নিশনামা ডাইজেস্ট ইসু ৪৭

আন্ডাররেটেড টুইটার, দ্যা গ্রেট হোয়াটসএপ রিগ্রেট ও বিগ-টুউবারস! | নিশনামা ডাইজেস্ট ৪৭

নিশনামা ডাইজেস্টের ৪৭তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা আছেঃ 

  • ক্যারিয়ার নিয়ে যে সত্যটি মানুষ স্বীকার করতে চায় না!
  • ডালি টু ম্যাজিক!
  • টুইটার যে কারণে অন্যসব সোশ্যাল নেটওয়ার্ক থেকে আলাদা
  • ফেসবুক যেভাবে হোয়াটস-এপ নিয়ে প্রতারণা করেছে
  • ফেসবুক এখন আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট না!
  • এই জেনারেশনের নতুন এন্ট্রারেপরেনিউরস

আগস্টের প্রথম নিশনামা ডাইজেস্ট শুরু করা যাক!

নিশনামা ডাইজেস্ট ইস্যু ৪৭ নিশাত শাহরিয়ার
Photo by engin akyurt on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

এই টুইটের সাথে আমি একমত। টুইটার আসলে অনেক আন্ডাররেটেড একটা সোশ্যাল প্লাটফর্ম। আমি এই টুইটার থেকে ২০০৯ সাল থেকে অনেক কিছুই শিখেছি।

টুইটার থেকে শিক্ষা
সোর্সঃ টুইটার

কারো পারমিশন নেওয়া ছাড়া এই জেনারেশনের অনেক বড় বড় মাথার কাছ থেকে শেখার লাইসেন্স ফ্রি করে দিয়েছে এই টুইটার। নাভাল, বালাজি, ইলন মাস্কসহ আরো কত কত বড় বড় মানুষের চিন্তাভাবনা, তাদের সাথে সহজে ইন্টার‍্যাকশন করা আর তাদের কাছ থেকে শেখা কি আমার পক্ষে সম্ভব ছিল এই টুইটার ছাড়া?!

আপনি যদি নিজের টাইমলাইন থেকে দূষণ দূর করতে পারেন আর সঠিক মানুষগুলোকে ফলো করতে পারেন তাহলে আবিষ্কার করবেন টুইটার আসলে একটা সোনার খনি!


♣ টেক

এই টুইটার থ্রেডটা হোয়াটস এপের এক্স-এক্সিকিউটিব। এই লোক ফেসবুকের সাথে হোয়াটস এপের ডিল হওয়া নিয়ে অগ্রনী ভূমিকা পালন করেছিলো। কিন্তু এখন সে এটা নিয়ে অনেক অনুশোচনায় ভুগে।

হোয়াটস এপের সাথে ফেসবুকের বেইমানি
সোর্সঃ টুইটার

কারন? 

ফেসবুক তাদের সাথে করা নানান টার্মস পরে মানে নাই। ইউজার প্রাইভেসী তার মধ্যে একটি। 

কোম্পানি হিসেবে ফেসবুক কখনোই ভালো ছিল না। তাদের এক সিদ্ধান্তেই অনেক সময় অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। সিলিকন ভ্যালীর ধোকাবাজির একটা টেস্ট পাবেন এই থ্রেডে।

◘ নিশনামা ডাইজেস্টের পুরান ইস্যু পড়লে আপনি দেখবেন আমি ওপেন এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডালি টু নিয়ে অনেক উচ্ছাসিত। এই টুইটে ডালি টু এর ক্ষমতা সম্পর্কে একটা ধারণা পাবেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডালি টু ওপেন এআই
সোর্সঃ টুইটার

ডালি টু শুধু টেক্সট কমান্ড থেকে নতুন ছবিই বানায় না শুধু, টেক্সট কমান্ড দিয়ে একটা ছবিকে এডিট করে আপনি আরো অনেক কিছুই বানাতে পারবেন!

◘ ফেসবুক নিজেদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগ্রেগ্যাটর হিসেবে তৈরি করতে চাইছে। AXIOS এটা নিয়ে দুইটা প্রতিবেদন পাবলিশ করেছে। 

ফেসবুক মার্ক জুকারবার্গ মেটা কোম্পানি

প্রথমটায় – তাদের এই পুরোই বদলে যাওয়াটা আলোকপাত করা হয়েছে। কেন তারা হটাৎ করে সোশ্যাল সাইট থেকে সরে গিয়ে টিকটক এর মতো হতে চাইছে?

দ্বিতীয়টায় – আপনারা জানবেন সোশ্যাল নেটওয়ার্কিং যুগের এই শেষ হওয়ার পর আপনি নিজের ফিডে কি বেশি দেখতে থাকবেন? নিজের ফ্রেন্ডসদের আপডেট বেশি বেশি ফিডে দেখবেন না যাদের চিনেন না জানেন না তাদের ভিডিও টাইমলাইনে বেশি আসবে? 


