্রায় প্রত্যেকটা মুভিই আমার দেখা! সম্প্রতি ব্যাটম্যান এর নতুন একটা মুভি আনতে যাচ্ছে তারা। নাম- ব্যাটম্যান দ্যা লং হ্যালোউন। 

 

এই বছরগুলা আমার মতো ব্যাটম্যান ডাই-হার্ড ফ্যানদের জন্য অনেক ভালো যাচ্ছে। প্রথমে জ্যাক সিন্ডারের জাস্টিস লীগ সিন্ডারকাট, এরপর ফ্ল্যাশ মুভিতে মাইকেল কিটন ও বেন এফ্লেককে একই সাথে ব্যাটম্যান হিসেবে পাওয়া, ওইদিকে ম্যাট রিভস ও রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যান, যার সাথে আবার গোথাম পিডি নিয়ে নতুন টিভি সিরিজ আসতেছে। এখন আবার শুনতেছি ম্যাত রিভস ডিসির এনিমেশন লিজেন্ড ব্রুস টিমের সাথে এক হয়ে নতুন আরেকটা ব্যাটম্যান দ্যা এনিমেটেড সিরিজ আনতে যাচ্ছেন! সব কিছু মিলিয়ে ব্যাটম্যান ফ্যানদের জন্য উলালালা! 

ইন্টারেস্টিং লিংকসঃ

 

 

ফিলিস্তিনি-হামাস-গাজা- ইজরায়েল নিয়ে অবশ্যপাঠ্যঃ 

রাজান আল নাজ্জা

 

 

 এ সপ্তাহের ছবিঃ 

নাগাসাকি বোম্বিং এ বেঁচে যাওয়া একজন মহিলা

১৯৪৫ সালের নাগাসাকি বোম্বিং এ বেঁচে যাওয়া একজন মহিলা

এ সপ্তাহে যা দেখলামঃ

“সুপারম্যান এন্ড লোইস” 

 

সুপারম্যান নিয়ে এখন পর্যন্ত যত মুভি, টিভি সিরিজ বের হয়েছে সবগুলোতে আমরা সুপারম্যানের বেড়ে উঠা, স্কুল জীবন, ডেইলি প্ল্যানেটে তার কর্ম জীবন দেখে এসেছি। যেমন- ক্রিস্টোফার রিভসের সুপার ম্যান ফিল্ম সিরিজ, লুইস ও ক্লার্কঃ দ্যা নিউ এডভেঞ্চার অফ সুপারম্যান, ক্লার্ক ক্লেন্টের স্কুল লাইফ নিয়ে স্মলভিল টিভি সিরিজ। কিন্তু পর্দায় আমরা কখনো সুপারম্যান বা ক্লার্ক কেটের সংসার জীবন দেখিনি। “সুপারম্যান এন্ড লোইস” সিরিজ বলতে গেলে শুধু এটা নিয়েই! এই প্রথম কোন টিভি সিরিজে সুপারম্যানকে ক্লার্ক কেন্ট পিতা হিসেবে তার স্ট্রাগল, একই সাথে সুপারম্যান হিসেবে তার পৃথিবী বাঁচানোর দায়িত্ব এই দুইয়ের চমৎকার কম্বিনেশন দেখা যাবে। এটি সি ডবলিউ এর অন্যান্য শো থেকে আলাদা। এটার স্টোরিলাইন অনেক ভালো, কাস্টিং একদম পারফেক্ট, ভিজ্যুয়াল আর সিনোমাটগ্রাফি অসাধারণ। আপনি যদি জ্যাক সিন্ডারের ‘ম্যান অফ স্টিল’ সুপারম্যানের ফ্যান হয়ে থাকেন তাহলে এই সিরিজটি আপনার কাছে ভাল লাগবে। বর্তমানে এটির প্রথম সিজনের এপিসোড ৮ চলছে। দেখতে পারেন।  

এই সপ্তাহে দুটি একশন মুভি দেখা হলো। আমি একশন মুভির ফ্যান। আপনার যদি আমার মতো একশন মুভি দেখতে ভালো লাগে তাহলে এই দুটি মুভি আমি হাইলি রিমন্ড করব। 

 

নোবডি (২০২১) – আপনি যদি “বেটার কল সাউল” টিভি সিরিজ দেখে থাকেন তাহলে এই মুভিতে বব অডেনকির্ককে দেখে খানিকটা অবাকই হতে পারেন। মুভিটাতে জন ইউক ফ্লেভার পাবেন তবে এই মুভির ধাঁচ সম্পূর্ন আলাদা। বব এই মুভির রোলের জন্য দুই বছর টানা ট্রেনিং নিয়েছেন। এবং বলতে গেলে এই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আপনার যদি ফাস্ট-ফরোয়ার্ড একশন মুভি ভালো লাগে তাহলে এটি আপনার জন্য পারফেক্ট হবে। 

 

রেথ অফ ম্যান (২০২১) – পুরুষের ক্রোধ কি ভয়ংকর হতে পারে তা নিয়েই এই মুভি। জেসন স্ট্যাটাহম আর গাই রিচির আরেকটা একশন প্যাকড ফিল্ম! জেসন এখানে ‘এইচ’ নামের চরিত্রে, এক টাফ গাই যার সাথে আপনি কখনো ঝামেলায় যেতে চাইবেন না! আপনি যদি রিভেঞ্জ একশন ছবি পছন্দ করেন কাহিনির ধার না ধরে তাহলে এটা আপনার ভালো লাগবে। 

আজকের উক্তিঃ

ভালো বন্ধুত্ব সেটাই, যেখানে একজন আরেকজনের প্রয়োজন হয় না কিন্তু তারা প্রতিনিয়ত একজন আরেকজনের কাছ থেকে শিখছে। 

                            *******  ********  *********  ******  *****  *****

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি। প্রতি শুক্রবার নতুন নতুন ইস্যু লেখার চেষ্টা করে যাব, ইনশা আল্লাহ! ইস্যু ০১ কেমন লাগলো কমেন্টে জানাবেন। 

– নিশাত শাহরিয়ার

আমাকে ফলো করতে পারেনঃ 


পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.