ইন্টারনেট ও আমাদের ক্ষমতা, গুগল যেভাবে ইন্টারনেটের বারোটা বাজাচ্ছে এবং আপনার যমজ! | নিশনামা ডাইজেস্ট ৬৬
নিশনামা ডাইজেস্টের ৬৬তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- ইন্টারনেট আমাকে, আপনাকে এবং আমাদের যে সীমাহীন ক্ষমতা দিয়েছে
- কিভাবে গুগল ইন্টারেন্টের বারোটা বাজাচ্ছে
- নাথিং, একসেপ্ট এভরিথিং
- এই মানুষটা কি দেখতে আপনার মতো?
- লো-স্যালারিতে মিলিওনিয়ার?
- চির সবুজ দেশী বিজ্ঞাপন
- এবং অড্রে হেপবার্ন…
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু!

নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ একটু থামুন, এই স্ক্রিনশটটা ভালো করে পড়ুন। চিন্তা করুন। ইন্টারনেট ও গ্লোবালাইজেশন সারা দুনিয়ার মিলিয়ন মানুষের সাথে এক ক্লিকে যুক্ত হওয়ার মতো ক্ষমতা দিয়েছে। এক সময় এই জিনিসটা শুধু মাত্র কিছু মেইন্সট্রিম মিডিয়ার কাছে কুক্ষিগত ছিল! যারা চায় নাই সাধারণ মানুষ তাদের আওয়াজ তুলে পাওয়ারফুল হয়ে যাক।
বাংলাদেশের দিকেই তাকান না, কয় বছর আগে সবাই নিউজ চ্যানেল আর মিডিয়ার উপর অলটাইম নির্ভরশীল ছিল। আর এখন সুলভ মূল্যে ইন্টারনেট আর স্মার্ট ফোন আসার ফোলে একেকজন মানুষ নিজেই একটা মিডিয়া হয়ে উঠেছে। ঢাকার গুলশানের কোন এক এলিট থেকে অজপাড়া গাঁয়ের কোন চাষির ছেলেও এখন লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এক ক্লিকে!
এখন, আমার আর আপনার অসীম ক্ষমতা আছে দুনিয়ার যে কারও কাছে নিজের কথা পৌঁছাবার। আসল কথা হল আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি সেটার উপর।
আমার এই ব্লগটায় এখন এভারেজে প্রতিমাসে ৩০০ মানুষ আমার লেখা পড়ে থাকে, এক সময় এটা ৩ হাজার হবে, এরপর ৩ লাখ, সম্ভাবনা একদম লিমিটলেস! এই জিনিসটা কি আমি ৯০ দশকে থাকলে করতে পারতাম?
♣ টেকনোলজি
◘ গুগল সার্চ এখন আগের মতন নাই। সত্যিকারের সার্চ রেজাল্ট এখন বিজ্ঞাপন আর স্পন্সরড লিংকের তোলে পরে অন্যে দূরে। বেশিরভাগ সময়ে রেজাল্ট পুরোই এস ই ও গার্ভেজ। শুধু আপনার ক্ষেত্রে না, আসলেই ইন্টারেন্ট সার্চের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে।
এই ভিডিওতে এডাম দেখিয়েছে কিভাবে গুগলের নতুন আপডেট জেনারেটিভ এ আই বর্তমান গুগল সার্চের অবস্থার বারোটা বাজাচ্ছে যেখানে গুগলের মিশনই ছিল ইন্টারনেটকে আরো অনেক মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার সেখানে তারাই ইন্টারনেটকে কবরস্থান বানিয়ে ফেলছে।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ আপনি কি একটা মুভি বানিয়ে সেটা ফ্রি ইউটিউবে আপলোড করে দিবেন? কেউ যদি এটা করে তাহলে আপনি কি সেটা দেখবেন?
ফিল্মমেকার ওয়েসলি ওয়াং এটাই করেছে। এই যে, তার মুভি!
বাই দা রাস্তা, এই ফিল্মটি অনেক গুলো ফিল্ম ফেস্টিভ্যালে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। যারা ফক্সের গথাম টিভি সিরিজটা দেখে থাকবেন, তাঁরা সহজেই ফিল্মের মেইন ক্যারেক্টারকে চেনার কথা!
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ ৯০ দশকের বিজ্ঞাপন গুলো আসলেই অন্য কিছু ছিলো। মনে পড়ে, ছোটবেলায় এই বিজ্ঞাপনগুলো দেখার জন্য আমরা টিভির সামনে বসে থাকতাম!
এরকম কিছু চিরসবুজ বিজ্ঞাপন নব্বই দশকের আমল থেকে।
♣ পপ-কালচার
◘ একটা কথা প্রচলিত আছে, এই পৃথিবীতে একজন মানুষের মত দেখতে মোট সাতজন মানুষ থাকে।
আমরা কমবেশি সবাই ছোটবেলা থেকে এই কথা শুনে আসছি। আসলেই কি এই কথাটা সঠিক?
এই ডকুমেন্টারিটা সেই উত্তর খুঁজতে গেছে। এই ডকুমেন্টারি ১৬ জন মানুষকে দেখিয়েছে যারা সারা দুনিয়ায় তাদের লুক এ লাইক খুজতেছে। এডভান্স টেকনোলজি ও এক্সপার্ট এনালাইসিস ব্যবহার করে এই শো চেষ্টা করেছে ফেসিয়াল ফিচার ও ডিএনএ টেস্টিং করে সবচেয়ে আইডেন্টিকাল জোড়া খুঁজে বের করা। একই সাথে সাধারণ মানুষকেও শোতে যুক্ত করা হয় জোড়ার মানুষগুলোর মাঝে সাদৃশ্য ইভালুয়েত করতে ফটো দেখে ও সশরীরের উপস্থিত হয়ে।
সাইন্টেফিক এসপেক্টের বাইরে গিয়েও এই শো এটাও এক্সপ্লোর করতে চেয়েছে যে মানুষ কেন তাদের মত দেখতে ডপলগেনগার খুঁজে বেড়ায় আর একই রকম দেখতে লোকের সাথে দেখা হওয়ার পর তাদের সেলফ-রেফলেকশন কি আসে।
♣ ব্যবসা
◘ রামিত সেঠির এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আপনি যদি চাকরিতে থাকেন আমার মতো তাহলে এই ভিডিওটা আপনার সাথে রেসোনেট করতে পারে। কারণ আমাদের সবার মনেই একটা গোপন ইচ্ছা থাকে একসময় অনেক টাকার মালিক হওয়ার, মিলিওনিয়ার হওয়ার।
বাংলাদেশের প্রেক্ষাপটে ভিডিওর অনেক কিছুই হয়ত মিলবে না, কিন্তু একটা সহজ ফ্রেমওয়ার্কের ধারণা আপনি পাবেন।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ মডেল তিন্নি একসময় অনেক জনপ্রিয় ছিলেন। তিনি কিন্তু অনেক ভালো গানও করতেন। তাপসের সুরে তার গাওয়া এই গানটা এক সময় খুব শোনা হত আমার।
♣ এ সপ্তাহের ছবি
◘ কখনো অড্রে হেপবার্নকে জনপ্রিয় ডিসি কমিক ক্যারেক্টার হারলে কুইন হিসেবে চিন্তা করেছেন। ওকে এখন চিন্তা না, থ্যাংকস টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি দেখতেও পারবেন!

♣ এই সপ্তাহের উক্তি
◘ এই পোস্টটা পড়েন, পড়েছেন?
এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনি কি ক্রিয়েট করছেন?
কমেন্টে জানান, আমি অবশ্যই চেক করব।
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৬৬ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