ত্রিপুরায় মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলা এবং আমাদের মিডিয়া ও সুশীল সমাজের নীরবতা | নিশনামা ডাইজেস্ট ২০
নিশনামা ডাইজেস্টের ২০তম ইস্যুতে স্বাগতম!
একটা টেক ট্রাভেল স্টার্ট-আপের জন্য ইনভেস্টর প্রয়োজন!
সিলেট ভিত্তিক একটি ট্র্যাভেল রিলেটেড টেক স্টার্ট-আপের জন্য ইনভেস্টর খুজছি। নির্দিষ্ট পরিমাণ একটা এমাউন্টের বদলে কোম্পানির শেয়ার দেওয়া হবে। অথবা ইভেস্টর হিসেবে লাভ্যাংশ নেওয়ার চুক্তিতে ইনভেস্ট করতে পারেন। ৩০% শেয়ার বিক্রি উপযোগী আছে। ইচ্ছুক হলে আমার সাথে যোগাযোগ করুন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের ভাবনা
“ত্রিপুরাতে ৬ দিন ধরে চলমান এই সহিংসতা নিয়ে বাংলাদেশী মিডিয়া, সেক্যুলার ও “মানবতাবাদী”-দের নিরবতা থেকে আপনি কী বুঝতে পারেন?”
এটা আমার লিস্টের একজন বড় ভাইয়ের স্ট্যাটাস। উনার স্ট্যাটস অনলি ফ্রেন্ডস করা বলে আমি উনার নাম নিচ্ছি না এখানে। কিন্তু প্রশ্নটা আমাদের সবার জন্য।
ত্রিপুরাতে এক সপ্তাহ ধরে মুসলমানদের উপর উগ্রপন্থী হিন্দুদের সাম্প্রদায়িক হামলা নিয়ে আমাদের মিডিয়া পুরোপুরি নীরব। আর আমাদের সুশীল সমাজের কথা কি বলব, উনাদের নীরবতা দেখে মনে হচ্ছে এই দুনিয়ায় বাকি সব দেশে মুসলমানেরা সুখে আছে, আর যখন উনারা মুখ খুলেন তখন শুধু দেশে হিন্দুদের উপর মুসলমানরা হামলা করে নিশ্চিহ্ন করে দিচ্ছে। উনাদের এই সিলেক্টিভ মানবতা নিয়ে বলার কিছু নাই। শুধু মুখ থেকে এক দলা থু থু!
ত্রিপুরায় মুসলমানদের উপর হামলা নিয়ে মনে হয় আমাদের দেশে মিডিয়া ব্ল্যাক আউট চলছে। এই সংক্রান্ত কিছু নিউজ সাইট বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হয়েছে। যেমন ইন্ডিয়া টুডের এই নিউজ আমি এক্সেস করতে পারছি না।
স্ক্রিনশট দেখুন। VPN দিয়ে ঢুকে এক্সেস করলাম।
অইখানের নিউজ পাবার একমাত্র উপায় এখন টুইটারের এই হ্যাশট্যাগ গুলো। টুইটারে গিয়ে #SaveTripuraMuslims #TripuraMuslimsUnderAttack দেখেন।মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেবার ছবি ও ভিডিও দেখতে পাবেন। এই ভিডিও দেখেন। কিভাবে মুসলমানদের গ্রোসারী শপ ও দোকান পুড়িয়ে দিচ্ছে উগ্রপন্থী হিন্দুরা।
Visuals of grocery and ration shops belonging to Muslim community burnt by Hindu supremacist in Rowa, Tripura.#TripuraMuslimsUnderAttack #SaveTripuraMuslims
— HindutvaWatch (@HindutvaWatchIn) October 27, 2021
ত্রিপুরা পুলিশ ঘটনাকে ঢাকতে সোশ্যাল মিডিয়ার সব কিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে। তাদের টুইট দেখেন।
North Tripura District Police is taking lawful action in c/w incident happened today. Situation is under control.
Some people are spreading rumours and circulating provocative messeges on social media. it is appeal to all not to believe such messages and maintain peace.
