৫২ পুড়ে যাওয়া লাশ, মিডিয়া ও আমরা | নিশনামা ডাইজেস্ট ১০

নিশনামা ডাইজেস্টের দশম ইস্যুতে স্বাগতম!

নিশনামা ডাইজেস্ট ১০
Photo by Malik Earnest on Unsplash

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣  ৫২ পুড়ে যাওয়া লাশ, মিডিয়া ও আমরা

মাসখানেক আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় ভয়াবহ আগুনে প্রায় ৫২ জন শ্রমিক পুড়ে মারা যান। মনে আছে আপনাদের? 

মনে না থাকারই কথা। 

এই ঘটনায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনের ঘটনায় চেয়ারম্যান-এমডিসহ আট জনকে গ্রেফতার করে পুলিশ। একটি হত্যা মামলাও হয়। কিন্তু কিসের কি? 

মাসখানেকের ব্যবধানে তারা এখন জেলের বাইরে। তাদের কি কিছু হয়েছে? নাহ।

আর যারা পুড়ে মারা গেল তাদের পরিবার কি পেয়েছে জানেন?

কয়েকদিন আগে তাদের পরিবারের কাছে পূড়ে যাওয়া শ্রমিকদের লাশ হস্তান্তর করা হয়েছে। সাথে তাদের পরিবারকে দেওয়া হয়েছে মাথা পিছু লাশ প্রতি ২৫ হাজার টাকা।

আলহামদুলিল্লাহ কোন টিভি চ্যানেলে লাইভ আসে নাই বা নিউজেও তেমন মাতামাতি হয় নি এই খবর নিয়ে কারণ মিডিয়া ও দেশবাসী পরিমনী নিয়া ব্যস্ত ছিল। 

ছবি- আশরাফুল আলম, প্রথম আলো

প্রথম আলোর নিউজ থেকে

“গত ৮ জুলাই হাসেম ফুডসের ওই কারখানায় আগুনে নিহত হন ৫২ জন। ৩ জনের লাশ তখনই শনাক্ত হয়। বাকিদের মরদেহ এতটাই পুড়ে ছিল, সেগুলো দেখে চেনার উপায় ছিল না। তাঁদের পরিচয় নিশ্চিত করার জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয়। স্বজনদের নমুনা নিয়ে পরীক্ষা শেষে ৪৫ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার তাঁদের ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়। বাকি ২১ জনের মরদেহ হস্তান্তর করা হবে আগামী শনিবার।”

একটা দেশে একটা ফ্যাক্টরীতে  গেইটে তালা লাগিয়ে ৫২ টা মানুষকে জ্যান্ত পুড়িয়ে দিল! কিন্তু ফ্যাক্টরী মালিক বলেন, বা দায়িত্বে যারা ছিল তাদের কোন কিছুইই হল না। জেনে রাখুন, কিছুই হবে না। 

যে ঘটনা নিয়ে সভ্য দেশে তোলপাড় লেগে যেত, মিডিয়া কাউকে ছেড়ে দিত না, দেশের জনগণ রাজপথ সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করে রাখত সেখানে আমার সোনার দেশে আমরা কি দেখছি?

উত্তরটা আপনি আমি সবাই জানেন!

এই গোল্ডফিস মেমোরির জনগণ ইস্যুর পর ইস্যুতে মজে এখন পরিমণিতে মজেছে। 

৫২ টা লাশও আমাদের মনোজগতে কোন পরিবর্তন আনতে পারে না, না তাদের পরিবারের এই অসহায় আর্তনাদ। 

সেলুকাস! কি বিচিত্র এই বাংলাদেশ!

