লকডাউন, ওয়ার্ডপ্রেস ডিল, ক্রিয়েটিভিটিরও দাম আছে! | নিশনামা ডাইজেস্ট ০৫
নিশনামা ডাইজেস্টের পঞ্চম ইস্যুতে স্বাগতম!
প্রতি শুক্রবার, আমি আমার ব্লগ নিশনামা ডট কমে এই ডাইজেস্টটি নিয়মিত লিখছি। এই ডাইজেস্টে আমি লিখছি আমার সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ কোন ঘটনা, আমার চিন্তা ভাবনা, সাম্প্রতিক ইস্যু নিয়ে আমার মতামত, আমার পছন্দের অনেক বিষয়, এই সপ্তাহে কি দেখলাম, কোন বই পড়লাম, ইন্টারেস্টিং অনেক কিছু শেয়ার করার চেষ্টা করি।
বলতে পারেন অনেকটা ডায়েরীর মতো। তবে এটা পাবলিক ডায়েরী। আর সাপ্তাহিক।
পড়ুন প্রতি শুক্রবার রাতে।
Photo by Sam Goodgame on Unsplash |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
লকডাউন!
এক সপ্তাহের লকডাউনে গেলো বাংলাদেশ। সবাই ঘরে বন্দি। যদিও আমি অনেক আগ থেকেই ঘরে। যেহেতু আইটি কোম্পানিতে চাকরি করি তাই সেই রোজা থেকে আমি হোম অফিসই করছি। আইটি কোম্পানির এই সুবিধা। ইন্টারনেটের এই এক সুবিধা। দুনিয়ার যেকোন জায়গা থেকে আপনি চাকরি করতে পারবেন।
তবে এই লকডাউন সবার জন্য ভালো না। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন বিত্তদের জন্য। গত বছর থেকে লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে এই দুই শ্রেনী। আমি নিজে মধ্যবিত্ত শ্রেনীতে পড়ি তাই আমি এই লকডাউনের কষ্টটা খুব ভালো করেই বুঝেছি গত বছর। আলহামদুলিল্লাহ, যে আমি এই বছর একটা ভালো অবস্থায় আছি। আল্লাহর অশেষ শুকরিয়া। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমিন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
ফোর্থ অফ জুলাই- ওয়ার্ডপ্রেস ডিল
আপনি কি একজন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী? কিংবা ওয়ার্ডপ্রেস ভিত্তিক বিজনেস চালান? তাহলে এই ফোর্থ অফ জুলাইয়ের সবচেয়ে সেরা ডিস্কাউন্ট ডিলটি আপনার জন্য।
WP Manage Ninja তাদের সেরা প্রোডাক্টে ৪০%-৩০% পর্যন্ত ডিস্কাউন্ট দিচ্ছে! ইমেইল সি আর এম, ওয়ার্ডপ্রেস টেবিল প্লাগ-ইন, ফর্ম প্লাগ-ইন, আমাজান এফিলিয়েট প্লাগ-ইন, পে-মেন্ট ফরম প্লাগিন এই ক্যাটাগরীতে পাচ্ছেন অসাধারণ সব ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন! সবচেয়ে বড় কথা, এই প্লাগ-ইনগুলো আপনার আমার প্রিয় বাংলাদেশদেরই একটা কোম্পানির তৈরি। বিশ্বাস হয়? WP Manage Ninja একটি আন্তর্জাতিক মানের ওয়ার্ডপ্রেস ডেভেলপার কোম্পানি যারা গত ৪-৫ বছর ধরে অনেক ইউজফুল প্লাগ-ইন ও থিমস ডেভেলপ করে যাচ্ছে। আর এটি সিলেটেরই কোম্পানি।
ডিসক্লেইমারঃ আমি বর্তমানে WP Manage Ninja তে ডিজিটাল মার্কেটার হিসেবে কর্মরত আছি।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন “সম্পূর্ণা”
এ সপ্তাহের ফ্রি কোর্স
বই পড়া ভারী মজা
এ সপ্তাহের ভাবনা
এ সপ্তাহের ভিডিও
এ সপ্তাহের উক্তি
নিজের ভাষা হিসাবে একমাত্র বাংলা ভাষা শ্রেষ্ঠ, এইটা একুশে চেতনার পরিপন্থি।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি। প্রতি শুক্রবার নতুন ইস্যু আসবে, ইনশা আল্লাহ! ইস্যু ০৫ কেমন লাগলো কমেন্টে জানাবেন।
– নিশাত শাহরিয়ার
আগের ইস্যু পড়ুন এখানেঃ
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০১
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০২
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৩
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৪
আমাকে ফলো করতে পারেনঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- আমি | কবিতা
- টাকা দিয়ে মোটিভেশনাল সেমিনার এটেন্ড করা মানেই ফাউল? ধান্দাবাজি? | বাঁকা চোখে
- বইয়ের পাতায়, বইয়ের ঘ্রানে……ও আমার সোনালি দিন!
- শেরি | উপন্যাস | প্রথম পর্ব
- আমার লাইব্রেরি | বইয়ের তালিকা
- বিরামচিহ্ন | কবিতা
- মধ্যরাতের পঙতিমালা 💔💔💔 | অনু কবিতা
- এবং “বিয়ে”
- ওরা রোদ্দুর হতে চেয়েছিল | কবিতা
- আমার এই আঙিনায় তোমার পায়ের ছাপ কখনো পড়বে না! | কবিতা
- যে বই পড়লামঃ জুবোফ্স্কি বুলভার- মশিউল আলম | পাঠ প্রতিক্রিয়া | বুক রিভিউ
- হেই ফেলিসিয়া! | কবিতা
- পপুলার হওয়া আর বিখ্যাত হওয়া দুইটা দুই জিনিস | উক্তি ১
- ফিলিস্তিনিদের জন্য হ্যাশট্যাগ কতটা কার্যকরী?
- ইন্ট্রোভার্ট লিডারশীপ, ফ্যামিলি ম্যান সুপারম্যান, ফ্রি প্যালেস্টাইন | নিশনামা ডাইজেস্ট ০১
- ভূমিকম্প, গলফারদের ধৈর্য্য, সিলিকন ভ্যালী, লায়োনেল মেসি | নিশনামা ডাইজেস্ট ০২
- ইস্যুময় ফেসবুক, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ইসরো | নিশনামা ডাইজেস্ট ০৩
- এসো বেদুইন হই, জব লাইফ, সম্পূর্না ও লোকি | নিশনামা ডাইজেস্ট ০৪
- লকডাউন, ওয়ার্ডপ্রেস ডিল, ক্রিয়েটিভিটিরও দাম আছে! | নিশনামা ডাইজেস্ট ০৫
- ট্র্যাজেডি, জাপানের বাচ্চারা ও আত্নবিশ্বাসী নারী | নিশনামা ডাইজেস্ট ০৬