নিশনামা ফিরে দেখা ২০২৪
|

ফিরে দেখা আমার ২০২৪!

প্রতি বছর শেষে চিন্তা করি যে লাস্ট বছরের একটা ইয়ার ইন রিভিউ লেখব। কিন্তু প্রত্যেকবারই আলসেমি করে দেরি করি আরেক বছর চলে আসে। যেমন ২০২৩ এর ইয়ার ইন রিভিউ লিখেছি ২০২৪ এর শেষের দিকে, আর ২০২৪ এর টা লিখছি এই ২০২৫ এর পর। আল্লাহ মালুম ২০২৫ টা লেখতে পারব কি না হাহাহা।

যাই হোক, এই ইয়ার ইন রিভিউ সিরিজটা লেখার ইচ্ছা ছিলো এই কারণে যে আর ২০-৩০ বছর যদি বেঁচে থাকি তাহলে নিজের একটা মেমোরি জার্নাল হয়ে যাবে, যেখানে বুড়ো হলে স্মৃতিশক্তি কমে গেলে এই ব্লগগুলা পরে পুরনো দিনগুলোকে রোমান্থন করতে পারি।

সেই ইচ্ছা থেকেই দেরিতে হলেও এই বাৎসরিক ইয়ার ইন রিভিউ ব্লগ গুলা চালিয়ে যাচ্ছি, লিখে যাব।

২০২৪ সালের প্রতিটা মাসের উল্লেখযোগ্য জিনিসগুলো তাই এখানে সিরিয়ালি টুকে রাখছি। নিজের জন্য।


১. আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী (জানুয়ারী)

১০ জানুয়ারী ২০২৪ সালে আমাদের সঙ্গসার জীবনের ৪ বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ্‌। সকল শুকরিয়া আল্লাহ তালার, তিনি আমাদের একটা রাজকন্যা দিয়েছেন। আমাদের জীবন পুর্ণ করে দিয়েছেন।

ভালোবাসার উথাল-পাথালের ৪ বছর…..❤️


২. আলোকিত পাঠশালা ২০২৪ শিক্ষাবর্ষ (জানুয়ারী)

প্রতি বছরের ন্যায় ২০২৪ এও আমরা আলোকিত পাঠশালার বাচ্চাদের জন্য “Sponsor A Child – 2024” প্রোগ্রামের মাধ্যমে আলোকিত পাঠশালার ২০২৪ সালের শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করি। আলোকিত পাঠশালা সিলেটের বালুচর এলাকায় আমাদের কিছু বন্ধুবান্ধব দ্বারা তৈরি ফ্রি কমিউনিটি স্কুল যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা বিনা বেতনে পড়াশোনা করে থাকে। এটি আমরা ২০১৫ সাল থেকে চালিয়ে আসছি।


৩. অথল্যাব এজিএম ২০২৩ (জানুয়ারী)

আমি যেখানে চাকরি করি সেই অথল্যাবের প্রতি বছরের ট্র্যাডিশন হচ্ছে, প্রতি বছর ১-২ দিনের জন্য বিশাল কোন রিসোর্ট বা জায়গা ভাড়া নিয়ে সেখানে থেকে আগের বছরেরর এনুয়াল জেনারেল মিটিং করা। আলহামদুলিল্লাহ্‌, সারা বছরের কাজের চাপ সামলিয়ে ২০২৪ এর নতুন বছরে জানুয়ারিতে আমরা আবার হাজির হয়েছিলাম শ্রীমঙ্গল টি রিসোর্টে! রিল্যাক্স করে সবার সাথে মজা করে সময় কাটিয়ে আবার কাজে ফেরত আসা, এই দিন কয়েকটির জন্য আমরা সারা বছর বসে থাকি।


৪. আলোকিত পাঠশালার ৯ম বর্ষপূর্তি (জানুয়ারী)

আলোকিত পাঠশালার সাথে আমার অন্য রকম আবেগ জড়িত। এই প্রথমবার মনে হয় আমি আলোকিত পাঠশালার জন্মদিনে থাকতে পারি নি!


