আল বদর বাহিনীর উত্তরসূরি ছাত্র শিবিরের আমল নামা
এই পোস্টটি পড়ার আগে সবাইকে অনুরোধ করব আমার ইনফো একটু পড়ে আসতে । ওকে, পড়ে আসছেন? ঠিক আছে। এখন বলি, এই পোস্ট ছাত্র শিবিরের নানান অপকর্মের একটা আর্কাইভ । শিবির সমর্থকরা তাদের নানান অপকর্মকে এক বাক্যে অস্বীকার করে,যদিও নানান প্রমান আছে তাদের এই সকল কুকর্মের। সে সব প্রমান যাতে দরকারের সময় ব্যাবহার করা যায় তাই…