ট্র্যাজেডি, জাপানের বাচ্চারা ও আত্নবিশ্বাসী নারী | নিশনামা ডাইজেস্ট ০৬

নিশনামা ডাইজেস্টের ষষ্ঠ ইস্যুতে স্বাগতম!

মহাকাশের ছবি
Photo by Tasos Mansour on Unsplash

 

ট্র্যাজেডি

এই সপ্তাহে আমি অসুস্থ ছিলাম। লো প্রেশার কয়েকদিন ধরে ভুগাচ্ছে। তাই গতকাল ছুটি নিয়েছিলাম সারা দিন রেস্ট করব বলে। কিন্তু কাল বিকেলে হঠাৎ খবর পেলাম আমার ছোট খালু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। অনেকটা শকড নিউজ ছিল এটা আমাদের পরিবারের জন্য। কারণ খালুরা সৌদিতে। আমার খালা খুব অসুস্থ, এর মাঝে ছোট তিনটা বোন। আর ওই খানে আমাদের কেউ নাই। সবকিছু মিলিয়ে টেনশনে অবস্থা খারাপ ছিল। আলহামদুলিল্লাহ, ওইখানে একজন পরিচিত মারফত অথিরিটি এসে খালুর লাশ হসপিটালে নিয়ে যাওয়া হয়। আগামীকাল দাফন-কাফনের ব্যবস্থাও হয়ে গেছে। এখন আমার খালা আর বোনদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসাটাই বড় চ্যালেঞ্জ। সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য। 

বেদুইন ফ্রি কোর্স – আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)

যে কেউ এই কোর্স করার পর গোড়া থেকে একটি আইফোন অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে পারবেন। 

শিখুন এখানে।

*প্রিমিয়াম কোর্স-  Microsoft Excel – শিখুন সহজেই!

 

সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন “সম্পূর্ণা”র পঞ্চম পর্ব দেখুন AG Radio পেইজে।

এ সপ্তাহের ভিডিও

জাপানের বাচ্চারা আর জাপানের শিক্ষা ব্যবস্থা

জাপানের বাচ্চারা অন্য সব দেশের বাচ্চা থেকে এত আলাদা কেন? কেন তারা এত ভদ্র? জানতে দেখুন এই ভিডিওটি

এ সপ্তাহের ভাবনা

জান্নাতুল নাইম প্রীতি“আজকে আজমেরী হক বাঁধন যে শাড়ি গয়না পরে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন সেই শাড়ী গয়না পাইতে যে পরিমাণ হাহাকার তার এক পারসেন্ট হাহাকারও কি আজমেরী হক বাঁধনের সমান পরিশ্রম করতে কিংবা কান চলচ্চিত্র উৎসবে আগামীতে পা রাখার জন্য কোনো মেয়ে করবেন?”

পুরো লেখাটি পড়ুন এখানে

 

এ সপ্তাহের উক্তি

সম্পূর্ণ সহনশীল হও নয়তো নয়, ভালো পথে যাও নয়তো নয়—– মাঝামাঝি দাঁড়িয়ে থাকা কোন কাজের নয়। — হেনরিখ হাইনে। 

 

 ***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি। এত ঝামেলার মাঝে এই ইস্যু হয়তো লিখতাম না, কিন্তু প্রতি শুক্রবার নতুন ইস্যু পোস্ট করা থেকে বিরত থাকতে চাই নি। চাই নি কোন ইস্যু মিস যাক। তাই এইবারের ইস্যু খুব শর্ট করে শেষ করছি।

প্রতি শুক্রবার নতুন ইস্যু আসবে, ইনশা আল্লাহ! ইস্যু ০৬ কেমন লাগলো কমেন্টে জানাবেন। 

– নিশাত শাহরিয়ার

 

আগের ইস্যু পড়ুন এখানেঃ 

আমাকে ফলো করতে পারেনঃ 

 

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.