আপনি কি একজন লেট বুমার? মাইক্রো ইউনিভার্স ও গ্ল্যাডিয়েটর | নিশনামা ডাইজেস্ট ৬৯
নিশনামা ডাইজেস্টের ৬৯ তম ইস্যুতে স্বাগতম!
গত কয়েকমাস ধরে নিশনামায় লেখালেখি আমি ছেড়ে দিয়েছিলাম। অনেকগুলা লেখা ড্রাফটে থাকলেও সেগুলা শেষ করা হয় নি কিংবা কোন কিছু লিখতে ভালো লাগে নি। কারণ দেশের যে অবস্থা ছিলো, সেখানে মনের অবস্থাও ভালো ছিলো না। এখন আবার নিজেকে লেখালেখিতে ফিরিয়ে আনলাম এই ভেবে যে আমি দিন দিন অলস হয়ে যাচ্ছি। কম্ফোর্ট জোনে ঢুকে আমার ক্রিয়েটিভিটি মারা খাচ্ছে। তাই আবার নিশনামা ডাইজেস্ট লেখা শুরু করলাম।
এই ইস্যুতে যা আছেঃ
- আপনি কি একজন লেট বুমার?
- প্রতি ২১ সেকেন্ডে মানুষের সাইজ কমে এটমের সাইজ পর্যন্ত হতে গেলে মানুষের কি হবে?
- টেক ইউটিবারের বিয়েতে ৫০০ ড্রোনের সারপ্রাইজ প্রেজেন্টেশন
- কেনো মানুষ ফিনান্স ইউটিউবারদের বিশ্বাস করছে না?
- লাক আর ডেসটিনেশন – এক ছবির পেছনের কাহিনী
- নতুন গ্ল্যাডিয়েটর মুভি
- ওয়ান লাভ
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ আপনি কি একজন লেট বুমার?
কয়েক সপ্তাহ আগে আমি এই আর্টিকেলটা পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। এটি এই পর্যন্ত আমার পড়া সেরা একটা লেখা। এই আর্টিকেলটিতে এমন সব ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা নির্দিষ্ট বয়সের পরে সাফল্য অর্জন করেছেন, যাদের আগের জীবন তাদের পরিবার এবং সমাজের কাছে একটা ব্যর্থতা বলে মনে হয়েছিলো।
আমি আর্টিকেলটি পড়তে পড়তে ভাবছিলাম, আমি নিজে কি একজন লেট বুমার? আমি অনেক দেরিতে বিয়ে করেছি… তখন আমার বয়স প্রায় ৩১ ছিলো, আমার প্রথম চাকরি পেয়েছি ৩২ বছরে, এবং বাবা হয়েছি ৩৩ বছরে। নিশ্চিত ভাবে আমার পরিবার এবং বন্ধুরা আমার ২০-২৮ বছরের সময়টাতে আমাকে ব্যর্থ একজন মানুষ বলে মনে করেছিল।
আর্টিকেলটা থেকে এই অংশটুকু পড়ুনঃ
আপনি কি মনে করেন? এই আর্টিকেলটি (ফ্রি ভার্সন) পড়ে বলুন আপনিও কি মনে করেন যে আপনি একজন লেট বুমার? অথবা আপনিও কি প্রাথমিক বয়সে ব্যর্থ? (যদি তাই হয়, তাহলে অপেক্ষা করুন। আপনার জীবন এখনও শেষ হয়নি! কে জানে আপনার জীবনে সফলতা এই আরেকটু বছর দূরে!)
♣ টেকনোলজি
◘ আমি প্রতি ২১ সেকেন্ডে ১০ গুণ করে সঙ্কুচিত হই যতক্ষণ না আমি পরমাণু হই – মাইক্রো ইউনিভার্স
ভিডিও শিরোনামই সব কিছুই বলে দেয়। ভিডিওতে এই ব্যক্তি আপনাকে মাইক্রো ইউনিভার্স কীরকম দেখতে তা দেখিয়ে দিচ্ছেন। আপনি হয়তো এটি Ant-Man সিনেমায় দেখেছেন (যদি না দেখে থাকেন তাহলে দুঃখিত), কিন্ত এই ভিডিওটি মাইক্রো ইউনিভার্সের সবচেয়ে বাস্তবসম্মত উদাহারণ আপনাকে দিবে।
ভিডিওটি সময় নিয়ে দেখুন, অবাক হয়ে যাবেন!
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ এই ভিডিওটি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ক্রিয়েটিভ জিনিসগুলোর মধ্যে একটি।
বিখ্যাত টেক ভিডিও ক্রিয়েটর MrWhoseTheBoss তার বিয়ের বক্তৃতায় ৫০০ ড্রোনের সাহায্য নিয়েছিলেন!