প্রথম আলো নিউজ থেকে,

“ছোট মেয়ে ফারজানার মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন কিশোরগঞ্জের ঝর্ণা আক্তার। তিনি জানান, তাঁর তিন মেয়ে, এক ছেলে। অভাবের সংসারে ছোট মেয়ে ফারজানা (১৪) ছয়–সাত মাস আগে এই কারখানায় কাজ নেয়। বেতন পেত পাঁচ হাজার টাকা। ফারজানা বেতনের বড় অংশই মায়ের কাছে পাঠিয়ে দিত।

কারখানায় আগুন লাগার পর সেদিন ফারজানা তার মা ঝর্ণা আক্তারকে ফোন দেয়। পাঁচ সেকেন্ডের সেই ফোন কলে ফারজানা শুধু এটুকুই বলতে পেরেছিল, ‘মা, ধোঁয়া, দম নিতে পারছি না।’ এরপর ঝর্ণা আক্তার মেয়ের খোঁজে একবার হাসেম ফুডসের কারখানায় সামনে যান, আরেকবার আসেন ঢাকা মেডিকেলে।”

এই যে মায়ের কষ্টটা, এই মায়ের বুক ফাটা আর্তনাদটা একটু অনুভবের চেষ্টা করেন। আর কিছুই লাগবে না। আমার এই লেখা যারা পড়বেন বা পড়ছেন তাদের আমার কাছে এই একটাই অনুরোধ। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের ভাবনা

আপনার জীবনকে সরল করার অর্থ এই নয় যে সুযোগগুলি হারিয়ে ফেলা।


এর অর্থ নতুন এবং সেরা সুযোগগুলোর জন্য জায়গা খোলা।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স- দাবা খেলা পরিচিতি – Introduction to chess101

বেদুইন ওপেন স্কুল - ফ্রি কোর্স- দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
দাবা খেলা পরিচিতি – Introduction to chess101

আপনি কি  দাবা খেলা শিখতে উৎসাহী? বা শুধুমাত্র খেলার নিয়ম জানেন, কিন্তু তার বাইরে  কিছু জানেন না, এবং শিখতে চান? তাহলে এই কোর্স আপনার জন্য। আপনি একটু পাকা  খেলোয়াড় হলে হয়ত শুরুর দিকের কোর্স গুলো আপনার কাজে আসবে না। একটু  ধৈর্য ধরুন। শেষের দিকের কোর্স গুলোয় আপনার শেখার অনেক কিছু থাকবে। 

কোর্সটি ফ্রি করুন শিক্ষক ডট কম থেকে। 

ফেসবুক মার্কেটিং শিখে আপনার স্বপ্নের ব্যবসাটিকে করে তুলুন আরও অনেক বড় 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন “সম্পূর্ণা”র ৮ম পর্ব দেখুন AG Radio পেইজে।

সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন "সম্পূর্ণা"

প্রতি শুক্রবার সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠান “সম্পূর্ণা” AG Radio তে লাইভে আসছেন আমার সহ-ধর্মিনী আরাধনা রি’আ। দেখতে পারেন লাস্ট শুক্রবারের এপিসোডটি। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ যে ওয়েব সিরিজ দেখব

মজার একটা টিভি সিরিজ আসছে। নাম “Y: The Last Man”. সিরিজটি ডিসি কমিকস থেকে বের হওয়া একটা কমিকস বুক থেকে বানানো হয়েছে। সিরিজটার আইডিয়া আমার ভালো লেগেছে। 

এই সিরিজে দেখা যাবে হটাৎ করে পৃথিবীর সকল পুরুষ এক অজানা রোগে মারা গেছে শুধু একজন পুরুষ ও তার পোষা বানর ছাড়া। সিরিজটাতে এই পোস্ট- এপোক্যালিপ্টিক পৃথিবীতে টিকে থাকা নারীদের তাদের এই পৃথিবীকে বাঁচানোর লড়াই ও নতুন পৃথিবী গড়ে তোলার সংগ্রাম তোলে ধরা হবে। 

সিরিজের ট্রেইলার দেখুন এখানে-

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ যে মুভি দেখলাম

Greenland (2020)

ডিজাস্টার মুভি জনারের প্রতি আমার আলাদা একটা ভালোলাগা আছে। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, মানব প্রজাতি বিলীন হওয়ার মুখে, সেখান থেকে বেঁচে গিয়ে মানুষের নতুন করে পৃথিবী গড়ার সংগ্রাম দেখতে আমার খুব ভালো লাগে। এইজন্য হয়ত ২০১২ মুভিটি আমি প্রায় বিশের উপরে দেখেছি! 