— Tripura Police (@Tripura_Police) October 26, 2021
ত্রিপুরায় মুসলমানদের উপর হামলা নিয়ে ইয়াহু নিউজের এই রিপোর্ট দেখুন।
বাংলাদেশ ও ত্রিপুরায় সাম্প্রদায়িক হামলা নিয়ে ওয়াশিংটন পোস্টের নিউজ।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ টেক
![]() |
ফেসবুক ইনকের নতুন নাম |
ফেসবুক তাদের কোম্পানি নাম Facebook Inc. থেকে Meta Inc. পরিবর্তন করেছে। তাদের এই নাম পরিবর্তনের উদ্দেশ্য আগামির মেটাভার্সে নিজেদের অগ্রনী হিসেবে দেখা। তবে সবাই মার্ক জুকারবার্গের উপর খুশি না মার্ক জুকারবার্গের মেটাভার্সের উদ্দেশ্য নিয়ে। এ সংক্রান্ত একটা লেখা আমি দাড় করাচ্ছি। কয়েকদিনের মাঝে আমি সেটা আমার সাইটে পোষ্ট করব।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
কোর্স B01: ফটোগ্রাফী
কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B08: রোবটিক্স পরিচিতি
কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
কোর্স B011: রন্ধনকলা ১০১
কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ইউটিউব থেকে
◘ Soulja Boy প্রথম র্যাপার যে ইন্টারনেট কালচারকে কাজে লাগিয়ে জনপ্রিয়তা পেয়েছিলো।
◘ StarLink হবে দুনিয়ার ভবিষ্যতের সেরা ইন্টারনেট সার্ভিস প্রদান প্রতিষ্ঠান! কিভাবে?
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ ক্রিয়েটর ইকোনমির সবচেয়ে বড় ইভেন্ট এই সপ্তাহে ঘটতে যাচ্ছে।
#TeamTrees ইভেন্টের মাধ্যমে প্রায় বিশ মিলিয়ন গাছ লাগানর পর এখন মিস্টার বিস্ট ৩০ মিলিয়ন পাউন্ড সাগরের আবর্জনা পরিষ্কার করার মিশনে নেমেছে। আর তাকে সাহায্য করতে নামছে দুনিয়ার সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আর সেলিব্রেটিরা! এই ভিডিওটা দেখতে পারেন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ পপ-কালচার
◘ কিয়ানু রিভস “দ্যা ম্যাট্রিক্স” মুভি থেকে তাঁর প্রফিটের একটা পারসেন্ট ম্যাট্রিক্স মুভির স্পেশাল এফেক্ট টিমকে দিয়ে দিয়েছিলেন। কারণ তাঁর যুক্তি ছিল, এরাই আসলে মুভিটি বানিয়েছে।
আরেকবার তিনি তাঁর স্যালারি থেকে কয়েক মিলিয়ন কাট করেন যাতে মুভি একটির প্রডিউসার মুভিতে Al Pacino কে কাস্ট করতে পারেন।
“টাকা পয়সা আপনাকে পরিবর্তন করে না। আপনি ইতোমধ্যে যা আছেন সেটাকেই টাক পয়সা বড় করে ফুটিয়ে তুলে।”
◘ বিখ্যাত এনিমেশন কোম্পানি পিক্সারের এনিমেশন টয় স্টোরি কে না দেখেছেন। সেই মুভির বাজ লাইটিয়ারের কথা মনে আছে। সেই লাইট ইয়ার এবার আসছে সিনেমাটিক ভার্সনে। আর লাইট ইয়ারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস ইভান!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৭ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের গান
শুন্য ব্যান্ডের “বেদনা” গানটা শুনে নি এমন কম মানুষই আছে। তাদের এই লিরিকের জন্য আমার এই গানটা খুব ভালো লাগে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের ছবি
খুবই মেটা। ফেসবুক কোম্পানির নাম পরিবর্তনের হাওয়ায় ডিজিটাল আর্টিস্ট Beeple এর নতুন আর্ট এটা।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের উক্তি
“মান অভ্যাসে পরিণত হয়। অভ্যাস হয় পরিণতি।
এবং একটি জিনিস যা খুব কম লোকই উপলব্ধি করে তা হল যে ব্যতিক্রমী ফলাফলগুলি প্রায় সবসময়ই গড়ের চেয়ে উচ্চ মানের লোকেরাই অর্জন করে থাকে।”
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ২০ কেমন লাগলো কমেন্টে জানাবেন।
– নিশাত শাহরিয়ার
আগের ইস্যু পড়ুন এখানেঃ
