ইটের গাঁথুনিতে গেঁথে গেছে | কবিতা
![]() |
ছবি – জি নিউজ |
আজ সবে যন্ত্রের সুর,
হারিয়েছে সবুজ তারুণ্য।
পদদলিত আজ আমাদের মন।
হায় সভ্যতা!
ফিরিয়ে দিবি কি
সবুজ অবুজ প্রকৃতি?
আজ যন্ত্রের অনুভূতি,
আমাদের সরলতা ঢেকে গেছে।
উড়ে গেছে মন,
প্রাণ আছে, মন নেই।
কুটিলতার কীট ঢুকেছে মন।
যান্ত্রিক হয়ে গেছি আমরা…
সব কিছু যেন,
ইটের গাঁথুনিতে গেঁথে গেছে।।
~ইটের গাঁথুনিতে গেঁথে গেছে /// নিশাত শাহরিয়ার
২০.০৯.২০০৪ – রাত ১০.২০
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- শুয়োপোকা | কবিতা
- রেমির জন্য ভালোবাসা | ছোট গল্প
- ইটের গাঁথুনিতে গেঁথে গেছে | কবিতা
- প্রেমের অণু গল্প – যে সোনায় কোন খাদ নেই
- ভূতেরা আর আসে না! | কবিতা
- প্রথম রক্তদানের অনুভূতি!
- মধ্যবিত্তের অযোগ্য ভালোবাসা,নিয়তির দোষ!
- মানুষ হয়ে জন্মানোটা আসলেই পাপ!
- বাংলাদেশী চ্যানেল গুলো কেন হিন্দি চ্যানেল এর সাথে পেরে উঠছে না?
- এক চিলতে রোদ | অনু কবিতা