ভিডিওর একটি মন্তব্য –
“ড্রোনের জন্য এলাম, বক্তৃতার জন্য থাকলাম এবং ভালোবাসার জন্য কেঁদে ফেললাম”
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কেন গণভবনে সভা ডেকে জাতীয় তথ্য ভান্ডারের মিরর কপি চেয়েছিলেন? কেন সেই মিরর কপির সুবাধে তথ্য এখন মানুষের হাতে হাতে।
দেশকে বিক্রি করতে করতে আস্ত রাখেনি এই মা ছেলে! ভিডিওটা অবশ্যই দেখবেন।
♣ পপ-কালচার
◘ আপনি কি নতুন গ্ল্যাডিয়েটর ২-এর ট্রেইলার দেখেছেন? সিনেমাটাও?
আমি আসলে এর জন্য প্রস্তুত ছিলাম না! ডেনজেল ওয়াশিংটন পেড্রো পাস্কালের সাথে একই মুভিতে, তাও একটি গ্ল্যাডিয়েটর সিনেমায়? ওয়াচলিস্টে মুভিটা এড করলাম। (কিন্তু কমেন্টে কেউই র্যাপ গানের সাথে ট্রেইলারে খুশি নয়)
♣ ব্যবসা
◘ আপনি কি অনলাইনে ফাইন্যান্স ইউটিউবারদের অনুসরণ করেন? আমি কিছুদিন আগেও বাইরের দেশের বেশ কিছু ফাইন্যান্স ইউটিবারদের ফলো করতাম কিন্তু এখন করা বাদ দিয়েছি, কারনটা আপনি এই ভিডিওতে পাবেন। ভিডিওটা দেখলে বুজবেন ক্যান তাদের আগের ফ্যানদের মাঝে তাদের প্রতি ঘৃণা বাড়ছে এবং তা খুবই দ্রুত।
কেন? কারণ তারা তাদের সমস্ত অথেনটিসিটি হারিয়ে ফেলেছে টাকার পেছনে ছুটতে গিয়ে। এই ভিডিওটি ফাইন্যান্স ইন্সফ্লুয়েন্সারদের অনলাইন প্রভাব তুলে ধরেছে, এবং যেকোন বিনিয়োগে তাদের পরামর্শ অনুসরণ করা কেন বিপজ্জনক তাও তুলে ধরেছে।
এখানে একজন দর্শকের মন্তব্য:
“ক্রিপ্টো বুমটাই আমাকে বুঝিয়েছিল যে এই সব লোকেরা কতটা ফেইক। তারা সবাইকে একদম জানা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করতে বলছিল, তারপর সবাই যখন লস খেলো তখ এসে আশ্চর্যের ভান করছিল। ফিনান্সিয়াল ক্রেডিনশিয়াল আছে এমন যেকেউই জানে আনরেগুলেটেড এসেটে বিশাল অংকের টাকা ইনভেস্ট করার জন্য র্যান্ডম কোন ইউটিবারের সাজেশন নেওয়া সুবিবেচকের কাজ না!”
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ ৯০ দশকের ছেলে মেয়েদের কাছে এই গানটা অনেক জনপ্রিয় ছিলো। ব্লু ব্যান্ডের – ওয়ান লাভ।
অভিষেক বচ্চনের একটা মুভিতে গায়ক শান এটার একটা হিন্দি রিমেক গেয়েছিল সেটাও অনেক ভালো লাগে শুনতে। হয়তো শানের গায়কীর জন্যই।
♣ এ সপ্তাহের ছবি
◘ আজকের সপ্তাহের ছবিটি একটি অনুপ্রেরণাদায়ক গল্প। সম্পূর্ণ ঘটনা পড়ুন:
“এই ছবিটি ১৯৯৭ সালে চীনের গ্রেট ওয়ালে তোলা হয়েছিল। ছবিতে জ্যাক মা (আলিবাবার প্রতিষ্ঠাতা) এবং জেরি ইয়াংকে (ইয়াহুর প্রতিষ্ঠাতা) দেখা যাচ্ছে”
ছবি তোলার দুই বছর আগে, ১৯৯৫ সালে, জেরি ইয়াং ইয়াহু প্রতিষ্ঠা করেন এবং সারা বিশ্বে ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন। ১০ বছর বয়সে তাইওয়ান থেকে ইমিগ্র্যান্ট হওয়ায়, জেরি কখনো চীন ভ্রমণ করেন নি, কিন্তু ১৯৯৭ সালে তাকে সেখানে আমন্ত্রিত করা হয়। তার জন্য যে অনুবাদক নিযুক্ত করা হয়েছিল সে ছিল অর্থ মন্ত্রণালয়ের একটি জুনিয়র কর্মচারী – যার নাম ছিলো জ্যাক মা”
এই ঘটনা কিভাবে জ্যাক মাকে ইন্সপায়ার করেছিলো আর পরবর্তীতে কী ঘটেছিল তা জানতে পুরো ঘটনাটা পড়ুন!
♣ এই সপ্তাহের উক্তি
◘ নাভাল সব সময় কঠিন সত্যটা তুলে ধরেন। আপনি যদি ভুল সিদ্ধান্ত নিতে চান তাহলে সবাইকে জিজ্ঞেস করুন।
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৬৯ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