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০১
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০২
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৩
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৪
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৫
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৬
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৭
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৮
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৯
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১০
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১১
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১২
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৩
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৪
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৫
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৬
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৭
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৮
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৯
আমাকে ফলো করতে পারেনঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- অভিনন্দন লায়োনেল মেসি, কিশোয়ার ও রেহানা মরিয়ম নূর | নিশনামা ডাইজেস্ট ০৭
- চরকি ওয়েব সিরিজ রিভিউঃ মরীচিকা | শিহাব শাহীন, আফরান নিশো, সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান
- কুরবানী নিয়ে যাদের চুলকানি, অসুস্থ জেনারেশন? আমাদের মব ট্রায়াল, ঈদের নাটক | নিশনামা ডাইজেস্ট ০৮
- ক্রিয়েটর ইকোনমি বা প্যাশন ইকোনমি ১ পর্ব | নিশনামা ডাইজেস্ট ০৯
- ৫২ পুড়ে যাওয়া লাশ, মিডিয়া ও আমরা | নিশনামা ডাইজেস্ট ১০
- আফগান, রন্ধনকলা ১০১, সুইসাইড স্কোয়াড ও ৬৯ | নিশনামা ডাইজেস্ট ১১
- সম্পর্ক, নেটওয়ার্কের বাইরে, আমার পৃথিবী ও লিজেন্ডস | নিশনামা ডাইজেস্ট ১২
- আমাদের অনলাইন হিপোক্রেসি, কেইইসি ও নিও | নিশনামা ডাইজেস্ট ১৩
- ফেসবুকে ঘরবাড়ি, ঠিক-বেঠিক মার্কেটিং, ফটোগ্রাফীর অ আ ক খ ও ম্যাট্রিক্স! | নিশনামা ডাইজেস্ট ১৪
- সাম্প্রদায়িকতার বিষ, মহাকাশে আবার মানুষ পাঠাল স্পেসএক্স ও ডেক্সটার ইজ ব্যাক! | নিশনামা ডাইজেস্ট ১৫
- সৌন্দর্য্যের গর্ব, অর্ণব ও হিট-মাংকি! | নিশনামা ডাইজেস্ট ১৬
- ফেসবুক হুইসেলব্লোয়ার, ফেসবুকের সার্ভিস ডাউন ও বিশ্বব্যাপী তার প্রভাব | নিশনামা ডাইজেস্ট ১৭
- আমাদের ধর্মানুভূতি ও তার পরিণতি, প্যান্ডোরা পেপার্স, বাংলাদেশে এডটেকের উত্থান ও স্কুইড গেইম | নিশনামা ডাইজেস্ট ১৮
- ফেসবুকের রিব্র্যান্ডিং, ট্রিলিওনিয়ার ইলন মাস্ক ও পিয়াসী মন | নিশনামা ডাইজেস্ট ১৯
- ত্রিপুরায় মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলা এবং আমাদের মিডিয়া ও সুশীল সমাজের নীরবতা | নিশনামা ডাইজেস্ট ২০
- ইলন মাস্কের প্রানশক্তি, হাজার কোটি টাকার Wow Momo, আমাদের রকমারি ও মরবিয়াস | নিশনামা ডাইজেস্ট ২১
- ক্রিপ্টোকারেন্সির সহজলভ্যতার পথে বড় বাধা, ব্যাড বয় উইল স্মিথ ও এমেজিং ব্রুনো মার্স | নিশনামা ডাইজেস্ট ২২
- ফিনান্সশিয়াল ফ্ল্যাশ মব, Constitution DAO, ওয়েব 3.0 ও বার্সেলোনা | নিশনামা ডাইজেস্ট ২৩
- লেখকদের সম্মানী প্রদানের মানসিকতা, নাসার নতুন মিশন ও রিয়েল লাইফ স্কুইড গেইম! | নিশনামা ডাইজেস্ট ২৪
- টেসলা সাইবারকোয়াড, আর্ট মার্কেট, জ্যাক ডরসি ও সুপারহিরো টিভিশো | নিশনামা ডাইজেস্ট ২৫