Do what makes you happy, be with who makes you smile, laugh as much as you breathe, and love as long as you live.


৫. আলোকিত পাঠশালায় নতুন ব্যাগ দেওয়া (ফেব্রুয়ারী)

আলহামদুলিল্লাহ্‌!

একই সাথে ২০২৪ সালে আমরা আমাদের আলোকিত পাঠশালার ৭ ছাত্র ছাত্রীকে অন্য স্কুলে ভর্তি করিয়েছি। তাদের সকল প্রকার খরচও আমরা বহন করছি।


৬. ৩৫ এ পা দিলাম (ফেব্রুয়ারী)

দেখতে দেখতে ৩৪ পার করে ফেললাম। এই চমৎকার দিনটা কাটালাম আমার আলোকিত পাঠশালার বাচ্চাদের সাথে নিজের জন্মদিনের কেক কেটে। ছোট ভাই নাঈম আর আমাদের শিক্ষা সম্পাদক সাবিলা আপাকে অনেক ধন্যবাদ!


ফেব্রুয়ারিতে ঘটা যে ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলো, ছেলেটার নাম ছিলো অ্যারন বুশনেল।


আব্বা ছাড়া আমাদের ১০ বছর।


In three words i can sum up everything I’ve learned from life : IT GOES ON

Robert Frost


৭. আলোকিত পাঠশালার বাচ্চাদের রমজানের বাজার দেওয়া (মার্চ)

আলোকিত পাঠশালায় বাচ্চাদের ফ্রি পড়ানোর পাশাপশি আমরা চেষ্টা করি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর। আমাদের চেষ্টা থাকে প্রতি রমজানে আমাদের বাচ্চাদের ছোট হলেও কিছু বাজার করে দেওয়া। আমাদের কিছু দাতাদের সাহায্যে ২০২৪ এর রমজানেও আমরা আলোকিত পাঠশালার বাচাচদের হাতে রমজানের বাজার তুলে দিতে পেরেছিলাম। ধন্যবাদ আমাদের দাতাদের। সকল শুকরিয়া আল্লাহর।

এরপর ঈদের পোশাক।


৮. অথল্যাব এনিভার্সারি (এপ্রিল)

এপ্রিলের ৫ তারিখ আমাদের অথল্যাব ৮ বছর পূর্ণ করলো। এই অথল্যাব কি তার একটা ছোট্ট ঝলক এই ভিডিও।


“The trees that are slow to grow bear the best fruit.”

– Moliere


৯. আলোকিত পাঠশালায় ঈদের পোষাক বিতরণ (এপ্রিল)

ঈদের রমজানের বাজারের মতো ২০২৪ এর ঈদে আমরা আলোকিত পাঠশালার বাচাচদের ঈদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছিলাম নতুন ঈদের পোশাক তাদের হাতে তুলে দিয়ে। ধন্যবাদ আমাদের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের যারা প্রতিনিয়িত আমাদের পাশে আছেন।


১০. ফ্লুয়েন্ট ফর্মের টিম পার্টি (এপ্রিল)

অনেক খুঁজেও টিম পার্টির ছবি পেলাম না। যাকগে, আমার প্রডাক্ট টিম নিয়ে মাঝে মাঝে আমরা বাইরে খেতে যাই আরকি!


১১. প্রথমবার অসুস্থ হয়ে হাসপাতালে এডমিট হওয়া (মে)

সুস্থ থাকা একটা নেয়ামত। অসুস্থ হলেই আমরা এটা বুঝি। আগের দিন হঠাৎ করেই অফিসে অসুস্থ হয়ে পড়লাম। কলিগরা সাথে সাথে হাসপাতালে নিলেন। অনেকগুলা টেস্ট ও চেকআপ দিলো ডাক্তার। মনে হলো, একবারে চেকআপ আর টেস্ট করিয়ে হাসপাতাল থেকেই যাই। পুরো ২ রাত হাসপাতালে স্যালাইন দিতে হয়েছিলো। কি যে একটা যন্ত্রণা গিয়েছিলো। এখানে লিখে রাখলাম যাতে নিজের সুস্থতাকে টেকেন ফর গ্রান্টেড না নিয়ে নেই। মনে থাকে যেন!