গ্রিনল্যান্ড এমনি একটি ডিজাস্টার জনারের মুভি। এক পরিবারের পৃথিবী ধ্বংস হওয়া থেকে বাঁচার সংগ্রাম। ট্রেইলার দেখলেই বুঝতে পারবেন। এখানে আবার আমার প্রিয় দুই অভিনেতা অভিনেত্রী আছেন। একজন, জেহরাড বাটলার। এনার ল এবাইডিং সিটিজেন যারা দেখছেন বুঝতেই পারছেন কি চিজ ইনি! আরেকজন, মোরেনা বাকরেন। যাকে ফক্স টিভির সিরিজ গথামে যারা দেখছে ফিদা না হয়ে উপায় ছিল না। 

ভালো একটা সময় কাটানোর মত মুভি। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ ইউটিউব থেকে

◘ আমার গত সপ্তাহের নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৯ এ আমি লিখেছিলাম ক্রিয়েটর ইকোনমি নিয়ে। এইটা নিয়ে আমি একটা ধারাবাহিক পর্ব আকারে লিখব বলে ঠিক করেছি। এর পরের পর্ব হবে ইনফ্লুয়েন্সার ইকোনমি নিয়ে। যারা এই সম্পর্কে ধারণা চান তারা এই ভিডিওটি দেখতে পারেন। 

মার্ভেলের “হোয়াট ইফ” স্রিরিজের  প্রথম পর্বের প্রিভিউ

টুইটার তাদের স্টোরি ফিচার “ফ্লিটস” বন্ধ করে দিচ্ছে। কেন?

যেকারণে জেফ বেজোস ইলন মাস্ককে হেইট করে!

রিচার্ড ব্র্যানসন – ক্যাপিটালিজমকে যিনি নিজের স্বপ্ন পূরণে কাজে লাগিয়েছেন!

স্টারলিংক – স্পেস-এক্স এর ফিউচার ইন্টারনেট যা বদলে দিবে আমাদের পৃথিবী

যে কারণে জেফ বেজোসকে পাবলিক দেখতে পারে না

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের গান

চরকি ওটিটি প্ল্যাটফর্মের আপকামিং ছবি “নেটওয়ার্কের বাইরে” নিয়ে আলাদা একটা আগ্রহ কাজ করছে এই গানটি শুনার পর থেকে। গানটা সুন্দর। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের ছবি

১৯৩৮ সালে স্যামসাং প্রথম প্রতিষ্ঠা হয় ফল, শাকসবজি আর মাছের রপ্তানীকারক হিসেবে।
ছবি- টুইটার

১৯৩৮ সালে স্যামসাং প্রথম প্রতিষ্ঠা হয় ফল, শাকসবজি আর মাছের রপ্তানীকারক হিসেবে। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের উক্তি

আপনার যে ভুল হতে পারে সেটা বুঝতে পারার জন্যও বুদ্ধির দরকার হয়। 

যারা কখনো তাদের ভুল স্বীকার করে না তাদের সাথে সময় নষ্ট করবেন না।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি। 
এখন থেকে প্রতি রবিবার নিশনামা ডাইজেস্টের নতুন ইস্যু আসবে, ইনশা আল্লাহ! ইস্যু ১০ কেমন লাগলো কমেন্টে জানাবেন। 
– নিশাত শাহরিয়ার


আগের ইস্যু পড়ুন এখানেঃ



আমাকে ফলো করতে পারেনঃ

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.