সোশ্যাল টোকেন, ইলন মাস্ক স্ক্যান্ডাল, মিস্টার বিস্ট অরিজিন ও আফ্রিকা! | নিশনামা ডাইজেস্ট ৪৬
নিশনামা ডাইজেস্টের ৪৬তম ইস্যুতে স্বাগতম!
২ মাস পর আবারো আপনাদের জন্য নিশনামা ডাইজেস্টের নতুন ইস্যু নিয়ে ফিরে এলাম।
এই দুই মাস ব্যক্তিগত কারণে নিশনামা ডটকম থেকে নিয়মিত লেখালেখি করা বন্ধ করে ছিলাম। দুই মাসবেশি সময় হয়ে গেছে। এতদিন অফ নেওয়া ঠিক হয় নি। নিজের লেখালেখির ফ্রিকোয়েন্সি কমায় ফেলছি আর কিছুটা আলসেমিও ঢুকে গেছে। তাই ঠিক করেছি এই মাসে প্রতি সপ্তাহে দুইটা করে নিশনামা ডাইজেস্টের ইস্যু যাবে।
জুলাইয়ের লাস্ট ইস্যু এটা!
তাহলে শুরু করা যাক!
♣ এই সপ্তাহের ভাবনা
◘ এই জিনিসটা বেশিরভাগ মানুষই করে। এই ভুলটা। এটা আমিও করতাম। কিন্তু এখন করি না। এখন আমি নিজেকে যথেষ্ট ভ্যালু দেই। তাই এখন আমি নিজেকে নিয়ে সুখী ও মানসিকভাবে আগের চেয়েও ভালো অবস্থানে আছি। কারণ এখন আমি নিজের দাম জানি। নিজের মূল্য কতটুকু তা জানি।
নিজেকে দাম দিন, অন্যের কাছে নিজেকে সস্তা বানাবেন না!
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ এনএফটি ও সোশ্যাল টোকেন এক সময় সেলিব্রেটি ফ্যান ক্লাবের একটা চমৎকার ইউটিলিটি হয়ে উঠবে। আস্তে আস্তে সেলিব্রেটিরা এই জিনিসটা ব্যবহার করা শুরু করেছে। নিজের সুপার ফ্যানদের নিয়ে শক্তিশালী কমিউনিটি বানানোর জন্য এর চাইতে বড় বিকল্প নেই।
এই টুইটার থ্রেডে একটা বেসিক ধারণা পাবেন সোশ্যাল টোকেন কি? এটা কিভাবে কাজ করেন। এখানে উদাহারণ হিসেবে টেইলর সুইফটকে আনা হয়েছে।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ টেক
◘ আমেরিকান মেইন্সট্রিম মিডিয়া যে ইলন মাস্ককে পছন্দ করে না, সেটা অনেক আগ থেকেই জানা ছিল। সেই প্রথম থেকে ইলন মাস্ককে মক করা, তার নামে ফেইক নিউজ পাবলিশ করা শুধু মাত্র নিজেদের ক্লিক ও এংগেইজমেন্ট বাড়ানোর জন্য। এইসব তো চলছিলোই।
ইলন মাস্কও এইসব সাংবাদিকদের দেখতে পারত না। সে তো ঘোষোনা দিয়ে একটা সাইট বানাতে চেয়েছিলো যেখানে সাধারণ মানুষ এইসব সাংবাদিকদের রেটিং করবে তাদের সততার ভিত্তিতে।
সম্প্রতি ওয়াল সস্ট্রীট জার্নাল ইলন মাস্ক নিয়ে একটা হিট পিস ছাপিয়েছে, যেখানে তারা দাবি করেছে গুগলের কো-ফাউন্ডার সারগেই ব্রিন নাকি তার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে কারণ – ইলন মাস্কের সাথে নাকি তার রিলেশন ছিল, এইজন্য নাকি তাদের দুইজনের ফ্রেন্ডশিপও নাকি এখন নষ্ট হয়ে গেছে।
এখানে তাদের সোর্স হচ্ছে – “Some one familiar with the person who knows” লোল রে লোল। এইটা নাকি সোর্স!