১২. দ্বিতীয় ওয়ার্ডক্যাম্প সিলেট ২০২৪

মে ১২ তারিখ ছিলো ওয়ার্ডক্যাম্প সিলেট ২০২৪। এটি দ্বিতীয় বারের মতো সিলেটের শাহজালাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজন করা হয়। ওয়ার্ডক্যাম্প হচ্ছে ওয়ার্ডপ্রেসের কনফারেন্স, যার বিভিন্ন শহরে বিভিন্ন দেশে আয়োজন করা থাকে যেখানে ওয়ার্ডপ্রেস ইউজার আর কোম্পানি গুলা নলেজ শেয়ারিং, সেলস আর তথ্য আদান প্রদানের জন্য একত্রিত হয়।


“The young man knows the rules, the old man knows the exceptions.”

— Charlie Munger


পানি ডিঙ্গিয়ে জুনে ঈদ উল আযহার ঈদের জামাত পালন করলাম। ২০২৪ এর বর্ষাকাল একটা ভয়াবহ সময় আমরা পার করেছি। সারা দেশ বলতে গেলো বন্যায় তলিয়ে গিয়েছিলো।


১৩. উত্তাল বাংলাদেশ (জুলাই)

২০২৪ এর জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশ কি রকম উত্তাল ছিলো সেটা মনে হয় সবাইকে মনে করিয়ে দিতে হবে না?

People shouldn’t be afraid of their government. Governments should be afraid of their people.

ঠিক এই সময়েই আমাকে বাসা বদলাতে হয়। এরই মাঝে শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার ৬ দিন ইন্টারনেট ব্ল্যাকআউট করে রাখে। কি যে বিভীষিকাময় দিন গুলি কাটছিলো নানা রকম মৃত্যুর খবর আর আওয়ামী লীগের গুজবের মাঝে।


১৪. শেখ হাসিনার দেশ ত্যাগ করে পলায়ন (আগস্ট)

অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা ভারতে পলায়ন করে। তখনো আমরা জানতাম সে তার খুনি পুলিশ বাহিনী দিয়ে হেলমেট লীগকে দিয়ে ১৪০০+ মানুষকে হত্যা করেছে!

লাখ লাখ কোটি কোটি মানুষের বদ দোয়া বিফলে যায় না, শত শত লাশের রক্ত ফেলে ক্ষমতায় টিকে থাকা যায় না আবারো প্রমানিত!

সবচেয়ে মজার ছিলো, সাধারণ মানুষের গন ভবন দখল। পুরাই যেন শ্রীলংকার চিত্র।


১৫. অথল্যাব মার্কেটিং টিম রিট্রিট (আগস্ট)

প্রতি বছর অথল্যাবের বিভিন্ন টিম তাদের মেম্বারদের নিয়ে রিট্রিট আয়োজন করে। এইবার আমরা কাজ থেকে রিফ্রেশমেন্ট নিতে গিয়েছিলাম সিলেটের টি-ট্রপে।

পুরো একটা দিন মার্কেটিং টিমের ৩৮ মেম্বার কাজের চাপ ভুলে রিফ্রেশমেন্ট, এক্টিভিটি আর টিম কম্পিটিশনে আনন্দে মেতে ছিলাম। জুলাই আগস্টের থমথমে অবস্থা থেকে বেরিয়ে আমাদের এই রিফ্রেশমেন্টের দরকার ছিলো।


আমাদের আলোকিত পাঠশালার বাচ্চারাও ঘুরবে না কেনো? তারাও গিয়েছিলো পার্কে ঘুরতে।


১৬. ফ্লুয়েন্ট ফর্মের ৫ লাখ এক্টিভ ইন্সটেলশন (সেপ্টেম্বর)

আমি যে প্রডাক্টের মার্কেটিং লিড হিসেবে দায়িত্ব পালন করি সেই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা হচ্ছে – ফ্লুয়েন্ট ফর্মস। ২০২৪ এ প্রথমবারের জন্য আমাদের প্রডাক্ট ৫ লাখ ইউজার মাইলস্টোন স্পর্শ করে!