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ মিস্টার বিস্ট এই বছর তার ম্যানেজার রিডের সাথে মিলে একটা স্ন্যাকস ব্র্যান্ড বাজারে ছেড়েছিলো। এই বছর ৭ মাস যেতেই তাদের এই কোম্পানি ১০ মিলিয়ন ডলারের উপর আয় করেছে! 

মিস্টার বিস্ট ক্রিয়েটর ইকোনমি
সোর্সঃ টুইটার

মিস্টার বিস্ট শুধু একজন ইউটুবার না। সে এই জেনারেশনের নতুন জাতের উদ্যোক্তা, যারা প্রতিনিয়ন সবরকম পুরাতন সংজ্ঞা বদলে দিয়ে নতুন উদাহারণ তৈরি করছে।

◘ পরিচিত হোন ইউটিউবের সবচেয়ে ব্যাডাস ফিমেইল ক্রিয়েটরের সাথে। আমি নিশ্চিত, তার নাম আপনি আগে কখনো শুনেন নি! 

তার নাম মিশেল খেরে। 

যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদের বলব এই সাক্ষাৎকারটা দেখুন, আর ভাবুন! 

◘ এখনকার জেনারেশনের নতুন এন্ট্রেপরেনিউরদের আরেকটা উদাহারণ দিচ্ছি।

লোগান পউল আর কেএসআইকে চিনেন? 

তাহলে চিনে নিন।

লোগান পউল আর কেএসআই
কেএসআই ও লোগান পউল

আমেরিকা ও ইউকের দুইজন সবচেয়ে বড় ক্রিয়েটর। তাদের একসাথের টোটাল ফলোয়িং প্রায় ১০০ মিলিয়ন প্লাস! 

একসময় একজন আরেকজনেকে দুচোখে দেখতে না পারা, এরপর সেই ঘৃণা থেকে বক্সিং ম্যাচে একজন আরেকজনের নাকমুখ ফাটিয়ে দেওয়া এবং এরপর আস্তে আস্তে দুজনের মধ্যে সম্মান তৈরি হওয়া – এর থেকে বন্ধুত্ব, এরপর দুজন বিজনেস পার্টনার!

তাদের বিজনেস – হাইড্রেশন ড্রিংক প্রাইম লঞ্চ করার পর এখন পর্যন্ত – 

  • সেটার মাসে ১০ মিলিয়ন প্লাস বোতল বিক্রি হচ্ছে!
  • সম্প্রতি দুই বিলিয়ন ডলার প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাবের অফিশিয়াল স্পন্সর হয়েছে! যা একটা রেকর্ড!
  • এই বছরই ধারনা করা হচ্ছে তাদের সেলস ১০০ মিলিয়ন ক্রস করবে।

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ পপ-কালচার

◘ মিস্টার বিন ইজ ব্যাক। কিন্তু রোয়ান এটিকসনই! ইশ কত যে মিস করেছি তাকে!

একজন মানুষ, একটা মাছি আর ডিজাস্টার!


♣ এ সপ্তাহের গান

◘ কাভি আর কাভি পার – রিমিক্স বিটে, লুপে লুপে!


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের ছবি

◘ এই ছবি দেখে কি মনে হচ্ছে? ক্রিপি লাগছে না ওয়াও?! 

জেনিফার লোপেজ
একাল আর সেকাল! ছবি – ইন্টারনেট থেকে

বয়সও যে একেক কালে একেকরকম লাগে তার প্রমাণ!

বাই দা রাস্তা, আই লাইক জেনিফার লোপেজ! এই বয়সেও এমন!


♣ এই সপ্তাহের উক্তি

“আপনি যা ভালোবাসেন তাই করতে চান, তাহলে জীবনের একটা বড় অংশ আপনার যা ভালো লাগে না তা করতে হবে।” 

ক্যারিয়ার নিয়ে পরামর্শ
সোর্সঃ টুইটার

◘ এই সত্যটা অনেকে মানতে চায় না।এটা মেনে নিন। তাহলে তাড়াতাড়ি ভালো না লাগার ফেইজ পার করে ফেলতে পারবেন। নিজের ভালো লাগার কাজ গুলো করতে চাইলে আগে আপনাকে যা ভালো লাগে না সেগুলো করে সেই সময়টা পার হতে হবে। 

নিজের প্যাশন নিয়ে কাজ করতে চান, আগে নিজের পায়ের নিচে মাটি শক্ত করুন। চাকরি করুন, টাকা জমান। আস্তে আস্তে যা করতে ইচ্ছুক তার দিকে আগান। প্রথমেই রাস্তায় নেমে সবকিছু জয় করে ফেলা যায় না। যার এসব বলে তারা আসলে বাটপার!


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৪৭ কেমন লাগলো কমেন্টে জানাবেন।(নিয়মিত কমেন্ট দিয়ে প্রতি মাসে জিতে নিতে পারেন নিজের পছন্দের বই।) প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।

– নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.