মজার ব্যাপার, ওই সাংবাদিকের টুইটের নিচে ইলন মাস্ক এই ছবি টুইট করে ব্লছে – আর কত ফেইক নিউজ ছড়াবা, আগের দিনও তো ব্রিন আর আমি পার্টি করে আসছি একসাথে!”
তারপর আর কি?! মানুষ ধুয়ে দিচ্ছে ওয়াল স্ট্রীট জার্নালকে। হাহাহা!
◘ টিকটক এতদিন মিউজিশিয়ানদের জন্য ভাইরাল মেশিন হিসেবে কাজ করেছে। তারা এখন স্পটিফাইয়ের সাথে ঠেক্কা দিতে যাচ্ছে। খুব শীঘ্রই তারা নিজেদের মিউজিক স্ট্রিমিং সাইট আনতে যাচ্ছে!
মিউজিশিয়ানদের জন্য এটা খুবই ভালো খবর!
♣ ইউটিউব থেকে
◘ মিস্টার বিস্ট এই গত কয়েকদিন আগে ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করলো! ইউটিউবে ২য় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সে এই মাইলফলক ছুঁতে পারলো। এর আগে পিউডিপাই প্রথম ইউটুবার হিসেবে এই মাইলফলক পার করেছিলো।
তার এই ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের লাইভ স্ট্রিমিংয়ে তার সাথে লাইভ প্রায় ১ মিলিয়ন লোক ছিল! চিন্তা করেন তার রিচ!
কিন্তু সে এই পর্যায়ে আসলো কিভাবে? নিশ্চয় আপনার সেটা জানতে ইচ্ছা করছে। তাহলে এখনি ভালো সময় মিস্টার বিস্ট “জিমি ডোনাল্ডসন” এর লাইফ জার্নি নিয়ে এই ডকুমেন্টারিটা শেয়ার করার।
মজার ফ্যাক্ট বলি, এই ডকুমেন্টারিটা প্রোডিউস করেছে কে জানেন?
লিওনার্দো ডিক্যাপ্রিও!
♣ পপ-কালচার
◘ টম ক্রুজ ইজ ব্যাক! ইথান হান্ট ইজ ব্যাক!
টম ক্রুজের নতুন ছবি – মিশন ইমপসিবলের নতুন কিস্তির ট্রেইলার দেখেছেন? না থাকলে দেখে নিন!
টম ক্রুজ আর একশনের মায়েরে বাপ- স্টান্ট জিনিসটাকে একদম লিমিটের বাইরে নিয়ে যাচ্ছে লোকটা! এই কিস্তিতে কি করবে সেই জানে!
♣ এ সপ্তাহের গান
◘ আলি জাফরের এই গানটা ১১ বছর আগে প্রকাশ পেয়েছিলো। সাম্প্রতিক সময়ে টিকটকে এর রিমিক্স ভার্সন খুব ভাইরাল হয়েছে। রিমিক্সটা হয়তো শুনে থাকবেন। আমি আপনাকে বলব, এই অরিজিনাল ভার্সনটা শুনুন। ভালো লাগবে!
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের ছবি
◘ এই ছবিটা দেখুন। আপনি নিশ্চিত অবাক হয়ে যাবেন।
আফ্রিকার যা আয়তন সেখানে প্রায় ১৩টা দেশকে জায়গা দেওয়া যাবে! কখনো কি ভেবেছিলেন, আফ্রিকার এত বড় একটা জায়গা!
♣ এই সপ্তাহের উক্তি
◘ অনেক লোক দেখেন যাই করুক না কেন অন্যকে সব সময় দোষ দিয়ে থাকে। তার লাইফে যাই ঘটুক, সব দোষ অন্যদের। সে একদম নিষ্পাপ বান্দা। আসলে দিনশেষে দেখবেন, দোষটা তারই! কিন্তু সে একজন কাপুরুষ, তাই সেটা সে স্বীকার করবে না!
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৪৬ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
– নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