১৭. প্রথম বিদেশ ভ্রমণ নেপাল (সেপ্টেম্বর)

নিজের জীবনের প্রথম বিদেশ ভ্রমণ ছিলো ২০২৪ এর সেপ্টেম্বরে নেপাল। প্রথমবার বিদেশ ভ্রমণ বলে অনেক এক্সটাইডেট ছিলাম। কিন্তু এটা যে আমার জীবনের ঘটনা বহুল একটা বিদেশ ভ্রমণ হয়ে যাবে তা ঘুণাক্ষরেই ধারণা করি নাই রে ভাই।

আমার এই ফেসবুক পোষ্টের আসল কাহিনী জানতে চাইলে আমার নেপাল ভ্রমণের বিস্তারিত ব্লগটা পড়ে আসুন। ওইখানে আমি নেপালের বিস্তারিত লিখেছি তাই এখানে আর বেশি লেখছি না।


“The beautiful thing about learning is nobody can take it away from you.”

– BB King


১৮. ফ্লুয়েন্ট ফর্মের ৫০০কে পার্টি (অক্টোবর)

আমাদের প্রোডাক্টের ইউজার হাফ এ মিলিয়ন হলো আর আমরা পার্টি করবো না? তা কি হয়!


১৯. আমায়রাহ’র ২য় জন্মদিন (অক্টোবর)

৩০ অক্টোবর ছিলো আমার একমাত্র মেয়ের ২য় জন্মদিন। এইদিন আমি আর আমার ওয়াইফ প্ল্যান করেছিলাম। আমায়রাহ’র জন্মদিন আমরা কক্সবাজারে কাটাবো। এটা ছিলো আমায়রাহর প্রথম সমুদ্র দেখা। আলহামদুলিল্লাহ্‌, আমার মেয়ে সমুদ্র দেখে অনেক আনন্দ পেয়েছে। সমুদ্রের পানিতে নেমে এত দাপাদাপি করেছে যে পরে তাকে তুলে আনতে বেশ বেগ পেতে হয়েছে। ওর আনন্দ দেখে কে, সমুদ্রের পানি আর সাগর পারের বালি দেখে। পরিবার নিয়ে সেরা কয়েকটা দিন কাটিয়েছে কক্সবাজারে, আলহামদুলিল্লাহ্‌!


২০. সুলতানস ডাইনে কাচ্চি খাওয়া (নভেম্বর)

এইটা এখানে উল্লেখ করব না ভাবছিলাম কিন্তু সিলেটের সুলতাইন ডাইনে খাওয়ার পর এই ২০২৪ এর নভেম্বরে ঢাকার অরিজিনাল সুলতান ডাইনসে খেয়ে মনে হইছে আসল কাচ্চিটা খাইছি। কাচ্চি খাইতে বসে দেখি জায়গা না পেয়ে গায়িকা শায়ান দাঁড়িয়ে আছেন। উনার গান থেকে কথাবার্তা আমার ভালো লাগে।


২১. আমার ফ্রেন্ড জুনেদের সাথ দেখা (ডিসেম্বর)

এটা উল্লেখ করে রাখলাম এই কারণে জুনেদ আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড। অনেক দিন পর বন্ধু ইংল্যান্ড থেকে আসলো, তার সাথে দেখা হওয়াটা এই বছরের একটা ভালো মোমেন্ট ছিলো।


“Life is like riding a bicycle. To keep your balance you must keep moving.”

– Albert Einstein



আজকে এই পর্যন্ত। চেষ্টা করব ২০২৫ এর ইয়ার ইন রিভিউটা তাড়াতাড়ি প্রকাশ করে ফেলতে। সুস্থ থাকুন, ভালো থাকুন!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.