নিশনামা ডাইজেস্ট ৫০ নিশাত শাহরিয়ার

হাফ-সেঞ্চুরি, গাজার বাস্তবতা ও মাইক্রোসফটের ৭ বিলিয়ন ডলারের ব্যার্থতা | নিশনামা ডাইজেস্ট ৫০

নিশনামা ডাইজেস্টের ৫০তম ইস্যুতে স্বাগতম!

দেখতে দেখতে নিশনামা ডাইজেস্টের পঞ্চাশতম ইস্যু লিখে ফেলছি! হাফ সেঞ্চুরি গত বছরই লিখে ফেলার কথা। এই বছর কি সেঞ্চুরি করতে পারব?

এই ইস্যুতে যা আছেঃ

  • গাজা নিয়ে যে সত্য মিডিয়া কাউকে বলতে চায় না!
  • ক্রাফটনের ভার্চুয়াল হিউম্যান।
  • উইন্ডোজ ফোন – মাইক্রোসফটের ৭ বিলিয়ন ডলারের ব্যার্থতা!
  • ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় স্ক্যাম।
  • ক্রিয়েটর ইকোনমি রিসোর্স।
  • বড় পর্দায় এলভিস প্রিসলি!
  • কিসে মিলে শান্তি?
নিশনামা ডাইজেস্ট ইস্যু ৫০ নিশাত শাহরিয়ার
Photo by Elisa H on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

◘ এই স্ট্যাটিস্টিক গুলো পড়েনঃ

  • প্রতিদিন ৮ ঘণ্টা ইলেক্ট্রিসিটি।
  • ৯৭% পানি দূষিত।
  • ৫০% শিশুর বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করে না!
  • ৭০% শিশু পিটিএসডিতে ভুগছে।
  • ৭০% শিশু নিয়মিত রাতে প্রচণ্ড আতঙ্কে দুঃস্বপ্ন দেখে।
  • ৭০% অধিবাসী বেকার।
  • ৬০% বাচ্চা রক্তশূন্যতায় ভুগছে।
গাজা ফিলিস্তিন বাস্তবতা
Source: Twitter

এটাই গাজার বাস্তবতা। যে বাস্তবতা মিডিয়া আমাদের দেখতে দেয় না, জানতে দেয় না!


♣ টেক

◘ ক্রিপ্টো দুনিয়ায় সবচেয়ে বড় স্ক্যামটা কয়েকদিন আগে হয়ে গেলো। বিলিয়ন ডলার হাওয়াতে উড়ে গেছে, হাজার মানুষ নিজেদের সেভিংস হারিয়ে ফেলছে কিন্তু এই স্ক্যামের প্রধান এখনো আইনের ধরা ছোঁয়ার বাইরে।

নিচের তুলনাটা দেখেন-

২০০৯ সালে বার্নি ম্যাডোফ ইনভেস্টরদের ৬০ বিলিয়ন ডলার লস করে। তাকে ১৫০ বছরের জেল দেওয়া হয়।

আর এই বান্দা লুনা কারেন্সির বাজারদর ৬০ বিলিয়ন ডলার একদিনে জিরোতে নিয়ে আসছে। এরপর কি হইলো সে লুনা টু পয়েন্ট জিরো বের করেছে!

লুনা ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম বার্নি ম্যাডফ
Source: Twitter

◘ ইলন মাস্ক নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল একটা ফেইক নিউজ বের করেছিলো। সে নাকি গুগলের ফাউন্ডার সার্গেই ব্রিনের স্ত্রীর সাথে পরকীয়া করেছে তাই সার্গেই তার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে আর তার স্ত্রীকে ডিভোর্স দিবে।

কিন্তু আসলে পুরাটাই ছিল মিথ্যা কথা। ফেইক নিউজ। এই টুইটা দেখেন। সার্গেই ব্রিনের স্ত্রীর উকিল কি বলছে!

ইলন মাস্ক সার্গেই ব্রিন গুগল
Source: Twitter

◘ মাইক্রোসফট নিজেদের পার্সোনাল কম্পিউটারের রাজা বানিয়ে ভেবেছিলো মোবাইল ডিভাইসের রাজ্যেও নিজেদের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করবে।

কিন্তু তাদের এই প্রচেষ্ঠা ৭ বিলিয়ন ডলারের ব্যার্থতায় পর্যবসিত হয়। আর এই ব্যার্থতার নাম হচ্ছে – উইন্ডোজ ফোন।

কিন্তু কিভাবে এই অবস্থায় মাইক্রোসফট পৌছালো?

এর পেছনের কারনটা কি?

জানতে ইন্টারেস্টেড হলে কোল্ড ফিউশনের এই ভিডিও ডকুটা দেখতে পারেন।

◘ বিখ্যাত মোবাইল গেইম পাবজির পেছনের কোম্পানিটির নাম কি জানেন?

ক্রাফটন।

সম্প্রতি তারা টেক দুনিয়ায় বেশ হইচই ফেলে দিয়েছে। তারা একটা ভার্চুয়াল হিউম্যান বানিয়েছে যার নাম আনা।

তারা এটা বানিয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে, ওয়েব থ্রি নিয়ে তাদের সামনের প্ল্যান আছে।

পাবজি ক্রাফটন আনা ভার্চুয়াল হিউম্যান
Ana – virtual human (Krafton)

ছবিটা দেখে কি মনে হয়?

এই হচ্ছে আনা!

বিস্তারিত পড়তে পারেন ভার্জের এই প্রতিবেদনে।


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে ইম্পালসিবের এই এপিসোডটা দেখতে বলব। এই পডকাস্টটা ক্রিয়েটর লোগান পউলের। সম্প্রতি একটা এপিসোডে শার্ক ট্যাঙ্কের ক্যাভিন অল্যারি এসেছিলো।

প্রায় এক ঘণ্টা জ্ঞানের পর জ্ঞান ঢালছে বেটায়। ফিন্যান্স নিয়ে অনেক কিছু শিখতে পারবেন তার এই এক ঘণ্টার পডকাস্ট এপিসোড থেকে।

◘ লি জিন একজন ক্রিয়েটর, একই সাথে ক্রিয়েটর স্টার্টআপ ও ফান্ডিংয়ের সাথে জড়িত। ক্রিপ্টো ও ওয়েব থ্রি নিয়ে অনেক কাজ করেছে।

গত ২০২১ সালে সে একটা চার সপ্তাহ ধরে সে একটা কোর্স করিয়েছিল- যেটায় ইন্ডাস্ট্রির হিস্টোরি, ক্রিয়েটর হিসেবে বিজনেস, ওয়েব থ্রি ও আর অনেক কিছুই কাভার করেছিলো।

ক্রিয়েটর ইকোনমি ফ্রি কোর্স
Source: Twitter

সেই কোর্সটাই, সে একদম ফ্রিতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনার যদি ক্রিয়েটর ইকোনমি নিয়ে আমার মতো অতি আগ্রহ থাকে তাহলে এই কোর্সটা করতে পারেন।


♣ পপ-কালচার

◘ এলভিস প্রিসলি এখন বড় পর্দায়।

এলভিস প্রিসলির জীবনীকে রুপালি পর্দায় নিয়ে আসা হচ্ছে।

এর ট্রেইলার বের হওয়ার পর থেকে এটা আমার ওয়াচ লিস্টে আছে।

নেক্সট এই মুভিটা আমি দেখব।

আপনার কি মনে হয় ট্রেইলার দেখে?

দেখার মতো কিছু হবে?


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

◘ আজকে একটা গান না পুরো এলবাম দিলাম।

সুমন আর অনিলার ডুয়েট এলবাম “এখন আমি”।

আমার মনে আছে, টাকা দিয়ে এই এলবামের সিডি কিনেছিলাম। কত শুনতাম এই গানের এলবাম!!


♣ এ সপ্তাহের ছবি

◘ এই টুইটটা রেখে দিলাম। আপনিই চিন্তা করুন। ক্যাপশনটা কতখানি সত্য!

দুনিয়ায় শান্তি কিসে?
Source: Twitter

♣ এই সপ্তাহের উক্তি

◘ “অজ্ঞতাই আসলে সুখ! আপনি যতই জানবেন, ততই আপনার মনে হবে না জানাই কত ভালো! ”


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

৫০তম ইস্যু কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। তা আপনার কি মনে হয়, আমি কি ১০০ তম ইস্যু পর্যন্ত পৌছাতে পারব?

– নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.